হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
চলতি বছর অস্কারে ‘আনোরা’র জয়জয়াকার। সেরা ছবির জন্য পুরস্কারের পাশাপাশি মোট পাঁচটি বিভাগে অস্কার জিতেছে এই ছবি। এই ছবির জন্য শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিকি ম্যাডিসন। সেরা সম্পাদনার পুরস্কারও এই ছবির ঝুলিতে। অন্যদিকে এড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন। তিনটি বিভাগে অস্কার পেয়েছে এই ছবি।
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সবথেকে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’। সেই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হলেন জো সালদানা। ‘এ রিয়েল পেইন’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেলেন কিরান কালকিন। সেরা পোশাকশিল্পীর পুরস্কার পেলেন পল টাজওয়েল। এই বিভাগে প্রথমবার একজন অ্যাফ্রো আমেরিকান অস্কার পেলেন। ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পেল।
ভারতের ভাগ্য এবার হতাশ করল। প্রিয়াঙ্কা চোপড়া এবং গুণিত মোঙ্গা প্রযোজিত ‘অনুজা’ ছবিটি সেরা লাইভ অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জুটল না। তবে সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ওব্রায়ান অস্কার মঞ্চ থেকে কিছুক্ষণ হিন্দিতে কথা বলেন। তাঁর বক্তব্যেও উঠে আসে ভারতের কথা। সারা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্প্যানিশ এবং ম্যান্ডারিন ভাষাতেও কথা বলেন কোন্যান।
• সেরা অভিনেত্রী:
মিকি ম্যাডিসন
• সেরা অভিনেতা:
এড্রিয়েন ব্রডি
• সেরা পরিচালক:
শন বেকার