যে কোনও ব্যবসায় শুভ ফল লাভ। বিশেষ কোনও ভুল বোঝাবুঝিতে পারিবারিক ক্ষেত্রে চাপ। অর্থপ্রাপ্তি হবে। ... বিশদ
এই দাবিপত্র তৈরিতে উদ্যোগী হয়েছিল সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল। তারা স্বাক্ষরগ্রহণ কর্মসূচি গ্রহণ করে। শহরের প্রায় পঞ্চাশটি স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বাক্ষর করে তাতে। তারপর সেই স্বাক্ষর সংবলিত দাবিপত্র ইউনিসেফ-এর কলকাতা কেন্দ্রের প্রধান ডাঃ অমিত মেহরোত্রার কাছে প্রদান করা হয়। সেখানে ছিলেন হার্ট ক্লিনিক অ্যান্ড হাসপাতালের সাম্মানিক সেক্রেটারি ডাঃ কিষান প্রধান, সেখানকার ক্রিটিক্যাল কেয়ারের প্রধান ডাঃ শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রমুখ। ডাঃ মেহরোত্রা অবিলম্বে এই দাবিপত্র রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল-এর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।