প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
২৪ জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। আবেদন গ্রহণ চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে আরও কিছুদিনের জন্য দুয়ারে সরকার শিবির বাড়ানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ, শনিবার। শিবিরের দিন বৃদ্ধির ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই চিন্তাভাবনা করা হচ্ছে। তবে প্রথম সাতদিনেই প্রায় ৯০ লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে। প্রায় ৬৭ শতাংশ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির করে আধিকারিকরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায়। ফলে অন্যান্য বারকে পিছনে ফেলে প্রতি সেকেন্ডে ১১ জন মানুষ দুয়ারে সরকার শিবিরে নাম লিখিয়েছেন বলেই উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে। শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্প মিলিয়ে ৫০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এবারের দুয়ারে সরকার শিবিরে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাচ্ছে।
শুক্রবার হাওড়ার নিশ্চিন্দায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান মুখ্যসচিব মনোজ পন্থ, কর্মসূচির নোডাল অফিসার ছোটেন লামা এবং হাওড়ার জেলাশাসক দীপাপ্রিয়া পি। সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন মুখ্যসচিব।