Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল। ব্রিটিশ রাজতন্ত্রের শাসন থেকে প্রথম মুক্ত উপনিবেশের নাম অস্ট্রেলিয়া, সেটা ১৯০১ সালের ঘটনা। আর ভারত স্বাধীনতা অর্জন করেছে ১৯৪৭ সালে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়া এখনও স্বাধীন এবং তারা গণতান্ত্রিক রাষ্ট্রই রয়েছে। সাম্রাজ্যবাদী শাসক হিসেবে পরিচিত ছিল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল প্রভৃতি। তাদের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিপ্রাপ্ত সমস্ত দেশ এখনও সেই অর্থে ‘মুক্ত’ নয়। কারণ এই দেশগুলির নাগরিকরা মানবিক স্বাধীনতা উপভোগ করে না এবং সুষ্ঠু ও স্বাধীনভাবে তাদের পছন্দের সরকার নির্বাচন করতেও সক্ষম নয় তারা। একটি হিসেব বলছে, বিশ্বের জনসংখ্যার মাত্র ২০ শতাংশ স্বাধীনতার সঙ্গে বসবাস করে। সুখের কথা এই যে, ভারতবাসীরা রয়েছেন তাদেরই মধ্যে।
গণতন্ত্র দেওয়া হয় না
গণতন্ত্র দেওয়া হয় না। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে। কিন্তু অতঃপর কয়েক দফায় দেশটি চলে গিয়েছে সামরিক স্বৈরশাসনের অধীনে। আমাদের প্রতিবেশী বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ ছিল। সে-দেশের সামরিক একনায়কতন্ত্রেরই পদানত ছিল তখন। একটি গেরিলা আন্দোলন শক্তি সঞ্চয় করে স্বাধীনতা সংগ্রামের রূপ নেয়। পূর্বব঩ঙ্গের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে হস্তক্ষেপ করেছিল ভারত।  তারই ফলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু ১৯৭৫ থেকে ১৯৯১ সালের মধ্যে বাংলাদেশ শাসন করেন একাধিক সামরিক শাসক। সামরিক শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য সে-দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামি লিগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) হাত মিলিয়েছিল। তার ফলে ১৯৯১ সালে বাংলাদেশে একটি অসামরিক সরকার ক্ষমতায় বসতে পেরেছিল।
শেখ হাসিনা প্রথম নির্বাচিত হন ১৯৯৬ সালে। তিনি ২০০৮, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন। বিরোধী দলগুলি গত নির্বাচন বয়কট করেছিল।  ২০২৪ সালের নির্বাচনের ‘নিরপেক্ষতা ও স্বচ্ছতা’ নিয়ে বিস্তর সন্দেহ ছিল অভিজ্ঞ মহল এবং বিভিন্ন দেশের সরকারের। নীতির প্রশ্নে ভারত মেনেছে সেটাই যেটা রাজনৈতিকভাবে সঠিক (পলিটিক্যালি কারেক্ট)।  
অগ্রগতি মানে সাত খুন মাফ নয়
শেখ হাসিনার জমানায় বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির রেকর্ড করেছে। দেশটির মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি। একই প্রশ্নে টপকে গিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের মতো দক্ষিণ এশীয় দেশগুলিকেও। মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কার পরেই। হাসিনার বাংলাদেশ এই প্রশ্নে ভারত, নেপাল ও পাকিস্তানেরও উপরে ছিল। বাংলাদেশ তাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশুমৃত্যুর হার (আইএমআর) কমিয়ে ২১-২২ করে ফেলেছে, সংখ্যাটি ভারতের ক্ষেত্রে ২৭-২৮! শুধুমাত্র শ্রীলঙ্কায় শিশুমৃত্যুর হার ৭-৮-এরও নীচে (সূত্র: দ্য হিন্দু)। কিন্তু ‘ফ্রিডম হাউস’ তারই পাশে নিন্দা করেছে নির্বাচন, গণমাধ্যমের হাল, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকের ব্যক্তিস্বাধীনতা নিয়ে বাংলাদেশের খারাপ ভূমিকার। শাসকরা ভাবেন, গণতন্ত্রের পতন কিংবা বেকারত্ব, অসমতা ও বৈষম্যের কারণে ক্রমবর্ধমান অসন্তোষ আর্থিক উন্নয়ন দিয়েই ঢেকে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে তেমনটা হয় না। বাংলাদেশের ছাত্রসমাজ মনে করত যে, সরকারি চাকরিতে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তা পক্ষপাতদুষ্ট ও স্বজনপোষণের কারবার। এই নীতির এমন তীব্র বিরোধিতা তারা করলেন যে বন্যার সময় বাঁধ ভেঙে যাওয়ার মতো একটা ব্যাপার ঘটে গেল!   
ইতিমধ্যে বাংলাদেশে অর্থনৈতিক বৃদ্ধির গতি কমে এসেছে, বেড়ে গিয়েছে জিনিসপত্রের দাম এবং সংকট সৃষ্টি হয়েছে চাকরির বাজারেও। শেখ হাসিনার সরকার অবশ্য এসব মানতে চায়নি—স্বৈরাচারীদের এটাই হল আসল রোগ। ‘ট্রিগার’ ছিল সংরক্ষণ নীতি। আন্দোলনকারীরা তারই সঙ্গে দ্রুত জুড়ে দেন দুর্নীতি, পুলিসি বর্বরতা এবং বিচার বিভাগের নিষ্ক্রিয়তার মতো অন্যান্য দীর্ঘকালীন সমস্যাগুলি। এ এক চেনা গল্প বইকি।
খামতি বন্ধ করুন
রাস্তার বিক্ষোভ সবসময় সফল হয় না। এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ থেকে সত্যি সত্যিই সরকারের পতন ঘটায়, যেমনটা হয়েছিল শ্রীলঙ্কায়। এর উল্টো ছবিও দেখেছি আমরা। যেমন হোসনি মোবারক গদি ছাড়তে বাধ্য হওয়ায় ‘আরব বসন্ত’ সফল বলে মনে করা হয়েছিল। কিন্তু তা শেষপর্যন্ত ব্যর্থই হয়েছিল যখন অন্য একজন সামরিক শাসক এসে সেখানকার নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে ক্ষমতা কুক্ষিগত করেন। একটি সুষ্ঠু-স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করার সমস্ত আশা-ভরসা অধিকাংশ মানুষ পুরোপুরি হারিয়ে ফেললেই গণঅভ্যুত্থান ঘটে। নির্বাচনের পর নির্বাচনে, সেই স্বাভাবিক পথটি রুদ্ধ হয়ে গেলে জনগণের বিরোধিতার বানই আছড়ে পড়ে। যাই হোক, রাজপথে বিক্ষোভের একটা বিপজ্জনক দিকও আছে। এই ধরনের প্রতিবাদে যে-কেউ যোগ দিতে পারে। তাতে ভিড়ে যেতে পারে মৌলবাদী বা সন্ত্রাসবাদী গোষ্ঠীর লোকজনও। অনেকের বিশ্বাস, বাংলাদেশের ক্ষেত্রে সেটাই ঘটেছে। এমন পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা বিপন্ন বোধ করতে পারেন।  বিশেষভাবে অরক্ষিত হয়ে পড়তে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা। তাঁদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়গুলিতে হামলা হতে পারে। 
এক্ষেত্রে বাংলাদেশকে ব্যতিক্রম ভাবা যাচ্ছে না। অনেক দেশের মানুষই একই দুর্দশায় পড়তে পারে। গণতন্ত্রের খামতি থেকেই জনগণ তাদের ক্ষোভ রাজপথে উগরে দিতে বাধ্য হয়। এর উত্তর একটাই—এই খামতি পূরণ করতে হবে। এই খামতি দূরীকরণকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এবং তার প্রায় নিখুঁত রূপদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ক্রমবর্ধমান অসন্তোষের সম্মুখীন হয়েছেন ব্রিটেনের একাধিক প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রীদের মধ্যে থ্যাচার, জনসন এবং মে পদত্যাগ করেন। অতঃপর নতুন নেতা নির্বাচন করার সুযোগ দেন তাঁরা পার্টিকে। লিন্ডন জনসন এবং জো বাইডেনের মতো মার্কিন প্রেসিডেন্টরা প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন গ্রহণে অস্বীকার করেছেন। জবাবদিহিতার জায়গা থেকে নেতৃত্বের পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। মেয়াদ সীমা একটা খুব দরকারি জিনিস। সত্যিকারের স্বাধীন ও মুক্ত সংবাদ মাধ্যমই হল সমস্ত ভালোমন্দ প্রকাশের একটা জানালা। সুপ্রিম কোর্টের নির্ভীক ভূমিকা পালনের অবকাশ থাকা দরকার, যাতে শীর্ষ আদালত যেন সদাজাগ্রত প্রহরীর দায়িত্বই পালন করতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সময়সূচি মেনে সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি। গরিব, অবহেলিত ও নিপীড়িত মানুষের ক্ষোভ অসন্তোষ প্রশমনের এটি একটি দারুণ উপায়। আমি মনে করি, প্রতিমাসে সংসদের অধিবেশন বসা উচিত। সেখানে অধ্যক্ষের অযাচিত হস্তক্ষেপ ছাড়াই প্রতিদিন চলা উচিত শাসক এবং বিরোধী উভয় পক্ষের বাগ্‌যুদ্ধ। ডেমোক্রেসি ডেফিসিট বা গণতন্ত্রের খামতির চূড়ান্ত জবাব তো এটাই!
গণতন্ত্রের খামতির জন্য বাংলাদেশকে চরম মূল্য দিতে হয়েছে। এই কারণে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের জন্য আমি শোক প্রকাশ করছি।
 লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত 
12th  August, 2024
গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি ন্যায্য দাবি
হারাধন চৌধুরী

কূর্মপুরাণে বলা হয়েছে, ‘সর্বত্র সুলভা গঙ্গা ত্রিষু স্থানেষু দুর্লভা।/ গঙ্গাদ্বারে প্রয়াগে চ গঙ্গাসাগরসঙ্গমে।।’ অর্থাৎ গঙ্গা সর্বত্র সুলভা হলেও হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গাসাগর—এই তিন স্থানে অতিশয় দুর্লভা। দুর্লভ বস্তুর প্রতিই তো মানুষের আকর্ষণ সর্বাধিক। এছাড়া গঙ্গাই ভারতভূমির আত্মা। বিশদ

‘আবার তোরা মানুষ হ’
শান্তনু দত্তগুপ্ত

অশ্বত্থতলার মোড়ে গেলে এখনও কি ওই নুড়িটা দেখতে পাওয়া যাবে? মাপ করবেন। শিবরাম চক্কোত্তি মহাশয় নিজেই শেষে মত বদল করেছিলেন, আর আমরা তো নেহাৎ ছারপোকা। মনে পড়ল? ওই যে লেখকের হোঁচট-সঙ্গী পাথরটি... উপড়ে একপাশে রেখেছিলেন লেখক। বিশদ

14th  January, 2025
‘ভাইস চ্যান্সেলর’ হবেন ইউজিসির ‘ভাইসরয়’! 
পি চিদম্বরম

প্রকৃতপক্ষে সব সরকারেরই অধিক ক্ষমতার আকাঙ্ক্ষা থাকে। তাই নিজেদের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব নিশ্চিত করার জন্য তারা নতুন নতুন আইন তৈরি করে। এর কারণ এটাই যে শাসকরা ভাবেন, দেশ এবং জনগণের জন্য কোনটা ভালো তা কেবল তাঁরাই জানেন।
বিশদ

13th  January, 2025
স্বামী বিবেকানন্দের হিন্দুত্বই একমাত্র মুক্তির পথ
হিমাংশু সিংহ

‘‘যখন নেতৃত্ব দিচ্ছ তখন সেবা করো, স্বার্থশূন্য হও।’’ এই উপদেশ তিনি দিয়েছিলেন স্বাধীনতার অর্ধশতক আগে। আজ যখন আমরা উন্নত ভারতের স্বপ্ন দেখি, সংবিধানের ৭৫ বছরে নানা বর্ণাঢ্য উৎসব করি, তখন তাঁর ওই ছোট্ট অথচ মহান উপদেশটা কি মনে রেখেছি? বিশদ

12th  January, 2025
গদি বাঁচাতেই যুদ্ধের জিগির, কিন্তু কতদিন?
তন্ময় মল্লিক

‘ভারত ওদের শত্রু এখন বন্ধু পাকিস্তান/ যারা একাত্তরে কেড়েছিল লাখো মা-বোনের সম্মান/ এই হানাদার আজ এই মাটিতে বেঁধেছে আবার ঘর/ ওই নরপশুদের বাবা-দাদা ছিল পাক সেনাদের চর।’ এই গানের রচিয়তা ভারতবর্ষের কোনও গীতিকার নন।
বিশদ

11th  January, 2025
হিন্দুত্ব প্রজেক্ট এবং ভারত-ব্র্যান্ডের ক্ষতি
সমৃদ্ধ দত্ত

দেওয়ালজুড়ে সাজানো হয়েছিল লাল রঙের লাভ সাইন আকৃতির বেলুন। শিশু ও বালক বালিকার দল নিজেদের মতো করে এঁকেছিল যিশুর ছবি। সকলেই পরেছিল সান্টাক্লজের লাল সাদা পোশাক। দিদিমণি এবং বাচ্চারা মিলে গা‌ই঩ছিল ক্রিসমাস ক্যারল। বিশদ

10th  January, 2025
রাশিয়ার মসনদে পুতিনের ২৫ বছর
মৃণালকান্তি দাস

সময়টা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন হঠাৎ তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘নতুন রাজনীতিবিদ, নতুন মুখ আর বুদ্ধিদীপ্ত, প্রাণচঞ্চল ও শক্তিশালী নতুন ব্যক্তিদের নেতৃত্বে রাশিয়াকে নতুন শতকে পা রাখতে হবে।’ বিশদ

09th  January, 2025
মোদির পর কে? নিঃশব্দ যুদ্ধ অমিত ও যোগীর
সন্দীপন বিশ্বাস

ডি এল রায়ের ‘সাজাহান’ নাটকে ঔরংজীব যখন ভাইদের হত্যা করে সিংহাসন দখল করলেন, তখনই তাঁর সেই প্রাপ্তির মধ্যেও জেগে উঠল ভয়ঙ্কর এক আতঙ্ক। ঘুমের মধ্যেও যেন তিনি আঁৎকে ওঠেন। বলেন, ‘কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। বিশদ

08th  January, 2025
বিশ্বাসের পূর্ণকুম্ভে পরীক্ষা হিন্দুত্ব রাজনীতির
শান্তনু দত্তগুপ্ত

চারদিকে শুধুই আখড়া। ছোট, বড়, মাঝারি... পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে না। থমকে দাঁড়াতেই হবে। শৈব, বৈষ্ণব, শাক্ত... কিছুতেই যে আলাদা করা যায় না! ওই তো কানে আসছে ভজন। আর একটু এগোলে রামচরিতমানস পাঠ শোনা যাবে। আর ভেসে আসবে বেদগান। বিশদ

07th  January, 2025
পরিবর্তনের বীজ বপন মনমোহনেরই হাতে
পি চিদম্বরম

গত ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার চলে গেলেন ডঃ মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৯১ সালের ২১ জুন তিনি অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। সেদিনই তাঁর সঙ্গে আমার যোগাযোগের শুরু। তাঁর প্রয়াণের সঙ্গেই অবসান ঘটল আমাদের মধ্যে সেই সুসম্পর্কের।
বিশদ

06th  January, 2025
বাংলাকে ঘিরে সাম্প্রদায়িক চক্রান্ত বন্ধ হোক!
হিমাংশু সিংহ

‘দুনিয়ার হিন্দু এক হও...।’ বাংলাদেশ ইস্যুতে ফায়দা লুটতে আওয়াজ তুলছেন হতাশ দলবদলু নেতা। বঙ্গ বিজেপি’র যেরকম দিশাহারা অবস্থা, তাতে আর কী-বা করার আছে তাঁর। এই স্লোগান হিন্দু ধর্মের স্বার্থে না ঢাল তরোয়াল ছাড়া ভোট বৈতরণী পার করার বাধ্যবাধকতায়? বিশদ

05th  January, 2025
বিজেপির সদস্যতা অভিযান আসলে জুমলা
তন্ময় মল্লিক

আগে জামাকাপড় কেনাকাটার উপর বছরে একবারই ছাড় দেওয়া হতো। বাংলায় যার নাম ‘চৈত্র সেল’। বিক্রি না হওয়া মালপত্রের সদ্‌গতি করাই ছিল লক্ষ্য। বহু মানুষ চৈত্র সেলের অপেক্ষায় থাকত। কিন্তু এখন? মলে, বড় বড় দোকানে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সারা বছরই ‘অফার’ দেওয়া হয়। বিশদ

04th  January, 2025
একনজরে
রাজধানীর আসন্ন নির্বাচন বিজেপি-কংগ্রেসের গোপন আঁতাত প্রকাশ্যে নিয়ে আসবে। মঙ্গলবার এই ভাষাতেই হাত শিবিরকে কটাক্ষ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। ...

পানীয় জলের পাইপলাইন দিয়ে জলের সঙ্গে বের হল আস্ত সাপ। মঙ্গলবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালের গ্রুপ-ডি কর্মীদের কোয়ার্টারে এমন ঘটনায় হইচই শুরু হয়। আতঙ্কে বাসিন্দারা ...

নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়দের বিরুদ্ধে বিচার পর্ব শুরু হল। মঙ্গলবার কড়া নিরাপত্তায় কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে রুদ্ধদ্বার কক্ষে দীর্ঘসময় ধরে ওই শুনানি চলে। ...

২৬ তম বঙ্গভূমি কাপ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক আন্দুলের উর্মিশা দাসের। গত ১২ জানুয়ারি মধ্যমগ্রামে আয়োজিত এই প্রতিযোগিতায় দু’টি বিভাগেই সোনা জিতেছে সে। ক্যারাটের স্বপ্নে ভর করেই আগামী দিনে বাংলা ও দেশকে প্রতিনিধিত্ব করতে চায় একাদশ শ্রেণির এই ছাত্রী। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

ভারতীয় সেনা দিবস
৩৭: রোমের রাজা নিরো জন্মগ্রহণ করেন
১৫৫৯: ইংল্যান্ডের রানি হলেন প্রথম এলিজাবেথ
১৭৫৯: লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়, এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে
১৭৮৪: কলকাতায় প্রতিষ্ঠিত হল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল
১৮৩২: আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন
১৮৭৩: বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন
১৮৭৫: ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ সংক্ষেপে আইএমডি প্রতিষ্ঠিত হয়।
১৮৭৫: কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু
১৮৭৮: লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান
১৯৩৪: ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়
১৯৩৮: ফুটবলার চুনী গোস্বামীর জন্ম
১৯৫৬: বিএসপি নেত্রী মায়াবতীর জন্ম
২০০১: অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু
২০০৯: দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক তপন সিনহার মৃত্যু
 ২০১৮: শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৪.০৫ টাকা ১০৭.৭৪ টাকা
ইউরো ৮৭.৩০ টাকা ৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ মাঘ, ১৪৩১, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫। দ্বিতীয়া ৫২/৩৩ রাত্রি ৩/২৪। পুষ্যা নক্ষত্র ১০/১৩, দিবা ১০/২৮। সূর্যোদয় ৬/২৩/৮, সূর্যাস্ত ৫/৮/৫৮। অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ৯/৫৮ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ৩/০ গতে ৪/২৬ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ১/৫৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৪ গতে ৩/০ মধ্যে। রাত্রি ৮/৪১ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৯/৪ গতে ১০/২৫ মধ্যে পুনঃ ১১/৪৫ গতে ১/৭ মধ্যে। কালরাত্রি ৩/৪ গতে ৪/৪৪ মধ্যে। 
১ মাঘ, ১৪৩১, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫। দ্বিতীয়া রাত্রি ৩/৫২। পুষ্যা নক্ষত্র দিবা ১১/১৯। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ১১/২৯ মধ্যে ও ৩/১০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/১০ মধ্যে এবং রাত্রি ৮/৫০ গতে ১০/৩৩ মধ্যে। কালবেলা ৯/৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৪৭ গতে ১/৭ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৬ মধ্যে।   
১৪ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বেলা বাড়লেও কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুরের  পিংলা

10:26:00 AM

মালদহ টাউন স্টেশন দিয়ে মাদক পাচারের চেষ্টা, পাকড়াও ৩ পাচারকারী
ফের মালদহ টাউন স্টেশন দিয়ে মাদক পাচারের চেষ্টা। জিআরপি'র জালে ...বিশদ

10:24:12 AM

আজ কংগ্রেসের নতুন সদর দপ্তর ইন্দিরা ভবনের উদ্ধোধন, উপস্থিত হলেন প্রিয়াঙ্কা গান্ধী

10:18:00 AM

দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করল পুলিস

10:07:00 AM

মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত গাড়িতে আগুন, আতঙ্ক

09:57:00 AM

আজকের আবহাওয়া
সকাল আর রাতের দিকে হালকা ঠান্ডা। দিনভর শীতের আর দেখা ...বিশদ

09:53:44 AM