মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ
ভারত সহ বিশ্বের সর্বত্র বাড়ছে পারকিনসন্স ও মুভমেন্ট ডিজঅর্ডারে আক্রান্ত রোগীর সংখ্যা। কোভিড পরবর্তী সময়ে এই অসুখ একলাফে বেড়েছে অনেকটা। তিনদিন ব্যাপী কনফারেন্সে অংশ নেন ৩২টি দেশের ৬৬১ জন প্রতিনিধি। উপস্থিত ছিলেন মুভমেন্ট ডিজওর্ডার সোসাইটির প্রেসিডেন্ট ব্রাজিলের ফ্রান্সিসকো কার্ডোসো, দেশের মুভমেন্ট ডিজওর্ডার সোসাইটির সেক্রেটারি হৃষীকেশ কুমার প্রমুখ বিশিষ্ট জন।
পারকিনসনস-এর নানা কারণ, প্রতিরোধের উপায় ও আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা চলে।