Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

ম্যাটিনি আইডল

 আজ আরও একটা ২৪ জুলাই। বিয়াল্লিশ বছর আগে এদিনেই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন উত্তমকুমার। মৃত্যুর এত বছর পরও বাঙালির মনে তাঁর সিংহাসন অটুট। তিনি যেন চির প্রেমিক। মৃত্যুবার্ষিকীতে মহানায়ককে স্মরণ করলেন টলিউডে তাঁর দুই সহশিল্পী।
 
উত্তমবাবু সব সময় মানুষের পাশে থাকার কথা বলতেন
মাধবী মুখোপাধ্যায়

‘কী কন্যে ভয় লাগছে? তাহলে আমি এখানে থাকব।’— আমার বিয়ের দিন সকালবেলা। হঠাৎই আমাকে একথা বললেন উত্তমকুমার। তখন নতুন কনে আমি। বললাম, ‘না ভয় লাগছে না।’ বললেন, ‘তাহলে আমি বরকর্তা হয়ে আসি?’ আমাদের বাড়ি থেকে বেরিয়ে সারাদিন শ্যুটিং করলেন। রাতে বিয়ের সময় এলেন বরকর্তা হয়ে। ধুতি, পাঞ্জাবি পরে একেবারে বিয়েবাড়ির সাজ। সঙ্গী সুপ্রিয়া দেবী। কী খাবেন সেটাও আবার আগে থেকে বলে দিয়েছিলেন। বলেছিলেন, ‘লুচি খাব।’ কিন্তু লুচিটা সরষের তেল দিয়ে ভাজা। আমরা এখন অনেকেই সরষের তেল এড়িয়ে চলি। কিন্তু উনি সরষের তেলে ভাজা লুচি খেতে পছন্দ করতেন। আমাকে একটা শাড়ি আর নির্মলকে সোনার বোতাম দিয়ে আশীর্বাদ করেছিলেন।
আমার সঙ্গে উত্তমবাবুর প্রথম আলাপ একটু অদ্ভুতভাবে। কত সাল এখন আর মনে নেই। ৩১ ডিসেম্বর রাতে আমি আর আমার দিদি পার্কস্ট্রিটের একটি রেস্তরাঁয় গিয়েছিলাম। আমরা যেতাম ম্যাকডোলিয়ায়। খেয়েদেয়ে বেরিয়ে দেখি উত্তমকুমার। তাঁর সঙ্গে আরও কয়েকজন। তাঁদের মধ্যে শ্যামল মিত্রও ছিলেন। ওঁরা কোথায় গিয়েছিলেন সেটা বলতে পারব না। উত্তমকুমার আমাকে ডাকলেন, ‘শুনুন, আপনার সঙ্গে একটু কথা আছে।’ আমি তো হকচকিয়ে গেলাম। বললেন, ‘আপনার সুবর্ণরেখা ভীষণ ভালো হয়েছে।’ আমি কনফিউজড। বুঝতেই পারছি না। কারণ ‘সুবর্ণরেখা’ তখনও রিলিজই হয়নি। উনি কী করে দেখলেন? ছবি মুক্তি পাওয়ার আগেও যে দেখা যায়, সেটা জানতাম না। যখন পরবর্তীকালে একের পর এক ছবি করেছি, তখন দেখেছি আমাদের স্টুডিওতে আগে থেকে স্ক্রিনিং করা যায়। দেখা যায়। সেখানেই উনি দেখেছিলেন। ওঁর ভালো লেগেছিল।
উত্তমকুমারের সঙ্গে আমার প্রথম ছবি সম্ভবত ‘থানা থেকে আসছি’। সেখানে ওঁর সঙ্গে আমার কোনও দৃশ্য ছিল না। কিন্তু পরিচালক যেতে বলেছিলেন ওঁর শ্যুটিংয়ে, তাই গিয়েছিলাম। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়ালেন। সেটাই ভদ্রতা। বললেন, ‘বসুন ম্যাডাম, বসুন।’ তখন আমি বলেছিলাম, ‘একটা অনুরোধ আপনাকে করতে পারি? ম্যাডাম শব্দটা আমাদের এখানকার নয়। আর ম্যাডাম হওয়ার উপযুক্তও আমি নই। আমার একটা নাম আছে, মাধবী বলে ডাকলেই হবে।’ বললেন, ‘হবে, হবে। সবই হবে।’ এটুকুই কথা। তারপর শটে চলে গেলেন। আমিও সেদিন আর থাকিনি বেশিক্ষণ। চলে এসেছিলাম। তারপর থেকে আমার নাম ধরেই ডাকতেন। আমি উত্তমবাবু বলতাম।
তারপর মনে হয় ‘শঙ্খবেলা’ করেছিলাম। সে সময় সোমা মানে সুপ্রিয়া দেবীর মেয়ে, খুবই ছোট। মর্নিং ওয়াক করতেন উত্তমবাবু। ভোর তিনটে-সাড়ে তিনটে নাগাদ হাঁটা ওঁর রুটিন ছিল। সুপ্রিয়া দেবী একদিন আমাকে বললেন, ‘আমি যাচ্ছি। সোমা উঠলে তুই একটু খাইয়ে দিবি?’ সুপ্রিয়া দেবীর সঙ্গে আমার এরকমই সম্পর্ক ছিল। ‘তুই’ বলতেন। আমি বললাম, ‘তুমি যাও। আমি ঠিক খাইয়ে দেব।’ সোমাকে গল্প করে খাইয়ে দিতাম। এখন সেই সোমার ছেলে (শন বন্দ্যোপাধ্যায়) হিরো হয়ে গিয়েছে। খুব সুন্দর অভিনয় করছে।
উত্তমকুমার যেমন অভিনেতা ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন সকলের ঊর্ধ্বেই। তাঁর মানসিকতাই অন্যরকম ছিল। প্রত্যেকের জন্য তাঁর মনে ছিল সহানুভূতি। একটা ছোট্ট ঘটনা বলি। একদিন মেকআপম্যান উত্তমবাবুর মেকআপ করছে। তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘কী রে, কী হয়েছে তোর? কিছু গোলমাল হয়েছে মনে হচ্ছে?’ সে বলল, ‘না দাদা। কিছু গোলমাল নেই সব ঠিক আছে।’ উনি বললেন, ‘ঠিক আছে বললে তো হবে না। কারণ আমরা যে কাজ করি, অনুভব করি যেটা, সেখান থেকেই এক্সপ্রেশন তৈরি হয়। সেই কারণে মুখ দেখলে, এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি। তোর কী হয়েছে বল।’ তখন সে বলল, ‘আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সব ঠিকই আছে। খাট, আলমারি আরও যা যা আমাদের দেওয়ার সামর্থ্য দিচ্ছি। কিন্তু তার সঙ্গে পাঁচ হাজার টাকা নগদ দিতে হবে। সেটা জোগাড় করতে পারিনি।’ আজ থেকে অনেক বছর আগের কথা বলছি। তখন পাঁচ হাজার টাকা কিন্তু কম নয়। উত্তমবাবু বললেন, ‘সব জোগাড় করেছিস যখন পাঁচ হাজার টাকাও জোগাড় হয়ে যাবে।’ সে বলল, ‘না দাদা, কী করে হবে? যা যা যেখান থেকে জোগাড় করার ছিল সব করেছি।’ তখনও উত্তমকুমার বলছেন, ‘ও ঠিক হয়ে যাবে।’ সেই মেকআপম্যানের মেয়ের বিয়ের একমাস আগের কথোপকথন এটা। একমাস পর যেদিন মেয়েটির বিয়ে হল, সেদিন উত্তমকুমার তার বাড়িতে চলে গিয়েছিলেন। ওই পাঁচ হাজার টাকাটা ওকে দিয়ে এসেছিলেন। এরকম ছোট ছোট অনেক ঘটনা মানুষ জানেনই না।
কখনও উত্তমবাবুকে রাগতে দেখিনি। তবে একটা ঘটনা ঘটেছিল। উনি অভিনেতৃ সঙ্ঘের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন একটা অ্যান্টিগ্রুপ তৈরি হয়। কে তৈরি করেছিলেন, তাঁর নাম আমি বলব না। তাঁরা একটা জায়গায় লিখে দিলেন, উত্তমকুমার চোর। সেটা শুনে ওঁর খুব খারাপ লেগেছিল। কেঁদেই ফেলেছিলেন। বলেছিলেন, ‘আমাকে এমন বদনাম কেউ কখনও দেয়নি।’ তখন অভিনেতা বিকাশ রায় বললেন, ‘তুই ভাবছিস কেন?’ বিকাশ রায় ছিলেন আইনজীবী। উনি আইনি দিকটার ব্যবস্থা করেছিলেন। এমন ব্যবস্থা করেছিলেন, যা প্রেসিডেন্ট রুলের মতো। তখন সেটার নাম হল শিল্পী সংসদ। উত্তমবাবু যতদিন বেঁচেছিলেন, একের পর এক ছবি করেছেন। তার থেকে একটা অংশের টাকা দিয়ে একটা ফান্ড করা আছে। আজও সেখান থেকে দুঃস্থ শিল্পীরা সাহায্য পান। উনি অনুভব করেছিলেন শিল্পীদের কাজ করার ক্ষমতা চলে গেলে অর্থাভাবের কারণে স্বাভাবিক জীবনযাত্রা সুষ্ঠভাবে চালানো দুর্বিষহ হয়ে পড়বে। তাঁদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই ১৯৬৮ সালে শিল্পী সংসদ গড়ে তুলেছিলেন। যাতে এই সংগঠনের সহযোগিতা দুঃস্থ শিল্পীরা পান। ‘বনপলাশীর পদাবলী’, ‘দুই পৃথিবী’, ‘রুদ্রবীণা’র মতো ছবি তৈরি করে অর্থ সংগ্রহ করেছিলেন উনি। সেখান থেকে যাত্রাশিল্পী, সঙ্গীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রী সব স্তরের শিল্পীরা সাহায্য পেতেন।
এত কাজ করতেন, কিন্তু কখনও ওঁকে ক্লান্ত মনে হতো না। কতগুলো ঘটনা শুধু মনে পড়ে। একসময় নিজের বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর বাড়িতে চলে যান। সেই ঘটনার পর একদিন শ্যুটিং চলছে। খাবার এসেছে দু-বাড়ি থেকেই। সুপ্রিয়া দেবী খাবার পাঠিয়েছেন। আবার গৌরী দেবীও খাবার পাঠিয়েছেন। সেদিন কোনও খাবারই উনি খেলেন না। চা আর বিস্কুট খেয়ে সারাদিন শ্যুটিং করলেন। আসলে এসব নিয়ে কখনও কথা বলিনি। ব্যক্তিগত জীবন এবং কাজের জগৎ আমি আলাদা রাখতাম। আজও সেটা করি। উত্তমবাবুর ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকত। একটা দাঁড়ি টানা থাকত সবসময়।
তবে একসঙ্গে কাজ করতে গিয়ে ছোট ছোট মুহূর্তও তৈরি হতো। আমার মনে পড়ে, যখন আউটডোরে যেতাম, তখন উনি তো সুইটে থাকতেন। আর সুপ্রিয়া দেবীকে বলতেন, ‘বেণু, মাধবীকে বল, এখানে আমাদের সঙ্গে থাকতে।’ আমি বলতাম, ‘একেবারেই না। আমি একলা থাকতেই ভালোবাসি।’ সিঙ্গল রুমে থাকতাম আমি। তখন বলতেন, ‘ঠিক আছে, একলা থাক। কিন্তু একসঙ্গে খাওয়াদাওয়া করবে।’ সুপ্রিয়া দেবী এত খাওয়াতেন আমার তো একবার পেট খারাপ হয়ে গেল! ওঁদের সঙ্গে আউটডোরে অনেক জায়গায় গিয়েছি। মনে পড়ে, তোপচাঁচি ওঁর খুব প্রিয় জায়গা ছিল। সেখানে ‘অগ্নিশ্বর’-এর শ্যুটিং করতে গিয়েছিলাম। ওখানে গিয়ে সুপ্রিয়া দেবী রান্না করতেন। আর আমরা তিনজন খেতাম।
শৃঙ্খলা, নিয়মানুবর্তিতাও উত্তমবাবুর থেকে শেখার মতো। তখন সকাল ১০টা থেকে সন্ধে ছ’টা-সাড়ে ছ’টা পর্যন্ত শ্যুটিং হতো। তার বেশি হতো না। আর এক্সটেনশন হলে শিল্পীদের আগে থেকে জানিয়ে দেওয়া হতো। উনি সকাল ১০টায় স্টুডিওয় আসতেন। শেষ পর্যন্ত থেকে ৬টা-সাড়ে ৬টাতেই বেরতেন। এত ছবি করতেন, প্রতিদিনই শ্যুটিং থাকত। শুধু রবিবার বাদ। রবিবার ওঁর বাড়িতে গান আর ইংরেজি ও হিন্দির একজন করে শিক্ষক আসতেন। বাড়িতেই তালিম নিতেন।
বাঙালির জীবনে উত্তমকুমার একজনই। আসলে উত্তমকুমার ও সুচিত্রা সেন— এই জুটি আমরা কোনওদিনই ভুলতে পারব না। দু’জনের ভাবনাচিন্তা দু’রকমের ছিল। উত্তমবাবু মানুষ নিয়ে ভাবতেন। আর সুচিত্রা সেন ভাবতেন আধ্যাত্মিক জগৎ নিয়ে। ওঁর বাড়িতে রামকৃষ্ণ মিশনের গুরুভাইয়েরা আসতেন। তার বাইরে সুচিত্রা সেন কোনওদিনই খুব লোকজন নিয়ে থাকতেন না। কিন্তু উত্তমবাবুর আবার আলাদা ব্যাপার। মনে আছে আমার, যখন বন্যা হতো, তখন কিছু শিল্পীকে নিয়ে সাহায্য করতে বেরতেন। বুঝতেন, নিজের যা টাকা আছে, তা দিয়ে হবে না। বলিউড-টলিউড ক্রিকেট খেলার আয়োজন করে টাকা তুলতেন। তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হতো।  উনি বলতেন, ‘মানুষই তো আমাদের স্বীকৃতি দিয়েছে। সেই মানুষগুলোর পাশে থাকা দরকার।’

অভিনয় নিয়ে খুঁতখুঁতেমিই ওঁকে উত্তমকুমার বানিয়েছিল
রঞ্জিত মল্লিক
শ্যুটিং চলছে। ছবি ‘শ্রীকান্তের উইল’। উত্তমকুমারের শট। একটা দৃশ্যে দেখা যাবে সিঁড়িতে এসে মাথা ঘুরে গিয়ে পড়ে যাবেন উনি। আমার শট নেই। ওটা ওঁরই শট। আমি তো ভাবলাম, এটা সাংঘাতিক রিস্কি শট। সিঁড়ি থেকে পড়ে যাবেন! কী করে পড়বেন! সেটা দেখার জন্য ওখানে আমি চুপ করে বসেছিলাম। ক্যামেরা রোল করতে শুরু করল। ডিরেক্টর বললেন, অ্যাকশন...। দেখলাম, উনি সিঁড়িতে এলেন, যেখানে মাথা ঘোরার কথা ওঁর, মাথা ঘুরল। তারপর পড়লেন! একেবারে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লেন। আমি তো আঁতকে উঠেছি, বাবা কী করে হল! তারপর দেখি ‘কাট’ হওয়ার পর আচমকা দাঁড়িয়ে পড়লেন। কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করেছিলাম, ‘এই শটটা কেমন করে দিলেন, যদি আমাকে বলেন।’ প্রথমে ইতস্তত করছিলেন। বলছিলেন, এটা এমন কিছু নয়। তারপর বললেন, ‘যেখানে এসে মাথা ঘুরে পড়ে যেতে হবে, সেখানে পৌঁছে হাঁটুটা শক্ত করে রাখবে। একটু চেপে রাখবে। অল অব আ সাডেন হাঁটুটা আলগা করে দেবে। তাহলে ব্যালেন্সটা চলে যাবে। ব্যালেন্স চলে গেলে পড়ে যাবে।’ এও বললেন, ‘শুধু পড়ে গেলেই হবে না। বেকায়দায় পড়লে তো লেগে যেতে পারে। সেটা আগে থেকে জেনে রাখবে, দেখে রাখবে। যে মুহূর্তে পড়বে একটা হাত দিয়ে মুখটা গার্ড করে নেবে।’ মুখে না লেগে যায়, তার জন্য এই ব্যবস্থা। কোমরটা কোথায় লাগবে, সেই পজিশনটাও আগে থেকে দেখে নিতে হবে। পড়ে গেলাম, আর মাথা ফাটল তা করে তো লাভ নেই।’ আমার কৌতূহলের সুন্দর উত্তর পেয়ে গেলাম। এই হলেন উত্তমকুমার। আমার উত্তমদা। এই সব টেকনিক্যাল ব্যাপার বুঝিয়ে দিতেন সুন্দর করে।
বরাবর ‘উত্তমদা’ বলেই সম্বোধন করতাম ওঁকে। আমাকে প্রথম প্রথম আপনি বলতেন উনি। আমি বলেছিলাম, ‘একদম আপনি বলবেন না। আমার ভীষণ লজ্জা লাগে। প্লিজ তুমি করে কথা বলবেন।’ ওঁর অভ্যেস ছিল সকলকে ‘আপনি’ সম্বোধন করার। তারপর অনুরোধ করে তুমিতে নামানো হয়েছিল। আমি যেহেতু সে সময় নতুন এবং কাজ না শিখে অভিনয়ে ঢুকেছিলাম, ফলে যখনই ওঁর শট থাকত, আমি দেখতাম। ধরুন, আমার শট নেই, ওঁরই আছে। আমি ফ্লোরে ওঁর কাজ দেখবার জন্য বসে থাকতাম। ওঁদের কাজ দেখে দেখেই আমাকে শিখতে হয়েছে। কারণ আমার কোনও ট্রেনিং ছিল না। কিছু জানতে চাইলে অবশ্যই বলে দিতেন। এমনিতে দেখে বলতেন, সব ঠিকই আছে। কিছু জিজ্ঞেস করলে বলে দিতেন। জিজ্ঞেস না করলে গায়ে পড়ে কিচ্ছু বলতেন না।
আমার এখনও মনে আছে একটা জায়গা ছিল ‘ওগো বধূ সুন্দরী’তে— একটা হাসি। উনি আমাকে একটা হাসি দেখিয়েছিলেন। হাসি তো অনেক রকমের হয়। কিন্তু একজনকে খোঁচা মেরে কেমনভাবে হাসতে হয়, সেটা উনিই দেখিয়ে দিয়েছিলেন। যেমনভাবে আমি ভেবেছিলাম, তেমনভাবে না করে উনি যেভাবে দেখিয়ে দিয়েছিলেন, আমি শটে সেভাবে হেসেছিলাম। সেটা দারুণ হয়েছিল। ফলে জিজ্ঞেস করলে দেখিয়ে দিতেন তাতে কোনও সন্দেহ নেই।
অভিনেতা হিসেবে ভীষণ কো-অপারেটিভ ছিলেন উত্তমকুমার। ওঁর সঙ্গে তো আমি গোটা পাঁচেক ছবিতে অভিনয় করেছি। প্রথম ছবি করেছিলাম ‘মৌচাক’। ৪৫ বছর পরে আজও সমান জনপ্রিয় সে ছবি। এখনও টিভিতে দিলে দর্শক দেখতে বসে যান। ওই সময় উনি অত জনপ্রিয় নায়ক, আর আমি তখন সবে নতুন। নিউকামার যাকে বলে। ওঁর সঙ্গে পার্ট করব বলে একটু ঘাবড়ে ছিলাম। কিন্তু উনি এত ভালো ব্যবহার করে আমাকে এত সহজ করে দিলেন, আপন দাদা-ভাইয়ের যেমন সম্পর্ক হয়, তেমন আচরণ করলেন। মনে জোর এনে দিলেন। এমন সুন্দরভাবে হল সবটা যে তারপর ওঁর সঙ্গে অভিনয় করাটা আমার কাছে অনেক সহজ হয়ে গেল। এমন উদার মানসিকতা ছিল ওঁর।
একটা চরিত্র কীভাবে তুলতে হয়, অন্য অভিনেতা-অভিনেত্রী যাতে সমানভাবে নিজের অংশ ফুটিয়ে তুলতে পারেন, ঠিকমতো রিঅ্যাকশন দিতে পারেন— সে সব জায়গায় অসম্ভব সাহায্য করতেন। ওঁর নিজের পারফরম্যান্স ওই পর্যায়ে নিয়ে গিয়ে সাহায্য করতেন। আর ছিল সাংঘাতিক ডেডিকেশন। উনি উত্তমকুমার হয়েছেন একাগ্রতা, নিষ্ঠার জন্য। কখনও নিজের পার্টে খুশি হতেন না। আমি অন্তত ওঁকে নিজের অভিনয় দেখে খুশি হতে দেখিনি। ১০০-র মধ্যে ১০০ খুশি হয়ে গেলেন শট দিয়ে সেটা ওঁর মধ্যে ছিল না। আরও একটা বিষয়ে আমাদের লজ্জায় ফেলে দিতেন। উনি অত বড় অভিনেতা হয়েও একটা শট দেওয়ার পর পরিচালককে তো বটেই সহশিল্পীদেরও জিজ্ঞেস করতেন, ‘কী রে, ঠিক লাগল তো?’ আমাকে যখন জিজ্ঞেস করতেন, তখন প্রচণ্ড লজ্জা লাগত। উত্তমকুমার শট দিচ্ছেন, আর আমি তার ভুল-ঠিক বিচার করব! আসলে এই খুঁতখুঁতেমিই তাঁকে উত্তমকুমার তৈরি করেছিল। কখনও রেগে যেতে দেখিনি ওঁকে। ফ্লোরে তো আউট অব কোয়েশ্চেন। ভীষণ যত্ন করে অভিনয় করতেন। ক্যাজুয়ালি অভিনয় করে দিলেন, তা নয়। অভিনয়ের পিছনে যে ভাবনাচিন্তাগুলো ছিল, সেগুলো খুব সিরিয়াসলি ভেবে রাখতেন।
ফ্লোরে যখন আলো হতো, তখন এটা ওটা গল্প করতেন। কী কী ছবি করছি না করছি, জানতে চাইতেন। পিনাকী মুখোপাধ্যায় একটা ছবি করেছিলেন, ‘প্রতিশ্রুতি’। পিনাকীদার সঙ্গে উত্তমদা অনেকগুলো ছবি করেছিলেন। ‘প্রতিশ্রুতি’ দেখার জন্য উনি উত্তমদাকে ডেকেছিলেন। ছবিটা দেখার পর আমার পিঠে হাত রেখে খুব প্রশংসা করেছিলেন। নতুন হিসেবে ভালো অভিনয় হয়েছে বলেছিলেন। আর পরিচালককে বলেছিলেন, ‘এই ছেলেটির দিকে নজর রাখবেন। এর মধ্যে সাংঘাতিক সম্ভাবনা রয়েছে।’ সেটা পিনাকীদা আমাকে পরে বলেছিলেন।
শিল্পী হিসেবে অসাধারণ ছিলেন। হিরো বলতে যা বোঝায় উনি ছিলেন তাই। বাংলার অল টাইম বেস্ট হিরো উনিই। উত্তমকুমারই বাঙালির একমাত্র ম্যাটিনি আইডল। শুধু অভিনেতা হিসেবেই নন, মানুষ হিসেবেও ছিলেন একইভাবে ভালো। সকলের সুখ-দুঃখের খবর নিতেন। সহকর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে থাকতেন। আর যে কোনও মানুষকেই ন্যায্য সম্মান দিতেন। উত্তমদার বিকল্প হবে না। 
24th  July, 2022
মা দুর্গার নৈবেদ্য
লোকনাথ চক্রবর্তী

 

আমরা যা খাই বা গ্রহণ করি, তা যখন দেবতাকে দিই, তখন তাকে বলে নৈবেদ্য। বাড়িতে কেউ এলে তাকে যেমন আমরা হাত-পা ধোয়ার জল দিই, আসন দিই, কিছু খেতেও দিই। সেইরকম পুজোর সময় যে দেবতাকে আমাদের ভদ্রাসনে ডেকে আনি তাঁকেও নানা আচারে-উপচারে সম্মানিত করতে চাই। বিশদ

প্রথম ফোনটা এল
ভোর চারটে পাঁচে
সায়ম ভদ্র
(বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতি)

প্রথম ফোনটা এল ভোর চারটে পাঁচে। সালটা ১৯৭৬। তার পাঁচ মিনিট আগেই শুরু হয়েছে মহালয়া উপলক্ষে বেতারের প্রভাতী অনুষ্ঠান ‘দুর্গা-দুর্গতিহারিণীম‌’। যেটি উত্তমকুমারের মহালয়া বলে পরিচিত। আমরা সকলে বাড়ির রেডিওটি চালিয়ে শুনতে বসেছি। সকলে বলতে দিদা, বড় পিসি, মা আর আমি। দাদু আছেন পাশের ঘরে। বিশদ

25th  September, 2022
 মহালয়ার শঙ্খধ্বনি

এক হাতে তুলে বাজাতে বেশ বেগ পেতে হয়, এত ভারী! বয়স দুশো কিংবা তারও বেশি। নিত্যানন্দ মহাপ্রভুর প্রত্যক্ষ বংশধরদের যে ধারাটি কলকাতার সিমলে অঞ্চলে রয়েছে, তাঁদের মন্দিরে রাখা রয়েছে শঙ্খটি। এই শাঁখটাই বাজানো হয়েছিল আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’তে। বিশদ

25th  September, 2022
জাগো দুর্গা... জাগো
দশপ্রহরণধারিণী
কলহার মুখোপাধ্যায়

প্রচুর আলো। গঙ্গার জলে রোদ্দুর পড়লে চোখ ঝলসে যায়। তবে তা সত্ত্বেও আর্চের নীচে এ দিকটায় রোদ তেমন আসতে পারে না। একটু ছায়া ছায়া। ঝুপসি অন্ধকার। ‘মালিশ পার্টি’ না থাকলে কালো কাঠের পাটা পেতে এখানেই শুয়ে থাকে লখেশ্বর। বিশদ

25th  September, 2022
বিদায় এলিজাবেথ
শাসন-হীন এক শাসকের গল্প

বিষণ্ণ বৃষ্টিটা বন্ধ হয়েছিল শেষপর্যন্ত। জলে ধোয়া পরিষ্কার আকাশ। জোড়া রামধনুর দেখা পেতে বেশিক্ষণ লাগেনি। মনে হচ্ছিল ও দুটো বোধহয় বাকিংহাম প্যালেসেরই তোরণ।
বিশদ

18th  September, 2022
কলকাতা সফরে রানির
বাহন আজও সচল

কলকাতায় আসছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ঝড়ের গতিতে খবরটা চাউর হয়ে গেল শোভাবাজার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত। যেন ধুম জ্বরে কাঁপছে আস্ত শহরটা।
বিশদ

18th  September, 2022
সেনাবাহিনীর ট্রাক ড্রাইভার!

১৯৩৯ সাল। শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই আঁচ পৌঁছেছিল ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলেও। যুবরানি এলিজাবেথ তখন ১৩ বছরের কিশোরী।
বিশদ

18th  September, 2022
/ ১১

আজ ১১ সেপ্টেম্বর। একুশ বছর আগে এদিনই আক্রান্ত হয়েছিল নিউ ইয়র্কের টুইন টাওয়ার। যার জেরে শুরু হয়েছিল আফগানিস্তান যুদ্ধ। দীর্ঘ দু’দশকের গুরুত্বপূর্ণ অধ্যায় ফিরে দেখলেন মৃণালকান্তি দাস। বিশদ

11th  September, 2022
অন্য আশা

আশা ভোঁসলের গান নিয়ে বহু চর্চা হয়েছে। কিন্তু গায়িকা ছাড়াও তাঁর একাধিক সত্তা রয়েছে। তিনি একাধারে মা, বাড়ির গৃহিণী, আবার ঠাকুরমাও। আগামী ৮ সেপ্টেম্বর নব্বইয়ে পা দিচ্ছেন আশা। তাঁর জীবনের অন্যদিকগুলির উপর আলো ফেললেন স্বস্তিনাথ শাস্ত্রী। বিশদ

04th  September, 2022
জয় হে…

কাল, সোমবার জাতীয় ক্রীড়া দিবস। ‘হকির জাদুকর’ ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। ক্রিকেট, ফুটবলের চরম উন্মাদনার মধ্যেও অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে দেশের মাথা উঁচু করেছেন বহু খেলোয়াড়। তেমনই কয়েকজনের কৃতিত্বকে ফিরে দেখলেন অভিজিৎ সরকার।
বিশদ

28th  August, 2022
সত্যজিৎময় মসুয়া
সুখেন বিশ্বাস

বাংলাদেশে গেলেও তিনি কখনও পা রাখেননি পৈতৃক ভিটেতে। তবুও মসুয়ার রায়চৌধুরী বাড়ির পরিচয় ‘সত্যজিৎ রায়ের বাড়ি’ নামেই। এই বাড়িতেই জন্ম হয়েছিল সত্যজিতের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। ১৯৫৫ সালের ২৬ আগস্ট মুক্তি পায় ‘পথের পাঁচালি’। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই এখানে প্রদর্শিত হয় এই আইকনিক ছবি। বিশদ

21st  August, 2022
সাদাকালোর ম্যাজিকেই আন্তর্জাতিক তিনি

কান চলচ্চিত্র উৎসবে ‘পথের পাঁচালি’ সম্মানিত হওয়ার পরপরই সারা পৃথিবীতে সত্যজিতের নাম ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত ১২টি পুরস্কার পেয়েছে ছবিটি। নিউ ইয়র্ক, বার্লিন, ডেনমার্ক, ম্যানিলা, ভ্যানকুভার, এডিনবার্গসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে আসে আন্তর্জাতিক স্বীকৃতি। বিশদ

21st  August, 2022
স্বাধীনতার  ৭৫
সমৃদ্ধ দত্ত

ইন্ডিয়ান লিডারদের সঙ্গে দফায় দফায় বৈঠক। একবার মিস্টার জিন্না বলছেন, তিনি ক্যালকাটাকে ছেড়ে দিতে রাজি নন। এমনকী বেঙ্গলের পার্টিশনও যেন না হয়। আবার পণ্ডিত নেহরু বলছেন, তাঁদের আপত্তি আছে ডোমিনিয়ন স্ট্যাটাসে। তাছাড়া কমনওয়েলথে থাকার ব্যাপারটা যেন কোনও জোরজবরদস্তি না হয়। বিশদ

14th  August, 2022
ফ্রেন্ডশিপ ডে

১৯৫৫ সাল। শশব্যস্ত টেকনিশিয়ান স্টুডিও। শ্যুটিং চলছে। আচমকাই সব বন্ধ। সভা ডেকেছেন জহর রায়। শুরু হল বক্তৃতা! জহর বলছেন, ‘ভানু বন্দ্যোপাধ্যায় আজ একটি রেকর্ড করেছে।  কমেডি করে গাড়ি কিনেছে। বাংলা সিনেমায় কমেডিয়ানের প্রথম গাড়ি। বিশদ

07th  August, 2022
একনজরে
আগস্ট থেকে শুরু হয়েছিল একটু একটু করে দাম কমা। অক্টোবরেও রেশনে কেরোসিনের দাম কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এ মাসে কেরোসিনের যে ‘ইস্যু প্রাইস’ নির্ধারণ ...

থিমের পুজো এবার নজর কাড়ছে গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের। শহরে বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা থিম পুজোর উপর ভর করে একে অপরকে টেক্কা দিচ্ছে। শিল্পীদের ভাবনায় তৈরি হয়েছে এসব থিম। গঙ্গারামপুর জ্বলন্ত অগ্নি সঙ্ঘ ক্লাবের এবারের ৪৭তম বর্ষের পুজোর থিম নারী। ...

দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে তীব্র আলোড়ন চলছে কংগ্রেসের অন্দরে। সেই আবহে শনিবার দলের যুব সংগঠনের রাজ্যওয়াড়ি শীর্ষ পদাধিকারী নির্বাচনের ফলাফল প্রকাশিত হল। ...

লখিমপুর খেরি কাণ্ডের বর্ষপূর্তিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন আন্দোলনকারী কৃষকরা। সেই চিঠির অন্যতম প্রধান দাবিই হল, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করতে হবে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অহিংস দিবস
ভারতে গান্ধী জয়ন্তী
পথশিশু দিবস 
১৭৯০: মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি শুরু হয়
১৮১৪: সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের জন্ম
১৮৬৬: হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দর জন্ম
১৮৬৮: কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়
১৮৬৯: মহাত্মা গান্ধীর জন্ম
১৮৮৯: অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম
১৯০৪: দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম
১৯০৬: শিল্পী রাজা রবি বর্মার মৃত্যু
১৯১৭: কবি অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু
১৯২৪: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম
১৯৫০ - কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জন্ম
১৯৬২: ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারার জন্ম
১৯৭২: মুম্বই তথা তৎকালিন বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়
১৯৯৬ : মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮০.৭৮ টাকা ৮২.৫৩ টাকা
পাউন্ড ৮৯.৫৪ টাকা ৯২.৭৬ টাকা
ইউরো ৭৮.৫৬ টাকা ৮১.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৬,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৬,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২।  সপ্তমী ৩৩/১০ রাত্রি ৬/৪৮। মূলা নক্ষত্র ৫০/৫১ রাত্রি ১/৫৩। সূর্যোদয় ৫/৩১/৫২, সূর্যাস্ত ৫/২০/৩২। অমৃতযোগ দিবা ৩/১৯ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৪৬ গতে ৪/৩৩ মধ্যে। বারবেলা ৯/৫৮ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। 
১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২। সপ্তমী রাত্রি ৬/২২। মূলা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/৩২, সূর্যাস্ত ৫/২২। অমৃতযোগ দিবা ৬/২৬ গতে ৮/৪২ মধ্যে ও ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৪ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৮ মধ্যে ও ২/১৮ গতে ৫/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩১ গতে ৪/১৬ মধ্যে। 
৫ রবিউল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি
দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষে ‘বর্তমান’-এর সকল ...বিশদ

04:00:00 AM

সাংসদ পদ ছাড়লেন খাড়্গে
কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা ...বিশদ

01-10-2022 - 02:42:50 PM

দিল্লিতে পিইউসি ছাড়া মিলবে না তেল
২৫ অক্টোবরের পর থেকে দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র  ছাড়া দিল্লিতে পাওয়া ...বিশদ

01-10-2022 - 02:32:37 PM

চিকিৎসক নীলরতন সরকার ও সঙ্গিতজ্ঞ শচীনদেব বর্মণের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী অরূপ রায়

01-10-2022 - 01:21:00 PM

ভারতে বন্ধ করা হল পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট

01-10-2022 - 12:54:30 PM

ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
ইরান থেকে তেল কেনার জন্য একটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ ...বিশদ

01-10-2022 - 12:42:02 PM