প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
অল্প বয়সে ক্রুশের কাজে পটু ছিলেন পদ্মা। তখন নিছকই শখের ছিল এই কাজ। তা দিয়ে ঘর সাজানোর নানা উপকরণ তৈরি করতেন। তারপর বিয়ে এবং ঘরকন্নার মাঝে চাপা পড়ে গিয়েছিল তাঁর এই শখ। ছেলেমেয়ে মানুষ করা, শ্বশুরবাড়ির সকলের দায়িত্ব সামলানো, দু’বেলার রান্না— তা কি মুখের কথা? পদ্মাও এসব কাজেই মেতে থাকতেন। ফাঁকতালে অবশ্য নিজের এই হাতের কাজের শখকেও টিকিয়ে রেখেছিলেন মনে মনে। কখনও অবসরে বসে হয়তো বা ক্রুশের সুতো আর কাঁটা দিয়ে বুনে ফেলতেন ঘর সাজানোর টুকিটাকি। এইভাবেই চলছিল বেশ। নাতনিদের জন্মদিনে হাতে বোনা ফ্রক, কুর্তা, গায়ের ঢাকা ইত্যাদি উপহার দিতেন। লকডাউনে তাঁদেরই বুদ্ধিতে খুলে বসলেন অনলাইন ব্যবসা। ক্রুশের কাজের ওয়েবসাইট ‘পিবি হ্যান্ডমেড’। ব্যস, আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেশের পাশাপশি বিদেশেও তাঁর কাস্টমার বেস তৈরি হয়ে গিয়েছে। ক্রুশ দিদিমার হাতের কাজের ফ্যান এখন সকলেই।