মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ
ভারত, বাংলাদেশ, পাকিস্থান, ভুটান, নেপাল, আফগানিস্তানের নামকরা গ্যাস্ট্রোসার্জেনদের নিয়ে এই ‘বর্ডারলেস সার্ক ডক্টরস গ্রুপ’ ২০১৯ সালে তৈরি হয়। মোট ১৮ টি ক্লাসে ৪ মাসে সব দেশের শল্যচিকিৎসকদের অন্ত্রের এন্ডোস্কপি করার প্রশিক্ষণ দেওয়া হয়। শেখানো হয় এন্ডোস্কপিতে লেজার, রোবটিক, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পদ্ধতি। শিক্ষান্তে মানপত্রও দেওয়া হয়। এখনও পর্যন্ত সহস্র শল্যচিকিৎসক এই প্রশিক্ষণ লাভ করেছেন।