দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও পা রাখল এসভিএফ সিনেমাজ। এসভিএফ সিনেমাজ এসভিএফ এন্টারটেইনমেন্টের একটি উদ্যোগ। গ্রামবাংলা ও শহরতলিতে যখন একের পর এক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে সেই সময়ে এসভিএফ বন্ধ হয়ে যাওয়া বা ধুঁকতে থাকা হলগুলিকে ভোল পাল্টে নতুনরূপে চালু করার উদ্যোগ নেয়। এই হলগুলিকে তারা চিহ্নিত করেছে এসভিএফ সিনেমাজ নামে। সম্প্রতি জলপাইগুড়ির পিআরএম মার্কেট সিটি মলে ডাবল স্ক্রিনের একটি মাল্টিপ্লেক্স খুলল এসভিএফ সিনেমাজ। এই নিয়ে এ রাজ্যে তাদের মোট স্ক্রিনের সংখ্যা দাঁড়াল ১৫। আর মোট এসভিএফ সিনেমাজের সংখ্যা হল ন’টি। উল্লেখ্য, সংস্থার দাবি মতো এই প্রথম জলপাইগুড়িতে সত্যিকারের মাল্টিপ্লেক্সের মজা নিতে পারবে স্থানীয় মানুষ। দু’টি স্ক্রিনের প্রতিটিতে ১৪৬টি করে দর্শকাসন রয়েছে। হলে ৭.১ চ্যানেল ডিজিটাল সাররাউন্ড সাউন্ড এবং থ্রি-ডি প্রোজকশন সিস্টেম যুক্ত হয়েছে সিনেমার মজা পুরোপুরি উপভোগ করার জন্য। সঙ্গে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজেস কাউন্টার যার নাম ফাউন্টেন বেভারেজ। যেখানে পপকর্ন, নাচোস, পেস্ট্রি প্রভৃতি খাবারদাবার মিলবে। হলের প্রতিটি আসন পুশ ব্যাক, অন্দরসজ্জা একেবারে ঐতিহ্যমণ্ডিত।
পিআরএম গ্রুপের এই শপিং মলে এসভিএফ সিনেমাজের পাশাপাশি রয়েছে বিগ বাজার, ওয়েস্টসাইডের মতো নামী বিপণীও।
এসভিএফ সিনেমাজের আগামী দিনের পরিকল্পনায় রয়েছে আরও ৫০টি নতুন স্ক্রিন খোলার ভাবনা। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে মাল্টিপ্লেক্সে যুক্ত হবে তৃতীয় একটি স্ক্রিন, চুঁচুড়ায় দুটি স্ক্রিন, বরানগরে একটি স্ক্রিন, খড়্গপুরে ৩টি স্ক্রিন, কোচবিহারে দু’টি স্ক্রিন ও অসমের তেজপুর এবং ডিব্রুগড়ে দু’টি স্ক্রিন।
এই উপলক্ষে এসভিএফ সিনেমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক মহেন্দ্র সোনি বলেন, আমরা বাংলার দর্শককে কথা দিয়েছিলাম যে আরও নতুন নতুন সিনেমা হল নিয়ে আসব। আমার আশা জলপাইগুড়ির এই নতুন হলটির ডেকরেশন থেকে শুরু করে আধুনিক কারিগরি ব্যবস্থা দর্শককে খুশি করবে।
স্বস্তিনাথ শাস্ত্রী