Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ট্রাম্প টার্গেট: কিশোর মন বোঝা জরুরি
সমৃদ্ধ দত্ত

আমেরিকার ২০ বছরের এক তরুণের মনের হদিশ এতদিন ধরে কিন্তু কেউ পায়নি। তার স্কুলের প্রাক্তন সহপাঠী, প্রতিবেশী, অভিভাবক সকলেই প্রবল বিস্মিত। এরকম কাজ এই ছেলেটি কীভাবে করতে পারে? আজ পেনসিলভেনিয়ার এক কান্ট্রিসাইডে ঘটে যাওয়া ওই রোমহর্ষক ঘটনা নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা অনেক দূরে আমাদের ঘরে ঘরেও হয়তো হচ্ছে। কিন্তু নিছক ওই ঘটনাটি নয়, আমাদের কাছে অনেক বেশি উদ্বেগজনক হল, ২০ বছরের ওই তরুণকে দেখে নিজেদের আশপাশে কিশোর, তরুণ মনগুলির দিকে এবার ফিরে তাকানোর বার্তা। আমাদের ঘর এবং বাইরের পরিচিত কিশোর কিশোরীদের তীক্ষ্ণ এবং সূক্ষ্মভাবে লক্ষ্য করা প্রয়োজন। তাদের মনের একঝাঁক বদলের ইঙ্গিত নেই তো? কেমন তাদের আচরণ, মনোভাব, সামাজিক স্ট্যাটাস? কেন হঠাৎ এই শঙ্কার বার্তা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশেও কড়া নাড়ছে? কারণ ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা ওই টমাস ম্যাথিউ ক্রুক নামক ২০ বছরের তরুণের স্কুল জীবন এবং সামাজিক যাপনের যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেটাই যথেষ্ট ভীতিপ্রদ। ওরকম প্রবণতা আমাদের স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায় অবিরত হয়ে চলেছে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের সঙ্গে।
২০ বছরের টমাস ম্যাথিউ ক্রক নামক শান্ত, অঙ্কে ভালো, চশমা পরা নিরীহদর্শন তরুণ আসলে ঠিক কেন ডোনাল্ড ট্রাম্প নামক এক মহাশক্তিমানকে হত্যা করার প্ল্যান করল, তার সামান্যতম আঁচ প্রাথমিক তদন্তে এখনও এফবিআই পায়নি। রহস্যের কারণ একঝাঁক হিসেব না মেলা। 
ভোটার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ক্রুকের নাম রিপাবলিকান হিসেবে রেজিস্টার্ড। তাহলে তো সে রিপাবলিকান ভোটার? অথচ সেই ক্রুকই ২০২১ সালে জানুয়ারি মাসে ১৫ ডলারের একটা চাঁদা দিয়েছিল প্রোগ্রেসিভ টার্নআউট প্রজেক্টে। যেটা লিবারাল ভোটার টার্নআউট গ্রুপের প্ল্যাটফর্ম। যার নাম অ্যাক্ট ব্লু। অর্থাৎ গণতান্ত্রিক ও নন রেসিস্ট। 
আবার সেই ক্রুকই ট্রাম্পের দলের সমর্থক ছিল? তাহলে হঠাৎ ঠিক কী কারণে সে ট্রাম্প বিরোধী হয়ে উঠল? কোন ক্রুকটা আসল? 
২০২২ সালে পেনসিলভেনিয়ার বেথেল পার্ক হাইস্কুল থেকে ক্রুক গ্রাজুয়েট হয়। কেমন ছাত্র? ন্যাশনাল ম্যাথ এবং সায়েন্স ইনিশিয়েটিভ তাকে 
৫০০ ডলার পুরস্কারের স্টার অ্যাওয়ার্ড দিয়েছিল। 
মাত্র পাঁচ মাস আগে তার বাবা কিনেছিল এআর ফিফটিন সেমিঅটোমেটিক রাইফেল। কেন? কারণ তিনি এবং ক্রুক দুজনেই স্থানীয় একটি  শ্যুটিং প্র্যাকটিস ক্লাবের সদস্য। 
ডোনাল্ড ট্রাম্প যেখানে ভাষণ দিচ্ছেন তার চারপাশে সিক্রেট সার্ভিসের স্নাইপার ছিল বিভিন্ন বিল্ডিং-এর রুফটপে। ক্রুক সেটা জানবে না এটা হতে পারে না। তাহলে সে এই ঝুঁকি নিল কেন? সে ঠিক কী প্রমাণ করতে চাইছিল? এটাই কি যে, বিশ্বের শ্রেষ্ঠ সিকিউরিটি এজেন্সি সিক্রেট সার্ভিসের থেকেও সে বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি শার্প? সেটা সে সত্যিই প্রমাণ করেছে। সিক্রেট সার্ভিস ঠেকাতে পারেনি ট্রাম্পের আঘাত পাওয়া।  এই ক্রুককেই স্কুলের শ্যুটিং ক্লাস থেকে বাদ দেওয়া হয়েছিল। কারণ তার নাকি নিশানা অত্যন্ত খারাপ! আর আজ সেই ক্রুক দেড়শো মিটার দূরের এক রুফটপ থেকে ট্রাম্পের ডান কানের নীচে লক্ষ্যভেদ করল। ট্রাম্প নিজেই বলেছেন, আমি যদি সেই মুহূর্তে একটা ইমিগ্রেশন নিয়ে একটা চার্ট দেখার জন্য মাথা না ঘোরাতাম, বুলেট লাগত সোজা মস্তিষ্কে। অর্থাৎ ক্রুকের নিশানা সঠিক ছিল। 
ট্রাম্পকে সে রক্তাক্ত করতে পারল! পাল্টা অবশ্যই সিক্রেট সার্ভিসের গুলি হেডশট হয়েছে। ক্রুক তৎক্ষণাৎ প্রাণ হারিয়েছে মাথায় গুলি খেয়ে। কিন্তু সে একঝাঁক প্রশ্ন আর শঙ্কা রেখে গেল মার্কিন গোয়েন্দা, গুপ্তচর আর সিক্রেট সার্ভিসের কাছে। এবং বিশ্বজোড়া মা বাবাদের কাছেও। 
২০ বছরের একটা ছেলে আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সিকে এভাবে ধোঁকা দিতে সক্ষম হল? সে লোন উলফ হয়ে উঠতে চাইল কেন? ক্রুকের মোটিভ তাই এখনও রহস্যে ঢাকা। টানটান এক তদন্তের অপেক্ষায় গোটা বিশ্বের সিকিউরিটি এজেন্সিগুলি।
আমাদের কাছে কেন এই ঘটনা বিপজ্জনক? কারণ আমাদের আশপাশের শান্ত, নিরীহদর্শন কিশোর আর তরুণ মনগুলি সকলের আড়ালে ঠিক কী কী ভাবছে? আমরা তাদের বুঝতে পারছি তো? 
এই প্রশ্ন উঠছে কেন? কারণ আমরা জানতে পারছি পেনসিলভেনিয়ার আপাত নিস্তরঙ্গ এক জনপদে বেথেল পার্ক হাইস্কুলে ক্রুক যখন পড়ত কিছু বছর আগে, তখন সে ছিল প্রায় নিঃসঙ্গ। সম্প্রতি মিডিয়া তার সহপাঠীদের ইন্টারভিউ করেছে। তারা একটি মারাত্মক উদ্বেগের কথা বলেছে। সেটি হল, এই ছেলেটিকে স্কুলে সারাক্ষণ ব্যঙ্গ বিদ্রুপ করা হতো। তাকে নিয়ে হাসাহাসি করত সহপাঠীদের একাংশ। সে যথেষ্ট হ্যান্ডসাম নয়। স্মার্ট নয়। এসব বলা হয়েছিল। আর তাই স্কুলের লাঞ্চ আওয়ারে সে একা বসে থাকত। কেউ তার বন্ধু ছিল না। তার সহপাঠীরা মিডিয়াকে বলেছে, হি ওয়াজ বিং বুলিড অন এভরি ডে, এভরি অকেশন! অর্থাৎ প্রতিদিনই তাকে হেনস্তা করা কিংবা তাকে নিয়ে ব্যঙ্গ করা বাকিদের একটা বিনোদনই ছিল।
আজকাল আমাদের ছেলেমেয়েদের নিয়ে প্রধান উদ্বেগ এবং অভিযোগ হল, তারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। গোটা দিন কেটে যায় স্ক্রিন টাইমে। অথচ কী আশ্চর্য! ক্রুকের কোনও সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ ছিল না। এমনকী তার ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও অ্যাকাউন্ট নেই। ইউটিউব ছাড়া। 
এই যে স্কুলে ক্রমেই বন্ধুহীন হয়ে যাওয়া। এই যে সারাক্ষণ সহপাঠীদের কাছে ব্যঙ্গের শিকার হওয়া, এভাবেই কি ক্রুকের মধ্যে ধীরে ধীরে কোনও অপরাধ মনস্তত্ত্ব তৈরি হয়ে গেল? এই যে স্কুলে তাকে বলা হয়েছিল, সে বন্দুকের নিশানায় ব্যর্থ, তখনই কি সে স্থির করল জীবনে একটা কিছু করে দেখাতে হবে? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থীকে হত্যা করার পরিকল্পনা নিতে তো বিশ্বের যে কোনও কুখ্যাত অপরাধী অথবা সন্ত্রাসবাদী গোষ্ঠীরও বুক কেঁপে যাবে। সেখানে মাত্র ২০ বছরের তরুণ এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে গেল কেন? 
বালক কিশোর, তরুণ মনগুলোকে আমরা খুব বেশি বুঝতে পারছি না। ক্রমেই টেকনোলজি এবং ইলেকট্রনিক্স গ্যাজেটস এসে তাদের আরও দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। মাত্র কয়েক দশক আগে পর্যন্ত জেনারেশন গ্যাপ এত প্রকট ছিল না। দেখা যেত আমাদের অভিভাবকদের যে গান, যে সিনেমা ভালো লাগে, আমাদেরও সেই একই গান সিনেমা ভালো লাগছে। অর্থাৎ কালচারাল মাইন্ডসেট খুব ভিন্ন নয়। হুবহু এক না হলেও, নিকটবর্তী ছিল।  সামাজিক অবস্থান, শিক্ষার প্রণালী, চাকরি-বাকরির প্রক্রিয়া, সবই পিতামাতারা জানতেন সন্তানদের মতোই। 
কিন্তু এখন সফটঅয়্যার, এআই অথবা প্রসেসিং কিংবা নানাবিধ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের সন্তানেরা আদতে ঠিক কী কাজ করে অফিসে গিয়ে, সর্বদা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তারা মোবাইলে কী দেখে আনন্দ পায়? আমরা সর্বদা জানি না। তারা কোন কোন অ্যাপ ব্যবহার করে? আমরা জানি না। ফেসবুক, ইনস্টা জানি, তার বাইরেও অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যা আজকের মিলেনিয়ালস ব্যবহার করে। আমরা বুঝি না হয়তো। 
ঠিক এমতাবস্থায় আমাদের কর্তব্য নিজেদের সন্তানদের সঙ্গে বসে তাদের ক্লাসের সহপাঠীদের সঙ্গে আচরণ সম্পর্কে কথা বলা। তাদের বলা যে, দল বেঁধে বিশেষ কাউকে যেন টার্গেট করে ব্যঙ্গ বিদ্রুপ তথা বুলি করা না হয়। আবার একইসঙ্গে নিজেদের সন্তান কিংবা পরিজনদের কিশোর কিশোরী তরুণদের দিকেও নজর দেওয়া দরকার। কারা খুব একাকী জীবন যাপন করছে? কেন সে একাকী? স্কুলে যেতে চাইছে না কেন? অথবা হঠাৎ কেমন একটা আগ্রাসী, উদ্ধত  মনোভাব কেন? বাইরে সে কোণঠাসা হচ্ছে, সেই কারণেই কি ঘরে আরও বেশি ঔদ্ধত্য দেখাচ্ছে? কাকে বলে ডিপ্রেশন? তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যোগসূত্র বাড়ানো দরকার। এবং সবথেকে বড় ভূমিকা শিক্ষক শিক্ষিকার। তাদের লক্ষ্য রাখতে হবে ক্লাসের ভালো রেজাল্ট করা, খারাপ রেজাল্ট করা, সুন্দর দেখতে, খারাপ দেখতে, বড়লোক, অতটা বড়লোক নয় ইত্যাদি তাবৎ ছাত্রছাত্রীকে সমান চোখে! কারা বদলে যাচ্ছে! কারা একাকী হয়ে যাচ্ছে? 
এই যে কথাগুলো বলা হচ্ছে, এসবই মনোবিদরা বলে থাকেন। আমরা সাধারণ মানুষ। কাউন্সেলিং জানি না। কিন্তু নিজেদের সন্তানদের মন বোঝার চেষ্টা করতেই হবে। সকলে যে টমাস ম্যাথিউ ক্রুকের মতো ভাববে তা অবশ্যই নয়। কিন্তু সেই তরুণ ক্রমেই সকলের অলক্ষ্যে, একাকী জীবন কাটাতে কাটাতে ভয়ঙ্কর অপরাধী হিসেবে আত্মপ্রকাশ করল। 
অ্যাডোলোসেন্টদের বুদ্ধি নেই বলে কথায় কথায় তাচ্ছিল্য করার প্রবণতা আছে আমাদের মধ্যে অনেকের। যা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কতটা জনপ্রিয় এই ব্যাধি? সবথেকে বড় প্রমাণ হল, একজন প্রধানমন্ত্রী পদে থাকা মহাশক্তিশালী নেতা সম্প্রতি লোকসভার মধ্যে তাঁর বক্তৃতায় বিরোধী দলনেতাকে ব্যঙ্গ করার জন্য, বিদ্রুপ করার জন্য এবং হাস্যাস্পদ করে তোলার জন্য বারংবার একটি শব্দ ব্যবহার করেছেন। ‘বালক-বুদ্ধি’।  প্রধানমন্ত্রী নিজেও মনে করেছেন যে, ‘বালক-বুদ্ধি’ শব্দের অর্থ হল, বুদ্ধিহীন নির্বোধ। অনায়াসে কাউকে অপদার্থ হিসেবে আক্রমণ করতে হলে ‘বালক-বুদ্ধি’ বললেই তাহলে উদ্দেশ্য সাধিত হয়? অর্থাৎ বালকেরা বুদ্ধিহীন? 
আমরা সদ্য জানতে পারলাম একটি উদ্বেগজনক সংবাদ। আমাদের রাজ্যের পাঁশকুড়া থানার মাইসোরা পঞ্চায়েতের একটি স্কুলের প্রজেক্ট দেওয়া হয়েছিল ছাত্রদের। দ্বাদশ শ্রেণির এক ছাত্র পুরনো লোহালক্কড় এবং যন্ত্রাংশ দিয়ে একটি বন্দুকের মতো ডিভা‌ইস তৈরি করে স্কুলে নিয়ে এসেছিল। ভৌত বিজ্ঞান শিক্ষক দেখে চমকে যান। পুলিসকে সেই ছাত্র জানিয়েছে, ইউটিউব দেখে সে এটা শিখেছে। দেশের আর্মির হাতে নিজের তৈরি বন্দুক তুলে দিতে চায় সে। খুব ভালো ভাবনা। কিন্তু এভাবে বন্দুক তৈরির চেষ্টা যে অপরাধের তালিকায় পড়ে সেটা হয়তো সে জানেই না। 
বিস্ময়কর এই তথ্য। কেন? কারণ ট্রাম্পকে গুলি করার সময়, টমাস ক্রুকের পরনে যে টি শার্ট ছিল, সেটা একটি ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডনেমের টি শার্ট। ডেমলিশন র‌্যাঞ্চ। সেই চ্যানেলে দেখা যায়, টার্গেটকে কীভাবে গুলি করতে হয়। ম্যানিকুইন অথবা পরিত্যক্ত গাড়িতে হ্যান্ডগান কিংবা রাইফেল দিয়ে গুলি করার প্র্যাকটিস দৃশ্য থাকে ওই চ্যানেলে। পেনসিলভেনিয়ার ক্রুক ওই ইউটিউবের দর্শক। আবার বাংলার এক গ্রামীণ এলাকার ছাত্রও অন্য এক ইউটিউব দেখে শিখেছে কীভাবে বন্দুকের মতো ডিভাইস তৈরি করতে হয়। 
অ্যাডোলোসেন্ট মন কখন, কীভাবে এবং কোথায় প্রভাবিত হবে, সেটা প্রবল রহস্যময়। তারা বুদ্ধিমান। কিন্তু বড়দের দায়িত্ব সেই বুদ্ধিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করা! সেজন্য দরকার তাদের লক্ষ্য করা। উদাসীন না থাকা! আমাদের রাজ্যে ভয়ঙ্কর সব কিশোর অপরাধ কিন্তু বহুবার ঘটেছে!  
19th  July, 2024
বড় ধাক্কা খেতে চলেছেন নরেন্দ্র মোদি
হিমাংশু সিংহ

হিসেব কিছুতেই মিলছে না প্রধানমন্ত্রীর। তৃতীয়বার শপথ নেওয়া ইস্তক কী দেশে, কী বিদেশে। যত মিলছে না, ততই পাল্লা দিয়ে বাড়ছে টেনশন ও সঙ্কট। সেই কারণেই উৎসব মরশুম শুরুর আগে নরেন্দ্র মোদির রাতের ঘুম উধাও। দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট। বিশদ

প্রতিবাদ যেন ‘শোকের উৎসব’ না হয়
তন্ময় মল্লিক

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই চলছে আন্দোলন। বিচারের দাবিতে আন্দোলনে শামিল সর্বস্তরের মানুষ। এমনকী অভয়ার বাবা, মাও। পৈশাচিক ঘটনার দ্রুত বিচার চাইছে বাংলা। জাস্টিস দেওয়ার দায়িত্ব এখন সিবিআইয়ের। বিশদ

07th  September, 2024
দুই সমাজের দূরত্ব কমুক
সমৃদ্ধ দত্ত

সমাজে দুটি শ্রেণি আছে। একটি অংশের পরিবারে নবজাতক অথবা বালক বালিকাদের নাম আজও দেওয়া হয় চাঁপা, জবা, শেফালি, বকুল, কনক, মালতী, লতিকা, রতন, সনাতন, বিজয়, অমল, কানাই, কাশীনাথ, শম্ভুচন্দ্র, নিবারণ, উত্তম, সুবল...ইত্যাদি। বিশদ

06th  September, 2024
ধর্ম আগে, নাকি দেশ? জানে না বাংলাদেশ
মৃণালকান্তি দাস

ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ পলিসি ডিসকোর্সের (বিপিডি)’ ব্যানারে। ১ সেপ্টেম্বর সেই আলোচনা সভার শিরোনাম ছিল ‘পিলখানা হত্যাকাণ্ড: হাসিনা ও ভারতের ষড়যন্ত্র’। তবে এই শিরোনামের উপর আলোচনা হয়েছে সামান্যই। বিশদ

05th  September, 2024
নীতিহীন সমাজে নৈতিকতার আস্ফালন
সন্দীপন বিশ্বাস

একটি মেয়ে আত্মহত্যা করেছে। তার পাশে একটি ডায়েরি পাওয়া যায়।  সেই কেসের তদন্তে পদ্মপুকুর থানা থেকে আসেন সাব ইনসপেক্টর তিনকড়ি হালদার। চন্দ্রমাধব সেনের অভিজাত পরিবারের কেউ কেউ অসহায় মেয়েটির আত্মহত্যার ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত কি না, তারই তদন্তে এসেছেন তিনকড়ি। বিশদ

04th  September, 2024
পুজোয় গরিবের পেটে লাথি মারাটা জাস্টিস তো?
শান্তনু দত্তগুপ্ত

আশ্বিন এলেই বিমল বাদ্যকর ঢাকটাকে নামিয়ে ঝেড়েঝুড়ে রোদে দিয়ে রাখেন। সবার আগে বেশ কিছুক্ষণ ওটির গায়ে হাত বোলান। ঠিক সন্তানের মতো। আগে এই ঢাকই যে ছিল তাঁর অন্নদাতা। সময় বদলেছে। পুজোর কয়েকটা দিন বাদে ঢাক মাচার উপরই বেঁধে রাখা থাকে। বিশদ

03rd  September, 2024
পেনশন নিয়ে দোলাচলে কেন্দ্র, রাজ্য, দল
পি চিদম্বরম

পেনশনের প্রশ্নে, কেন্দ্রের শাসক দলসহ সমস্ত রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রীরা মহা ফ্যাসাদে পড়েছেন।  ভারতের একটি নির্দিষ্ট বয়সের সকল নাগরিক পেনশন পান না। একজন নাগরিকের জন্য পেনশন প্রদানের নিশ্চয়তা দেয় ভারতে এমন কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প নেই।
বিশদ

02nd  September, 2024
বিচার ছেড়ে লাশের রাজনীতি কি অভয়ার প্রাপ্য!
হিমাংশু সিংহ

শুরু থেকেই যে আশঙ্কাটা করছিলাম তাই সত্যি হল। এখন খুন হওয়া চিকিৎসকের বাবা-মাও বোধকরি একমাত্র কন্যার মৃত্যু নিয়ে এই রাজনীতিতে অনুতপ্ত। কারণ একটাই, তাঁদের বিচারের দাবি পথ হারিয়েছে রাজনীতির কর্দমাক্ত কানাগলিতে। লাঠি, আগুন আর অশান্তির ত্র্যহস্পর্শে। বিশদ

01st  September, 2024
‘জাস্টিস চাই’ দাবির আড়ালে...
তন্ময় মল্লিক

‘নেমে গেলেই তো হল না। সবাই নামছে তো। আমরা আছি। নেমে কেওস না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ যদি ভাবে এটার সুযোগ নেবে, সুযোগ নিতে পারে।’ কথাগুলি অরিজিৎ সিংয়ের। প্রসঙ্গ আর জি কর। বিশদ

31st  August, 2024
প্রতিবাদের আগুনে এবার নিজেকেও বদলান
সমৃদ্ধ দত্ত

কোনও একটি ঘটনার প্রেক্ষিতে পারিপার্শ্বিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করলে জানতে পারি সকলেই শুভবুদ্ধিসম্পন্ন।  প্রত্যেকেই ন্যায়বিচারের পক্ষে। প্রত্যেক নারী পুরুষ সৎ। সকলেই নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ যোগ্য এবং প্রশংসিত। বিশদ

30th  August, 2024
আমাদের আরও ‘অ্যানিম্যাল’ চাই!
মৃণালকান্তি দাস

সম্প্রতি সাংবাদিক গীতা পাণ্ডের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিবিসিতে। যেখানে লেখিকা প্রশ্ন তুলেছিলেন, বলিউডের সিনেমা আজও কেন ‘পুরুষতান্ত্রিক’। তিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস বা টিআইএসএস-এর একটি গবেষণা তুলে এনেছিলেন। বিশদ

29th  August, 2024
ডাঃ করের সঙ্গে স্বপ্নভঙ্গ বহু দাতার, কৃতীরও
হারাধন চৌধুরী

জন্মদিন আসে, জন্মদিন যায়। কিন্তু তা মনে রেখে পালিত হয় খুব কম জনের। স্বামীজি, রবীন্দ্রনাথ, গান্ধীজি, নেতাজি, নেহেরু, রাধাকৃষ্ণাণ-সহ হাতেগোনা কয়েকজনকেই আমরা সশ্রদ্ধায় স্মরণ করি। কিন্তু স্মরণীয় মনীষীর সংখ্যা আরও অনেক বেশি। বিশদ

28th  August, 2024
একনজরে
লখনউয়ে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ...

সকালে ৩২টি ওয়ার্ডের রাস্তা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহও করে উলুবেড়িয়া পুরসভা। এবার রাতেও রাস্তা পরিষ্কার রাখার উদ্যোগ নিল তারা। শনিবার রাতে ...

আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়ছে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মুখোমুখি মোহন বাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। দেশের সেরা টুর্নামেন্টের আগে কতটা তৈরি অংশগ্রহণকারী ১৩টি দল। কোচেরা কী বলছেন, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে কাদের দিকে— ...

হরিরামপুরে দু’মাস ধরে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কিশোরীর অভিযোগ পাওয়ার পর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ এলাকায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৮৮৬: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়
১৯২৬: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্ম
১৯৩৩: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জন্ম
১৯৩৯:  হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা  স্বামী অভেদানন্দর  মৃত্যু
১৯৫৬: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম
২০২২: দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি
২০২২: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৩২ টাকা ১১১.৮৭ টাকা
ইউরো ৯১.২৫ টাকা ৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী ৩৬/৫ রাত্রি ৭/৫৯। স্বাতী নক্ষত্র ২৫/১৫ দিবা ৩/৩১। সূর্যোদয় ৫/২৪/৫১, সূর্যাস্ত ৫/৪৩/৪৯। অমৃতযোগ প্রাতঃ ৬/১৪ গতে ৯/৩০ মধ্যে। রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/১৪ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ১/৩৬ মধ্যে। রাত্রি ৬/২৯ গতে ৭/১৬ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ১০/১ গতে ১/৫ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে। 
২২ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী দিবা ৩/৫৫। স্বাতী নক্ষত্র দিবা ১/৭। সূর্যোদয় ৫/২৪, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৬/১৩ গতে ৯/৩০ মধ্যে এবং রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৩ মধ্যে ও ১২/৪৭ গতে ১/৩৭ মধ্যে এবং রাত্রি ৬/৩০ গতে ৭/১৬ মধ্যে ও ১১/৫৭ গতে ৩/৪ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে।
৪ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তুহিনকান্ত পান্ডেকে অর্থসচিবের পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার

07-09-2024 - 11:47:15 PM

মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

07-09-2024 - 11:21:33 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে সস্ত্রীক হাজির অভিনেতা সঞ্জয় দত্ত

07-09-2024 - 11:20:18 PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে দেখা করলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি

07-09-2024 - 11:18:42 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেতা সলমন খান

07-09-2024 - 11:15:13 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেত্রী মাধুরি দীক্ষিত

07-09-2024 - 10:44:53 PM