সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
ধারাবাহিকের কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের থেকে বাহবা কুড়চ্ছেন। কিন্তু চ্যানেলের অন্যান্য নতুন ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিক টিআরপি’র ক্ষেত্রে কিছুটা পিছিয়েই রয়েছে। এই প্রসঙ্গে পর্দার ‘গঙ্গারাম’ অভিষেক বসুর বক্তব্য, ‘আসলে এখন তো সবে গল্প শুরু হল। এরপর তো ধীরে ধীরে আরও অনেক চমক লুকিয়ে রয়েছে। আমার মতে এরপর গল্প যেদিকে মোড় নেবে তা আরও বেশি দর্শকদের আকর্ষণ করবে।’ অন্যদিকে টায়রা অর্থাৎ সোহিনী গুহ রায় বলছেন, ‘স্নেহাশিসদার (ধারাবাহিকের প্রযোজক) সব গল্পগুলোর মধ্যেই কিন্তু প্রচুর ট্যুইস্ট লুকিয়ে থাকে। আমাদের গল্পটাও অন্যরকম। আগামী সপ্তাহ থেকেই গল্পে আসবে নতুন মোড়।’ কারণ এর পর ধারাবাহিকে শুরু হবে টায়রার বিয়ের প্রস্তুতি। তাই স্বাভাবিকভাবেই টিআরপির জন্য এই বিয়েকেই পাখির চোখ করেছেন নির্মাতারা।