শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
নেট কী
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অধ্যাপনা করতে হলে অবশ্যই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করতে হবে। এই পরীক্ষায় পাশ করলে দেশের যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, সোশ্যাল সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, হিউম্যানিটিজসহ বিভিন্ন বিষয় এবং বিজ্ঞান শাখায় সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে নির্ণায়ক পরীক্ষা এটি। এছাড়া যাঁরা গবেষণা করতে চান তাঁদের উৎসাহ দিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেওয়া হয়।
এতদিন নেট পরীক্ষা নিত কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তবে এই বছর ডিসেম্বর থেকে এই পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এর আগে সিএসআই এবং ইউজিসি নেট পরীক্ষা খাতায়-কলমে নেওয়া হলেও এবার থেকে কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করছেন তাঁদের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারী, বি এস (৪ বছর) এবং বিই, বি টেক, বি ফার্মা, এমবিবিএস বা সমতুল ডিগ্রিপ্রাপ্তরা মোট ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন। একই নম্বর নিয়ে বিএসসি (অনার্স) বা সমতুল ডিগ্রি পাশ করে থাকলে অথবা ইন্টিগ্রেটেড এমএসসি-পিএইচডি কোর্সে নথিভুক্ত হয়ে থাকলেও আবেদনের যোগ্য। তবে ব্যাচেলার্স ডিগ্রিধারী নেট পরীক্ষায় সফল হয়ে ২ বছরের মধ্যে পিএইচডি বা ইন্ডিগ্রেটেড পিএইচডি কোর্সে নথিভুক্ত হলে তবেই ফেলোশিপ পাবেন।
অন্যান্য শাখার ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিতে মোট ৫৫ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারেন। যাঁরা মাস্টার ডিগ্রির ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দেবেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। প্রার্থী একসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে নিয়োগের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারেন। তবে বয়স অধিক হয়ে গেলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষায় বসতে পারবেন না। সেক্ষেত্রে লেকচারশিপ পরীক্ষা দিতে পারবেন।
বয়স
জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে আবেদনের নির্দিষ্ট দিনে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। লেকচারশিপের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা থাকে না।
দিনক্ষণ
বিজ্ঞান শাখার ক্ষেত্রে সিএসআই আর ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে ১৫ ডিসেম্বর। অন্যান্য শাখার ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে ২ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান,হলদিয়া, হুগলি, হাওড়া, কল্যাণী, খড়গপুর, শিলিগুড়ি ও দার্জিলিংকে সাধারণত পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়।
পরীক্ষার ধরন
দুই পেপারের কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হয় আলাদা আলাদা শিফটে, একই দিনে। দুটো পেপারেই অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকে। প্রথম পেপারে রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিংকিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের দক্ষতা যাচাই করা হয়। দ্বিতীয় পেপারে প্রশ্ন হয় সংশ্লিষ্ট বিষয় থেকে। পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা। অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে ১৫০টি। প্রতিটি প্রশ্নের মান ২। কোনও পেপারেই নেগেটিভ মার্কিং নেই। তবে প্রতিটি পেপারেই প্রার্থীকে ন্যূনতম যোগ্যতামান পেতে হবে। সাধারণ প্রার্থীদের উভয় পেপারেই পেতে হবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর।
কীভাবে আবেদন করবেন
নেট পরীক্ষার জন্য অনলাইন আবেদন করা যাবে ৯ সেপ্টেম্বর -৯ অক্টোবর রাত ১১. ৫০ পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন www.ugcnet.nta.nic.in ওয়েবসাইট। ৯ নভেম্বর থেকেই নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। উপরিউক্ত ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।