শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
এবার তোমাদের পুজোর সম্ভারের প্রত্যেকটা শাড়ি খুব পছন্দ হয়েছে আমার। রং আর ডিজাইনের বেশ চমক আছে— বললেন অঞ্জনা। তারপর একের পর এক সাজবদল চলল। ষষ্ঠীতে অলওভার ঢাকাই ষষ্ঠীর দিন অনেকগুলো পুজোর অনুষ্ঠান গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে। তাই একটু গর্জিয়াস সাজতে হবে। গাঢ় স্টিল গ্রে জমিনের হ্যান্ডলুম তসরে অলওভার ঢাকাই কাজ করা শাড়িটি মনে ধরল অঞ্জনার। লাল আঁচল শাড়িটির আসল ইউএসপি। শাড়িটি ‘তাঁত প্যালেস’ থেকে নেওয়া। এখানে সফট রেশম ঢাকাই, হ্যান্ডলুম ঢাকাই, সফট তসর ঢাকাই, মসলিন ঢাকাই, লিনেন ঢাকাইয়ের নতুন কালেকশন এসেছে।
সপ্তমীর সকালে ধনেখালি
ধনেখালি এখন খুব স্টাইলিশ কনসেপ্টে তৈরি হচ্ছে। গ্রে, ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে তৈরি স্যাটিন বর্ডার ডুরে ধনেখালিটি সপ্তমীর সকালে পরবেন অঞ্জনা। শাড়িটি ‘শ্রীমতী’ বুটিক থেকে নেওয়া।
সপ্তমীর রাতে গঙ্গা-যমুনা
সপ্তমীর রাতে মাস্টার্ড ইয়েলো ও ব্ল্যাক গঙ্গা যমুনা পাড় খাদি কটন পরতে চান অঞ্জনা। পাটলিপাল্লু নকশার শাড়িটি ‘শ্রীদুর্গা স্টোরস’ থেকে নেওয়া। এখানে খুব সোবার ডিজাইনের কটন, হ্যান্ডলুম ও বাংলার তাঁতের সম্ভার এসেছে পুজোর জন্যে।
অষ্টমীর সকালে মাছ কটন
নরম খাদি কটনে কমলাপাড় ও আঁচল। পাড়ের ওপরে ও আঁচল জুড়ে রেশমি মাছের মোটিফ। শাড়িটি ‘মেঘমালা’-র। অঞ্জনা অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটি বাছলেন।
অষ্টমীর রাতে ঢাকাই বুটি
অষ্টমীর রাতে বাংলার তাঁতশিল্পীর হাতে বোনা ঢাকাই বুটি ও ঢাকাই কাজ করা আঁচলের টাঙ্গাইল শাড়ি পরতে মন চায় অঞ্জনার। এমনই একটি মাল্টিকালার্ড রেশম বুটি টাঙ্গাইল পরলেন অঞ্জনা অষ্টমীর সাজে। শাড়িটি ‘আরএমসিএ বসাক’ থেকে নেওয়া।
নবমীতে রেশম কটন
নবমীর সন্ধে এলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। পুজো শেষের ঘণ্টা বাজে মনে। তাই মনকে চাঙ্গা করতে নবমীর সন্ধেতে একটু ঝলমলে সাজে সাজি প্রতি বছর— বলতে বলতে সোনা রঙের রেশম হ্যান্ডলুমটি তুলে নিলেন অঞ্জনা। শাড়িটি পাটলিপাল্লু স্টাইলে বোনা। কুঁচি আঁচল মিড নাইট ব্লু। রেশমের সূক্ষ্ম কারুকাজ করা। শাড়িটি ‘ডালিয়া’ থেকে নেওয়া। জানা গেল এ প্রজন্মের মেয়েদের কথা ভেবে হালকা ও নরম জমিনের ঝলমলে শাড়ি বুনিয়েছেন এরা।
দশমীতে জরি বর্ডার
দশমীর দিন অনেক আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আসেন অঞ্জনার বাড়িতে। তাই আরামদায়ক অথচ জমকালো একটা শাড়ি চাই তাঁর। লাল জমিনের জরি পাড় হ্যান্ডলুম শাড়িটি বেছে নিলেন তিনি। আঁচলে রেশম সুতোয় পাখির মোটিফ নজর কাড়বে সবার। শাড়িটি ‘বসকো’ থেকে নেওয়া। এখানে সব ধরনের শাড়ির প্রচুর স্টক এসেছে পুজোর জন্যে।