Bartaman Patrika
অন্দরমহল
 

পিঠের নানারকম

শীতের আমেজ আর পিঠের স্বাদ যেন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার। পিঠের ছ’ধরনের রেসিপি দিলেন দেবারতি রায়।  
রাঙা আলুর পুলি
উপকরণ:  রাঙা আলু ২৫০ গ্ৰাম, নারকেল কোরা  মালা, খোয়া ক্ষীর ২টেবিল চামচ, খেজুর গুড়ের পাটালি ৩০০ গ্ৰাম, চিনি ২ টেবিল চামচ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, এলাচগুঁড়ো  চা চামচ, জল ২ কাপ, তেল ভাজার মতো।
প্রণালী: প্রথমে রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইয়ে নারকেল কোরা, গুড় ও খোয়া ক্ষীর দিয়ে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিন। নাড়তে নাড়তে যখন পাক হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিন। এলাচগুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। রস তৈরি করার জন্য প্যানে দু’কাপ জল দিন। জল ফুটে উঠলে ২৫০ গ্ৰাম খেজুর গুড়ের পাটালি ও তিন চামচ চিনি দিন। পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল রস। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা রাঙা আলু খোসা ছাড়িয়ে চটকে নিন। তাতে ময়দা ও চালের গুঁড়ো মিশিয়ে আবার চটকে নিন। এবার অল্প অল্প দুধ মেশান। মণ্ড থেকে লেচি কেটে গোল বাটির আকারে গড়ে ভিতরে এক চামচ নারকলের পুর ভরে মুখটা বন্ধ করে পুলির আকার দিন। এভাবে প্রত্যেকটা পুলি গড়ে নিয়ে  গরম  তেলে মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ ভেজে নিন। তেল থেকে তুলে হালকা গরম রসে দিন। ৫-৭মিনিট রসে রেখে পরিবেশন করুন রাঙা আলুর পুলি।

ভাজা মুগের পুলি 
উপকরণ: ভাজা মুগ ডাল ১ কাপ, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ১০ গ্ৰাম, গুঁড়ো দুধ বা খোয়া ২ টেবিল চামচ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, নুন ১চিমটে, ঘি ২ চামচ, চিনি  কাপ,তেল ভাজার মতো।
প্রণালী: এক কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিন। ভাজার সময় মাঝারি আঁচে ভাজবেন, যাতে ডাল পুড়ে না যায়। ডাল ভাজার সুন্দর গন্ধ বেরলে গ্যাস বন্ধ করে দিন। এবার ডাল ধুয়ে নিয়ে এক কাপ জল দিয়ে সেদ্ধ করে নিন। এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডাল গোটা থাকে, গলে না যায়। এবার পুর তৈরি করার জন্য কড়াইয়ে এক কাপ নারকেল কোরা আর পাটালি গুড় দিয়ে পাক করে নিন। তাতে গুঁড়ো দুধ দিন। এবার নামিয়ে ঠান্ডা করে নিন। সেদ্ধ ডাল ভালো করে মেখে নিন। তাতে সেদ্ধ চালের গুঁড়ো ও এক চামচ ময়দা ও এক চিমটে নুন দিন। এক চামচ ঘি দিয়ে ভালো করে ঠেসে নিন। এবার গোল বাটির আকারে গড়ে ভিতরে নারকেলের পুর ভরে মুখটা বন্ধ করে পুলির আকারে গড়ে নিন। এইভাবে প্রত্যেকটা পুলি গড়ে নিন। তেল গরম করে দু’পিঠ ভালো করে ভেজে নিন। এবার কড়াইয়ে হাফ কাপ চিনি ও একের চার কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। রস যখন আঠালো হয়ে আসবে, তখন ভেজে রাখা পুলিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিন। গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে রস পুলির গায়ে লেগে যাবে। তৈরি হয়ে গেল মুগডালের রসালো মুচমুচে পুলি বা মুগ সামলি।

দুধ গোকুল পিঠে
উপকরণ: নারকেল কোরা  মালা, খেজুর গুড়ের পাটালি ১০০ গ্ৰাম, খোয়া ক্ষীর ৫০ গ্ৰাম, ময়দা  কাপ, চালের গুঁড়ো  কাপ, দুধ ২ বড় চামচ, নুন সামান্য, দুধ  লিটার।
প্রণালী:  নারকেল কোরা, খেজুর গুড় ভালো করে পাক দিয়ে নিন। গুড় গলে গেলে নাড়াচাড়া করে খোয়া মিশিয়ে নিন। বেশ ভালোমতো পাক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একটা বাটিতে ময়দা, চালের গুঁড়ো নিয়ে তাতে অল্প অল্প দুধ মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। ব্যাটার খুব পাতলা বা ঘন হবে না। এবার নারকেলের পুরকে ছোট গোল চ্যাপ্টা করে গড়ে নিন। এবার পুরটাকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিন। এবার প্যানে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ঘন হয়ে গেলে তাতে খেজুর গুড় দিন। সামান্য নুন দিন। এবার ভেজে রাখা গোকুল পিঠে দিন। ঢাকা দিয়ে দু-তিন মিনিট ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন দুধ গোকুল পিঠে।
ক্ষীরের পাটিসাপটা
উপকরণ: দুধ  লিটার, গুঁড়ো দুধ ২৫০ গ্ৰাম, ঘি ১ চামচ, খেজুর গুড় ২০০ গ্ৰাম, চিনি ১ টেবিল চামচ, ময়দা ১ কাপ, সুজি ১ কাপ, চালের গুঁড়ো  কাপ, নুন সামান্য, তেল ভাজার মতো।
প্রণালী: প্রথমে ময়দা, সুজি, চালের গুঁড়ো নিয়ে তাতে সামান্য নুন ও অল্প অল্প জল মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। তাতে চিনি বা গুড় দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিন। মিনিট দশেক ঢাকা দিয়ে রাখুন। এবার প্যান গ্যাসে  বসিয়ে গুঁড়ো দুধ দিন ও কিছুটা তরল দুধ মিশিয়ে গুলে নিন। এক চামচ ঘি দিয়ে দুধ নাড়াচাড়া করে নিন। এবার এই মিশ্রণে চিনি দিয়ে নেড়ে নিন। চিনি গলে গেলে আগে থেকে ঘন করে রাখা দুধ দিন। এইভাবে নাড়তে নাড়তে যখন দুধ জমতে শুরু করবে তখন তৈরি হয়ে যাবে ক্ষীর। ক্ষীর নামিয়ে ঠান্ডা করে নিন। তাওয়া গরম করে ঘি ব্রাশ করে এক হাতা ব্যাটার ছড়িয়ে দিন। এর মধ্যে ক্ষীরের পুর লম্বা করে একদিকে রেখে রোল করে ভেজে নিন। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা।

বিউলি ডালের রসবড়া
উপকরণ: বিউলি ডাল ২০০ গ্ৰাম, খেজুর গুড় ৪০০ গ্ৰাম, মৌরি ১ চা চামচ, তেল ভাজার মতো।
প্রণালী:  বিউলি ডাল আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন বেটে নিন। সামান্য নুন ও মৌরি দিয়ে বাটাটা ভালো করে ফেটিয়ে নিন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটাবেন তাতে বড়াগুলো ভালো হবে। ঢাকা দিয়ে রেখে দিন। রস করার জন্য জল ও খেজুর গুড়ের পাটালি জ্বাল দিন। ৮-১০ মিনিট জ্বাল দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিন। রসটা পাতলা হবে। এবার কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট বড়া ভেজে নিন। এরপর বড়াগুলো ভেজে রসে ফেলুন। কিছুক্ষণ পর বড়ার ভেতর রস ঢুকলে বড়াগুলো ফুলে উঠবে। পরিবেশন করে দিন বিউলিডালের রসবড়া।

সুজির দুধপুলি
উপকরণ: সুজি  কাপ, দুধ ৭৫০ লিটার, খেজুর গুড় ১কাপ, চিনি ৩ টেবিল চামচ, কোরা  মালা, এলাচ গুঁড়ো  চা চামচ, ঘি ১ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে সুজি শুকনো খোলায় ভেজে নিন। দু-তিন মিনিট নাড়াচাড়া করার পর এককাপ দুধ দিন। এবার এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ ঘি মিশিয়ে নাড়াচাড়া করে নিন। নাড়তে নাড়তে গা ছেড়ে এলে নামিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। 
পুর করার জন্য নারকেল ও খেজুর গুড় মিশিয়ে ভালো করে পাক দিন। নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সুজির মণ্ড ভালো করে ঠেসে নিন। গোল বাটির আকারে গড়ে ভিতরে নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে নিন। এবার হাফ লিটার দুধ ঘন করে এলাচ থেঁতো করে দিন। তারপর পুলি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। যখন পুলিগুলো ভেসে উঠবে তখন খেজুর গুড় দিয়ে মিনিট তিন চারেক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু সুজির দুধপুলি।
16th  January, 2021
আইটিসি রয়্যাল বেঙ্গলে
 পদে পদে দক্ষিণী স্বাদ

আইটিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড মার্কেট প্যাভেলিয়ন রেস্তরাঁয় চলছে অন্ধ্রপ্রদেশের মেনু নিয়ে ফুড ফেস্ট ‘সিরকার রুচুলু’। নর্দার্ন সিরকার-এর বিশেষ খাবার থাকছে এই ফুড ফেস্টে। সেই উপলক্ষে সেলিব্রিটি শেফ প্রবীন আনন্দ এসেছেন কলকাতায়। তাঁর সঙ্গে কথা বলে অন্ধ্রপ্রদেশের খাবারের বিশেষত্ব জানলেন কমলিনী চক্রবর্তী। সঙ্গে তিনটি রেসিপি।
বিশদ

16th  January, 2021
জে ডব্লু ম্যারিয়টে সিজলিং নাইটস

জে ডব্লু ম্যারিট হোটেলে সেই সুযোগই পাবেন। হিমেল হাওয়া গায়ে লাগিয়ে একটু ভিন্ন স্বাদে সন্ধেটা কাটাতে পারেন বার-বি-কউ আর সিজলারের সঙ্গে। বিশদ

16th  January, 2021
অচেনা স্বাদে পায়েস

শীত মানেই বাহারি পায়েস। আজ তেমনই কয়েক পদ পায়েসের রেসিপি থাকছে যা স্বাদে অপরিচিত। রেসিপি দিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বিশদ

09th  January, 2021
ফেলনা উপকরণে
সুস্বাদু পদ

ফুলকপির ডাঁটা, কাঁচাকলার খোসা সাধারণত আমরা ফেলেই দিই। কিন্তু এই ধরনের উপকরণ দিয়েও বানানো যায় সুস্বাদু নানা পদ। তেমনই কয়েকটি রান্নার রেসিপি দিলেন দেবারতি রায়। বিশদ

09th  January, 2021
রেস্তরাঁর খবর

ব্রিটিশ আমলে দক্ষিণ ভারতের পশ্চিম প্রান্ত নর্দার্ন সিরকার হিসেবে চিহ্নিত ছিল। সেখানকার খাওয়াদাওয়ার বিশেষত্ব ও গুণের কদর করত গোটা দক্ষিণ ভারত।  স্বাধীনতার পর বঙ্গোপসাগরের পশ্চিম দিকের এই অংশটির মাদ্রাজ নামে পরিচিত হয়ে ওঠে, বর্তমানে যা চেন্না‌ই নামে খ্যাত। বিশদ

09th  January, 2021
দেশি বিদেশি পদে পাস্তা

পাস্তা মানেই যে শুধু ইংলিশ স্টাইল খানা তা কিন্তু নয়। দেশি স্বাদেও তা রান্না করতে পারেন। পাস্তার দেশি ও বিদেশি কয়েকটি রেসিপি দিলেন মনীষা দত্ত। বিশদ

02nd  January, 2021
পুষ্টিতে ভরা স্যালাড

করোনাকালে এমন স্যালাড বাড়িতেই বানাতে পারেন যা আপনার ইমিউনিটি বাড়াবে। পুষ্টিতে ভরপুর কিছু আমিষ ও নিরামিষ স্যালাডের রেসিপি দিলেন মণিকাঞ্চন দে। বিশদ

02nd  January, 2021
ভিন্ন স্বাদে বর্ষবরণ

নতুন বছর মানেই নিত্যনতুন খাওয়াদাওয়ার আনন্দ। শহর জুড়ে নানা রেস্তরাঁয় চলছে হরেক মেনুর আয়োজন। কোথায় কেমন খাবার পাবেন? খরচই বা কত? থাকছে তারই খোঁজখবর।  বিশদ

02nd  January, 2021
ফ্লুরিজে ফেস্টিভ মেনু

নতুন বছরকে স্বাগত জানান ফ্লুরিজের সঙ্গে। শুধু কেক বা কুকিজই নয়, বছরের শুরুতে নোনতা স্বাদে স্যুপও বানাতে পারেন। মিষ্টি-নোনতায় মোড়া নানা রেসিপি আপনাদের জন্য সাজিয়ে দিলেন এগজিকিউটিভ শেফ বিকাশ কুমার।   বিশদ

02nd  January, 2021
বড়দিনে রোস্টেড
চিকেন ও টার্কি

ক্রিসমাস লাঞ্চ মানেই রোস্টেড চিকেন অথবা টার্কি। ঘরোয়া উপায়ে এই ধরনের বিদেশি মেনু বাড়িতেই রাঁধার রেসিপি জানালেন শ্রাবণী রায়। বিশদ

19th  December, 2020
ক্রিসমাস কেক ও পুডিং

ক্রিসমাস মানেই বাঙালির ঘরে ঘরে বাহারি কেকের মেলা। এখন আবার তারই সঙ্গে যুক্ত হয়েছে পুডিং। বাড়িতে কেমন কেক ও পুডিং বানিয়ে তাক লাগাবেন সকলকে? রেসিপি দিলেন মণিকাঞ্চণ দে। বিশদ

19th  December, 2020
রেস্তরাঁর  খবর 

ক্রিসমাস ও নিউ ইয়ারকে স্বাগত জানাতে এখন বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় চলছে  রকমারি অফার। আছে অনলাইন এবং হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই নিয়ে প্রতিবেদনে চৈতালি দত্ত। বিশদ

19th  December, 2020
বর্মা বর্মা রেস্তরাঁয়
খাবারের ভিন্ন স্বাদ

একটু অন্য ধরনের খাবার খেতে চাইলে বর্মা বর্মা রেস্তরাঁয় যেতে পারেন। চেনা উপকরণে অচেনা স্বাদের রান্না পাবেন সেখানে। রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ তিন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি সাজিয়ে দিলেন আপনাদের জন্য।  বিশদ

12th  December, 2020
কুকিজ এখন হোমমেড

ঘরোয়া উপকরণ দিয়ে কুকিজ বানাতে পারেন বাড়িতে। রেসিপি সহযোগিতায় সোমা রায়চৌধুরী। বিশদ

12th  December, 2020
একনজরে
শনিবার অসমে জমির পাট্টা বিলির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক লক্ষের বেশি ভূমিহীনকে পাট্টা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে অসম সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন, ‘দশকের পর দশক ধরে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেঁচে রয়েছেন বহু মানুষ। ...

চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ২৬ শতাংশ ব্যবসা বাড়াল বন্ধন ব্যাঙ্ক। গত আর্থিক বছরের ওই সময়ের নিরিখে এই বৃদ্ধি হয়েছে। ডিসেম্বর শেষে ব্যাঙ্কের ঋণ ও জমা মিলিয়ে মোট অঙ্ক দাঁড়িয়েছে ১.৫১ লক্ষ কোটি টাকা। ...

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ২৮ জন। জখম ৭৩ জন। বৃহস্পতিবার বাগদাদের ব্যস্ততম তায়ারান স্কোয়ারে পুরনো জামাকাপড়ের বাজারে পরপর এই হামলা চালানো ...

ভোট ঘোষণা না হলেও রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট প্রচারের প্রস্তুতি হিসেবে অনেকে আগে থেকেই দেওয়াল দখল শুরু করেছে তৃণমূল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। তবে তা বাস্তবায়িত হওয়াতে সমস্যা আছে। লৌহ ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু
১৮৯৭ - কবি, লেখক সঙ্গীতশিল্পী তথা সুরকার দিলীপকুমার রায়ের জন্ম
১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
১৯০১: রানি ভিক্টোরিয়ার মৃত্যু
১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
১৯৭২: অভিনেত্রী নম্রতা শিরোদকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.১২ টাকা ৭৩.৮৩ টাকা
পাউন্ড ৯৮.১২ টাকা ১০১.৫৯ টাকা
ইউরো ৮৬.৯৪ টাকা ৯০.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৭২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৭,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৭,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ মাঘ ১৪২৭, শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, নবমী ৩০/১৮ রাত্রি ৬/৩০। ভরণী নক্ষত্র ৩০/৪৪ রাত্রি ৬/৪০। সূর্যোদয় ৬/২২/৩৩, সূর্যাস্ত ৫/১৩/৫১।  অমৃতযোগ দিবা ৭/৫৯ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/১৯ মধ্যে পুনঃ ৩/৪৫ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৭ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে ৪/৩৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/৩৭ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৩১ গতে ১০/১০ মধ্যে। 
৮ মাঘ ১৪২৭, শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, নবমী রাত্রি ৫/৫৪। ভরণী নক্ষত্র রাত্রি ৬/৩৯। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১৩। অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৮/৩১ গতে ১০/৪৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে ও ৩/৪৩ গতে ৪/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে ও ৪/৩৪ গতে ৬/২৬ মধ্যে। বারবেলা ৯/৮ গতে ১১/৪৯ মধ্যে। কালরাত্রি ৮/৩১ গতে ১০/১০ মধ্যে। 
৮ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিহারের বারসোইতে বেলাইন মালগাড়ি, আটকে একাধিক দুরপাল্লার ট্রেন 

09:38:49 PM

আইএসএল: ইস্ট বেঙ্গলকে ১-০ গোলে হারাল মুম্বই 

09:30:54 PM

বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বৈশালি ডালমিয়া। আজ, শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের ...বিশদ

06:55:00 PM

ময়নাগুড়ির যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে চুরি, চাঞ্চল্য
গতকাল রাতে ময়নাগুড়ির যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে চুরির ঘটনায় ...বিশদ

04:55:05 PM

এক মিনিটের ব্যবধানে হাসপাতালে হাত ধরাধরি করেই মারা গেলেন করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী
ভালোবাসার কাছে হার মানল করোনাও। প্রেমের গল্পে হাত ধরাধরি ...বিশদ

04:53:03 PM

সম্বর্ধিত ভারতীয় ক্রিকেট টিমের সদস্য কোলাঘাটের দয়ানন্দ
শুক্রবার সম্বর্ধনা দেওয়া হল ভারতীয় ক্রিকেট টিমের ম্যাসাজ থেরাপিস্ট কাম  ...বিশদ

04:41:00 PM