ছোট সিনেমার বিরাট জগৎ সম্পর্কে যুবা ফিল্মোৎসাহীদের আরও বিশদে জানাতে ‘ফার্স্ট কাট - শর্ট ফিল্ম অ্যান্ড মোর’ নামে একটি প্রতিযোগিতা করল এনএসএইচএম স্কুল অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। কলকাতায় এনএসএইচএম নলেজ ক্যাম্পাসে এই প্রতিযোগিতায় বিচারকের আসন গ্রহণ করেছিলেন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, সাউন্ড ডিজাইনার তপন ভট্টাচার্য এবং অভিনেতা তথা পরিটালক সুদেষ্ণা রায়। তিনটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেগুলি হল, ফিকশন, নন-ফিকশন ডকুমেন্টরি এবং অ্যানিমেশন। প্রেসিডেন্সি, হেরম্বচন্দ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি-র মতো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন পড়ুয়া এখানে অংশ নিয়েছিল। প্রতিযোগিতার বিচারকার্য চালানোর পাশাপাশি জুরিরা ফিল্ম স্টাডি নিয়ে বিশেষ একটি কর্মশালার আয়োজনও করেন। সিনেমা তৈরির কোন ক্ষেত্রে কোনও এক পড়ুয়া শক্তিশালী, কীভাবে তাঁর এই ক্ষেত্রটিকে আরও উজ্জ্বল করে তোলা যায়- সেই বিষয়গুলি প্রতিটি ছাত্রছাত্রীকে হাতেকলমে বুঝিয়ে দেওয়া হয়। এই কর্মশালায় শেখানো ফিল্ম তৈরির বিভিন্ন পদ্ধতি নিয়ে শুধুমাত্র পড়ুয়ারা নন, শিক্ষকরাও উপকৃত হন।
প্রতিযোগিতায় প্রেসিডেন্সির শুভ্র বিশ্বাস প্রথম এবং হেরিটেজ কলেজের সপ্তপর্ণী বসাক দ্বিতীয় হন। অনুষ্ঠানে এনএসএইচএম-এর চিফ মেন্টর সিসিল অ্যান্টনি বলেন, স্বপ্নকে কীভাবে সত্যি করা যায়, সেটাই শেখাই আমরা। তাই পঠনপাঠনের পাশাপাশি শিল্পের সেরাদের নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজনও করি।