সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
প্রেরণা হাটুয়া, ছাত্রী
আর মাত্র কয়েকটা দিন পরেই আবার নতুন একটা বছর শুরু হতে চলেছে। প্রতিবারই নববর্ষের আগমন উপলক্ষ্যে সকলের হৃদয়ে নানা আশা, উদ্দীপনা। বছরের বাকি দিনগুলোর থেকে প্রত্যক্ষ পার্থক্য না থাকা সত্ত্বেও নিজেদের মনের অনুভূতিকে গুরুত্ব দিয়ে নিজেদের উন্নত জীবনযাত্রার স্বার্থে নানা শপথ গ্রহণ করি। কিন্তু, সোশ্যাল মিডিয়ার যুগে, প্রত্যেক বছর শেষে অতিপরিচিত একটা কথা ঘুরেফিরে প্রায় সবারই টাইমলাইনে চলে আসে, ‘এই বছরটা এত দ্রুত কীভাবে কেটে গেল টেরই পেলাম না।’ যেন অনেক কিছুই বাকি থেকে গেল। সত্যিই তো, নববর্ষে নেওয়া শপথ না ভাঙলে আগামী বছরের শুরুতে নতুন শপথ গ্রহণের অনুপ্রেরণা পাব কোথায়?
সৈকত কর্মকার, সিভিক ভলান্টিয়ার
পুরাতনকে বিদায় জানিয়েই আসে নতুন কিছু। জীবনের কালচক্রে এ যেন এক চিরাচরিত ঐতিহ্য বা পরম্পরা! দিন-কাল-মাস-বৎসরের চক্রাকার ক্ষেত্রে একথাটিই সমরূপে প্রযোজ্য! নতুন বছরের আবাহনে নেওয়া হয় একগুচ্ছ শপথ। ফেলে আসা বছরের যাবতীয় ব্যর্থতা, না পাওয়াকে ভুলে গিয়ে পুনরায় নতুন করে সবকিছু শুরু করার মনোবাসনা থেকেই আমরা তা নিয়ে থাকি। আমরা নানাবিধ শপথ নিই এবং সেইমতো পথচলা শুরু করি ঠিকই কিন্তু দিন যত গড়াতে থাকে ততই যেন শিথিল হতে থাকে নিয়মানুবর্তিতার এই বেড়াজাল! তাই একথাটি দ্বিধাহীনভাবেই বলা চলে নববর্ষে নতুন শপথ নেওয়া হয় ভাঙার জন্যই!
শিপ্রা বসু, গৃহবধূ
ইংরেজি নববর্ষে নতুন শপথ নেওয়া হয় ভাঙার জন্যই, কারণ এই সময়ে মানুষ জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য উদগ্রীব থাকে। নববর্ষের শপথগুলো সাধারণত স্বল্পকালীন হয়, কারণ মানুষের অভ্যাস বদলানো একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে, শপথ ভাঙা একপ্রকার আত্মবিশ্বাসের সংকেত, যা আমাদের শেখায়, প্রত্যেকটি ভাঙা শপথ নতুন কিছু শিখতে ও আত্মোন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার পথ। তাই, ইংরেজি নববর্ষে শপথ ভাঙা আসলে একটি সুন্দর সুযোগ, যা আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলার অনুপ্রেরণা দেয়।
বিপক্ষে
কুশল রায়, শিক্ষক
শপথের অনুপ্রেরণা যদি কোনও ভয় থেকে হয় তাহলে শপথ ভাঙার প্রবণতাটাও কম হয়। অনেকটা ভগবানের কাছে মানত করার মতো। এক্ষেত্রে ভক্তির থেকে ভয়টা থাকে বেশি। শপথ হতে হবে চিতোর
রানার পণের মতো দৃঢ়। ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির মানসিক গঠনের উপরে। বহু মানুষকে দেখেছি ধূমপান ছেড়ে দেওয়ার সময়কাল বলে দিতে। এর অর্থ, সেই ব্যক্তি শপথ করার জন্য বেছে নিয়েছিলেন কোনও এক বিশেষ দিন। সময়ের একটা সহজ হিসেবের জন্য নববর্ষের দিনটাই বেছে নেন অনেকে নতুন শপথ নেওয়ার জন্য। তাই শপথ ভাঙার জন্যই যে নববর্ষে শপথ করা, তা কিন্তু সব সময় ঠিক নয়।
ডালিয়া দে, গৃহবধূ
নববর্ষে নতুন শপথ নেওয়া হয় ভাঙার জন্যই। একথা একদমই ঠিক নয়। পুরোটা না হলেও অধিকাংশ শপথ পালন করা অবশ্যই সম্ভব। গতবছর নববর্ষে শপথ নিয়েছিলাম সারা বছর ধরে গাছ লাগাব। আমার গাছ লাগানো দেখে অনেকেই উৎসাহিত হয়ে গাছ লাগিয়েছেন সবুজ পৃথিবী গড়বেন বলে। সুতরাং শপথ আমি পালন করতে পেরেছি। নববর্ষে শপথ নেওয়া হয় ভাঙার জন্যই একথা ঠিক নয়।
বিপাশা বসু, গবেষক
নববর্ষে নতুন শপথ নেওয়া হয় ভাঙার জন্য নয়, বরং এটি আত্মসমালোচনা এবং নিজেকে নতুন করে গড়ার একটি সুযোগ। বছরের শুরুতে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে লক্ষ্য পুনঃমূল্যায়ন করে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্দীপনা নিয়ে জীবনের পথে এগিয়ে চলি। শপথ নেওয়া একটি আত্মবিশ্বাসের প্রকাশ, যা আমাদের আত্মউন্নতি ও লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ় মনোভাব সৃষ্টি করে। যদিও কিছু শপথ পূর্ণ হয় না, তবুও তা শেখায় সচেতনভাবে সঠিক পথে এগিয়ে চলতে। এই শপথগুলো কোনও এক অস্থায়ী সংকল্প নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি যাত্রা, যা আমাদের এক নতুন, উন্নত সংস্করণে রূপান্তরিত করতে সাহায্য করে।