নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মুড়াকাটি বটতলা চক পর্যন্ত আনুমানিক প্রায় ২.৫ কিমি রাস্তার কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের আওতায় এই রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার জন্য ১ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার ৭৯৪ টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি থেকে রাস্তার কাজ শুরু হয়। কিন্তু ঢালাই রাস্তাটি তৈরির কয়েকদিন পর থেকে পাথর উঠতে শুরু করে। গ্ৰামবাসীদের অভিযোগ, সরকারি নিয়ম না মেনে অপরিকল্পিত ভাবে কাজ হয়েছে। সোলিংয়ের মোরাম সহ প্রতিটি সামগ্ৰী নিম্নমানের। ঠিকাদার পুরনো রাস্তার ওপর ত্রিপল বিছিয়ে মাটি মিশ্রিত গুটি, বালি ও নিম্নমানের সিমেন্ট দিয়ে রাস্তা ঢালাই করছে। ৮ ইঞ্চির জায়গায় ৪-৫ ইঞ্চি করে ঢালাই করা হচ্ছে। ঠিকাদার সংস্থাকে বলা হলেও তারা শোনেনি। স্থানীয় বাসিন্দারা এদিন বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন। তাঁদের সাফ কথা, সরকারি নিয়ম মেনে কাজ না হলে রাস্তা তৈরি করতে দেবেন না। গ্ৰামবাসী সুমন মাহাত বলেন, রাস্তার কাজ শুরুর পরদিন থেকেই পাথর ওঠা শুরু হয়। নিম্নমানের সামগ্ৰী দিয়ে রাস্তার কাজ শুরু হয়। যার জেরে কিছুদিন আগে কাজ বন্ধ হয়ে যায়। নতুন করে কাজ শুরু করলেও নিয়ম মানেনি। বাধ্য হয়ে এদিন কাজ বন্ধ করা দেওয়া হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা শ্যামল খিলাড়ি বলেন, রাজ্য সরকার রাস্তার উন্নয়নে অর্থ বরাদ্দ করছে। কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না। গ্ৰামবাসীরা সেই কারণেই কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। প্রশাসনের উচ্চ আধিকারিকদের জানানো হবে। অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ করা হবে। নিজস্ব চিত্র