মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ
বড় সমস্যা প্রি ম্যাচিওর বেবি
প্রি-ম্যাচিওর শিশুর জন্মের হার আগের তুলনায় বেড়েছে। অপরিণত বাচ্চার রোগব্যাধির সঙ্গে মোকাবিলার ক্ষমতা কম। সংক্রমণ হলেই নিমেষে পরিস্থিতি প্রতিকূল হতে পারে। ফলে বৃদ্ধি পেয়েছে কম ওজন নিয়ে জন্মানো শিশুর মৃত্যুহারও।
মায়ের দুধেই সেরা প্রতিরোধ
মায়ের দুধেই বাচ্চারা পায় সেরা প্রতিরোধ ক্ষমতা। তাই সন্তান জন্মের পর প্রথম ছ’মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা মায়ের দুধ খাওয়ানো অপরিহার্য। এই সময়সীমা বাড়াতে পারলে ভালো।
সমস্যা হল, পরিবেশের পরিবর্তন হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিত্যনতুন প্রকার আসছে। এই সবকিছু থেকে বাঁচার উপায় একটাই। প্রত্যেক নতুন মায়ের দরকার সন্তানকে ব্রেস্ট ফিডিং করানো। অথচ ব্রেস্ট ফিডিং ভীষণভাবে কমেছে।
খেলাধুলো করতে হবে
করোনার সময় স্কুল বন্ধ ছিল। বাড়িতে বসে বসে ওজন বেড়েছে শিশুদের। কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতাও। অথচ খেলাধুলো করলে ইমিউনিটি বাড়ে। তাই ওদের খেলার জন্য সময় দিন।
অতিরিক্ত অ্যান্টিবায়োটিক
পরামর্শ না করেই বাবা-মায়েরা এখন বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। প্রেগন্যান্সির সময়ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।
তার প্রভাবও বাচ্চাদের উপর পড়ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে ওষুধ খাওয়াবেন না।