Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

দ্বাদশে বিজ্ঞান থাকলে চাকরিতে
একটু অগ্রাধিকার পাওয়া যায়

কৌলিক ঘোষ: অনেকেই ভেবে নেন যে, একাদশ-দ্বাদশে যাদের বিজ্ঞান ছিল তারা নির্ঘাৎ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং সেইমতো প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নেবে প্রথম সারির কোনও কোচিং সেন্টার থেকে। এই ভাবনা কিন্তু মোটেই ঠিক নয়। সাত বা আট-এর দশকে বিজ্ঞান নিয়ে পড়ার পর ছাত্রছাত্রীরা অনেক সময়ই ‘কোর’ বিষয় নিয়ে মেতে থাকতেই পছন্দ করতেন। অর্থাৎ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা জুলজি, বোটানি ইত্যাদি নিয়ে অনার্স করে আরও উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাওয়া। তার অবশ্য একটা কারণ ছিল। তখন ইঞ্জিনিয়ারিং পড়াটা এখনকার মতো সহজ ছিল না। সম্বল বলতে গুটিকয়েক সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়। আর, মেডিক্যাল পড়তে হলে সেই হাতে গোনা মেডিক্যাল কলেজ। গত, বিশ বছরে এ রাজ্যেই ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বেড়েছে হু হু করে। বেসরকারি উদ্যোগে ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে কিছুটা পাল্লা দিয়ে তৈরি হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজও। একটা সময়ে গিয়ে দাঁড়াল এমন জায়গাতে যে, সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী অথচ আসনসংখ্যা কম হওয়ার দরুন আগে ইঞ্জিনিয়ারিং কলেজে ঠাঁই মিলত না, এবার সেই সমস্যা নেই। চাহিদার প্রেক্ষিতে জোগানের সুযোগ হল। কিন্তু ধীরে ধীরে কলেজের সংখ্যা ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসনসংখ্যা এতই বাড়ল যে, কলেজগুলোর আসনের সংখ্যার চেয়ে আবেদনকারীর সংখ্যা কমতে থাকল। এখন তো সেই সমস্যা দেশ জুড়ে। তাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) ঠিক করেছে আগামী দু’বছর আর নতুন করে কোনও কলেজ গড়ার অনুমোদন দেওয়া হবে না। এটি খুবই সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২২ পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ার জন্য আবেদন করতে পারবেন না। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল— দেশে ২০১৫ থেকে ২০১৯-এর মধ্যে ৫১৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়েছে। স্বাভাবিকভাবে এর প্রত্যেকটি বেসরকারি। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙের ছাতার মতো ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠার ফলে নিম্নমেধার ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ার হয়ে ওঠার ফলে ইঞ্জিনিয়ারদের মান খারাপ হওয়া শুরু হয়েছে, যার ফলে তেমন প্লেসমেন্টও জুটছে না। তাই একটা সময় ছাত্রছাত্রীরা যেখানে মোটা টাকা দিয়ে বেশ কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেলে ধন্য হতো, এখন সেইসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলি এজেন্ট দিয়ে প্রার্থী ধরা ছাড়াও বিদেশ ভ্রমণের টোপও দেখাচ্ছে। তবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মানেই খারাপ এমনটা কিন্তু ভাবার কোনও কারণ নেই। কারণ, এমন বহু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে প্রতি বছর দেশের সেরা ইঞ্জিনিয়াররা পাশ করে বেরচ্ছেন। তাই মেধাবীরা দেশের তথা রাজ্যের প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ারিং কলেজে অবশ্যই সুযোগ করে নিচ্ছে এবং প্রত্যাশা অনুযায়ী প্লেসমেন্টও পাচ্ছে।
এখন প্রশ্ন, যারা পছন্দমতো ইঞ্জিনিয়ারিং কলেজে জায়গা করে নিতে পারল না বা যারা স্বেচ্ছায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স-সহ অন্যান্য বিষয় নিয়ে পড়তে আগ্রহী, তাদের সামনে দ্বাদশের পর কী কী বিষয় নিয়ে এগনোর সুযোগ আছে—
(১) নিজের পছন্দমতো বিষয় অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি সহ একাধিক বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা অন্যান্য আইআইটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি এমনকী ইন্টিগ্রেটেড পিএইচডিও করা সম্ভব। গতেবাঁধা বিজ্ঞান-এর বিষয়গুলি ছাড়া যে সমস্ত বিষয়ে স্নাতক হওয়ার পর পড়াশোনা করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল মেডিক্যাল ফিজিক্স, নিউক্লিয়ার মেডিসিন, মলিকিউলার মেডিক্যাল মাইক্রোবায়োলজি, অ্যাস্ট্রোনমি, অ্যাপ্লায়েড জিওলজি ইত্যাদি।
(২) কলকাতাসহ রাজ্যের বিভিন্ন কলেজে এখন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, জিওলজি-র মতো চাহিদাপূর্ণ বিষয় স্নাতকস্তরে চালু রয়েছে। আর বিশেষ করে ছাত্রীদের কথা মাথায় রেখে নিউট্রিশন, ডায়েটেটিক্স-এর মতো চাহিদাপূর্ণ কোর্স রয়েছে অনেকগুলি কলেজে। যেগুলির ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল।
(৩) এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি খুবই আকর্ষণীয়। বিশেষত, যারা ১০+২-এর পর জয়েন্ট দিয়ে উপযুক্ত কলেজ না পেয়ে গ্র্যাজুয়েশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে, তাদের জন্য তো বটেই। গ্র্যাজুয়েশনের পর এই ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড অপটিক্স অ্যান্ড ফোটোনিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, কেমিক্যাল টেকনোলজিতে পোস্ট বিএসসি-বিটেক করতে পারে। একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়েও স্নাতক হওয়ার পর পোস্ট বিএসসি-বিটেক কোর্স পড়ানো হয়।
(৪) বর্তমান কর্পোরেট জগতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের চাহিদা বাড়ছে বই কমছে না। সব পেশাদারদের উত্থান-পতন হলেও এই পেশাদারদের চাহিদা বেশ স্থিতিশীল। দ্বাদশস্তরে বিজ্ঞান, বিশেষত গণিত বিষয়টিতে যদি বিশেষভাবে জোর দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে সিএ করতে অনেকটাই সুবিধা। যদিও ইকো-স্ট্যাট-ম্যাথ— এই কম্বিনেশন নিয়ে সিএ পড়তে এলে বেশ কয়েক ধাপ এগিয়ে থাকা যায়। এছাড়া সিএ-র পর যারা অ্যাকচ্যুরিয়াল সায়েন্সের মতো বিষয় নিয়ে ভবিষ্যতে পড়তে আগ্রহী, তাদের ক্ষেত্রেও সুবিধা ১০+২-তে গণিত বিষয়টি থাকলে।
(৫) আর কথাতেই আছে ‘শেষ ভালো যার সব ভালো’ অর্থাৎ একটা সফল কেরিয়ার। তা অ্যাকাডেমিক হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ। আর এখন যে কোনও চাকরির পরীক্ষাতে অঙ্ক বা নিউমেরিক্যাল এবিলিটি একটি বিষয় হিসেবে থাকবেই। তাই দ্বাদশস্তরে বিজ্ঞান থাকলে একটু অগ্রাধিকার পাওয়া যায় বইকি। ডব্লুবিসিএস, সর্বভারতীয় সিভিল সার্ভিস-সহ অন্যান্য পরীক্ষাতে এমন কিছু প্রশ্ন থাকে, যার উত্তর দেওয়া ১০+২-এ বিজ্ঞান নিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ সুবিধাজনক।
23rd  February, 2020
অনলাইনে পঠনপাঠন ক্লাসরুমে
পড়াশোনার বিকল্প হতে পারে না
বলছেন স্কুল-কলেজের কর্তারা

করোনাকালে স্কুল-কলেজ বন্ধ। প্রায় এক বছর ধরে অনলাইনেই যাবতীয় পঠনপাঠন চলছে। কিন্তু এই পদ্ধতি কি আগামী দিনে বিকল্প হয়ে উঠতে পারে? এ নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি আছে। তবে ক্লাসরুম টিচিংয়ের বিকল্প যে আর কিছুই হতে পারে না, তা অবশ্য সব শিক্ষকই মানছেন। বিশদ

12th  January, 2021
সমাবর্তনে আজ অ্যানিমেটেড মেডেল

আজ মঙ্গলবার সমাবর্তনে সব ধরনের সম্মান, শংসাপত্র এবং পদক ‘অ্যানিমেটেড’ আকারে দেবে দুর্গাপুর এনআইটি। সমাবর্তন অনুষ্ঠানটিও হবে অনলাইনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বিশদ

12th  January, 2021
সাফল্যের চাবিকাঠি যখন বায়োকেমিস্ট্রি 

বর্ণালী ঘোষ: জীবন্ত কলা-কোষের রাসায়নিক যে ক্রিয়া চলে সেটা নিয়ে আলোচনা করে বায়োকেমিস্ট্রি। এটি প্রধানত ল্যাবরেটরি ভিত্তিক বিজ্ঞান। যেখানে কেমিস্ট্রির জ্ঞান এবং টেকনিক ব্যবহার করে জৈবিক সমস্যার সমাধান করা হয়।  
বিশদ

16th  March, 2020
স্কুলে স্কুলে বাড়ছে কাউন্সেলরদের চাহিদা 

শৌণক সুর: কাউন্সেলিং বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। জয়েন্ট দিয়ে র‌্যাঙ্ক করার পর কলেজে ভর্তি হওয়ার আগে ছাত্র-ছাত্রীরা যাদের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মূলত তারাই কাউন্সেলর।  
বিশদ

16th  March, 2020
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড
হিয়ারিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ 

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের স্বশাসিত প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং, কর্ণাটক বিভিন্ন বিষয়ে ভর্তি নিচ্ছে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে ১৯ মে।  
বিশদ

16th  March, 2020
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর কোর্স 

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে। 
বিশদ

16th  March, 2020
রুরাল ম্যানেজমেন্টে এমবিএ 

ডাঃ রাজেন্দ্রপ্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, পুসার স্কুল অব এগ্রি বিজনেস অ্যান্ড রুরাল ম্যানেজমেন্ট থেকে ২০২০-’২১ শিক্ষাবর্ষে করে নেওয়া যাবে রুরাল ম্যানেজমেন্টে এমবিএ। আবেদন করার শেষ তারিখ ৩১ মে।  
বিশদ

16th  March, 2020
ড্রামাটিক আর্টস কোর্স 

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতিমন্ত্রকের স্বশাসিত সংস্থা ন্যাশনাল স্কুল অব ড্রামার সিকিমের গ্যাংটক সেন্টার থেকে পড়ানো হবে ড্রামাটিক আর্টসের উপর এক বছরের আবাসিক সার্টিফিকেট কোর্স। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল। 
বিশদ

16th  March, 2020
পড়ার বিষয় যখন সোশ্যাল ওয়ার্ক 

কৌশানী মিত্র: সাম্প্রতিক সময়ে বিজ্ঞানের নানা জানলা খুলে যেতে দেখছি আমরা। সেখানে ঢুকেছে বিজ্ঞানের অনেক খুঁটিনাটি বিষয়ক জ্ঞান। ডেটা সায়েন্স থেকে শুরু করে তা পাড়ি জমিয়েছে এথিক্যাল হ্যাকিং-এর দিকে।  বিশদ

02nd  March, 2020
ভাষার হাত ধরেই মিলবে পেশার খোঁজ 

শৌণক সুর: মাতৃদুগ্ধ ছাড়া শিশুর সার্থক বিকাশ যেমন সম্ভব নয়, তেমনই মাতৃভাষা ছাড়া যথার্থ শিক্ষা অসম্পূর্ণ। একটি জাতির সর্বাঙ্গীন ইতিহাস, প্রগতি শুধুমাত্র ভাষাই যুগ যুগ ধরে বয়ে নিয়ে যেতে পারে। নিজের মধ্যে ভাবের আদান-প্রদান তো বটেই পাশাপাশি সমগ্র একটি জাতির আদব-কায়দা, ভালো-মন্দের ইতিহাসও রচিত হয় ভাষার মাধ্যমেই।  বিশদ

02nd  March, 2020
গ্রিন এনার্জি নিয়ে আলোচনাসভা 

‘গ্রিন এনার্জি’ নিয়ে সচেতনতা প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়ায় জিআইএস গ্রুপের অন্যতম প্রধান কলেজ গুরু নানক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিএনআইটি)-কে পুরস্কার দিল সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া (এসইএসআই)।  
বিশদ

24th  February, 2020
জেইএনপিএএস-পিজি ২০২০ 

২০২০-২০২১ অ্যাকাডেমিক সেশনে জেইএনপিএএস পরীক্ষার তারিখ জানানো হয়েছে। পরীক্ষা নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে ১২ জুলাই ২০২০। এই কমন এন্ট্রাসের আবেদন নেওয়া হবে ১৪ এপ্রিল থেকে ৭ মে ২০২০ পর্যন্ত।  
বিশদ

24th  February, 2020
চাকরির পথ দেখাবে প্লাস্টিক টেকনোলজির কোর্স 

শৌণক সুর: প্লাস্টিক একটি যুগান্তকারী আবিষ্কার হলেও বর্তমানে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বে দূষণের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিকের ব্যবহার। বাজার করতে হলে প্লাস্টিকের ব্যাগ, মিষ্টির প্যাকেটও প্লাস্টিকের। জলের বোতল, দুধের প্যাকেট, এমনকী খাবার থালা-বাটি-গ্লাসও প্লাস্টিকের। দৈনন্দিন জীবনের একেবারে গভীরে ঢুকে গিয়েছে এর ব্যবহার। 
বিশদ

24th  February, 2020
ভবিষ্যতে প্রতিষ্ঠা পেতে এমবিএ 

বর্ণালী ঘোষ: এ রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। এমবিএ করার জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। তাছাড়াও সর্বভারতীয় পরীক্ষাগুলির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এমবিএ এবং পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) পড়ে নেওয়া যায়। 
বিশদ

24th  February, 2020
একনজরে
বিতর্ক যতই থাকুক, করোনা মোকাবিলায় কেন্দ্রের অন্যতম ভরসার জায়গা বিদেশি সাহায্য। বুধবার তা আরও একবার স্পষ্ট  করে জানাল মোদি সরকার। করোনায় সহায়তার জন্য এদিন সেই দেশগুলির ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। বলা হয়েছে, এর ফলে করোনার বিরুদ্ধে লড়াই আরও সহজ হবে। ...

দলের নির্দেশে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী খাঁড়া। তিনি সম্পর্কে রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা। বিধানসভা ভোটে বনশ্রীদেবী তৃণমূলের হয়ে সেভাবে প্রচারে নামেননি বলে দলীয় নেতৃত্বের অভিযোগ। সেজন্য তাঁকে অবিলম্বে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিল দল। ...

শেষ পর্যন্ত বিস্তর টানাপোড়েনের পর আলোচনায় বসতে চেয়ে শ্রী সিমেন্ট কর্তারা বুধবার চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাবকে। ওই চিঠিতে এসসি ইস্ট বেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার বলেছেন, ‘অবিলম্বে আলোচ্য বিষয়গুলি জানান।’ ...

বাড়ির উঠোনে বেড়া দিয়ে ঘেরা ছোট্ট ঘর। সেখানে রান্না করছিলেন গৃহবধূ দীপালি সর্দার। পাশের মাটির ঘরের নিকনো বারান্দায় রাখা ফোন হঠাৎই বেজে উঠল। রান্না ফেলে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু
১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু
১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৮৫৭: ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ড রসের জন্ম
১৯১৮: নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্ম
১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৬: আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের জন্ম
১৯৬২: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
১৯৬৭: ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জাকির হোসেন
১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসনের অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয়
২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ
২০০৫ - বিশিষ্ট সঙ্গীতিশিল্পী উৎপলা সেনের মৃত্যু
২০১১: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৭ টাকা ৭৪.৬৮ টাকা
পাউন্ড ১০১.৯৯ টাকা ১০৫.৫১ টাকা
ইউরো ৮৭.৪৯ টাকা ৯০.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া অহোরাত্র। রোহিণী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/১৪, সূর্যাস্ত ৬/৪/৩৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া রাত্রি ৩/৩৬। রোহিণী নক্ষত্র শেষরাত্রি ৪/৮। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
কলকাতার পর এবার হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল আজ ...বিশদ

07:43:56 PM

দুর্গাপুরে  দিদিকে গুলি, অভিযুক্ত ভাই
দুর্গাপুরে  দিদিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আজ, ...বিশদ

05:17:18 PM

ধনেখালিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিহারের দম্পতির
স্ত্রী জ্যোতিকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি আসছিলেন বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা সৌরভ ...বিশদ

04:07:09 PM

স্টাফ স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও
রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেনে এবার থেকে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। ...বিশদ

03:35:34 PM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে, শুরু নজরদারি
উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। আশঙ্কা, ...বিশদ

03:29:57 PM

পিছিয়ে গেল পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি-র প্রিলিমিনারি হওয়ার ...বিশদ

03:17:14 PM