ওয়াশিংটন: সাত মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সফরসঙ্গী বুচ উইলমোর। তাঁদের ফেরাতে এবার বন্ধু এলন মাস্ককে দায়িত্ব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুনীতাদের এই অবস্থার জন্য বাইডেন প্রশাসনকেই দায়ী করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে ট্রাম্পের সেই বার্তা শেয়ার করেছেন মাস্ক স্বয়ং। ট্রাম্প বলেছেন, ‘সুনীতা ও তাঁর সঙ্গীকে দ্রুত মহাকাশ থেকে ফেরানোর জন্য এলন মাস্ককে বলেছি। ইতিমধ্যেই স্পেস এক্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে তাঁরা। আসলে বাইডেন প্রশাসনের গাফিলতির জেরেই তাঁদের এই অবস্থা। চিন্তা নেই, দ্রুত তাঁদের ফেরাতে যাত্রা শুরু করবে এলন।’ পরে এনিয়ে স্পেস এক্সের সিইওর আশ্বাসবার্তা, প্রেসিডেন্টের নির্দেশ মতোই কাজ শুরু হবে।
২০২৪ সালের জুন মাসে সুনীতাদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় বোয়িং স্টারলাইনার। পরের দিকে একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। লিক করতে থাকে হিলিয়াম। থাস্টার চালুর ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। এর জেরে মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে সমস্যা দেখা দেয়। এখনও তার সমাধান মেলেনি। সেই লক্ষ্যেই বন্ধু মাস্ককে বার্তা দিলেন ট্রাম্প।