মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
সম্প্রতি মেয়েদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতীয় বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া তৈরি করলেন ‘লিপস্টিক গান’ নামের এক গ্যাজেট। তবে এ গান দিয়ে গুলি ছোঁড়া যাবে না বটে, বদলে সেটি বিকট শব্দে ফাটবে। এ শব্দ মূলত কোনও নারী বিপদে পড়লে সংকেত বার্তা হিসেবে কাজ করবে। কেউ বিপদে পড়লে এই সুরক্ষা গ্যাজেটটি ব্যবহার করে সহজেই বিস্ফোরণের মতো শব্দ সৃষ্টি করতে পারবে। আর ওই প্রবল শব্দ শুনে আক্রমণকারী ঘাবড়ে পালিয়ে যেতে পারে অথবা আশপাশে থাকা মানুষজন সেখানে ছুটে আসতে পারে। এছাড়াও ‘লিপস্টিক গান’টির মাধ্যমে যে কেউ চাইলেই পুলিসকে জানানোর জন্য ইমার্জেন্সি নম্বরে বিপদ সংকেত পাঠাতে পারবেন।
অভিনব ওই সুরক্ষা গ্যাজেটের আবিষ্কারক চৌরাসিয়া জানান, তিনি সাধারণ লিপস্টিক কভারে একটি অতিরিক্ত সকেট লাগিয়ে ‘লিপস্টিক গান’ তৈরি করেছেন। তিনি আরও বলেন, ‘কোনও নারী অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে কেবল সকেট লাগানো বোতামটিতে চাপ দিলেই হবে। সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ সৃষ্টি করবে এবং পুলিসের ইমার্জেন্সি নম্বরে একটি বিপদ সংকেতও পাঠিয়ে দেবে। আকারে এটি ছোটখাট হওয়ায় খুব সহজেই সঙ্গে করে বয়ে বেড়ানো যায়। এছাড়া দেখতে একদম সাধারণ লিপস্টিকের মতো হওয়ায় এটি কাছে থাকলে কেউ কিছু বুঝতে পারবে না।’
‘লিপস্টিক গান’ আপনি চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন এবং ব্লু-টুথের মাধ্যমে এটি মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে। বিজ্ঞানী চৌরাসিয়া জানান, গ্যাজেটটি তৈরি করতে তাঁর এক মাস সময় লেগেছে। আপাতত এটি কিনতে খরচ হবে ৬০০ টাকার মতো। তবে তিনি এই ডিভাইসটির পেটেন্ট করার পরিকল্পনা করছেন।
সম্প্রতি লিপস্টিক গানটি ব্যবহার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেফালী রাই বলেন, ‘এটি সাংঘাতিক শব্দে বিস্ফোরিত হয় আর এটি কোথাও নিয়ে যাওয়াও বেশ সহজ। আপনি যখন এটিকে বের করবেন তখন কেউ ধরতেই পারবে না। কারণ, এটি দেখতে একদম লিপস্টিকের মতো।’
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।