কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
ওয়ার্কশপে গল্প লেখার সময় কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত অর্থাৎ গল্পের কলাকৌশল নিয়ে ছোটদের সঙ্গে কথা বলেন রতনতনু। এছাড়াও গল্প লেখা, তাৎক্ষণিক গল্প বলা ও গল্প শুনে ছবি আঁকার প্রতিযোগিতা এই অনুষ্ঠানে অন্য মাত্রা এনেছে। এই তিনটি প্রতিযোগিতা নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌমিক বন্দ্যোপাধ্যায় বলেন,‘গল্প লেখা কাউকে শেখানো যায় কিনা তা বিতর্কের বিষয়। তবে যদি এই শতাধিক বাচ্চার মধ্যে কুড়িটা বাচ্চারও গল্পের প্রতি আকর্ষণ জন্মায়, বাচ্চারা বই ভালোবাসতে শুরু করে তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক।’