সপরিবারে অদূরবর্তী স্থানে ভ্রমণে আনন্দলাভ। কাজকর্মে কমবেশি ভালো। সাহিত্যচর্চায় আনন্দ। ... বিশদ
কোনও উৎসবের সময় ভালো ব্যবসা করে সিনেমা। এই লাভের আশায় আসন্ন স্বাধীনতার দিবসের বাজার দখলের চেষ্টায় ঝাঁপাচ্ছে বলিউডের তিনটি ছবি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’র মুক্তির তারিখ। ছবিটি আসছে আগামী ১৫ আগস্ট। এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা রয়েছে। অক্ষয় কুমারের ‘খেল খেল মেঁ’-এর মুক্তির তারিখ প্রথমে নির্ধারিত হয়েছিল আগামী ৬ সেপ্টেম্বর। পরে তা এগিয়ে আনা হয়। এই ছবিও মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসের মরশুমে। অন্যদিকে, জন আব্রহামের ‘ভেদা’ও মুক্তি পাচ্ছে একই সময়। এই আবহেই মুক্তি পাওয়ার কথা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। যদিও সাম্প্রতিক জল্পনা, ছবির শ্যুটিংয়ের কাজ এখনও কিছুটা বাকি। তাই ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে।
‘পুষ্পা ২’-এর মুক্তিকে ঘিরে যদি জল্পনার পালে সত্যিই হাওয়া লাগে, সেক্ষেত্রেও বড় বাজেটের এই ছবি কোনও উৎসবের মরশুমেই মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বড় অংশ। তাহলে কি টার্গেট দিওয়ালি? সেখানেও আবার রয়েছে সমস্যা। ‘সিংহম এগেন’-এর মুক্তি স্বাধীনতা দিবস ঠিক হয়েছিল প্রাথমিকভাবে। তবে পরবর্তী মুক্তির সময় দিওয়ালিতেই চূড়ান্ত হয়েছে। যদিও শোনা যাচ্ছে, এই ছবির মুক্তিও পিছতে পারে। আবার দিওয়ালির সময়ই মুক্তি পাবে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’। বছরের শেষেও রয়েছে একাধিক ছবির মুক্তির তারিখ। অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বা আমির খানের কামব্যাক ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তি পেতে পারে ডিসেম্বরে। অক্ষয় ও আমির অবশ্য আগেও মুখোমুখি বক্স অফিসের লড়াইয়ে নেমেছেন। এর আগে ‘আন্দাজ আপনা আপনা ও ‘তারে জমিন পার’ ছবি মুক্তি পেয়েছিল একই সময়ে।
সাম্প্রতিক অতীতে বড়পর্দায় অজয় দেবগণের ‘ময়দান’ ও অক্ষয় কুমার-টাইগার শ্রফের ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’র সংঘাত দেখেছেন দর্শক। বাড়তি লাভের আশায় বক্স অফিসের এই ‘ট্রাফিক জ্যাম’ আখেরে ইন্ডাস্ট্রির ক্ষতি করছে না তো?