সনাতন সুরকে আগামী পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যেই ‘পুষ্পবীণা’র উদ্ভাবন করলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। চতুরঙ্গী, আনন্দী ও গান্ধর্বী যন্ত্রগুলির থেকে একেবারে ভিন্ন দেবাশিস সৃষ্ট নতুন এই তারযন্ত্রটি। পুষ্পবীণা এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এটির আকারগত বৈশিষ্ট্য। পুষ্পের মতো সরল, পবিত্র এর মধুর অথচ গম্ভীর রাজসিক ধ্বনি এই বীণার অন্তর্নিহিত অর্থ। এই তারযন্ত্রের প্রতিটি তন্ত্রী স্বর্গীয় সুরমাধুরীতে শ্রোতাকে এক অনির্বচনীয় সুখে ভাসিয়ে নিয়ে যায়। এককথায় সুরের মোক্ষলাভ বা পরম প্রাপ্তির নাম পুষ্পবীণা।
দেবাশিস ভট্টাচার্যের কর্মজীবনের শুরু এই কলকাতা শহরেই। এর আগে তিনি সাধারণ স্লাইড গিটারকে উচ্চাঙ্গ সঙ্গীতের একটি অঙ্গ তৈরি করে বিশ্বসঙ্গীত জগতে একটি বিশেষ মাত্রা দিয়েছিলেন।