মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
এমনিতেই অশোকনগর সংস্কৃতি, ঐতিহ্যের শহর বলে পরিচিত। বিধায়ক নারায়ণ গোস্বামী এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন। তাঁর উদ্যোগেই অশোকনগর শহরে বসেছিল ওয়াচ টাওয়ার। এটি নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়। এবার অশোকনগরের শহরে তাঁরই উদ্যোগে উচুঁতে উড়বে জাতীয় পতাকা। এর জন্য তৈরি হয়েছে ১০০ ফুটের স্তম্ভ। আর তাতেই ২০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া তেরঙা জাতীয় পতাকা উড়বে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এটির উদ্বোধন হবে।
বিধায়ক নারায়ণবাবু বলেন, এত উঁচুতে দেশের পতাকা বোধহয় জেলার কোথাও ওড়ে না। একটু অন্যরকম জিনিস মানুষকে উপহার দিতেই এই ভাবনা। সারাদিনই এই পতাকা উড়বে ১০০ ফুট উঁচুতে। জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আলোর ব্যবস্থা করার পাশাপাশি যা যা নিয়ম রয়েছে, তা পালন করা হবে।-নিজস্ব চিত্র