অসুস্থ স্ত্রীকে দেখে আসার জন্য ৭ ঘণ্টা ছাড়া হল দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে। যদিও আজও তাঁকে অন্তবর্তী জামিন দেয়নি আদালত। কিন্তু তাঁকে নিজের বাড়িতে বা হাসপাতালে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইজন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি জেল থেকে ছাড়া পাবেন তিনি।
2023-06-05 16:19:16নবান্নের নিকটবর্তী টোলপ্লাজার কাছে শুক্রবার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের দেহে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি।
নবান্নের নিকটবর্তী টোলপ্লাজার কাছে শুক্রবার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের দেহে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি।
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে প্রতিটি জেলা প্রশাসনকে তাদের জেলার ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী তার দার্জিলিং সফর স্থগিত রেখেছেন। দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল। তবে তার পরিবর্তে তিনি আগামী ১০ বা ১১ জুন দার্জিলিং যেতে পারেন বলে খবর।
কামরার নীচে বড়সড় ফাটল! শেষ মুহূর্তে এক রেলকর্মীর তৎপরতায় রক্ষা পেল কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস। রেলসূত্রে খবর, গতকাল, রবিবার সন্ধ্যায় তামিলনাড়ুর সেঙ্গোট্টাই স্টেশনের এক রেলকর্মী ওই ফাটলটি লক্ষ্য করেন ও উচ্চপদস্থ কর্তাদের অবগত করেন। অল্পের জন্য দুর্ঘটনার থেকে বেঁচে যায় ট্রেনটি। পরে ত্রুটিযুক্ত কামরাটিকে মূল ট্রেন থেকে আলাদা করে ট্রেনটিকে রওনা করা হয়।
2023-06-05 14:01:46ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার বহু বাসিন্দাই। অনেকেই হারিয়েছেন নিজেদের পরিজন আবার কেউ কেউ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এমনও অনেকে আছেন যাদের এখনও খোঁজ পায়নি পরিবার। দুর্ঘটনার শুরু থেকেই উদ্ধারকার্যের তদারকি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও সেই কাজ কিছুটা বাকি। আর তাই আপাতত তাঁর পাহাড় সফরের কর্মসূচি স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে কবে তিনি পাহাড়ে রওনা দেবেন তা জানিয়ে দেওয়া হবে নবান্নের তরফে।
2023-06-05 13:10:00ফুটবল থেকে অবসর নিলেন সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। ৪১ বছর বয়সে এসে এসি মিলানের হয়ে তিনি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন হেলাস ভেরোনার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই মরশুমের শেষ ম্যাচটি তাঁর ফুটবল জীবনের শেষ ম্যাচ হতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে বিদায়ী ভাষণও দেন ইব্রা। এদিন তিনি বলেন, ‘প্রথম যখন মিলানে এসেছিলাম আপনারা আমায় খুশি করেছিলেন। দ্বিতীয়বার দিয়েছিলেন ভালোবাসা। হৃদয় থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। চিরকাল মিলানের ভক্ত হয়ে থাকব। ফুটবলকে বিদায় জানালেও আপনাদের কখনওই বিদায় জানাতে পারব না’।
বারাণসীর কুখ্যাত অবধেশ রাই হত্যা মামলায় মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করল উত্তরপ্রদেশের এমপি-এমএলএ আদালত। ১৯৯১ সালের এই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে যোগীরাজ্যের এই গ্যাংস্টার-নেতার নাম ছিল। ৩২ বছর পুরনো এই মামলায় আজই তাঁকে সাজা শোনানো হবে।
2023-06-05 12:47:53বিহারের ভাগলপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ। তিনি ওই সেতুর নিরাপত্তারক্ষী ছিলেন বলে জানা গিয়েছে। সেতু ভেঙে পড়ার পর থেকেই তাঁর খোঁজ নেই। দুর্ঘটনার কবলে পড়ে তিনি নদীতে পড়ে গিয়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। গতকাল সুলতানগঞ্জ ও খাগাড়িয়ার মধ্যে সংযোগকারী ওই সেতুটি আচমকাই ভেঙে পড়ে। ২০১৪ সালে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন বিক্ষোভরত কুস্তিগিররা। গত শনিবার রাত ১১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক হয় তাঁদের। সেখানে তাঁরা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত চার্জশিট গঠনের দাবি জানিয়েছেন বলে খবর। বিষয়টির দ্রুত নিষ্পত্তির বিষয়ে কুস্তিগিরদের আশ্বস্ত করেন অমিত শাহও।
মতিঝিল এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে জখম হলেন ২ জন। জানা গিয়েছে, গতকাল ঝামেলা চলাকালীন শচীন নামের এক ব্যক্তি দানিশ নামে এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে। নাকে আঘাত পায় সে। শচীনের উপর পাল্টা হামলা চালায় দানিশও। বুকে ও কাঁধে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি শচীন।
শৌচালয়ের মধ্যে দুষ্কৃতীদের লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১১ বছরের এক শিশুর। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শিকদার পল্লি এলাকায়। এলাকায় পৌঁছেছে বনগাঁ থানার বিশাল পুলিস বাহিনী।
ট্রেনে ছিল সন্তান, কারও স্বামী, কারও বন্ধু। তাঁরা জীবিত না মৃত, তা জানা নেই। প্রত্যেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। তবে প্রিয়জনকে মৃতই ধরে নিয়েছেন তাঁরা। পরিজনেরা আসছেন ঘটনাস্থলে। সোরো, বালেশ্বর হাসপাতালসহ নানা স্থানে খুঁজে হতাশ হয়ে শেষমেশ আসছেন তাঁরা লাশঘরে। অর্থাৎ বাহানাগা স্কুলে, যেখানে রাখা ছিল সমস্ত দেহ। যদিও শনিবার রাত থেকেই সেগুলি সরানো হচ্ছে। বাহানাগায় কন্ট্রোল রুম নেই। ওড়িশা সরকারের কন্ট্রোল রুমের নম্বরে ফোন করে সাহায্যের আশ্বাসই সার। বস্তুত দিশেহারা মানুষ।
2023-06-05 09:40:00জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় সিপিএম সরাসরি যুক্ত ছিল। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আল্ট্রা সিপিএমও ছিল। অন্যদিকে, গোধরা রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি আক্রমণ করেন বিজেপিকে। আরও বলেন, বাংলায় বাম জমানায় সাঁইথিয়া রেল দুর্ঘটনাও ঘটানো হয়েছিল। তবে তার পিছনে কারা ছিল তিনি জানাননি। ওই তদন্ত সিবিআইকে দিতে চাইলেও, রাজ্য দায়িত্ব দেয় সিআইডিকে। ওই দুটি দুর্ঘটনার সময় মমতাই রেলমন্ত্রী ছিলেন। তাঁর আমলে রেল দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিজেপি ও মোদি সরকার মিথ্যা কথা রটাচ্ছে। এই প্রসঙ্গেই তিনি জ্ঞানেশ্বরী ও গোধরা কাণ্ডের উল্লেখ করেন।
2023-06-05 09:35:34রবিবারও চলল উদ্ধারকাজ। সকালেই উদ্ধার হয় পাঁচজনের দেহ। ট্রেনের ভিতর থেকে বেরচ্ছে দেহাংশ। ট্রেনের কামরাগুলি কঙ্কালসার। রেল ট্র্যাক থেকে সেগুলি সরানোর কাজ চলছে। কামরাগুলি থেকে বেরচ্ছে দুর্গন্ধ। ভিতরেই রয়ে গিয়েছে কোথাও দেহাংশ! আকাশে উড়ছে চিল, শকুনের দল। রেল লাইনের ধারে ঘোরাঘুরি করছে বহু মানুষ। বেওয়ারিশ ব্যাগ, ওয়ালেট খুঁটিয়ে দেখছে তারা। যদি বিশেষ কিছু
মেলে! ভালো জুতো পেলেও গলিয়ে নিচ্ছে পায়ে।
রবিবার ঘিরে ফেলা হয়েছে বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনাস্থল। কাউকেই প্রবেশে করতে দেওয়া হচ্ছে না। যদিও দুর্ঘটনার দু’দিন পরেও দুর্ঘটনাস্থলের আশেপাশে চোখে পড়ল উত্সুক সাধারণ মানুষের ভিড়। দূরদূরান্ত থেকেও আজও এসেছেন অনেকেই। কেন? জবাব, ‘এমনই। কী হচ্ছে তাই দেখতে এলাম।’ দুর্ঘটনার পর থেকেই বাহানাগার আশপাশের দোকানগুলিতে বিক্রিবাটা বেড়ে গিয়েছে। ঠান্ডা পানীয়ের চাহিদা মেটাতে হিমশিম দোকানিরা। তবে দাম একদম ঠিকঠাক। কিন্তু হোটেল অমিল। টাকা বেশি দিয়েও মাথা গোঁজার ঠাঁই দুর্লভ।
2023-06-05 09:24:07দুর্ঘটনার পর কয়েকশো লাশ এনে জড়ো করা হচ্ছিল বাহানাগা স্কুলে। হলঘর, ক্লাসরুমেই থরে থরে সাজানো ছিল সাদা কাপড়ে মোড়া। কারও হাত নেই তো কারও পা বাদ গিয়েছে। পচে গন্ধ ছাড়তে শুরু করেছে। শনিবার রাত থেকেই লাশগুলি ভুবনেশ্বর এইএমস-সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ক্লাসরুমে ছড়ানো হয়েছে ব্লিচিং। কিন্তু তা দিয়ে কী আর দুর্গন্ধ চেপে রাখা যায়? জোরে হওয়া দিলেই ব্লিচিং উড়ে আসছে উপস্থিত পুলিস কর্মী, সাংবাদিকদের নাকে-মুখে।
2023-06-05 09:17:21শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনার পর বহু ট্রেন বাতিল হয়। এর জেরে বাড়ছে যাত্রী দুর্ভোগ। ইতিমধ্যে প্রায় শতাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। মঙ্গলবার ও বুধবার নতুন করে বাতিল ঘোষণা হল, গুয়াহাটি ও কামাক্ষ্যা থেকে বেঙ্গালুরু যাওয়ার দু’টি ট্রেন। গত কয়েকদিনে দক্ষিণ-পূর্ব ও ইস্ট-কোস্ট রেলওয়েতে ১৯টি ট্রেনের গতিপথ বদল হয়েছে। বেঙ্গালুরু থেকে জসিডিগামী ট্রেনটি সকাল ১০টার বদলে সাড়ে বারোটায় ছেড়েছে। এদিকে, আটকে পড়া যাত্রীদের জন্য পুরী ও হাওড়ার মধ্যে তিনটি বিশেষ ট্রেন চালাবে ইস্ট-কোস্ট রেলওয়ে।
2023-06-05 08:59:36রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে নয়া রেকর্ড। গত মে মাসে প্রতিদিন গড়ে ১৯ লক্ষ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে ভারত। এপ্রিল মাসের তুলনায় তা ১৫ শতাংশ বেশি।
2023-06-05 08:49:43চলতি অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিল করার সময় এসেছে। বহু আয়করদাতাই রিটার্ন দাখিলের পর রিফান্ড পাওয়ার অধিকারী। অর্থাৎ গত অর্থবর্ষে তাঁরা বাড়তি কর দিয়ে থাকলে সেই টাকা ফেরাবে আয়কর দপ্তর। কিন্তু এই মওকায় প্রতারণাচক্রও সক্রিয় হয়ে উঠেছে। এই মর্মে সাধারণ মানুষকে সচেতন করল দপ্তর। তাদের বক্তব্য, আয়কর দপ্তর টাকা ফেরানোর জন্য কখনওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন তথ্য তথা ডেবিট কার্ডের পিন চেয়ে ই-মেল বা এসএমএস করে না। যদি আয়কর দপ্তরের নাম করে কেউ এই তথ্যগুলি চায়, তাহলে আয়করদাতাকে সাবধান হতে হবে। নাহলে তিনি প্রতারিত হতে পারেন। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত নন। বিশেষত, যাঁরা প্রথমবার আয়কর জমা করছেন বা রিফান্ড পাওয়ার অধিকারী। তাঁদের সচেতন হওয়া জরুরি।
2023-06-05 08:39:30গ্রিন বিল্ডিং বা পরিবেশ বান্ধব বাড়ির তকমা দেওয়া যায়, এমন আবাসন প্রকল্প দেশে ১০ হাজার ৯০০-র বেশি রয়েছে বলে দাবি করল বণিকসভা সিআইআইয়ের ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল। প্রায় ১ হাজার ২৭ কোটি বর্গফুট নির্মাণকাজ হয়েছে, যাকে ‘গ্রিন’ তকমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কোনও বাড়িকে তখনই এই তকমা দেওয়া যায়, যখন সেটি তৈরি হয় কয়েকটি নিয়ম মেনে। সেই তালিকায় যেমন আছে সৌরশক্তির ব্যবস্থা, সবুজঘেরা ছাদ, অ্যালুমিনিয়ামের বেশি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় সহায়ক জানালা, জল সংরক্ষণের ব্যবস্থা প্রভৃতি। কাউন্সিলের কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, গ্রিন বিল্ডিং তৈরির নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখন এরাজ্যের আবাসন নির্মাতাদের মধ্যেও গ্রিন বিল্ডিং তৈরির প্রবণতা বাড়ছে। এখন কলকাতার বাইরে জেলাগুলিতেও তা জনপ্রিয় হচ্ছে বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, এরাজ্যে পরিবেশবান্ধব নির্মাণে উৎসাহ দিতে ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এই ব্যাপারে আর্থিক সুবিধা দেওয়ার নীতি এনেছে তারা।
2023-06-05 08:26:05বিশ্ব পরিবেশ দিবস
৪৬৯ খ্রীষ্টপূর্ব: গ্রিক দার্শনিক সক্রেটিসের জন্ম
১৮৮৯: ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্তের মৃত্যু
১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু
১৯৪০: প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়
১৯৫২: বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাটের জন্ম
১৯৬১: ভারতের টেনিস তারকা রমেশ কৃষ্ণানের জন্ম
১৯৭২: স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়
১৯৭২: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্ম
১৯৭৬: বলিউডের বিশিষ্ট অভিনেত্রী রম্ভার জন্ম
১৯৮৪: অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা, উগ্রপন্থী ছয় শত হিন্দু নিহত
২০০৪: মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের মৃত্যু
মেষ: বেচাকেনা আর উপার্জন বাড়বে।
বৃষ: সাফল্য আর সুনাম।
মিথুন: অর্থকড়ি আয় বাড়বে।
কর্কট: সুচিকিৎসায় দেহে রোগারোগ্য।
সিংহ: কর্মে উন্নতি আর মানসিক তৃপ্তি।
কন্যা: মানসিক অস্থির ভাব।
তুলা: অর্থাগম যোগ আছে।
বৃশ্চিক: মতান্তর আর অশান্তির যোগ।
ধনু: বিশেষ সাফল্য পেতে পারেন।
মকর: প্রভূত অর্থকড়ি উপার্জন যোগ।
কুম্ভ: ভ্রমণের সম্ভাবনা।
মীন: মেজাজে রুক্ষতার আশঙ্কা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
বড় ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে ওই রুটে বন্ধ রেল পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে। এই অবস্থায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। বিপাকে পড়েছেন অন্য যাত্রীরা। সেই কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। যতদিন না ওই রুটে রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা দেবে ওড়িশা সরকার। কটক, পুরী ও ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত চলবে বাসগুলি। দৈনিক ৫০ টি বাস চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এর জন্য কোনও খরচ করতে হবে না যাত্রীদের। আজ রবিবার, থেকেই পরিষেবা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওড়িশায় বালেশ্বরে বাহানাগায় ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলাকারীর আর্জি, দুর্ঘটনার তদন্ত করুক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কোনও কমিটি।
বলিউডের রোমান্টিক জুটি অমিতাভ ও জয়া বচ্চন। টিনসেল টাউনের এই দুই সেলিব্রিটির দাম্পত্য জীবনের হাফসেঞ্চুরি পূর্ণ হল শনিবার। ১৯৭৩ সালের ৩ জুন গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তারপর দেখতে দেখতে পার হয়ে গেল অর্ধশতাব্দী। ৫০ তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিগ-বি সোশ্যাল মিডিয়ায় আগাম একটি বার্তায় নিজের অনুভূতি তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘আর কিছুক্ষণ পরেই তো ৩ জুনের ভোর..আর এই বছরটিকে ৫০ বছর হিসেবে ধরা হবে। আমাদের যাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং জানাবেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
2023-06-04 12:12:34ফের দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার চেষ্টা যুবকের। আজ রবিবার, সকাল সাড়ে ন'টা নাগাদ এক যুবককে দ্বিতীয় হুগলি সেতুর রেলিং টপকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিত্য যাত্রীরা তা দেখতে পেয়ে লালবাজারে খবর দেন। সেখান থেকে খবর পৌঁছয় হেস্টিংস থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিস, ট্রাফিক গার্ড ও দমকল বাহিনী। ওই যুবককে উদ্ধার করেছে পুলিস।
পারভিন বাবির বায়োপিকে অভিনয় করছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। আজ রবিবার, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। এদিন থেকেই পারভিন বাবির বায়োপিকে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন উর্বশী। বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল এই বায়োপিক নিয়ে। জনপ্রিয় অভিনেত্রী পারভিন বাবির চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জোর জল্পনা ছিল। এদিন উর্বশীর ঘোষণার পর সেই জল্পনার অবসান ঘটেছে।
2023-06-04 11:24:27বিয়ে করলেন ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। গতকাল শনিবার, মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার। দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ারকে বিয়ে করেছেন ঋতুরাজ। উৎকর্ষা নিজেও একজন ক্রিকেটার। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেট দলে খেলেন তিনি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল ঋতুরাজের। কিন্তু বিয়ের কারণেই দলে যোগ দেননি তিনি। সেই কথা আগেই বোর্ডকে জানিয়েছিলেন ঋতুরাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতুরাজ ও উৎকর্ষার বিয়ের ছবি।
রেল লাইনের উপর চাপ চাপ রক্ত, দেহের টুকরো, সাদা কাপড়ে মোড়া একের পর এক শায়িত দেহ, শিশুর ফেলে যাওয়া রক্তমাখা জুতো, ব্যাগপত্তর। তার মধ্যেই পড়ে আছে একটি ডায়েরি। ভিতরে প্রেমের কবিতা লেখা। ‘ভালবেসে এই মন, তোকে চাই সারাক্ষণ/ আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে/ কী করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।’ কার লেখা? তিনি কি বেঁচে গিয়েছেন, নাকি এই অগুন্তি লাশের ভিতর হারিয়ে গিয়েছেন। জানার আর কোনও উপায় নেই!
গানটির শ্যুটিং হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাসভবন মেরেনস্কি প্যালেসের সামনে। তারপর অস্কারের মঞ্চে ভারতের প্রথম মৌলিক গান হিসেবে ইতিহাস গড়েছিল। সেই গানের তালেই পা মেলালেন ইউক্রেনীয় দু’জন সেনা। গানটি ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। সম্প্রতি এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, রাম চরণ ও জুনিয়র এনটিআরের স্টেপেই নাচছেন দুই সেনা। ‘আরআরআর’ ছবিতে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ভারতীয়রা। ঠিক তেমনই যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে সেনাদের এই পদক্ষেপ নেট দুনিয়ার প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেন ফেডোটোভা নামক এক ব্যক্তি। ‘আরআরআর’-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে।
2023-06-04 10:32:19ফের বিজেপির সঙ্গে জোট বাঁধছেন চন্দ্রবাবু নাইডু? তেমনই জল্পনা জাতীয় রাজনীতিতে। গতকাল শনিবার, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। চলতি বছরের শেষে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। সেখানে জোট বেঁধে একসঙ্গে ভোটে লড়ার প্রস্তাব নাড্ডা-শাহকে দিয়েছেন চন্দ্রবাবু। এছাড়াও আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির শরিক হয়ে ভোটে লড়ার কথাও গতকালের বৈঠকে তুলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনটা জানা গিয়েছে সূত্র মারফত।
2023-06-04 10:28:00ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই দুর্ঘটনায় ওড়িশার কোনও যাত্রীর মৃত্যু হলে, তাঁর পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। গুরুতর জখমদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে, বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর।
ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দৃশ্য দেখে স্তম্ভিত গোটা দেশ। সকলেই রেলের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পুনরুদ্ধারের কাজ চলছে। এই বিষয়ে আজ রবিবার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 'দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে। প্রধানমন্ত্রী গতকালই গোটা এলাকা পর্যবেক্ষণ করেছেন। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে রেললাইনটি ঠিক করার। আমাদের টার্গেট রয়েছে, আগামী বুধবার সকালের মধ্যে পুনরুদ্ধারের কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করা। মৃতদেহ উদ্ধারের কাজও শেষ।'
ফের দার্জিলিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাঁর পাহাড় সফরের সূচনা। এবারের সফরে বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি। পাশাপাশি, প্রশাসনিক কিছু কাজও সারবেন বলে নবান্ন সূত্রে খবর। এই সফরে পাহাড়ের বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। প্রসঙ্গত, এই বছরের শুরুতে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় সমস্ত দলকে নিয়ে পাহাড়ের সামগ্রিক উন্নতির জন্য এক হয়ে কাজ করতে বলেছিলেন মমতা। তারপর অনেক পরিবর্তন হয়েছে পাহাড়ের রাজনীতিতে। সেকারণেই মমতার সফরে নজর রাজনৈতিক মহলের।
2023-06-04 09:21:12১৪টি কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ২০১৭ সালের সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল মন্ত্রক। ২০২২ সালের ১ এপ্রিল সেই কমিটি রিপোর্ট জমা দিয়ে জানায়, এইসব ওষুধ ব্যবহারে লাভ তো নেই, উল্টে এতে মানুষের ক্ষতি। তারই পরিপ্রেক্ষিতে গেজেট নির্দেশ জারি করে এইসব ওষুধের উৎপাদন ও বণ্টন সম্পূর্ণ নিষিদ্ধ করল কেন্দ্র। এর মধ্যে রয়েছে নিমুসালাইড এবং প্যারাসিটামলের কম্বিনেশন, অ্যামক্সিসিলিন ও ব্রমহেক্সাইনের কম্বিনেশন, সালবুটামল, ব্রমহেক্সাইন ও হাইড্রক্সিইথাইল থিওফিলাইনের কম্বিনেশন, কোডিন ফসফেট, মেনথল সিরাপ এবং ক্লোরফেনিরামাইনের কম্বিনেশনসহ ১৪টি ওষুধ।
2023-06-04 09:13:12তীব্র গরমে নাজেহাল শহরবাসী। বৃষ্টির দেখা নেই। আজ রবিবার, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল শনিবার, শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
ভারত তো বটেই, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির অসংখ্য অনুরাগী। তাঁর খেলা ও ব্যক্তিত্বের ফ্যান অনেকেই। ধোনির খেলা দেখার জন্য এখনও স্টেডিয়ামে ভিড় জমান বহু দর্শক। সদ্য সমাপ্ত আইপিএল তার অন্যতম প্রমাণ। এবার ধোনির প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভিনব পদক্ষেপ নিলেন ছত্তিশগড়ের এক যুবক। নিজের বিয়ের কার্ডে ধোনির ছবি ও জার্সি নম্বর ছাপিয়েছেন ওই যুবক। আর সেই ধোনির ছবি থাকা কার্ড দিয়েই নিজের বিয়ের নিমন্ত্রণ সারছেন তিনি। ওই কার্ডে 'থালা' শব্দটিও রয়েছে। এই নামে ধোনিকে সম্মান জানান তামিলনাড়ুর ক্রিকেট প্রেমীরা। জানা গিয়েছে, সেই অভিনব বিয়ের কার্ড 'ক্যাপ্টেন কুল'কেও পাঠিয়েছেন ওই যুবক। বিয়েতে ধোনিকে নিমন্ত্রণও জানিয়েছেন তিনি। সেই বিয়ের কার্ড আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উগান্ডায় আল শাবাব জঙ্গিগোষ্ঠীর হাতে খুন হয়েছেন ৫৪ জন জওয়ান। গতকাল শনিবার, সেই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি। গত সপ্তাহে সোমালিয়ার একটি সেনা ছাউনিতে ঢুকে ৫৪ জন জওয়ানকে খুন করে আল শাবাব গোষ্ঠীর জঙ্গিরা।
১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান
১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৪৬: সঙ্গীতশিল্পী এস.পি. বালসুব্রহ্মণ্যমের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম
২০২০:কিংবদন্তি চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জীর মৃত্যু
মেষ: পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার আর প্রভূত অর্থাগম।
বৃষ: অপ্রত্যাশিত অর্থকড়ি উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।
মিথুন: পেশাদার শিল্পী, সাহিত্যিক, উকিলদের অনুকূল সময়।
কর্কট: ছোট ব্যবসায় অগ্রগতি।
সিংহ: নিকট ভ্রমণের সম্ভাবনা।
কন্যা: সামাজিক সুনাম আর খ্যাতি বৃদ্ধি।
তুলা: পেশাগত কর্মে বাধায় মানসিক অস্থিরতা বৃদ্ধি।
বৃশ্চিক: সামাজিক কল্যাণ কর্মে সম্মান প্রাপ্তির সম্ভাবনা।
ধনু: সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা আইনি পথের সন্ধান পেতে পারেন।
মকর: অধিক ভোজনে শারীরিক বিব্রতবোধ।
কুম্ভ: প্রভূত অর্থলাভ যোগ আছে।
মীন: কারও কাছ থেকে দামি উপহার প্রাপ্তি হতে পারে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ নাগাদ আত্মহত্যার উদ্দেশ্যেই নোয়াপাড়া স্টেশনের মেট্রো লাইনে ঝাঁপ দেন তাঁরা। এর জেরে আপাতত বন্ধ রয়েছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা। দুর্ভোগে নিত্যযাত্রীরা। তবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিট থেকে ফের ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
2023-06-03 19:26:00তিনি ‘টাইটানিক’ ছবির ‘জ্যাক’। সম্প্রতি তাঁর জীবনে এসেছে নতুন ‘রোজ’। গত বুধবার রাতে লন্ডনের এক নামী রেস্তরাঁয় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী এক ব্রিটিশ মডেল। নাম নীলম গিল। তবে চমক অন্য জায়গায়। জানা গিয়েছে, এই মডেল ভারতীয় বংশোদ্ভূত। নীলম সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় দিয়ে লিখেছেন, ‘ব্রিটিশ-পাঞ্জাবি মডেল’। কয়েকদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা গিয়েছিল দু’জনকে। ২৮ বছরের এই মডেলের সঙ্গে ৪৮ বছরের লিওর প্রেমের গুঞ্জন সেই সময় থেকেই। সেদিন, রেস্তরাঁয় দু’জনের একসঙ্গে কাটানোর ছবি সেই জল্পনার আগুনে আরও ঘি ঢাকল। অনুরাগীদের বক্তব্য, নীলমের সঙ্গে ডেট করছে লিওনার্দো। অবশ্য, সেদিন নাকি ওই রেস্তরাঁয় এই হলিউড নায়কের মা-ও উপস্থিত ছিলেন।
2023-06-03 15:56:17বক্স অফিসে ব্যাপক হারে ব্যবসা করেছিল শাহরুখ খানের 'পাঠান'। দীর্ঘ চার বছর বাদে বড়পর্দায় ফিরে কাঁপিয়ে দিয়েছিলেন বলিউডের বাদশা। সেই উন্মাদনাকে পদ্মা পারে পৌঁছে দিতে গত ১২ মে বাংলাদেশে মুক্তি পায় 'পাঠান'। গোটা বিশ্বের মতোই ব্যাপক সাড়া পড়ে যায় বাংলাদেশে। সেই কথা মাথায় রেখেই এবার শাহরুখের পথে হাঁটলেন সলমন খান। চলতি বছরে ঈদে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'কিসি কা ভাই কিসি কি জান।' বলিউডে সেভাবে ব্যবসা করতে পারেনি এই ছবি। তাই বাড়তি লক্ষ্মীলাভের আশায় বাংলাদেশে 'কিসি কা ভাই কিসি কি জান'-ছবির মুক্তির পথে হাঁটলেন সল্লু। জানা গিয়েছে, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সলমনের ছবির মুক্তির ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের পেক্ষাগৃহে মুক্তি পাবে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান।' তবে এই প্রথম নয় এর আগে সলমনের 'ওয়ান্টেড' ছবি মুক্তি পেয়েছিল বাংলাদেশে।
2023-06-03 15:43:04ফরাসি ওপেনে নোভাক জকোভিচের দাপট অব্যাহত। শুক্রবার ছেলেদের সিঙ্গলসে স্পেনের আলেজান্দ্রো দাভিদোভিচ ফকিনাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। ম্যাচের ফল ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫), ৬-২। মহিলা সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠলেন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কাও। এদিন তিনি ৬-২, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রাশিয়ার কামিল্লা রাখিমোভাকে। প্যারিসের ক্লে কোর্টে এই প্রথমবার শেষ ষোলোর ছাড়পত্র পেলেন সাবালেঙ্কা।
চলতি আসরে এখনও পর্যন্ত একটি সেটেও হারেননি নোভাক জকোভিচ। রাফায়েল নাদালের অনুপস্থিতিতে তাঁর খেতাব জয়ের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। এদিন অবশ্য প্রথম দুই সেটে সার্বিয়ান মহাতারকাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন স্প্যানিশ আলেজান্দ্রো। তবে দু’বারই টাই-ব্রেকারে বাধা অতিক্রম করেন জোকার। আর তৃতীয় সেটে তো প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। এদিকে, মহিলা সিঙ্গলসে আরিনা সাবালেঙ্কাও আগে কখনও রোলাঁ গারোয় দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত টিকতে পারেননি বেলারুশের এই তারকা। গত তিন বছরে প্রতিবারই তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন। তবে চলতি বছরে দারুণ ছন্দে সাবালেঙ্কা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। সেটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। সেই থেকে এখনও পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামে টানা ১০টি ম্যাচও জেতা হয়ে গেল সাবালেঙ্কার। পুরুষদের সিঙ্গলসের অপর ম্যাচে লরেঞ্জো সোনেগো হারালেন সপ্তম বাছাই আন্দ্রে রাবলেভকে। ম্যাচের ফল ৫-৭, ০-৬, ৬-৩, ৭-৬, ৬-৩।
লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। হিমাচল প্রদেশে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ফেলে রওনা দিয়েছেন তিনি। আজ শনিবার, রাত দশটা নাগাদ বালেশ্বর পৌঁছবেন এই কংগ্রেস নেতা। প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীরবাবু দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে দেখতে যাবেন বলে জানা গিয়েছে।
দুটি ট্রেনের যাত্রী তালিকা ধরে প্রতিটি ব্যক্তির মোবাইলে ফোন করা হচ্ছে নবান্নের কন্ট্রোল রুম থেকে। কে কোন রাজ্যে, জেলার বাসিন্দা তা জানা হচ্ছে। তাঁদের কী পরিস্থিতি এছাড়াও একাধিক বিষয়ে জানা হচ্ছে। স্বাভাবিক ভাবেই বহু যাত্রী ফোন ধরছেন না। সেই নম্বর গুলির পাশে 'নো রিপ্লাই' লেখা হচ্ছে। যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তাঁদের নাম, ঠিকানা সমস্ত কিছু তালিকাবদ্ধ করে পাঠানো হচ্ছে নির্দিষ্ট জেলার জেলাশাসককে। তালিকা অনুযায়ী জেলা প্রশাসন যোগাযোগ করছে।
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল শুক্রবার, থেকেই সবরকম সাহায্য করে চলেছে বাংলা। আজ শনিবার, দুর্ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি ঘোষণা করেছেন, দুর্ঘটনার ফলে বাংলার যে যাত্রীরা মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যে করা হবে। গুরুতর জখমদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এছাড়াও জখমদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে বললেন, ভয়াবহ বিপর্যয়। এটা রাজনীতি করার জায়গা নয়। বাংলার থেকে যা যা সাহায্য করা সম্ভব, আমরা তার জন্য প্রস্তুত। আমাদের রাজ্যের চিকিৎসা পরিকাঠামো ভালো। সেখানে নিয়ে গিয়ে যদি আহতদের চিকিৎসা করানোর প্রয়োজন হয়, আমরা সব ব্যবস্থা করব।