সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
করোনা অতিমারীর জেরে ভার্চুয়াল অনুষ্ঠান করতে হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে ১১টি দেশের প্রতিনিধিরা নজরুল কংগ্রেসে যোগদান করেন বলে জানান রিসার্চ সেন্টারের ডিরেক্টর স্বাতী গুহ। তাঁর সঙ্গে সমগ্র অনুষ্ঠানটির যুগ্ম আহ্বায়ক ছিলেন অনিন্দ্যশেখর পুরকায়স্থ। মোট ১৯জন বক্তা ছিলেন এবং পারফর্ম করেন ১৭জন। ‘বিদ্রোহী কবি’র চিন্তা-চেতনা আজও কতটা প্রাসঙ্গিক, সেটাই বার বার উঠে এসেছে এই অনুষ্ঠানে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের কঠোর অবস্থান আজও স্মরণীয়।
এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, স্পেন থেকে প্রতিনিধিরা নজরুল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। নজরুলগীতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের লোকগানের প্রভাব নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। ভারতের শিল্পী সৌরভ মণি গান শুনিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন। স্পেন থেকে যোগ দিয়েছিলেন রবাব শিল্পী আইসোর সোলানা।