মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুডাঙির বাসিন্দা যুবতীকে ধর্ষণ করে বিশাল। তাকে শিলিগুড়ি জংশন স্টেশন সংলগ্ন ডিজেল শেডের পরিত্যক্ত কোয়ার্টারে দু’দিন আটকে রাখে। যুবতী কোনওভাবে কোয়ার্টার থেকে পালিয়ে বাড়িতে ফেরেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। গত ১৩ জানুয়ারি শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। এদিকে, কোয়ার্টার থেকে যুবতী পালাতেই গা ঢাকা দেয় অভিযুক্ত। পুলিস যুবকের খোঁজ শুরু করে। অবশেষে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহিলা থানার পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।
স্থানীয় ও তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, মাস ছ’য়েক আগে ওই যুবতীর সঙ্গে বিশালের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়। দু’জনে দেখাও করেন। যুবক প্রেমের ফাঁদে ফাঁসায় যুবতীকে। এ মাসের ৯ তারিখ জংশনের ডিজেল শেডে বিশাল ওই যুবতীকে ডাকে। যুবকের ডাকে সাড়া দিয়ে ডিজেল শেডে যায় যুবতী। তাঁকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর পরিত্যক্ত কোয়ার্টারে যুবতীকে হাত-পা-মুখ বেঁধে আটকে রাখে। পরের দিন ১০ জানুয়ারি ফের যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এদিকে, দু’দিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পুলিসের কাছে যাওয়ার চিন্তাভাবনাও করে। ১১ তারিখ কোনওভাবে পরিত্যক্ত কোয়ার্টার থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছন নির্যাতিতা। পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানান। মানসিকভাবে ভেঙে পড়েন যুবতী। পরবর্তীতে ১৩ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে মহিলা থানার দ্বারস্থ হন নির্যাতিতা। অন্যদিকে, যুবতী পালিয়ে যেতেই অভিযুক্ত যুবক চম্পট দেয়। এদিকে, অভিযোগ জমা পড়তেই পুলিস বিশাল সাহানির খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে।
তবে এই ঘটনা চাউর হতেই শিলিগুড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে ২০২৩ সালে মাটিগাড়ার খাপরাইল এলাকার একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন করেছিল এক যুবক। পরে তাঁকে ফাঁসির সাজা দেয় শিলিগুড়ি মহকুমা আদালত। এরপর এই ঘটনা সামনে আসার অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতে অভিযুক্ত। - নিজস্ব চিত্র।