পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
টেলিভিশনের বাইরে বিশ্বজিৎ এখনও তেমন সুযোগ পাননি। তা নিয়ে অভিমান স্পষ্ট করে জানালেন তিনি। ‘যেহেতু আমি টানা বারো বছর ধরে লিড করছি সিরিয়ালে তাই সবার একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে অন্য কাজের জন্য বিশ্বজিৎকে পাওয়া যাবে না। সে হয়তো ব্যস্ত সিরিয়ালে। কিন্তু কথা বললে ঠিক সময় বের করে নেওয়া যেত। সেজন্যই হয়তো এখনও ভালো ছবি বা ওয়েব সিরিজ করা হয়ে ওঠেনি। ভালো চরিত্র পেলে আমি সব মাধ্যমে কাজ করতে চাই।’
অবসরের পর অভিনেতা হিসেবে যেন কোনও আপশোস না থাকে, তার চেষ্টা প্রতিনিয়ত করেন বিশ্বজিৎ। তাঁর কথায়, ‘যখন অভিনয় জীবন থেকে অবসর নেব, তখন টিভির সামনে বসে আমার নিজের কাজ দেখতে দেখতে যেন কখনও মনে না হয়, কোনও অ্যাসপেক্ট আমি ছেড়ে এসেছি।’