Bartaman Patrika
হ য ব র ল
 

পুজোর ছুটি 

পুজোর ছুটিতে কে কী করবে তার পরিকল্পনা অনেক আগেই সেরে ফেলে ছোটরা। সেই তালিকায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব, মামার বাড়ি যাওয়া, বেড়ানো, গল্পের বই পড়া, খেলাধুলো সবই থাকে। এবারের পুজোর ছুটি কার কেমন কাটাল তোমাদের শোনাচ্ছে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা।

পুজোর ছুটিতে পিসির বাড়ি
পুজোর ছুটিতে প্রতিবারই গুড়াপে পিসির বাড়িতে বেড়াতে যাই। এবারও ষষ্ঠীতে চলে গিয়েছিলাম। পিসির বাড়ি আমার কাছে আবদার পূরণ হওয়ার ছাড়পত্র। দু’টো দিন আনন্দে কেটেছে। অন্য সময়েও পিসিবাড়ি যাই। কিন্তু পুজোর সময়গুলো অন্যরকম। সে এক হরেক মজার দেশ। বাড়ি ফিরে অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়েছিলাম মেমারিতে। এটাও প্রতিবারের রুটিন। চুঁচুড়াতে রাতে ভিড় ঠেলে প্রতিমা দেখার আনন্দ বলে বোঝাতে পারব না। মেমারি ও গুড়াপে যেতে যেতেও হরেক ঠাকুর দেখেছি। কিন্তু দশমীতে ফের সেই বরাবরের মন খারাপটা ঘিরে ধরেছিল। প্রতিবারই কেন যেন মনে হয়, পুজোটা বড় তাড়াতাড়ি চলে গেল!। এবারও তাই হয়েছে।
প্রিয়ম ভট্টাচার্য, ষষ্ঠ শ্রেণী
মামাবাড়ি ভারী মজা
মামাবাড়ি, সব পেয়েছির দেশ। ছোটবেলা থেকেই আমরা পুজোর সময় মামার বাড়িতে যাই। পিণ্ডিরায় মামার বাড়িতেই পুজো কাটে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি মামার বাড়ি মানে পুজোয় বেলাগাম আনন্দ। একে পুজোর সময় তার উপরে মামাবাড়ি যাওয়া। ফলে, অফুরন্ত যা খুশি তাই করা। আর না চাইতেই রকমারি খাওয়াদাওয়া। প্রতিবারের মতো এবারও অষ্টমীতে অঞ্জলি দিয়েছি। ওই মুহূর্তটা একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরে। ঠিক কেমন তা বলা যাবে না। আর আছে নাটক। হ্যাঁ, পুজোর সময় পিণ্ডিরায় নাটকের আসর বসে। সে এক ভারী মজাদার ব্যাপার। এবারও নাটক দেখেছি।
অরিত্র চট্টোপাধ্যায়, অষ্টম শ্রেণী
জীবনের সেরা পুজোর ছুটি
এবারের পুজো আমার জমজমাট কেটেছে। আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম চারদিনের। দুগ্গাঠাকুরের কৃপা পরিকল্পনা মতোই সবটা করেছি। সপ্তমীর দিন স্কুলের পুজোতে কাটিয়েছি। আমাদের স্কুল বোধহয় রাজ্যে একমাত্র যাদের নিজেদের দুর্গাপুজো আছে। জমিদারি আমলের সেই ঠাকুর দালান আমাদের স্কুলের মধ্যেই আছে। পুজোর একটা দিন আমি সেখানেই কাটিয়েছি। প্রতিদিনের চেনা স্কুলটাকে সেদিন নতুন করে নতুন চোখে দেখতে পেয়েছি। এবারের পুজোয় এটা একটা বিরল অভিজ্ঞতা। বেদমন্ত্র উচ্চারণ, প্রাচীন এক জমিদারের ভগ্নদশার দেবদেউল, ধূপের ধোঁয়া, দেবী সিংহবাহিনী, সব মিলিয়ে চেনা স্কুলটাকে অচেনা মনে হচ্ছিল। অষ্টমীতে মামার বাড়ি ইনছুরে গিয়েছিলামা। সেখানে ফাঁক বুঝে একটু ঠাকুর দেখেছি। আর নবমী, দশমী কাটিয়েছি সমুদ্র সৈকতে। দীঘায় সে এক বর্ণময় সময় কেটেছে। সব মিলিয়ে এবারের পুজো আমার জীবনের সেরা পুজোর ছুটি হয়ে গিয়েছে।
অর্ণব দাস, দশম শ্রেণী
ইসকন মন্দিরে গিয়েছিলাম
এবার গ্রামের বাড়িতে থেকেই পুজো দেখেছি। বৈঁচিগ্রামের সব পুজোমণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডাটাই ছিল রুটিন। গ্রামের পুজোর একটা আলাদা মেজাজ আছে। ছোট থেকে বিষয়টি দেখেছি কিন্তু এবারই সেটাকে আলদা করে অনুভব করতে পেরেছি। আসলে শরৎ, দুর্গোৎসব বলতে বইপড়া জ্ঞানটাকে গ্রামের মাটিতেই বোধ হয় বেশি করে মেলানো যায়। পুকুর পাড়, মণ্ডপ থেকে ধূপের ধোঁয়া বা ঢাকের বাদ্যি, কাছেই মাথা দোলানো কাশের সারি বা পেঁজা তুলোর মতো মেঘবহুল আকাশ। নিজের অনন্য অনুভূতির কারণেই এবারের পুজো আমার কাছে একটি বিশেষ পুজো। একদিন বাইরে গিয়েছিলাম। নবমীর ভোরে বাবা-মায়ের সঙ্গে নবদ্বীপের ইসকন মন্দিরে গিয়ে সারাদিন ছিলাম। দুর্গাপুজোর মধ্যে বৈষ্ণবতীর্থ ভ্রমণও একটি অন্যরকম আস্বাদ বয়ে এনেছিল।
হিমেল মণ্ডল, নবম শ্রেণী
অনেক আনন্দ করেছি
কথায় বলে না পায়ের তলায় সর্ষে, এবারের পুজোতে যেন ঠিক তাই হয়েছিল। পুজো আসার আগে থেকেই মনটা উড়ি উড়ি করছিল। বিধিনিষেধের বেড়াজালও কেমন যেন রূপকথার গল্পের দৃশ্যের মতো আচমকা গায়েব হয়ে গিয়েছিল। আর তাই ‘মন মোর মেঘেরও সঙ্গী’ বলে দে ছুট। গোটা বৈঁচিগ্রাম চষে ফেলেছি এবারের পুজোয়। ঠাকুর আছে তাও সই না আছে তাও শুধু ঘোরা আর ঘোরা। বন্ধুদের সঙ্গেই ঘুরে বেড়িয়েছি। এ মণ্ডপে ধুনুচি নাচ তো ওই মণ্ডপে বোধনের স্বাদ নিয়েই আবার ছুট। এর মাঝে একদিন অবশ্য বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল। মেমারিতে আমার দিদির বিয়ে হয়েছে। সেখানেই পরিবারের সঙ্গে সপ্তমীতে গিয়েছিলাম। সেখানেই খুব ঘুরেছি। তবে সেটা পরিবারের সঙ্গে।
অর্জুন সাঁতরা, দশম শ্রেণী
কলকাতায় প্রথম পুজো দেখা
এই প্রথমবার পুজোর কলকাতা দেখতে গিয়েছিলাম। একদিনই মহানগরীর পথে নামার সুযোগ হয়েছিল কিন্তু সেটাই একটি অমলিন স্মৃতির যাবতীয় রসদ জুগিয়ে গিয়েছে। সেই যাওয়ার আগে থেকে একটা উত্তেজনা কাজ করছিল। কথা ছিল নবমীর সকালে ট্রেনে চেপে যাব। অষ্টমীর রাত থেকেই ঘড়ি ছিল নিত্যসঙ্গী। প্রতি মুহূর্তে সময় দেখতে গিয়ে মনে হচ্ছিল যেন ঘড়ির ব্যাটারি হয়তো বা ফুরিয়ে এসেছে নইলে এত ধীরে কাঁটাগুলো নড়ে কেন? তারপর সকাল হতেই নিজে নিজেই তৈরি হয়ে গিয়েছিলাম। মহানগরীর পথে যখন দুপুরে ঘুরছি তখন মোহাবিষ্টের মতো পুজোর তাকলাগানো সৌন্দর্য দেখেছি। বাড়ি ফেরার পরই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। স্বাভাবিকভাবেই আনন্দের প্রহর দীর্ঘস্থায়ী না হওয়ার যন্ত্রণা তো থাকেই। তবে শুধু নবমী নয়, সপ্তমী, অষ্টমীতেও খুব আনন্দ হয়েছে। বৈঁচিতেই বন্ধুদের সঙ্গে খুব হুল্লোড় করেছি। একদিন মেমারিতেও ঠাকুর দেখতে গিয়েছিলাম।
কল্লোল সানা, অষ্টম শ্রেণী
বন্ধুদের সঙ্গে গল্পগুজব
সপ্তমী থেকে দশমী, চারদিনই নানা জায়গায় ঠাকুর দেখে বেড়িয়েছি। তবে সেসব ছিল রাতের বেলায়। আর দিনের বেলা গ্রামের প্যান্ডেলে প্যান্ডেলে বন্ধুদের সঙ্গে চরকিপাক খাওয়াটাই ছিল পুজোর রোজনামচা। প্রতিবারের মতো এবারও একদিন কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া হয়েছিল। রাতের মহানগরীতে ভোরপর্যন্ত পরিবারের সঙ্গে ঘুরে ঠাকুর দেখেছি। সেটা ছিল সপ্তমী। এরপর অষ্টমী আর নবমী চুঁচুড়া, ব্যান্ডেল, পাণ্ডুয়ায় ঠাকুর দেখা হয়েছে। কখনও পরিবারের সঙ্গে কখনও বন্ধুদের সঙ্গে পুজোর মণ্ডপে ঘোরা আর বাড়িতে নির্ভেজাল আড্ডায় চারদিন কেমন করে কেটে গিয়েছিল টেরই পাইনি। দশমীতে ভাসানযাত্রাও দেখতে গিয়েছিলাম। আর পুজোর আরও একটা মজার কথা না বললেই নয়। তা হল নানান পদের খাওয়াদাওয়া। সে কলকাতাই হোক আর চুঁচুড়া, ঘরে বাইরে বাহারি ভোজন হয়েছে এবার।
সৌম্যদীপ ঘোষ, নবম শ্রেণী
অসাধারণ ট্রেন সফর
পুজো মানে আমার কাছে নিয়মবিহীন কয়েকটা দিন। আর অবশ্যই নাড়ু, মুড়কি। ঘুরতে না পারলেও তেমন আপত্তি নেই। যদিও এবারের পুজোটা বেশ অ্যাডভেঞ্চারের মতো কাটিয়েছি। একদিন একাই গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম। সে এক অদ্ভুত মজা। আর একদিন বন্ধুদের সঙ্গে ট্রেনে চেপে আশপাশের গ্রামের ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেই ট্রেন সফরের অভিজ্ঞতা আমার আজীবনের সম্পদ হয়ে থাকবে। এভাবে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করা যায়, নিজের মতো থাকা যায় বলেই পুজোটা আমার কাছে আকর্ষণীয়। আরেকদিন সপরিবারে মেমারির মশাগ্রামে গিয়েছিলাম। ঩সেখানে সারারাত ধরে ঠাকুর দেখেছি। দশমী পেরিয়ে যাওয়ার পরে আজও যখন সেসব কথা ভাবি স্বপ্নের মতো মনে হয়।
আশিক মণ্ডল, অষ্টম শ্রেণী

বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশন
প্রবীরকুমার কুমার, প্রধান শিক্ষক

বাংলার নবজাগরণের কালে এক বিরল মুহূর্তে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশন শুরু হয়েছিল। আর সেই শুরুর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার আলোকবর্তিকা ব্যাপ্ত করার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম। তাঁরই পরামর্শে অপুত্রক জমিদার বিহারীলালবাবু এই স্কুল শুরু করার জন্য উইল করেন। আনুমানিক ১৮৭৭ সালের ডিসেম্বর মাসে এই স্কুল চালু হয়। বস্তুত বিহারীলালবাবুর মৃত্যুর পর তাঁর শিক্ষাব্রতী স্ত্রী কমলেকামিনীদেবীর উদ্যোগেই বিদ্যালয় চালু হয়েছিল। ১৯০৫ সাল থেকে বিহারীলালবাবুর বসতবাটীতেই স্কুল চলে আসে। সেই থেকে সেখানেই স্কুল চলছে। প্রথম থেকেই এই স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত এবং ম্যাট্রিকুলেশান পড়ানো হতো। পরে উচ্চমাধ্যমিক পর্যন্ত উন্নীত হয়েছে। মহান বিহারীলাল, বিদ্যাসাগর ও কমলেকামিনীদেবীর পুণ্যস্পর্শই আজও আমাদের চলার পাথেয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই ব্লক ও হুগলি জেলার মধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছে। বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বিদ্যালয়ের সাফল্য উল্লেখের দাবি রাখে। বিদ্যালয়ের বহু ছাত্র জাতীয় মেধা বৃত্তি গত কয়েকবছর ধরেই পেয়ে আসছে। আমরা ইতিমধ্যেই স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করেছি। আমাদের একটি বহুমূল্য ও বিরল পুস্তক সংবলিত গ্রন্থাগার আছে। স্কুলে কমপিউটারের মতো আধুনিক শিক্ষা চালু করা হয়েছে। এরসঙ্গে আমরা ‘ভারত কে জানো’ নামে বিশেষ শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি রূপায়ণ করি। পুরনো জমিদারি দরদালানের সঙ্গে আমাদের একটি নতুন বিল্ডিং তৈরি হয়েছে। আমরা আধুনিক শিক্ষার প্রতিটি চলনের দিকে নজর রেখে মানুষ গড়ার দায়িত্ব যথার্থভাবে পালনের প্রয়াস করে যাচ্ছি।  
03rd  November, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।
 
বিশদ

03rd  November, 2019
সে কি সত্যি হবে! 
আয়ূষী বন্দ্যোপাধ্যায়

পাইন আর দেওদার গাছের মধ্যে পাখির বাসা থাকে কি না তা ঠিক জানা নেই, তবে এক মিষ্টি পাখির কূজন কানে ভেসে আসে রোজই। গতকাল রাতে অমন ঝড়, বৃষ্টি, দম্ভোলি হয়েছে কে বলবে? ভোরের প্রভাকরের প্রকীর্ণ আভা যেন দুর্যোগকে নিশ্চিহ্ন করেছে। ঈশ্বরের দেশে সবই তো তাঁর লীলাখেলা, সেখানে যে নেই কোনও মোহ, মায়া, মাৎসর্য। শুধুই আছে মনকে দয়ার্দ্র করে তোলার পরিপূর্ণ রসদ। 
বিশদ

03rd  November, 2019
 আলোর উৎসব
কা লী পু জো

 রং-বেরঙের আলো দিয়ে বাড়ি সাজানো, তুবড়ি, হাউই আর রংমশালের আলোর ছটা, মিষ্টিমুখ, রাত জেগে পুজো দেখা... এমনভাবেই কেটে যায় কালীপুজোর দিনটা। জানাল বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা। বিশদ

27th  October, 2019
 ভগিনী নিবেদিতা

 আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার ভগিনী নিবেদিতা। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। বিশদ

27th  October, 2019
হ্যালোইন নাকি ভূত উৎসব

কার কতটা ভূতের ভয় তা আমার জানা নেই, আমার কিন্তু খুবই ভূতের ভয়, তাই রাতে আমি একা একা ঘরে শুতে পারি না, চোখ বুঝলেই ভূশুণ্ডির মাঠ থেকে হাজার হাজার ভূত উড়ে এসে আমাকে ঘিরে ধরে, কেউ আমার পা ধরে টানে কেউ বা আবার কাতুকুতু দিয়ে আমাকে নাজেহাল করে ছাড়ে, সে সব দুঃখের কথা আজ নয় ছেড়েই দিলাম। তাই ভূত নিয়ে কিছু লিখতে গেলে আমার হাত-পা ঠান্ডা হয়ে আসে, গায়ের লোম খাড়া হয়ে যায়। বিশদ

27th  October, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় থট-রিডিং।   বিশদ

20th  October, 2019
মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার 

প্রতিবারের মতো এবারও ‘মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল মামরাজ আগরওয়াল ফাউন্ডেশন। গত ২১ সেপ্টেম্বর রাজভবনে অনুষ্ঠানটি হয়েছিল। এবার মোট ৯৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।   বিশদ

20th  October, 2019
মহাপ্রলয় আসছে 

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ষষ্ঠ মহাপ্রলয় ঘটতে আর দেরি নেই। জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে। বাড়ছে গাড়ি, কলকারখানার সংখ্যা। দূষিত হয়ে উঠছে পরিবেশ। গলতে শুরু করেছে কুমেরু ও সুমেরুর বরফ। মহাপ্রলয় আটকাতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। পৃথিবীর ধ্বংস আটকানোর উপায় কী? লিখেছেন সুপ্রিয় নায়েক। 
বিশদ

20th  October, 2019
হোয়াইট হাউসে ভূতের ভয়! 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এসেছেন হোয়াইট হাউসে। সারা দিনের কর্মব্যস্ততায় ক্লান্ত শরীর। স্নান সেরে সোজা নিজের ঘরে। পরনে কোনও পোশাক নেই। নিজের মতো করে পাওয়া সময়টাকে আরও একটু উপভোগ করতে ধরালেন একটা চুরুট।  
বিশদ

13th  October, 2019
কাটিয়ে উঠে ভীতি, প্রথম দিনের স্মৃতি 

স্কুলের প্রথম দিনটি সবার কাছে একই অনুভূতি নিয়ে আসে না। কেউ ভয় পায়, কেউ বা উদ্বেগে ভোগে। কিছুদিন বাদে সব ভুলে স্কুলই হয়ে ওঠে ঘরবাড়ি। সেইরকমই কিছু অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিল মিশ্র অ্যাকাডেমির বন্ধুরা। 
বিশদ

13th  October, 2019
হুলো ও স্কুটি
জয়ন্ত দে

হুলোর কোনওদিন মন খারাপ হয় না। ভালোই থাকে। হাসিতে, খুশিতে থাকে। কিন্তু ইদানীং মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। চারদিকে এই অনাচার, অত্যাচার দেখে দেখে সে খুবই বিষণ্ণ হয়ে পড়ছে। হয়তো এমন হতে পারে, এটা তার বয়েসের রোগ! বয়স যত বাড়ছে, মন মেজাজ তত খারাপ হচ্ছে।  বিশদ

29th  September, 2019
স্মৃতির পুজো
পার্থজিৎ গঙ্গোপাধ্যায় 

পুজো এলেই হাজার স্মৃতি দেয় মনেতে হানা,
কাশের বনে হারিয়ে যেতে করত কে আর মানা!  বিশদ

29th  September, 2019
প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা 

‘প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা’ এই ছিল এবারের লেখার বিষয়বস্তু। তোমাদের এত লেখা পেয়ে আমরা আপ্লুত। সেইসব মজাদার লেখার মধ্যে থেকে বেছে নিতে হয়েছে কয়েকটা। বাছাই করা লেখাগুলিই প্রকাশিত হল আজ, শিউলিস্নাত শারদ সকালে। দুর্গাপুজোর প্রাক্কালে। 
বিশদ

29th  September, 2019
একনজরে
 বিএনএ, বারাকপুর: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভার আরও পাঁচ বিজেপি কাউন্সিলার তৃণমূলের দিকে পা বাড়িয়ে রাখলেন। তাঁরা যে কোনও দিন ঘরে ফিরতে পারেন ...

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আগামী ২২ থেকে ২৬ নভেম্বর কলকাতায় হবে টাটা স্টিল র‌্যাপিড - ব্লিৎজ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রথম ১৫ জন গ্র্যান্ডমাস্টারের মধ্যে দশজন যোগ ...

 ইস্তানবুল, ৭ নভেম্বর (এএফপি): ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর অনেক ‘হাঁড়ির খবর’ ফাঁস করে দিয়েছে নিহত জঙ্গিনেতা আবু বকর আল বাগদাদির স্ত্রী রানিয়া মাহমুদ। এমনটাই দাবি ...

সংবাদদাতা, নবদ্বীপ: রাস উৎসবকে সামনে রেখে নবদ্বীপে ফেরিঘাটগুলিতে নিরাপত্তা বাড়ানো হল। রাসের দিনগুলিতে ফেরিঘাট দিয়ে কয়েক লক্ষ মানুষের আনাগোনা লেগে থাকে। ফলে তাদের পারাপার ও নিরাপত্তা নিয়ে নবদ্বীপের ফেরিঘাট কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছেন। পাশাপাশি নবদ্বীপ পুরসভা ও ব্লক প্রশাসনও এনিয়ে তৎপর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি। বিদ্যায় মানসিক চঞ্চলতা বাধার কারণ হতে পারে। গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৮: স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের জন্ম
১৮৬২: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের মৃত্যু
১৮৬৭: বিজ্ঞানী মেরি কুরির জন্ম
১৮৮৮: নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমনের জন্ম
১৯২৩: সাহিত্যিক ও সমাজসেবী অশ্বিনীকুমার দত্তের মৃত্যু
১৯৫৪: অভিনেতা কমল হাসানের জন্ম
১৯৭১: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্ম
১৯৭৯: অভিনেত্রী রাইমা সেনের জন্ম

07th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৪৮ টাকা ৭২.৬৪ টাকা
পাউন্ড ৮৯.১২ টাকা ৯৩.৪৫ টাকা
ইউরো ৭৬.৭৪ টাকা ৮০.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৮২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৮৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৭৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২১ কার্তিক ১৪২৬, ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, একাদশী ১৬/৩০ দিবা ১২/২৫। পূর্বভাদ্রপদ ১৫/৫৯ দিবা ১২/১২। সূ উ ৫/৪৮/২৭, অ ৪/৫২/২১, অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে পুনঃ ৭/১৭ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৪ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১৩ মধ্যে পুনঃ ৪/৫ গতে উদয়াবধি, বারবেলা ৮/৩৫ গতে ১১/২১ মধ্যে, কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৩ মধ্যে। 
২১ কার্তিক ১৪২৬, ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, একাদশী ১৫/৫৮/১৯ দিবা ১২/১২/৪৩। পূর্বভাদ্রপদ ১৭/৫৮/২৫ দিবা ১/০/৪৫, সূ উ ৫/৪৯/২৩, অ ৪/৫৩/১৪, অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৭/২৭ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৩ মধ্যে এবং রাত্রি ৫/৩৯ গতে ৯/১১ মধ্যে ও ১১/৫০ গতে ৩/২২ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৫০ মধ্যে, বারবেলা ৮/৩৫/২১ গতে ৯/৫৮/২০ মধ্যে, কালবেলা ৯/৫৮/২০ গতে ১১/২১/১৮ মধ্যে, কালরাত্রি ৮/৭/১৬ গতে ৯/৪৪/১৭ মধ্যে। 
১০ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: টসে জিতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট নিল দিল্লি

07:13:52 PM

আজকের রাশিফল 
মেষ: ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি। বৃষ: কর্মক্ষেত্রে সাফল্য আসবে। মিথুন: উচ্চবিদ্যায় ভালো ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৬২- সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁর জন্ম।১৮৯৫- জার্মান ...বিশদ

07:03:20 PM

আগামীকাল অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

09:17:50 PM

এবার হকি বিশ্বকাপ ভারতে
২০২৩ সালে পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ...বিশদ

05:08:38 PM

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবিশ। সরকার গড়ার ...বিশদ

05:01:39 PM