এই মুহূর্তে

আজ ফের দিল্লি চলোর ডাক দিতে পারেন কৃষকরা

দিনকয়েক স্থগিত থাকার পর আজ, বৃহস্পতিবার ফের কর্মসূচির ঘোষণা করতে পারেন আন্দোলনকারী কৃষকেরা। আবারও ‘দিল্লি চলো’র ডাক দেওয়া হতে পারে। সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার থেকেই দিল্লির সীমানা এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা শুরু করেছে পুলিস-প্রশাসন। এদিনই দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানার জন্য জারি করা হয়েছে ট্র্যাফিক অ্যাডভাইসরি। আন্দোলনকারী কৃষকেরা কর্মসূচি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর দিল্লি-হরিয়ানার অবরুদ্ধ সিঙ্ঘু এবং তিক্রি সীমানার একদিকে যান চলাচল শুরু করা হয়েছিল। আবারও ওই দুই সীমানা এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশি দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানা এবং দিল্লি-নয়ডার চিল্লা সীমানাতেও বাড়ানো হচ্ছে নজরদারি। বুধবার এমনই জানিয়েছে স্থানীয় পুলিস-প্রশাসন। আন্দোলন সাময়িক স্থগিত করলেও পাঞ্জাব-হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানা থেকে সরেনি আন্দোলনকারীরা। আপাতত তাদের অবস্থান চলছে পাঞ্জাব-হরিয়ানার ওই দুই সীমানাতেই। এমএসপি আইনের ইস্যুতে কেন্দ্র-কৃষক পাঁচবারের বৈঠকও ব্যর্থ হয়েছে। প্রশ্ন উঠেছে. আন্দোলনকারী কৃষকেরা আজ যদি আবারও দিল্লি চলোর ডাক দেন, তাহলে কি কেন্দ্রের মোদি সরকার ফের তাদের বৈঠকে বসার ডাক দেবে? 

2024-02-29 09:05:02

কলকাতা লিগ: ডায়মন্ড হারবার এফসি ২-১ গোলে হারাল উয়াড়ি অ্যাথলেটিককে

2024-07-26 17:10:58

এশিয়া কাপের ফাইনালে ভারত

এশিয়া কাপের ফাইনালে ভারত

এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল। শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেলেন স্মৃতি-শেফালিরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ৮০ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে বিনা উইকেটেই রান তুলে নেয় ভারতীয় মহিলা দল। ৫৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মন্ধানা। ২৬ রান করেন শেফালি ভার্মা।

2024-07-26 16:58:59

উপত্যকায় ৭ সন্দেহভাজনের অনুপ্রবেশ, সতর্কতা জারি

উপত্যকায় ৭ সন্দেহভাজনের অনুপ্রবেশ, সতর্কতা জারি

ফের উপত্যকায় উত্তেজনা। জম্মু এবং পাঞ্জাবের পাঠানকোট অঞ্চলে এক মহিলা সহ ৭ সন্দেহভাজনকে নজরে আসতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অহেতুক ঝুঁকি এড়াতে শনিবার পর্যন্ত সেনা স্কুলগুলি বন্ধের নির্দেশিকা জারি হয়েছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে পাঞ্জাব পুলিস। কোনওরকম সন্দেহজনক গতিবিধি চোখে পড়লেই স্থানীয়দের তা নিরাপত্তা বাহিনিকে জানাতে অনুরোধ করেছে সেনা।

2024-07-26 16:50:38

কলকাতা লিগ: ডায়মন্ড হারবার এফসি ২-উয়াড়ি অ্যাথলেটিক ১ (৬৩ মিনিট)

2024-07-26 16:39:32

কলকাতা লিগ: ডায়মন্ড হারবার এফসি ২-উয়াড়ি অ্যাথলেটিক ০ (৬১ মিনিট)

2024-07-26 16:36:52

চিত্তরঞ্জন লোকোমোটিভে অগ্নিদগ্ধ অস্থায়ী কর্মী

চিত্তরঞ্জন লোকোমোটিভে অগ্নিদগ্ধ অস্থায়ী কর্মী

কাজ চলাকালীন চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হলেন এক অস্থায়ী কর্মী। আহত লোকেশ শর্মাকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে।

2024-07-26 16:08:05
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা