Bartaman Patrika
হ য ব র ল
 

কাটিয়ে উঠে ভীতি, প্রথম দিনের স্মৃতি 

স্কুলের প্রথম দিনটি সবার কাছে একই অনুভূতি নিয়ে আসে না। কেউ ভয় পায়, কেউ বা উদ্বেগে ভোগে। কিছুদিন বাদে সব ভুলে স্কুলই হয়ে ওঠে ঘরবাড়ি। সেইরকমই কিছু অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিল মিশ্র অ্যাকাডেমির বন্ধুরা।

একরাশ আনন্দ
আমার বাড়ি শিবরামপুরের বৈশাখী গার্ডেনে। বাড়ি থেকে কাছাকাছি স্কুল বলে অনেক সময় পাই পড়ার। বাবা ও মায়ের ইচ্ছেতেই ভর্তি হই এখানে। তবে যেদিন প্রথম স্কুলে আসি আমার খুব ভয় করছিল। স্কুলটা দেখতে কেমন হবে? সবাই বোধহয় ইংরেজিতে কথাবার্তা বলবে, আমি কিছুই বুঝতে পারব না। শিক্ষকরা কেমন হবে? সব কিছু মিলিয়ে প্রথম দিন আমার মন খারাপ ছিল। তবে স্কুল শেষে বাড়ি ফিরে গিয়েছিলাম একরাশ আনন্দ নিয়ে। আর কোনও দিন মন খারাপ হয়নি প্রথম দিনের মতো।
সুভাষিণী দত্ত, চতুর্থ শ্রেণী
স্বপ্নের বাড়ি
সবার ভেতর একটা স্বপ্নের বাড়ি থাকে। আর বাড়িটা হল আমার স্কুলবাড়ি। মানে মিশ্র অ্যাকাডেমি। আর এখানে এসে আমি প্রথম দিন একটি উপহার পাই। সে আমার বন্ধু ঋতিকা গুপ্তাকে। ও সবসময় আমার সঙ্গে ছায়ার মতো থাকে। সময়ে-অসময়ে সাহায্য করে। ওরই সঙ্গে পড়াশোনা করি। একজন প্রকৃত বন্ধু আমার দরকার ছিল। আর সেটা আমি প্রথম দিন এই স্কুলে এসে পাই। একজন ভালো বন্ধু জীবনের অনেকটা পথ এগিয়ে নিয়ে যায়।
অ্যাঞ্জেল সিং, চতুর্থ শ্রেণী
ঝাঁ চকচকে স্কুল
আমি বেহালা বকুলতলার ব্লেস মেরি স্কুলে পড়তাম। আমার যাতায়াতে অনেকটা সময় লাগত। বাড়ির পাশে দেখতাম একটা স্কুল তৈরি হচ্ছে। তখন তো জানতাম না আমিই এ স্কুলের ছাত্রী হব। অল্প কিছু দিনের মধ্যে সুন্দর ঝাঁ চকচকে স্কুলের উদ্বোধন হল। বাবা-মাকে বলল, আমাদের মেয়েকে এই স্কুলে পড়ালে কেমন হয়। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ভর্তি হলাম স্কুলে। ঘরের পরিবেশে আকৃষ্ট হয়েছিলাম। আর ভালো লেগেছিল রুমা ম্যামের পড়ানোর ভঙ্গি। ক্লাসের সুন্দর পরিবেশ।
শ্রীরূপা চট্টোপাধ্যায়, ষষ্ঠ শ্রেণী
সুন্দরের ছোঁয়া
মা বলেন, ভালোবাসা থাকলে নাকি পরও আপন হয়। আগে কথাটার মানে বুঝতাম না। স্কুলের পরিবেশে একটা শাসন তো থাকেই। থাকে পড়ার চাপ। গুরু-গম্ভীর কথা ইত্যাদি। কিন্তু অনুশাসনের মধ্যে যদি একটা সুন্দর পরিবেশ ও নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয় তবেই তো ভালো লাগে স্কুলে যেতে, যেটা আমি অনুভব করিনি। কিন্তু এখানে পড়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে জোর দেওয়া হয়। আর সেই সুন্দরের ছোঁয়া আমি প্রথম দিন থেকে পেয়েছি। স্কুলের শুরুর দিনে যে আদর্শ, নীতিবোধের কথা প্রিন্সিপাল ম্যাম বলেছিলেন, তা সারা জীবন মনে থাকবে।
অভিজিৎ দাস, পঞ্চম শ্রেণী
প্রথম দিনের স্মৃতি
আমার পছন্দের স্কুল মিশ্র অ্যাকাডেমি। প্রথম দিন স্কুলে পা দিয়ে ভালো লেগেছিল। আরও ভালো লেগেছিল বাড়িটার সুন্দর রং ও গোছানো দেখে। প্রথম দিনের ভালো লাগা কখন যেন ভালোবাসায় পরিণত হয়েছে বুঝিনি। স্কুলের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। প্রথম দিনেই আকাশ স্যার, অশোক স্যার, প্রিন্সিপাল আমাকে আদর করেছিলেন। একটুও ভয় পাইনি। তাই স্কুলের প্রথম দিনের স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।
শুভশ্রী দত্ত, ষষ্ঠ শ্রেণী
একান্নবর্তী পরিবার
মা সবসময় বলেন, ‘সময়কে গুরুত্ব দাও। দেখবে সময়ই তোমাকে পথ দেখাবে। সুন্দর চিন্তা-ভাবনা করো, কোনও একসময় ওই সুন্দর তোমার কাছে ধরা দেবে।’ সত্যি মায়ের কথা যে এভাবে সত্যি হবে ভাবিনি। ভর্তি হলাম ক্লাস ফাইভে। প্রথম দিনেই একঝাঁক বন্ধু পেলাম। পেলাম রত্না ম্যাম সহ বহু শিক্ষিকাকে। প্রত্যেকের পড়ানো ও তা বুঝিয়ে দেবার ভঙ্গি খুব ভালো লেগেছিল। মিশ্র অ্যাকাডেমি আমার কাছে নিছক স্কুল নয়, সত্যিই একটি একান্নবর্তী পরিবার। যার পরতে পরতে শুধুই আনন্দ আর ভালোবাসার ছোঁয়া।
ঈশানী সাউ, ষষ্ঠ শ্রেণী
অভিজ্ঞতার ঝুলি
সকাল থেকেই মনের মধ্যে ছিল এক অজানা উত্তেজনা। যত বেলা বাড়ছিল ততই উত্তেজনার মাত্রা বাড়ছিল। মা স্নান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে দিলেন। নিজে হাতে ভাত খাইয়ে সাজালেন। বাড়ি থেকে বের হবার সময় ঠাকুমা বরণ করল চন্দনের ফোঁটা দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে। বাবা-মায়ের হাত ধরে স্কুলে এলাম। আমাদের শ্রেণী-শিক্ষিকা প্রত্যেকের নাম জিজ্ঞেস করলেন। সুন্দর সুন্দর গল্প বলে আমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করলেন। গল্প, কবিতা, নাচ, গানে ভরে উঠল ক্লাস রুম। অপূর্ব অভিজ্ঞতার ঝুলি নিয়ে বাড়ি ফিরেছিলাম। চিরদিন মনে থাকবে মিশ্র অ্যাকাডেমিতে পা দেবার প্রথম দিনটি।
শ্রেষ্ঠা সরদার, পঞ্চম শ্রেণী
প্রার্থনার সময়
মিশ্র অ্যাকাডেমি আমার সুন্দর নিশ্চিত আশ্রয়ের ঠিকানা। যেখানে আমার অনেকটা সময় কাটে। সবার ব্যবহার ও পড়ানোর পদ্ধতি আমার ভালো লাগে। কখনও মনে হয় না আমি বাড়ির বাইরে আছি। আর সেই স্কুলে যেতে প্রথম দিন আমার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে প্রার্থনার সময় ম্যাম ও স্যারেদের ব্যবহার আমার খুব ভালো লেগেছিল। তারপর ক্লাসে ঢুকে
ভুলে গিয়েছিলাম আমি স্কুলে আছি না বাড়িতে?
স্নেহা ভট্টাচার্য, তৃতীয় শ্রেণী 

মিশ্র অ্যাকাডেমি

শ্যামলী বসু রায়
প্রিন্সিপাল


বেহালা চৌরাস্তা থেকে শিবরামপুর ক্রসিং। ওখান থেকে জগন্নাথপুর মেন রোড হয়ে আশ্রমের দূরত্ব সাড়ে চার কিলোমিটার। মহেশতলার আশুতি টু গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সমস্যা একটি ভালো স্কুলের। আর্থিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলের ছেলে-মেয়েদের পড়তে যেতে হতো অনেকটা দূরে। সেই সমস্যাটা বহুদিন আগেই অনুভব করেছিলেন স্থানীয় বাসিন্দা অশোককুমার মিশ্র। পেশায় ব্যবসায়ী। ছোটবেলা কেটেছে বিহারের মধুবনিতে। ইচ্ছে থাকলেও ইংরেজি মাধ্যমে সেভাবে উচ্চশিক্ষার সুযোগ ঘটেনি। সেই যন্ত্রণাটা তাড়া করে ফিরত প্রতিনিয়ত। হঠাৎ একদিন টিভিতে দেখা একটি বিজ্ঞাপন বদলে দেয় তাঁর চিন্তার জগৎ। নিজেই ঘরে বসে শপথ নেন গড়ে তুলবেন তাঁর স্বপ্নের স্কুলবাড়ি। ২০১৭ সালের শেষের দিকে শুরু হয় স্কুল তৈরির কাজ। প্রায় ঝড়ের গতিতে গড়ে ওঠে পাঁচতলা বাড়ি।
২০১৮ সালের ৪ জানুয়ারি শুরু হয় পথচলা। ক্রমশই বাড়তে থাকে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা। বর্তমানে টডলার নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু আছে পঠন-পাঠনের কাজ। ইংরেজি মাধ্যমে তৈরি হওয়া স্কুলটি যে কোনও নামী স্কুলের সমকক্ষ। আধুনিক শিক্ষার কাঠামোটিকে ধরে রাখতে রয়েছে বহু অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিকা। শেখানো হচ্ছে নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, ক্যারাটেসহ নানা ধরনের প্রশিক্ষণ। ভাবী প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে দেওয়া হচ্ছে নীতিবোধ, মূল্যবোধ ও নিয়মানুবর্তিতার শিক্ষা। সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে পালিত হয় মনীষীদের জন্মদিন। আগামী দিনে স্কুলকে পূর্ণাঙ্গ রূপ দিতে রয়েছে বহু পরিকল্পনা। তবে অবিলম্বে প্রয়োজন স্কুলটির সরকারি স্বীকৃতির। এই স্বীকৃতিটুকু পেলেই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ঠিকানা এই মিশ্র আকাদেমি।
13th  October, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।
 
বিশদ

03rd  November, 2019
সে কি সত্যি হবে! 
আয়ূষী বন্দ্যোপাধ্যায়

পাইন আর দেওদার গাছের মধ্যে পাখির বাসা থাকে কি না তা ঠিক জানা নেই, তবে এক মিষ্টি পাখির কূজন কানে ভেসে আসে রোজই। গতকাল রাতে অমন ঝড়, বৃষ্টি, দম্ভোলি হয়েছে কে বলবে? ভোরের প্রভাকরের প্রকীর্ণ আভা যেন দুর্যোগকে নিশ্চিহ্ন করেছে। ঈশ্বরের দেশে সবই তো তাঁর লীলাখেলা, সেখানে যে নেই কোনও মোহ, মায়া, মাৎসর্য। শুধুই আছে মনকে দয়ার্দ্র করে তোলার পরিপূর্ণ রসদ। 
বিশদ

03rd  November, 2019
পুজোর ছুটি 

পুজোর ছুটিতে কে কী করবে তার পরিকল্পনা অনেক আগেই সেরে ফেলে ছোটরা। সেই তালিকায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব, মামার বাড়ি যাওয়া, বেড়ানো, গল্পের বই পড়া, খেলাধুলো সবই থাকে। এবারের পুজোর ছুটি কার কেমন কাটাল তোমাদের শোনাচ্ছে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা। 
বিশদ

03rd  November, 2019
 আলোর উৎসব
কা লী পু জো

 রং-বেরঙের আলো দিয়ে বাড়ি সাজানো, তুবড়ি, হাউই আর রংমশালের আলোর ছটা, মিষ্টিমুখ, রাত জেগে পুজো দেখা... এমনভাবেই কেটে যায় কালীপুজোর দিনটা। জানাল বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা। বিশদ

27th  October, 2019
 ভগিনী নিবেদিতা

 আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার ভগিনী নিবেদিতা। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। বিশদ

27th  October, 2019
হ্যালোইন নাকি ভূত উৎসব

কার কতটা ভূতের ভয় তা আমার জানা নেই, আমার কিন্তু খুবই ভূতের ভয়, তাই রাতে আমি একা একা ঘরে শুতে পারি না, চোখ বুঝলেই ভূশুণ্ডির মাঠ থেকে হাজার হাজার ভূত উড়ে এসে আমাকে ঘিরে ধরে, কেউ আমার পা ধরে টানে কেউ বা আবার কাতুকুতু দিয়ে আমাকে নাজেহাল করে ছাড়ে, সে সব দুঃখের কথা আজ নয় ছেড়েই দিলাম। তাই ভূত নিয়ে কিছু লিখতে গেলে আমার হাত-পা ঠান্ডা হয়ে আসে, গায়ের লোম খাড়া হয়ে যায়। বিশদ

27th  October, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় থট-রিডিং।   বিশদ

20th  October, 2019
মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার 

প্রতিবারের মতো এবারও ‘মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল মামরাজ আগরওয়াল ফাউন্ডেশন। গত ২১ সেপ্টেম্বর রাজভবনে অনুষ্ঠানটি হয়েছিল। এবার মোট ৯৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।   বিশদ

20th  October, 2019
মহাপ্রলয় আসছে 

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ষষ্ঠ মহাপ্রলয় ঘটতে আর দেরি নেই। জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে। বাড়ছে গাড়ি, কলকারখানার সংখ্যা। দূষিত হয়ে উঠছে পরিবেশ। গলতে শুরু করেছে কুমেরু ও সুমেরুর বরফ। মহাপ্রলয় আটকাতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। পৃথিবীর ধ্বংস আটকানোর উপায় কী? লিখেছেন সুপ্রিয় নায়েক। 
বিশদ

20th  October, 2019
হোয়াইট হাউসে ভূতের ভয়! 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এসেছেন হোয়াইট হাউসে। সারা দিনের কর্মব্যস্ততায় ক্লান্ত শরীর। স্নান সেরে সোজা নিজের ঘরে। পরনে কোনও পোশাক নেই। নিজের মতো করে পাওয়া সময়টাকে আরও একটু উপভোগ করতে ধরালেন একটা চুরুট।  
বিশদ

13th  October, 2019
হুলো ও স্কুটি
জয়ন্ত দে

হুলোর কোনওদিন মন খারাপ হয় না। ভালোই থাকে। হাসিতে, খুশিতে থাকে। কিন্তু ইদানীং মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। চারদিকে এই অনাচার, অত্যাচার দেখে দেখে সে খুবই বিষণ্ণ হয়ে পড়ছে। হয়তো এমন হতে পারে, এটা তার বয়েসের রোগ! বয়স যত বাড়ছে, মন মেজাজ তত খারাপ হচ্ছে।  বিশদ

29th  September, 2019
স্মৃতির পুজো
পার্থজিৎ গঙ্গোপাধ্যায় 

পুজো এলেই হাজার স্মৃতি দেয় মনেতে হানা,
কাশের বনে হারিয়ে যেতে করত কে আর মানা!  বিশদ

29th  September, 2019
প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা 

‘প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা’ এই ছিল এবারের লেখার বিষয়বস্তু। তোমাদের এত লেখা পেয়ে আমরা আপ্লুত। সেইসব মজাদার লেখার মধ্যে থেকে বেছে নিতে হয়েছে কয়েকটা। বাছাই করা লেখাগুলিই প্রকাশিত হল আজ, শিউলিস্নাত শারদ সকালে। দুর্গাপুজোর প্রাক্কালে। 
বিশদ

29th  September, 2019
একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 বিএনএ, বারাকপুর: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভার আরও পাঁচ বিজেপি কাউন্সিলার তৃণমূলের দিকে পা বাড়িয়ে রাখলেন। তাঁরা যে কোনও দিন ঘরে ফিরতে পারেন ...

সংবাদদাতা, নবদ্বীপ: রাস উৎসবকে সামনে রেখে নবদ্বীপে ফেরিঘাটগুলিতে নিরাপত্তা বাড়ানো হল। রাসের দিনগুলিতে ফেরিঘাট দিয়ে কয়েক লক্ষ মানুষের আনাগোনা লেগে থাকে। ফলে তাদের পারাপার ও নিরাপত্তা নিয়ে নবদ্বীপের ফেরিঘাট কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছেন। পাশাপাশি নবদ্বীপ পুরসভা ও ব্লক প্রশাসনও এনিয়ে তৎপর। ...

সংবাদদতা, আলিপুরদুয়ার: ২০২১ সালে বিধানসভা ভোট। তার আগেই রয়েছে আলিপুরদুয়ার পুরসভার ভোট। এই জোড়া নির্বাচনকে পাখির চোখ করে জেলায় বন্ধ চা বাগানের ইস্যুকে হাতিয়ার করে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে গেরুয়া বাহিনী। অন্যদিকে বিজেপির প্রধান প্রতিপক্ষ রাজ্যের শাসক দল তৃণমূল শিবিরে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি। বিদ্যায় মানসিক চঞ্চলতা বাধার কারণ হতে পারে। গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৮: স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের জন্ম
১৮৬২: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের মৃত্যু
১৮৬৭: বিজ্ঞানী মেরি কুরির জন্ম
১৮৮৮: নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমনের জন্ম
১৯২৩: সাহিত্যিক ও সমাজসেবী অশ্বিনীকুমার দত্তের মৃত্যু
১৯৫৪: অভিনেতা কমল হাসানের জন্ম
১৯৭১: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্ম
১৯৭৯: অভিনেত্রী রাইমা সেনের জন্ম

07th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৪৮ টাকা ৭২.৬৪ টাকা
পাউন্ড ৮৯.১২ টাকা ৯৩.৪৫ টাকা
ইউরো ৭৬.৭৪ টাকা ৮০.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৮২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৮৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৭৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২১ কার্তিক ১৪২৬, ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, একাদশী ১৬/৩০ দিবা ১২/২৫। পূর্বভাদ্রপদ ১৫/৫৯ দিবা ১২/১২। সূ উ ৫/৪৮/২৭, অ ৪/৫২/২১, অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে পুনঃ ৭/১৭ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৪ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১৩ মধ্যে পুনঃ ৪/৫ গতে উদয়াবধি, বারবেলা ৮/৩৫ গতে ১১/২১ মধ্যে, কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৩ মধ্যে। 
২১ কার্তিক ১৪২৬, ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, একাদশী ১৫/৫৮/১৯ দিবা ১২/১২/৪৩। পূর্বভাদ্রপদ ১৭/৫৮/২৫ দিবা ১/০/৪৫, সূ উ ৫/৪৯/২৩, অ ৪/৫৩/১৪, অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৭/২৭ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৩ মধ্যে এবং রাত্রি ৫/৩৯ গতে ৯/১১ মধ্যে ও ১১/৫০ গতে ৩/২২ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৫০ মধ্যে, বারবেলা ৮/৩৫/২১ গতে ৯/৫৮/২০ মধ্যে, কালবেলা ৯/৫৮/২০ গতে ১১/২১/১৮ মধ্যে, কালরাত্রি ৮/৭/১৬ গতে ৯/৪৪/১৭ মধ্যে। 
১০ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: টসে জিতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট নিল দিল্লি

07:13:52 PM

আজকের রাশিফল 
মেষ: ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি। বৃষ: কর্মক্ষেত্রে সাফল্য আসবে। মিথুন: উচ্চবিদ্যায় ভালো ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৬২- সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁর জন্ম।১৮৯৫- জার্মান ...বিশদ

07:03:20 PM

আগামীকাল অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

09:17:50 PM

এবার হকি বিশ্বকাপ ভারতে
২০২৩ সালে পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ...বিশদ

05:08:38 PM

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবিশ। সরকার গড়ার ...বিশদ

05:01:39 PM