মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
বারাসত শহরেই রয়েছে সরকারি প্রাণী হাসপাতাল। শহরের বাসিন্দা বিশাখা বাগচি তাঁর পোষ্য কুকুরকে নিয়ে এই হাসপাতালে আসেন। এক চিকিৎসকের কাছ থেকে তিনি জানতে পারেন পোষ্যের টিউমার হয়েছে। দ্রুত অপারেশনের প্রয়োজন। বিশাখা সরকারি প্রাণী হাসপাতালেই অপারেশন করার কথা জানান। কিন্তু সরকারি হাসপাতালে অপারেশনের পরিকাঠামো সঠিক নেই– এমন কারণ দেখিয়ে ওই চিকিৎসক বিশাখার পোষ্যের অপারেশন সিঁথির মোড় সংলগ্ন একটি বেসরকারি প্রাণী ক্লিনিকে করাতে ‘বাধ্য’ করেন বলে অভিযোগ। চিকিৎসকের পরামর্শে ৩০ নভেম্বর অপারেশন হয় সিথিতে। খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু অপারেশনের পরেও পোষ্য সুস্থ হয়নি। চলতি মাসেই মৃত্যু হয়েছে তার।
বিশাখার অভিযোগ, ওই চিকিৎসকের জন্যই ৫০ হাজার টাকা খরচ করে বেসরকারি ক্লিনিকে অপারেশন করাতে হল। এরপরেও আমার পোষ্যের মৃত্যু হল। প্রাণী হাসপাতালে ওঁরা অশুভ চক্র চালাচ্ছেন। আমি এনিয়ে অভিযোগ জানিয়েছি দপ্তরে। এই প্রসঙ্গে প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা উত্তম দে বলেন, বিশাখা বাগচির অভিযোগ পেয়েছি। তদন্ত করে রিপোর্ট পাঠাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।