আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
বাবা এবং মেয়ের গল্প বলবে এই ছবি। গল্পের প্রেক্ষাপট থিয়েটার। কোনও এক কারণে বাবা-মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। ৬ বছর পর পরিচিতদের হস্তক্ষেপে বাবা ও মেয়ে আবার মুখোমুখি হলে কী হয় তা জানা যাবে ছবির শেষে। কাহিনীর মূল ভাবনা পরিচালকের। কীভাবে এই গল্পের আইডিয়া এল? ‘আজকে মানুষ আর নিজেরা মুখোমুখি কথা বলে না। সম্পর্কগুলোই যেন সোশ্যাল নেটওয়ার্কে আবদ্ধ। ফলে সম্পর্কের কমিউনিকেশন গ্যাপ আরও বাড়ছে। নিজেরা কথা বললেই কিন্তু আর মনের মধ্যে রাগ জমা থাকে না। এই ভাবনা থেকেই ছবিটা তৈরি করা’ জানালেন নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমির প্রাক্তনী কঙ্কনা। এই ছবিতে কঙ্কনা নিজেও একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবির সুরকার জয় সরকার। সম্পাদক অমিতাভ দাশগুপ্ত। গত এপ্রিল মাসে শিলিগুড়িতে ছবির শ্যুটিং হয়েছে।
প্রসঙ্গত পরিচালকের প্রথম শর্ট ফিল্মেও (রিটেন বাই) ছিলেন সব্যসাচী। ছবিটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। আগামীকাল ১৮ মে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি (পূর্বাঞ্চল) এর উদ্যোগে নন্দন ৩ এ ‘অনুরূপ’ এর প্রথম প্রদর্শন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন অতুল কুলকার্নি।
অভিনন্দন দত্ত