Bartaman Patrika
সিনেমা
 

এখনও বেশিরভাগ বাজে ছবিই তৈরি হয় 

‘অনুরণন’, ‘ইতি মৃণালিনী’র পর আরও একবার বাংলায় কাজ করতে এলেন রজত কাপুর। এবার অবশ্য ছবি নয়। হইচইয়ের নতুন ওয়েবসিরিজ ‘শব্দজব্দ’তে মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। শ্যুটিং শেষে এসভিএফের অফিসে সাক্ষাৎকার পর্বের শুরুতেই জানা গেল মানুষটি নাকি যেমন মুডি তেমনই স্বল্পভাষী। তবে বর্তমান বিনোদনের সঙ্গে তিনি মন খুলেই কথা বললেন।
মানসী নাথ
 প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে কাজ করলেন তাও বাংলায়। হঠাৎ রাজি হয়ে গেলেন?
 আসলে আমরা যে কোনও কাজই, সেটা সিনেমা হোক বা অন্য কিছু একটা বিশ্বাস নিয়ে করি। হয় সেটা খুব ভালো হবে, নয়তো ভয়ঙ্কর খারাপ ফল হবে। আশা, বিশ্বাস এগুলো তো রাখতেই হয়।তাছাড়া জিনিসটা যতক্ষণ না তৈরি হচ্ছে তার আগে সেটা বিচার করব কীভাবে? চিত্রনাট্য ও চরিত্র দুটোই পছন্দ হল। সেটা দেখেই কাজটা করার সিদ্ধান্ত নিলাম। তবে এটা রিস্কও বটে। পরিচালক ভালো-খারাপের উপর সবটা নির্ভর করে। পরিচালক ভালো হলে ফল ভালো হবে না হলে খারাপ।
 এক্ষেত্রে কাজটা করতে কেমন লাগল?
 খুবই আনন্দ পেয়েছি। সিরিজটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমি একজন লেখকের চরিত্রে রয়েছি। থ্রিলারের সাসপেন্সটা রাখার চেষ্টা করা হয়েছে।
 পরিচালক সৌরভ চক্রবর্তীকে নতুনই বলা চলে। তাঁর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কী রকম?
 সৌরভকে ভালোই লাগল। কাজের প্যাশন আছে। তবে অনেকেরই নতুন অবস্থায় যে প্যাশনটা থাকে, পরে সেটা থাকে না। নতুনদের উচ্চাকাঙ্খা থাকে। তখন তাদের সঙ্গে কাজ করে আমি বেশ আনন্দ পাই।
 আপনি নিজে একজন পরিচালক। অন্য পরিচালকদের সঙ্গে কাজ করতে কখনও সমস্যা হয় না?
 কখনওই না। যখন আমি অভিনয় করি, তখন পরিচালক সত্তাটা ভুলে যাই। সেটা না হলে কারওর পরিচালনাতেই কাজ করতে পারব না। তখন তো মনে হবে, আরে আমি পরিচালনা করলেই ভালো হতো। (হাসি)
 এরকম পরিস্থিতি কখনও হয়েছে?
 হ্যাঁ, তা তো হয়েইছে। সেক্ষেত্রে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। কেউ গুরুত্ব দেন কেউ দেন না। পরিচালক সেটা গ্রহণ করবেন কিনা তাঁর সিদ্ধান্ত।
 ছবির কাজে না হলেও নিজের নাটকের দল নিয়ে তো প্রায়ই কলকাতায় আসেন?
 হ্যাঁ, প্রায়ই আসা হয়। কলামন্দিরে শো করি। তবে এখনও পর্যন্ত অ্যাকাডেমিতে শো করা হয়নি।
 কলকাতার দর্শকদের থেকে কেমন সাড়া পান?
 এখন ভালোই সাড়া পাই। আগে পেতাম না। আসলে আগে যেখানে শো করতাম সেখানে দর্শক ভালো পেতাম না। গত দু’তিন বছর ধরে কলামন্দিরে শো শুরু করার পর দেখলাম, কলকাতার মানুষ নাটকের বিষয়ভাবনা নিয়ে যথেষ্ট সচেতন।
 সারা বছর নাটকে যত কাজ করেন, ছবিতে তত নয়। এর কী কারণ?
 কোনওদিনই খুব বেশি ছবিতে কাজ করিনি। কারণ ভালো চরিত্র পাই না। আমাদের সময় বেকার কাজই বেশি হতো। আর আমি বেকার কাজ করতে চাই না। ‘দৃশ্যম’, ‘পরী’, ‘মুলক’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর কাজগুলো ভালো ছিল তাই করেছি।
 তাহলে কি বলবেন এখন ভালো ছবি তৈরি হচ্ছে?
 কারা বলছে ভালো ছবি হচ্ছে? একদম মিথ্যে কথা। পঞ্চাশ বছর আগে যা তৈরি হতো, এখনও বেশিরভাগ বাজে ছবিই তৈরি হয়। কিছুই বদলায়নি। এখনও তো ‘ওয়ার’, ‘হাউজফুল ফোর’-এর মতো ছবি হিট হয়। কোথায় আর কী বদলেছে?
 একটা সময় টেলিভিশনে কাজ করেছেন। এখন সেটাও করেন না। কেন?
 ওই একই বিষয়। ভালো কাজ নেই। টেলিভিশনে এখন যেসব কাজ হয় সেগুলো খুবই নিম্নমানের। আমি নিজে না দেখলেও খবর তো পাই।
 ডিজিটাল প্ল্যাটফর্মে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বেশি। এটাই কি ভবিষ্যৎ?
 সবক্ষেত্রেই ভালো কাজ, পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে। ইচ্ছাটাই আসল কথা। ডিজিটাল প্ল্যাটফর্মই ভবিষ্যৎ, এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বেশি— এটা আমি মানি না। এটাও ভবিষ্যৎ হতে পারে। তবে, সিনেমা কোনওদিন বন্ধ হবে না। বহু যুগ আগে যখন টেলিভিশন এসেছিল, তখন এইরকম একটা গেল গেল রব উঠেছিল। কিন্তু সিনেমা রয়ে গিয়েছে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। সেটা চিরকাল থাকবে। মোবাইলে সেই মজাটা কোথায়? তবে, ডিজিটাল প্ল্যাটফর্মকে একটা নতুন পথ বলা যায়।
 নতুন কী কী কাজ করছেন?
 ‘কড়ক’ বলে একটা ছবি তৈরি করেছি। সেটা মুক্তি পাবে। এখন ‘আর কে’ নামে একটা ক্রাউড ফান্ডেড ছবি তৈরি করছি। এছাড়া কয়েকটা ইন্ডিপেনডেন্ট ছবিতে কাজ করেছি। সেগুলো কবে মুক্তি পাবে, আদৌ প্রেক্ষাগৃহ পাবে কিনা কিছুই জানি না। আর বালাজির সঙ্গে ‘কোড এম’ নামে একটা ওয়েব সিরিজ করছি।
 মুম্বইতে ইন্ডিপেনডেন্ট ছবি মুক্তি কতটা সমস্যার?
 অনেক সমস্যার। সিনেমা হল পাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা। এটুকু বলতে পারি, কলকাতার থেকে সমস্যা অনেক বেশি।
 ক্রাউড ফান্ডেড বা ইন্ডিপেনডেন্ট ছবি তৈরি কি আগের থেকে কিছুটা হলেও সহজ হয়েছে?
 কিছুই বদলায়নি। আমি নিজে একজন ইন্ডিপেনডেন্ট ছবি করিয়ে। বিশ বছর আগে চিত্রটা যেমন ছিল, আজও একইরকম। এখনও আমাকে প্রতিটি ছবি তৈরির জন্য একইরকম স্ট্রাগল করতে হয়। অর্থের জন্য লোকের দরজায় ঘুরতে হয়। ক্রাউড ফান্ডিংয়ে কাজ করতে হয়। ২০১২য় ‘আখোঁ দেখি’ তৈরি করেছিলাম। ছবিটা কত পুরস্কার, প্রশংসা পেল। কিন্তু তারপর পাঁচ বছর আমি কারওর থেকে ছবি তৈরির জন্য একটা টাকাও পাইনি। ‘কড়ক’ আমার ঘরের টাকায় তৈরি।
 চলচ্চিত্র উৎসবের সময় কলকাতায় রইলেন। যাওয়ার সুযোগ পেয়েছেন?
 শ্যুটিংয়ের চাপে যাওয়া হয়নি। ২০০৪-এ আমার অভিনীত ছবি ‘রঘু রোমিও’ নিয়ে এসেছিলাম। সে বছর উৎসব দারুণ লেগেছিল।
 আপনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। এর কি বিশেষ কোন কারণ আছে?
 সোশ্যাল মিডিয়া একদম ভালো জিনিস নয়। ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে আমি এই শিক্ষা নিয়েছি। অযথা জীবনে অশান্তি ডেকে আনে। আমি সেটা চাই না।
 ভবিষ্যতে বাংলা ছবিতে অভিনয়ের পরিকল্পনা আছে?
 ভালো কাজ হলে নিশ্চয়ই করব।এখনকার কোনও ভালো পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেননি। তবে এর মধ্যে একজন যোগাযোগ করেছিলেন। বিষয় বা চরিত্র না জানিয়েই আমার কাছে ডেট চাইছিলেন। আমি রাজি হইনি।
 ‘দৃশ্যম’-এর সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছিল?
 না না, এরকম কিছু হচ্ছে না। 
29th  November, 2019
পানিপথকে ইতিহাস
বিকৃত বলতে পারবেন না

‘মহেঞ্জোদাড়ো’র পর আবার ছবি নিয়ে ফিরতে চলেছেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। তাঁর পরিচালনায় আজ মুক্তি পাচ্ছে ‘পানিপথ’। ছবি মুক্তির আগে মুম্বইতে তাঁর সামনে প্রশ্ন রেখেছিলেন আমাদের প্রতিনিধি শামা ভগত। বিশদ

06th  December, 2019
 মাতৃরূপেণ

 অভিজিত্ রায়ের তৃতীয় স্বল্প দৈর্ঘের ছবি ‘মাতৃরূপেণ’। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের সুস্থ অস্তিত্ব যাপনের ক্ষেত্রে শুধুমাত্র পিতৃ পরিচয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। অথচ পিতার অনুপস্থিতিতে মা তার সবটুকু দিয়ে সন্তানকে রক্ষা করে। বিশদ

06th  December, 2019
সুন্দরবনের মানুষের পাশে স্টাফ 

কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সুন্দর নাম হলেও, যাঁরা এই জঙ্গলের আশপাশে থাকেন তাঁদের জীবন কিন্তু মোটেই আনন্দদায়ক নয়। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে বসবাসকারী মানুষেরা জীবিকা সন্ধানে বেরিয়ে পড়েন ঘন জঙ্গলের উদ্দেশে।  বিশদ

29th  November, 2019
ত্রিকোণ প্রেম নাকি প্রতিহিংসার মায়াজাল? 

শহরের নামকরা ব্যবসায়ী রাজদীপ দত্ত তার স্ত্রীকে হারিয়েছেন। তারপরেই নাটকীয়ভাবে সে তানিয়া নামক একটি টেলিভিশনের সঞ্চালিকার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। তানিয়া টেলিভিশনে স্বাস্থ্য সচেতনা সংক্রান্ত অনুষ্ঠান সঞ্চালনা করে।  বিশদ

29th  November, 2019
স্বল্পদৈর্ঘ্যের থ্রিলার 

একটি পাহাড়ি গ্রামে বসবাস করে এক অল্প বয়সি দম্পতি। খুব সাধারণ তাদের জীবনচর্যা। হঠাৎই সব ওলটপালট হয়ে যায়। ওই দম্পতির হাতে খুন হয় তাদেরই এক বন্ধু। কেন এই খুন? শুধু এই প্রশ্ন নয় জড়িয়ে যায় আরও কিছু প্রশ্ন। ‘হঠাৎ’ খুনের ঘটনার পর প্ল্যানমাফিক সব তথ্য-প্রমাণ লোপাট হয়ে যায়।  
বিশদ

22nd  November, 2019
দেবাশিসের পুষ্পবীণা 

সনাতন সুরকে আগামী পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যেই ‘পুষ্পবীণা’র উদ্ভাবন করলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। চতুরঙ্গী, আনন্দী ও গান্ধর্বী যন্ত্রগুলির থেকে একেবারে ভিন্ন দেবাশিস সৃষ্ট নতুন এই তারযন্ত্রটি। পুষ্পবীণা এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এটির আকারগত বৈশিষ্ট্য। 
বিশদ

22nd  November, 2019
হরি ঘোষের গোয়ালে
কে ওই রহস্যময়ী? 

প্রিয়ব্রত দত্ত: ঘটনাচক্রে হরিমোহন ঘোষের পূর্ব পুরুষরাও ছিলেন গোয়ালা। সময়ের স্রোতে গরু আর গোয়াল দুই-ই ভেসে গিয়েছে। সেইসঙ্গে পৈত্রিক বাড়ির পুরনো পলেস্তারার মতো খসে পড়েছে হরিমোহনের ‘মোহন’টাও। 
বিশদ

22nd  November, 2019
দু-তিন বছরের মধ্যে আমাকে
নিয়ে পাগলামো কমে যাবে

 অপর্ণা সেন পরিচালিত ‘ঘরে বাইরে আজ’ ছবিতে অনির্বাণ ভট্টাচার্য নিখিলেশের চরিত্রে অভিনয় করছেন। লোকে বলেন, চিন্তাশীল বাঙালির হৃদয় জুড়ে এখন তাঁর রাজত্ব চলছে। তবে তিনি মনে করেন, এসব দু’তিন বছরের বেশি টিকবে না। রাজনীতি, সমাজনীতি, থিয়েটার এবং তরুণ প্রজন্মের চিন্তাধারা থেকে শুরু করে বিয়ের পরিকল্পনা সবকিছু নিয়ে সোহম করের সামনে অকপট বাঙালির নতুন হার্টথ্রব অনির্বাণ।
বিশদ

15th  November, 2019
নেহালের ছবিতে জামাই হিরণ

বিশাখাপত্তনমে জ্যোতিরানি দেবীর একটি কোম্পানি রয়েছে। পুরো অফিসটি মহিলাদের দ্বারা পরিচালিত। সেখানেই কাজ করে দিয়া। জ্যোতিরানির মেয়ে প্রেমাবতীর ইচ্ছে, সে কোম্পানির আঞ্চলিক অধিকর্তা হিসেবে ইংল্যান্ড নিবাসী আদিত্য রায়কে নিযুক্ত করবে। আদি এই কোম্পানিতে আসার পরে দিয়ার প্রেমে পড়ে যায়। বিশদ

15th  November, 2019
বিশ্বনাথন আনন্দের সঙ্গে লড়াই করা রোহন এবার পরিচালনায় 

দাবার বোর্ড থেকে সরাসরি সিনেমার ফ্লোরে। তাও আবার মাত্র উনিশ বছর বয়সে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এত কম বয়সে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করার নজির নেই। মিডিয়া সায়েন্সের ছাত্র রোহন সেন সাদাকালো ছক আঁকা চৌখুপিতে রাজা, মন্ত্রী, ঘোড়া, বোড়ে নিয়ে রীতিমত পাঙ্গা লড়েছেন বিশ্ব চ্যাম্পিয়ান দাবাড়ু বিশ্বনাথ আনন্দের সঙ্গে। তখন রোহন স্কুল ছাত্র। 
বিশদ

08th  November, 2019
মহানায়ক উত্তমকুমারও
যখন মানুষ

প্রিয়ব্রত দত্ত: তিনি উত্তমকুমারকে খুব কাছ থেকে দেখেছিলেন। ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত। সেই আট বছরে মহানায়কের প্রিয়পাত্রও হয়ে উঠেছিলেন প্রবীর রায়। এক অন্তরঙ্গ ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল দু’জনের মধ্যে। বয়সের পার্থক্য থাকলেও কাছাকাছি থাকার সুবাদে প্রবীরবাবুর উত্তম-অভিজ্ঞতা তাই আর পাঁচ জনের থেকে আলাদা। 
বিশদ

08th  November, 2019
পুনর্জন্ম ও অলৌকিক ঘটনা
সমৃদ্ধ রাজনন্দিনী

 মানসী নাথ: কিষানগঞ্জের নীল হাভেলি সম্বন্ধে লোকমুখে নানা অলৌকিক ঘটনা শোনা যায়। এই বাড়িতে নাকি আজও প্রেতাত্মার বসবাস। সেই ভুতুড়ে বাড়িতেই কলেজ এক্সকারশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় একদল কলেজ পড়ুয়া। 
বিশদ

01st  November, 2019
 কুড়ানি যখন কপিল শর্মার দুলহনিয়া

 প্রিয়ব্রত দত্ত: বেহালা থেকে বলিউড, পরিক্রমাটা সহজ ছিল না ‘পুজো নন্দিনী’ প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের। আচমকাই এসেছিলেন মডেলিংয়ের দুনিয়ায়। অনভিজ্ঞ প্রিয়াঙ্কা একদিন আবিষ্কার করেন তাঁকে ঘিরে রয়েছে সংবাদমাধ্যম। শুনতে চায় তাঁর কথা।
বিশদ

01st  November, 2019
 অতি সাধারণ মানুষের গল্প

  ‘বেলুনওয়ালা’ হল একজন অতি সাধারণ মানুষের গল্প। যে নিজেকে খুব সাধারণ ভাবলেও সে জানে না, কারও কাছে সে খুবই গুরুত্বপূর্ণ। বেলুনওয়ালা একটা স্কুলের সামনে বেলুন বিক্রি করে। সে যখন বাচ্চাদের বেলুন কিনতে দেখে তাদের মুখে হাসি দেখতে পায়, সেটাই হয় তার কাছে সবচেয়ে বড় পাওনা। বিশদ

01st  November, 2019
একনজরে
বিএনএ, মেদিনীপুর: খড়্গপুরে এসে পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে ৩৬টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ২৯টি নয়া প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যে খড়্গপুরবাসীকে ধন্যবাদ জানাতে ৯ ডিসেম্বর আসছেন মুখ্যমন্ত্রী।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক যে ভালো নয়, তা সবারই জানা। ২০১৬ সালে ‘টিম ইন্ডিয়া’র কোচ নির্বাচন ঘিরে ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে এবার ব্লক অফিসে গিয়ে বৈঠক করে কাজের হালহকিকত খতিয়ে দেখতে শুরু করলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। বৃহস্পতিবার তিনি সাঁকরাইল ব্লকে প্রশাসনিক বৈঠক করেন। এর আগে তিনি আমতা-২ ব্লকেও প্রশাসনিক বৈঠক করেছিলেন। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইনি হুন্ডাইয়ের উদ্যোগে ২৯তম ফ্রি কার কেয়ার ক্লিনিকের আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে সেই ক্লিনিক শুরু হয়েছে। তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭২: কলকাতায় প্রতিষ্ঠিত হল ন্যাশনাল থিয়েটার
১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে বোমাবর্ষণ
১৯৮৪: বরুণ সেনগুপ্তের সম্পাদনায় আত্মপ্রকাশ করল ‘বর্তমান’  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯২.২০ টাকা ৯৫.৫৪ টাকা
ইউরো ৭৭.৭৫ টাকা ৮০.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৬৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ ১৪২৬, ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, দশমী ১/৭ দিবা ৬/৩৪। রেবতী ৪৭/৫০ রাত্রি ১/২৮। সূ উ ৬/৭/৩৪, অ ৪/৪৮/২, অমৃতযোগ দিবা ৬/৫১ মধ্যে পুনঃ ৭/৩৩ গতে ৯/৪১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ১২/৪৮ গতে ২/৩৫ মধ্যে, বারবেলা ৭/২৭ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৮ মধ্যে পুনঃ ৩/২৮ গতে অস্তাবধি, কালরাত্রি ৬/২৮ মধ্যে পুনঃ ৪/২৬ গতে উদয়াবধি। 
২০ অগ্রহায়ণ ১৪২৬, ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, একাদশী ৬০/০/০ অহোরাত্র। রেবতী ৪৭/৫০/২৭ রাত্রি ১/১৭/৯, সূ উ ৬/৮/৫৮, অ ৪/৪৮/৩৬, অমৃতযোগ দিবা ৭/১ মধ্যে ও ৭/৪৩ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫২ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৯ মধ্যে এবং রাত্রি ১২/৫৬ গতে ২/৪৩ মধ্যে, কালবেলা ৭/২৮/৫৫ মধ্যে ও ৩/২৮/৩৮ গতে ৪/৪৮/৩৬ মধ্যে, কালরাত্রি ৬/২৮/৩৯ মধ্যে ও ৪/২৮/৫৬ গতে ৬/৯/৩৭ মধ্যে। 
৯ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। বৃষ: কর্মক্ষেত্রে সাফল্য আসবে। মিথুন: উপার্জন ভাগ্য ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৭২: কলকাতায় প্রতিষ্ঠিত হল ন্যাশনাল থিয়েটার১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে ...বিশদ

07:03:20 PM

আলিপুরে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ির একাংশ 
আলিপুর রোডে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ...বিশদ

05:05:00 PM

মালদহে মহিলার রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিস সুপারকে ঘেরাও করে বিক্ষোভ বিজেপির 

03:51:00 PM

মালদা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দর নবীকরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী 
মালদা, বালুরঘাট, কোচবিহারের মতো অব্যবহৃত বিমানবন্দর ও বিমান স্ট্রিপগুলির নবীকরণের ...বিশদ

03:34:00 PM

একনজরে গতকালের ম্যাচের রেকর্ডগুলি 
গতকাল হায়দরাবাদে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয় ...বিশদ

02:35:02 PM