যে কোনও ব্যবসায় শুভ ফল লাভ। বিশেষ কোনও ভুল বোঝাবুঝিতে পারিবারিক ক্ষেত্রে চাপ। অর্থপ্রাপ্তি হবে। ... বিশদ
অভিযোগ, ১৮ নভেম্বর যোগেশগঞ্জ বাজারে বিজেপির একটি সভা হয়। সেই সভায় যোগদান করেন জয়ন্ত বাইন সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। এরপরই ওই রাস্তা গাছের ডালের বেড়া দিয়ে আটকে দেন প্রতিবেশী এবং তৃণমূলের সক্রিয় কর্মী প্রভাস মণ্ডল। এর ফলে বাড়ি থেকে বেরতে পারছেন না পরিবারগুলির কেউ। পানীয় জল আনা যাচ্ছে না, ছাত্র-ছাত্রীরাও স্কুলে যেতে পারছে না। ওই বিজেপি কর্মীদের দাবি, ১০০ বছরের উপরে পরিবারগুলি বসবাস করছে ওই এলাকায়। ওই রাস্তার পাশে একটি শহিদ বেদি করা হয়েছিল। তখন এই নিয়ে কিছুদিন সমস্যা হয়। আদালতের আশ্রয় নেন জয়ন্ত বাইন সহ সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা। এরপর আদালতই স্থগিতাদেশ দেয়। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
যিনি বেড়া দিয়েছেন, সেই প্রভাস মণ্ডল জানান, ওই রাস্তার মধ্যে তাঁর সাত শতক জমি আছে। তাই তিনি বেড়া দিয়ে তা আটকে দিয়েছেন। তবে সেটা করেছেন আদালতের নির্দেশের মেয়াদ শেষ হওয়ার পরেই। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক তথা ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজি জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। আর বিজেপির যুব নেতা পলাশ সরকার বলেন, জয়ন্ত বাইনের পরিবার সহ আরও বেশ কয়েকটি পরিবার খুবই অসহায় অবস্থার মধ্যে আছে। আমরা আইনি পরামর্শ নেব। পরিবারগুলির পাশে দাঁড়াব। -নিজস্ব চিত্র