Bartaman Patrika
আমরা মেয়েরা
 

ফিরে দেখা বাংলার বয়নশিল্প

অবিভক্ত বাংলার শাড়ির ইতিহাস নিয়ে শুরু হবে এক প্রদর্শনী। আগ্রহীরা জানতে পারবেন বস্ত্রশিল্পের নানা উল্লেখযোগ্য অধ্যায়।

বাংলা মানে জামদানি। বাংলা মানে কাঁথা। বাংলা মানে শাড়ির গায়ে কত রকম গল্প। বিশ্বে বস্ত্রশিল্পের দরবারে শতকের পর শতক জুড়ে ঐতিহ্য, নকশা, হাতের জাদুর স্বপ্ন মাখা গল্পকথা তুলে এনেছেন বাংলার হস্তশিল্পীরা। বাংলার সেই বস্ত্রশিল্পের ঐতিহ্য ভোলার নয়। আধুনিক সময় আধুনিক প্রযুক্তি অনেক দ্রুত অনেক পণ্য নিয়ে বাজার দখল করছে ঠিকই। কিন্তু অবিভক্ত বাংলার প্রাচীন শিল্পসৌকর্য ভোলার নয়। সময় যতই ছুটে চলুক, অতীতের দিকেও মুখ ফেরাতে হয়। এই প্রজন্মকে সেইভাবেই মনে করিয়ে দিতে হবে ঐতিহ্যের কথা। 
এমন ভাবনা থেকেই উইভার্স স্টুডিও রিসোর্স সেন্টার আয়োজন করেছে এক প্রদর্শনীর। ৩০ জানুয়ারি থেকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি-তে আয়োজিত হবে ‘টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ার্ড লেগাসি’ নামে এই প্রদর্শনী। 
মোগল আমলের ঐশ্বর্য থেকে ঔপনিবেশিক সময়ের আঁচ— অবিভক্ত বাংলার বস্ত্রশিল্প যে দীর্ঘ পথ পেরিয়ে এসেছে তার মধ্যে জামদানি, বালুচরী আর কাঁথা কাজের মতোই রয়েছে আরও নানা হাতের ছোঁয়া। এই বিষয়ে কথা হচ্ছিল উইভার্স স্টুডিও-র প্রতিষ্ঠাতা এবং প্রোজেক্ট ডিরেক্টর দর্শন শাহ-র সঙ্গে। তিনি জানালেন, এই প্রদর্শনীর মাধ্যমে বয়নশিল্পের প্রাচীন কারুকাজ ফিরে দেখার চেষ্টা করবেন তাঁরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরা, তাদের অনুপ্রাণিত করা একটা অন্যতম লক্ষ্য এই উদ্যোগের। 
উইভার্স স্টুডিওর তিন দশক ধরে নিজস্ব যে বিরল কালেকশন রয়েছে, তা দেখা যাবে এই প্রদর্শনীতে। বাংলার শিল্পীদের নৈপুণ্য আর দক্ষতার এক একটি ‘মাস্টারপিস’ বলা যেতে পারে এই সব সৃষ্টিকে। শতাব্দীপ্রাচীন মসলিন ও সিল্ক থেকে শুরু করে মাটির টানে জুড়ে থাকা আদিবাসী শিল্পীদের কাজ, দর্শকরা সবই দেখতে পাবেন এখানে। থাকছে প্রদর্শনীর নামেই একটি বই। যাতে আলোচিত হয়েছে বাংলার সুতি, সিল্ক, পাট শিল্পের সুদীর্ঘ বয়ন ইতিহাস।    
দর্শন শাহ উইভার্স স্টুডিও শুরু করেন ১৯৯৩ সালে। ৩০ বছরেরও লম্বা যাত্রাপথ। বাংলার কাপড় নিয়ে উৎসাহ কীভাবে জাগল? আইআইএম আমেদাবাদে বিভিন্ন প্রোজেক্ট-এ কাজ করার সুবাদে তাঁর মার্কেটিং সংক্রান্ত জ্ঞান হয়েছিল ভালোই। স্থানীয় শিল্পীদের কাজ দেখা, কেস স্টাডি পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে টেক্সটাইল সম্পর্কে আরও আগ্রহ ক্রমে তৈরি হয়। সেখান থেকে কলকাতা ফিরে আবার অন্য একটা জীবনের সাক্ষী হতে হয় তাঁকে। 
কিন্তু এশহরে অন্য কাজের মধ্যে দর্শনের মাথায় ঘুরছিল কিছু একটা অন্য কাজের ভাবনা। মন বলছিল, তাঁর মধ্যে উদ্যোগপতি (অন্ত্রোপ্রোনর) হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। শিল্প সংক্রান্ত কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা সম্ভব— এমনই একটা ডাক কোনও একটা সূত্র থেকে যেন শুনতে পাচ্ছিলেন। কলকাতা শহরে তখন প্রদর্শনীর বিশেষ চল ছিল না। এখনকার তুলনায় ভাবলে প্রদর্শনী করার মতো প্র্যাকটিসটাই ছিল না বলা যায়। দর্শন দেশের বিভিন্ন শহর থেকে শিল্পীদের নিয়ে কাজ করানোর কথা ভাবলেন। বিশেষ কোনও উৎসবে বা আর্ট গ্যালারিতে প্রদর্শনীর ব্যবস্থা করলেন। ক্রমে সেগুলো জনপ্রিয়তা পেতে শুরু করে। তিনি বলছেন, ‘এই যে প্রদর্শনী করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই বুদ্ধিটা সৃষ্টিশীল মন থেকে আসেনি। এসেছে বাজার অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করার ফলে। যোগাযোগ তৈরির ইতিবাচক ক্ষমতাও সহায়ক হয়েছে এক্ষেত্রে।’
এবার দেখা গেল কোনও একটি শহরের এক শিল্পীর কাছে দশটি ওড়না রয়েছে। এবার তিনি বললেন, ওড়নায় বাংলার কোনও নকশা যদি জুড়ে দেন, তাহলে কেমন হয়? কাঁথা কাজ, ব্লক প্রিন্টিং এবং বাটিকের কাজ— সেই সময় এই তিনটি দিক থেকে বাংলার ফ্যাব্রিক তখন দারুণ জনপ্রিয়। দর্শন করলেন কী, ওই ধরনের ফ্যাব্রিকে বাংলার সংস্কৃতির ছোঁয়া যোগ করে দারুণ কোনও পিস তৈরি করিয়ে ফেললেন। কালে কালে সেটি অনেকেরই ভালো লাগে ও জনপ্রিয় হতে থাকে। এর জন্য কখনও শান্তিনিকেতনে গিয়ে কাঁথা কাজ করানো, কখনও শ্রীনিকেতনে গিয়ে বাটিকের কাজ করানো কখনও পার্ক স্ট্রিটে গিয়ে ব্লক প্রিন্ট করানো— এগতে থাকেন তিনি। 
বিভিন্ন মেলা, ক্রাফ্ট কাউন্সিল অথবা কলকাতার পুরনো শাড়ির দোকান, ওয়ার্কশপ, কারিগরদের কাছে ঘুরে ঘুরে তিনি আরও জ্ঞান বাড়াতে থাকেন। টেক্সটাইল সম্পর্কে ক্রমে আরও সমৃদ্ধ হয়ে তিনি শুরু করেন উইভার্স স্টুডিও। যেখানে শুধু হাতে তৈরি কাজেরই দর। কোভিড বা চীনা ফ্যাব্রিক, বাজারে থাবা বসাতে যা-ই আসুক না কেন হাতে তৈরি সামগ্রীর যে কোনও বিকল্প নেই, এটা খুব ভালো বুঝেছিলেন তিনি। হাতের সেই কাজ এখনও স্বমহিমায় এগিয়ে চলেছে। বাংলাদেশ, জাপানের বিভিন্ন অংশ ঘুরে হ্যান্ড ক্রাফ্ট নিয়ে আরও জ্ঞান বাড়িয়েছেন তিনি। তা বাটিক হোক বা ব্লক প্রিন্ট।
সময়ের সঙ্গে সঙ্গে দাবিও তো পাল্টেছে? ফ্যাশনে অনেক কিছু চলে যায়, আবার ফিরে আসে। দর্শনের কথায়, ‘ঐতিহ্য এমনই, তাকে যেমন-তেমন করে ভুলিয়ে দেওয়া যায় না। ফ্যাশন দ্রুত পাল্টাবে। ডিজিটাল যুগে আরও বেশি পরিবর্তন আসবে। কিন্তু আমরা যে কাজটা করি, তার সঙ্গে ধারাবাহিকতা জড়িয়ে। টেক্সটাইলে একটু একটু করে কীভাবে বদল এসেছে, তার সাক্ষী হতে ভালো লাগে। এখনকার প্রজন্ম অনেক কিছু সম্পর্কে সচেতন। ইন্টারনেট থেকে তারা অনেক কিছু পাচ্ছে। চিন্তার ধারা বদলাচ্ছে।’ 
কিন্তু অন্য সংস্কৃতিকে আপন করতে গিয়ে নিজের সংস্কৃতি কি ভুলতে বসেছে এই প্রজন্ম? দর্শনের মতে, ‘এটা সব সময় প্রজন্মকে দায়ী করার বিষয় নয়। এক্ষেত্রে বিষয়টাই অনেকটাই বাজার নির্ভরও বটে। চাহিদার সঙ্গে অনেক কিছু পাল্টায়। সেটা মানতে হবে। কিন্তু জানেন তো মূল কিছু জিনিস কখনও পাল্টায় না, বা হারিয়ে যায় না। এত বছর কাজ করে এটা আমি দেখেছি। কাঁথা কাজ, বাটিক বলুন বা ব্লক প্রিন্ট কোনওটা কি অবলুপ্ত হয়ে গিয়েছে? বা হ্যান্ড পেন্টিং? স্ক্রিন বা ডিজিটাল প্রিন্ট এসেছে ঠিকই। আজকাল অবশ্য এই ধরনের প্রিন্ট থেকে হ্যান্ডমেড কাজ আলাদা করা খুব কঠিন। বিশেষজ্ঞ না হলে বা নিয়মিত এগুলো নিয়ে কাজ না করলে তফাত ধরা মুশকিল। কিন্তু সংস্কৃতিতে ঐতিহ্য থেকে যায়। এই ভরসা আমাদের আছে। সময়ের সঙ্গে কিছু কিছু বদল তো আসবেই। সমসাময়িক কাজ করতে হলে মূলগত ঐতিহ্যকে ভুলে যাওয়া অসম্ভব।’
এই প্রজন্মের মেয়েদের শাড়ি সম্পর্কে সঠিকভাবে গাইড করতে কী বলবেন? তিনি বলছেন, ‘ঠাকুরমার আলমারি খুলে দেখতে বলুন শাড়ির সংগ্রহ। ওই সংগ্রহ যে কী ভীষণ মূল্যবান সেটা হাতে ধরে না দেখলে তারা বুঝবে না, শিখবে না। তাদের এই শেখাটা দরকার। বনেদি পরিবার হোক বা সাধারণ, প্রত্যেকের বাড়িতে এক একটা আস্ত ‘মিউজিয়াম’ আছে। এগুলো না দেখলে হবে? শাড়ি–গয়না–রান্না সব কিছুই সম্পদের মতো।’ 
অন্বেষা দত্ত
ছবি সৌজন্য: উইভার্স স্টুডিও 
18th  January, 2025
হবু মায়ের মনের যত্ন

প্রসূতির মানসিক স্বাস্থ্যের যত্ন কীভাবে সম্ভব? জানালেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রসেনজিৎ সরকার। বিশদ

18th  January, 2025
‘ড্রোন দিদি’ নন্দিনীর দক্ষতায় আস্থাশীল কৃষকরা

তামিলনাড়ুর কাল্লাকুরুচি এলাকার কৃষকদের কাছ থেকে মাত্র একটা ফোন। তাতেই হাজির ‘ড্রোন দিদি’। গোটা খেতে সার দেওয়া, কীটনাশক ছড়ানো ও জল দেওয়ার কাজ ড্রোনের মাধ্যমে নিমেষে সারছেন তিনি। তামিলনাড়ুর কন্যে নন্দিনী সুগুমার। বিশদ

18th  January, 2025
মহিলাদেরই ক্লাব

‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’— পরিচালক মৈনাক ভৌমিক ছবিটি তৈরি করেছিলেন ১০ বছরেরও আগে। মেয়েদের বন্ধুত্বে গাঁথা ছিল সেই ছবি। বন্ধুত্বের এই হাসি, আলো, রং যদি একান্ত নিজস্ব জায়গা খোঁজে, এ দেশে কি তা পাওয়া সম্ভব? বিশদ

18th  January, 2025
কাজ শিখে স্বনির্ভরতা

‘হার স্কিল, হার ফিউচার’ এই নামে একটি প্রকল্প চালু করেছে দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিরটি (এনএলইউ)। প্রকল্পটি মূলত স্বামীহারাদের কথা ভেবে চালু করা হয়েছে। উইমেন’স কালেকটিভ ফোরাম, লুম্বা ফাউন্ডেশন ও সিআইআই ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পটি চালু করা হয়। বিশদ

18th  January, 2025
পিঠে ছাড়া শীতে কিছু পেটে সয় না

শীত মানেই তো পিঠেপুলির ধুম। পিঠেপুলি ছাড়া শীত ঠিক জমে না। শীত মানেই হাজার খাবার কিন্তু নলেন গুড়ের সঙ্গে পিঠে পরম উপাদেয়। দুধ পিঠে, আশকে পিঠে, সরুচাকলি, নারকেল বা তিলের পুর ভরা নাক পিঠে (গড়গড়্যা) গণ্ডা গণ্ডা খেলেও পেটের সমস্যা হয় না। বিশদ

11th  January, 2025
মানহানির মামলা কখন?

মানহানির মামলা হলে তার ফলাফল কী হতে পারে? আলোচনা করলেন আলিপুর পুলিস ও জাজেস কোর্ট, কাকদ্বীপ কোর্টের আইনজীবী ঋজু চক্রবর্তী। বিশদ

11th  January, 2025
শাড়ি পরে হিপহপ

কর্ণাটকের কন্যা অশ্বিনী হিরামঠ বরাবরই স্বভাবে একটু গেছো। ছোটবেলায় বোন বিজয়লক্ষ্মী আর তাঁর প্রিয় খেলাই ছিল আলমারি বেয়ে উঠে সবচেয়ে উঁচু তাকে গুছিয়ে রাখা দামি শাড়ি পেড়ে তা পরা। সাবেকি সাজে নিজেদের সাজাতে খুবই ভালোবাসতেন অশ্বিনী আর বিজয়লক্ষ্মী দু’জনেই। বিশদ

11th  January, 2025
বিশুদ্ধ বাতাসে বড় হচ্ছে ‘পুনশ্চ’ 

অরিত্রা সেনগুপ্তের জন্ম ঝাড়গ্রামে। বড় হওয়া অবশ্য কলকাতায়। বাবা-মা দু’জনেই স্কুল টিচার। একসময় গ্রুপ থিয়েটার করেছেন। রবি ওঝার সহকারি হিসেবেও কাজ করার সুযোগ পান। কীভাবে ‘পুনশ্চ’র কথা মাথায় এল? শোনালেন সে কাহিনি। বিশদ

11th  January, 2025
‘চেপে বসুন’ দিয়ে শুরু, গড়াল হাতাহাতিতে

বিতর্কিত ঘটনা যেন পিছু ছাড়ছে না দিল্লি মেট্রোর। দিন কয়েক আগে মেট্রোয় প্রকাশ্যে চুম্বনকাণ্ডে এই মেট্রোর নাম জড়িয়েছিল। নেটিজেনরা সেই বিতর্কে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। ফের অফিস টাইমে দিল্লি মেট্রো খবরের শিরোনামে। তবে এবার আর ভাব-ভালোবাসার বিষয় নয়। বিশদ

11th  January, 2025
দশ কাজে জেরবার দশভুজা

এখন মাল্টিটাস্কিং-এর যুগ। সব নিখুঁতভাবে করতে হবে। কিন্তু এত চাপ সামলাবেন কীভাবে? বিশদ

04th  January, 2025
বাঁধা গতের বাইরে চাকরির সুযোগ: ডিজিটাল মার্কেটিং

চলতি বিষয় না পড়লে চাকরি বা আয়ের সুযোগ কেমন? তা নিয়েই চলছে এই বিভাগ। মতামত জানালেন বিশেষজ্ঞরা।  বিশদ

04th  January, 2025
পাঁচমারিতে সম্পূর্ণ মহিলাচালিত হোটেল

একটু অলস ছুটি কাটাতে চাইলে মধ্যপ্রদেশের পাঁচমারি হতেই পরে আপনার আদর্শ ঠিকানা। এখানে পাহাড়, প্রকৃতি, ভিউ পয়েন্ট সবই পাবেন। আবহাওয়া এখানে সারা বছরই ভালো থাকে। ফলে শীত বা গ্রীষ্ম, সব ছুটিতেই বেড়ানোর জন্য অনবদ্য পাঁচমারি। বিশদ

04th  January, 2025
সোলো ট্রাভেলারদের পাল্লা ভারী

বন্ধু নাকি পরিবার, কাদের সঙ্গে বেড়াতে যেতে পছন্দ করেন আপনি? যে দলেই আপনার ভোট পড়ুক না কেন, ২০২৫-এ মহিলাদের মধ্যে সোলো ট্রাভেলারদের দিকেই পাল্লা ভারী। সম্প্রতি বিশ্বজুড়ে ট্যুরিজম মার্কেটের একটি গবেষণা থেকে এমন তথ্যই উঠে আসছে। বিশদ

04th  January, 2025
নববর্ষে শপথ নেওয়া হয় ভাঙার জন্যই

আর মাত্র কয়েকটা দিন পরেই আবার নতুন একটা বছর শুরু হতে চলেছে। প্রতিবারই নববর্ষের আগমন উপলক্ষ্যে সকলের হৃদয়ে নানা আশা, উদ্দীপনা। বছরের বাকি দিনগুলোর থেকে প্রত্যক্ষ পার্থক্য না থাকা সত্ত্বেও নিজেদের মনের অনুভূতিকে গুরুত্ব দিয়ে নিজেদের উন্নত জীবনযাত্রার স্বার্থে নানা শপথ গ্রহণ করি। বিশদ

28th  December, 2024
একনজরে
প্রিয় দল যখন ক্রমাগত হারে, স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন সমর্থকরা। কেউ কেউ মুখ ফিরিয়ে নেন। কমে মাঠে যাওয়ার আগ্রহ। কিন্তু সুপার ফ্যানদের কাছে জয়-পরাজয়ের তেমন ...

মঙ্গলবারও অস্থিরতার সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। বিএসই সূচক সেনসেক্স পড়ল ১ হাজার ২৩৫ পয়েন্ট । দিনের শেষে থিতু হয় ৭৫ হাজার ৮৩৮ অঙ্কে। ...

মঙ্গলবার দুপুরে সালানপুরে ডামালিয়ায় পাইপ লাইনে নিয়ে যাওয়ার কাজ করতে গিয়ে বিপর্যয় ঘটেছে। প্রায় ৬ মিটার গভীর গর্ত করে পাইপ ঢোকাতে গিয়ে মাটি চাপা পড়ে প্রাণ হারালেন তিনজন শ্রমিক। গুরুতর জখম হয়েছেন একজন। ...

মহেশতলার বাটা কারখানায় শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। দু’বছর অন্তর নির্বাচন হয় শ্রমিক সংগঠনে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু
১৮৯৭: কবি, লেখক সঙ্গীতশিল্পী তথা সুরকার দিলীপকুমার রায়ের জন্ম
১৮৯৭: শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যানের মৃত্যু
১৯০০: টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ
১৯০১: রানি ভিক্টোরিয়ার মৃত্যু
১৯২৭: প্রথমবার বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার
১৯৩৪: অভিনেতা তথা চিত্রপরিচালক বিজয় আনন্দের জন্ম
১৯৪৯: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জন্ম
১৯৬৮: সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রর জন্ম
১৯৭২: অভিনেত্রী নম্রতা শিরোদকরের জন্ম
১৯৯৯: দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়
২০২২: কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.০৩ টাকা ৮৭.১২ টাকা
পাউন্ড ১০৫.০৩ টাকা ১০৭.৯৩ টাকা
ইউরো ৮৮.৬২ টাকা ৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ মাঘ ১৪৩১, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫। অষ্টমী ২২/২০, দিবা ৩/১৯। স্বাতী নক্ষত্র ৫০/৪৮ রাত্রি ২/৩৪। সূর্যোদয় ৬/২২/৩৩, সূর্যাস্ত ৫/১৩/৫১। অমৃতযোগ  দিবা ৭/৪৮ মধ্যে পুনঃ ১০/০ গতে ১১/২৬ মধ্যে পুনঃ ৩/৪ গতে ৪/৩০ মধ্যে। রাত্রি ৬/৭ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ২/০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৭ গতে ৩/৪ মধ্যে। রাত্রি ৮/৪৫ গতে ১০/৩০ মধ্যে। বারবেলা ৯/৫ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৪ মধ্যে। 
৮ মাঘ ১৪৩১, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫। অষ্টমী  দিবা ১/৩৪। স্বাতী নক্ষত্র রাত্রি ১/২১। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১৩। অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ১১/২৯ মধ্যে ও ৩/১০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/১০ মধ্যে এবং রাত্রি ৮/৫০ গতে ১০/৩৩ মধ্যে। কালবেলা ৯/৮ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৪৯ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ৩/৮ গতে ৪/৪৭ মধ্যে।     
২১ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বেআইনি কাজ করলে আইন ছাড়বে না: মমতা

02:14:00 PM

জঙ্গল এলাকায় আকাশচুম্বী বাড়ি তৈরি হচ্ছে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

02:10:00 PM

পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে: মমতা

02:02:00 PM

রাজাভাতখাওয়াতে প্রবেশ করতে গেলে কেন পর্যটকাদের টাকা দিতে হবে? ক্ষুব্ধ মমতা

01:57:00 PM

২৬ জানুয়ারি দিল্লি অভিযানে অনড় কৃষকরা
এত দেরি কেন? আরও আগে কেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে ...বিশদ

01:53:00 PM

গ্যাস বুকিংয়ে সমস্যা গ্রাহকদের,অভিযোগ
রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ইন্ডেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, ...বিশদ

01:51:37 PM