হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বারাসত-বনগাঁ রেলপথের ধারে বামনগাছিতে একটি রেল বস্তি রয়েছে। মহিলা ওই বস্তিতেই থাকেন। রমজানের সঙ্গে তিনি রং মিস্ত্রির কাজ করেন। কিন্তু রমজান তাঁকে দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করালেও সঠিকভাবে দিত না। প্রায় ছ’হাজার টাকার মজুরি বকেয়া ছিল। বকেয়া টাকা না পাওয়ায় ওই মহিলা এক সময়ে কাজ ছেড়ে দেন। অভিযোগ, সেই আক্রোশেই তাঁকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিয়েছিল রমজান। শেষমেশ অ্যাসিড না ছুড়ে মহিলার ঘর লক্ষ্য করে ট্রেন থেকে পাথর ছুড়তে শুরু করে সে। মঙ্গলবার রাতে রমজানকে ধরে ফেলে এলাকার মানুষ। এরপর গণধোলাই দিয়ে তাকে তুলে দেওয়া হয় হাবড়া জিআরপি’র হাতে। আক্রান্ত মহিলার অভিযোগ, প্রাপ্য টাকা চাইলে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দিয়েছিল রমজান। রাজি না হওয়ায় আমাকে অ্যাসিড মারার হুমকি দিয়েছিল। সেই চক্রান্ত রুখে দেওয়ায় এবার পরিকল্পিত হামলা।