যে কোনও ব্যবসায় শুভ ফল লাভ। বিশেষ কোনও ভুল বোঝাবুঝিতে পারিবারিক ক্ষেত্রে চাপ। অর্থপ্রাপ্তি হবে। ... বিশদ
বিজেপির ওই নেতাদের মধ্যেই একজন অতীতে বেশ কয়েক বছর বাংলার সংগঠন সামলেছেন। বঙ্গ বিজেপির সংগঠনকে হাতের তালুর মতো চেনেন। তাঁর কথায়, ‘লোকসভা নির্বাচনে বাংলায় ২৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখে এগনো যেতে পারে।’ এর থেকেই প্রমাণিত যে, শাহ মুখে যাই বলুন না কেন, বাংলায় তা পূরণ করা সম্ভব হবে না বলে আগে থেকেই ধরে নিচ্ছে দলের একাংশ।
তাই লক্ষ্যমাত্রা যাই থাকুক না কেন, লোকসভা ভোটে বাংলায় বিজেপি আদতে ক’টি আসনে জিতবে, এদিন সংসদ ভবন চত্বরের দিনভর গেরুয়া শিবিরের চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটিই। উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদ স্পষ্টই বললেন, ‘মালদহ দক্ষিণ কেন্দ্রে এবারেও সম্ভবত আমাদের জয়ের কোনও আশা নেই। উত্তরবঙ্গের বাকি লোকসভা আসনগুলিতে অবশ্য ফল ভালো হবে। গতবারের থেকে দুটো বেশি আসনে জয় পাব। এটা ধরেই এগনো হচ্ছে।’
তিন রাজ্য জিতে আত্মবিশ্বাসের শিখরে পৌঁঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারই ঘোষণা করে দিয়েছেন, ২০২৪ সালের ভোটেও জয়ের হ্যাটট্রিক হবে। সোমবার দিনভর সংসদ চত্বরে মোদি-স্তুতিতে গা ভাসিয়েছেন গেরুয়া শিবিরের এমপিরা। স্মৃতি ইরানি থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত অথবা দিল্লির মনোজ তিওয়ারি— ফের মোদি-ম্যাজিকের ধুয়ো তুলেছেন প্রত্যেকে। সোমবার সংসদ ভবনে আসতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ভেসে গিয়েছেন অভিনন্দন এবং শুভেচ্ছার জোয়ারে। দেখিয়েছেন ‘ভি’ চিহ্ন।