বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মারকুটে মাস্টারকে প্রণাম করেই
শিক্ষক দিবস পালন ১৮ ছাত্রের
আরামবাগ

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শিক্ষক দিবসে গুরু ও শিষ্যের পরম্পরা ফিরল আরামবাগের সামতা মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীরা ফুল দিয়ে প্রণাম করল শিক্ষকদের। শিক্ষকরাও স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের বুকে জড়িয়ে ধরলেন। স্কুলের যে শিক্ষক সন্তানসম ছাত্রছাত্রীদের তাৎক্ষণিক রাগের বশে মারধর করেছিলেন, এদিন তিনিই তাদের ছলছল চোখে কাছে টেনে নিলেন। ভালোবাসায় মুছল গত শুক্রবারের ভুলের ঘটনা। আগের মতোই স্কুলের সকল ছাত্রছাত্রীদের কলতানে ভরে উঠল সামতা মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বর। 
গত শুক্রবার সামতার প্রাথমিক স্কুলে মিড ডে মিল খাওয়ার সময় ছাত্রছাত্রীদের মারধর করা হয়। মারের চোটে জখম হয় বেশকিছু ছাত্রছাত্রী। এই ঘটনায় সর্বস্তরে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে শিক্ষক জয়দীপ মাইতির ভূমিকা নিয়ে। স্কুল প্রশাসনের পক্ষ থেকেও জয়দীপবাবুকে শোকজ নোটিস দেওয়া হয়। যদিও ঘটনার পরেই অনুতপ্ত হয়ে পড়েন ওই শিক্ষক। সহকর্মী শিক্ষকদের জানান, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে এই কাজ করে ফেলেছেন। সেদিনই অভিভাবকদের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। এদিনও তাঁকে দেখা গেল, যে পড়ুয়াদের মারধর করেছিলেন তিনি, তাদেরই বুকে জড়িয়ে ধরলেন। যে পিঠে তিনি রাগের বশে কঞ্চির বাড়ি মেরেছিলেন, এদিন সেই পিঠেই স্নেহের হাত বুলিয়ে দিলেন। 
স্কুলের যে চত্বরে পড়ুয়াদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল, এদিন সেখানেই দেখা গেল স্কুল পড়ুয়াদের হুটোপুটিতে মাততে। অভিজিৎবাবু এদিন বলেন, তাৎক্ষণিক রাগের বশেই ওই ঘটনাটা ঘটিয়ে ফেলি। যা আমার নিজের কাছেই বেদনাদায়ক। ছোট ছেলেমেয়েরা এদিন স্কুলে এসে আমাদের ফুল দিয়ে প্রণাম করল। একজন অনুতপ্ত শিক্ষক হিসেবে যেটা আমি পারি, সেটাই করলাম। ওদের আশীর্বাদ করলাম। স্কুলের মিড ডে মিলের এক কর্মী বলেন, আমি ১৮ বছর এই স্কুলে আছি। ওই শিক্ষককে কখনও এরকম করতে দেখিনি। ওই কাণ্ডের পর উনি নিজেও কাঁদতে কাঁদতে বারবার বলছিলেন, কী করে ফেললাম! আজ ভালো লাগছে, আবার আগের মতোই ছোট ছেলেমেয়েদের হইচইয়ে স্কুল আনন্দে ভরে উঠল। চতুর্থ শ্রেণির ছাত্রী জুহানা পারভিন বলে, সেদিনের ঘটনার পর স্যাররা বাড়িতে এসেছিলেন। আজ শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে গিয়েছিলাম। 
ফুল দিয়ে জয়দীপ স্যার সহ অনান্য শিক্ষকদের প্রণাম করেছি। স্যারদের স্নেহ-ভালোবাসা পেয়ে আমরাও খুব খুশি। অভিভাবক কাজি আমিদুল ইসলাম বলেন, আমার ছেলে শিশু শ্রেণিতে পড়ে। সেদিনের ঘটনা অভিপ্রেত ছিল না। তবে ওই শিক্ষক নিজেই অনুতপ্ত। আশা করি, স্কুলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। স্কুলের প্রধান শিক্ষক মফিজুল খান বলেন, গত শুক্রবারের ঘটনা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। 
এলাকার মধ্যে এই স্কুলের সুনাম আছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্কুলের পঠনপাঠন ও মান উন্নয়নে আমরা যথেষ্ট নজর দিয়ে থাকি। তবে সেদিনের ঘটনা একটা ব্যতিক্রম। শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের সকল ছাত্রছাত্রী এদিন উপস্থিত ছিল। ওরা আমাদের ফুল দিয়ে প্রণাম করেছে। আমরা ওদের ভালোবেসে কাছে টেনে নিয়েছি। 
29Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা