শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
দুর্গাপুজো মানেই সারাদিন হইচই। পাড়ায় পাড়ায় ঠাকুর দেখা, বন্ধুবান্ধব জুটিয়ে নিয়ে খাওয়া দাওয়া আর প্রচুর সাজগোজ। বাচ্চা মেয়েদের মতোই এখন ছেলেরাও মেতে ওঠে পুজোর মেজাজে।
বাহারি ফ্রকে লো ওয়েস্ট স্কার্ট স্টাইল
বাচ্চাদের ফ্রকে কোমরে পাবেন নানা রকম বো। কোনওটায় গোলাপফুল, কোনওটায় মুক্তো ছড়ানো। ফ্রকের ডিজাইনে লং জ্যাকেট স্টাইল। ভেতরে স্লিভলেস জর্জেট ফিটেড শর্ট ফ্রক, বাইরে লং স্লিভস, লং জ্যাকেট স্টাইল শ্রাগ। এই শ্রাগে শিফন ফেব্রিক। ফ্রকের অন্য ধরনটি স্কার্টের মতো। দেখলে মনে হবে লো ওয়েস্ট স্কার্টের সঙ্গে টপ বুঝি। আসলে একটাই ফ্রক।
ফিশ টেল শর্ট লেনথ
এবার পুজো কালেকশনে পাবেন ফিশ টেল ফ্রক। কোমরে কুঁচি আর সরু বেল্ট। সামনের দিকে ঝুলটা হাঁটু পর্যন্ত আর পিছনের দিকে ঝুল গোড়ালির সামান্য ওপরে এসে থেমেছে।
স্কার্ট ব্লাউজ সেট
স্কার্ট ব্লাউজ সেটে নেট আর স্যাটিন ফেব্রিকের বাহার। কনট্রাস্ট ব্লাউজে সিকুইন বা পার্ল বিড ওয়ার্ক। স্কার্টের ডিজাইনেও ফিশ টেল।
ফ্লোরাল প্রিন্ট আর পোলকা ডট
মেয়েদের ফ্রকে ফ্লোরাল প্রিন্ট যেমন রয়েছে তেমনই রয়েছে পোলকা ডট। এছাড়া সলিড কালারসও চোখে পড়ল। পোলকা ডটের ক্ষেত্রে কনট্রাস্ট ডিজাইন আর সলিড কালারসের ক্ষেত্রে লালের চাহিদা সবচেয়ে বেশি।
টি-শার্টে হুডি স্টাইল
ছেলেদের পুজো ফ্যাশনে টি শার্ট আর ক্যাজুয়াল শার্টই ট্রেন্ড। টি শার্টে ফুল স্লিভসের চাহিদা বেশি। তার সঙ্গে আবার হুডও পাবেন। আর শার্ট সবই ক্যাজুয়াল। ছোট প্রিন্ট আর কুর্তা স্টাইল শার্ট এবার পুজোয় হিট।
প্যালাজো সেট
প্যালাজোর সঙ্গে কনট্রাস্ট টপ আর ম্যাচিং জ্যাকেট। এই নিয়েই মেতে উঠেছে নিউ মার্কেটের বিভিন্ন দোকান। ৩ থেকে ১৩ বছরের মেয়েদের এটাই পুজোর হিট সাজ। প্যালাজো সেটের রং হালকা হলুদ, গাঢ় লাল বা ঘন সবুজ। এক্কেবারে কুট্টি সোনার পুজোর ফ্রকে পাবেন স্যাটিন টাচ। পার্টি ফ্রকগুলো বিভিন্ন লেয়ারে সাজানো। তাতে স্যাটিনের সঙ্গে নেট ও েলসের বাহারি কারুকাজ লক্ষ করার মতো।
ওয়েস্ট কোট সেট
বাচ্চা ছেলেদের পুজোর ফ্যাশন ওয়েস্ট কোট সেট। শার্ট, ওয়েস্ট কোটের সঙ্গে থাকবে বো টাই। জামাইকান ট্রাউজার এবারও হিট। আর আছে গ্যালিজ সেট। থ্রি কোয়ার্টার ট্রাউজারে পাবেন গ্যালিজ। টি শার্টে পাবেন লেদার লুক। শার্টে এবার কুর্তা স্টাইল। বুকের কাছে তেরছা কাট।