Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সংবিধান প্রীতির সংসদীয় প্রতিযোগিতা
হারাধন চৌধুরী

বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, হিউম্যারিস্ট স্টিফেন লিকক বলেছিলেন, প্রবাদগুলো নতুন করে লেখা উচিত। কারণ এগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। এমনকী, কিছু প্রবাদ সাম্প্রতিক বাস্তবের বিপরীত ব্যাখ্যাই বহন করছে। প্রবাদ: কাচের ঘরের বাসিন্দাদের কখনোই অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয়। সেখানে স্টিফেন লিককের যুক্তি, বেঁচে থাকতে হলে কাচের ঘরের বাসিন্দারাই ঢিল ছুড়বে এবং অনবরত, যাতে অন্যদের একটা ঢিলও কাচের ঘর ঘেঁষতে না-পারে। প্রবাদটির বক্তব্য আমরা জানি—যাদের কিছু দোষ-ত্রুটি রয়েছে, অন্যের সমালোচনা করা উচিত নয় তাদের। কারণ পাল্টা সমালোচনা শুরু হলে তাদেরই কেচ্ছা বেরিয়ে পড়বে। লিককের তির্যক যুক্তি হল, যারা হাজার দোষে দুষ্ট তাদের ব্রত হওয়া উচিত—অন্যদের সমালোচনায় অনবরত মুখর থাকা, যাতে তাদের বিরুদ্ধে মুখ খোলার অবকাশই কেউ না-পায়! 
সংবিধান হত্যা দিবস বিতর্ক 
সংবিধান বদলে ফেলতে চাইছে বিজেপি। মোদির আমলে দেশে বিরোধী পরিসর লুট হয়ে গিয়েছে, বিরোধীদের বিরুদ্ধে চলছে এজেন্সিরাজ, সব মিলিয়ে কায়েম হয়েছে এক অলিখিত জরুরি অবস্থা। লোকসভা নির্বাচনের প্রচার পর্বে এই প্রশ্নেই সরব হয়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি। কেঁদেকঁকিয়ে ক্ষমতায় ফিরে নরেন্দ্র মোদি ওই আক্রমণের জবাব ফেরানোকেই কতখানি অগ্রাধিকার দিয়েছেন তা আমরা দেখেছি। 
ভারতের গণতন্ত্রে ২৫ জুন একটি স্পর্শকাতর দিন। ১৯৭৫ সালের ওই দিনটিতে ইন্দিরা গান্ধী দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। এবছর লোকসভার স্পিকার নির্বাচনের দিনটি স্থির হয় ওই বিশেষ দিনটির পরদিন, ২৬ জুন। আমরা আরও দেখেছি, স্পিকার নির্বাচনে সংসদ কোনোভাবেই ঐকমত্যে পৌঁছতে পারেনি। ধ্বনি ভোটে ওম বিড়লা পুনর্নির্বাচিত হওয়ার পর তাঁকে কুর্সিতে যৌথভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। উল্লেখ্য, বিরোধী দলনেতা হিসেবে রাহুলের জীবনে দিনটি ছিল প্রথম। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন যে, সংসদকে শাসকের যথেচ্ছাচারের জায়গা আর হতে দেবেন না তিনি। তাঁর দাবি, বিরোধীদের অনেক বেশি বলার সুযোগ দিতে হবে। সংবিধান রক্ষার প্রশ্নে কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ এবার কোনোরকম আপস করবে না। মানুষ, দেশ এবং সংবিধানের প্রতি যেকোনও অন্যায়ের প্রতিবাদকে বিরোধীরা পাখির চোখ করেছে। রাহুল বলেন, ‘‘সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে ঠিকই, কিন্তু বিরোধীদের কাছেও আছে জনগণের আওয়াজ, আর এবার তা অনেক বেশি শক্তিশালী।’’ বস্তুত স্পিকারকে মাধ্যম রেখে এনডিএ সরকারের উদ্দেশে রাহুলের কড়া চ্যালেঞ্জ, ‘‘বিরোধীদের কণ্ঠরোধ করে অগণতান্ত্রিকভাবে হয়তো সভা চলতে পারে, কিন্তু নির্বাচন জানিয়ে দিয়েছে, সংবিধান বাঁচানোর জন্য বিরোধীদের যে বক্তব্য তা শুনতেই হবে।’’
সেইমতো গোটা বিরোধী বেঞ্চও মুখর ছিল সেদিন। ডিএমকে মুখপাত্র টি আর বালু স্পিকারের 
উদ্দেশে একটি স্মরণযোগ্য দার্শনিক মন্তব্য করেন, ‘‘বিড়লাজি, আপনি পদ্ম প্রতীকে জিতে এসেছেন, তাই স্পিকার হয়ে পদ্মফুলের চরিত্রটাও মনে রাখবেন—ফুলটি জলে জন্মায় বটে কিন্তু তার পাতায় জল দাঁড়াতে দেয় না।’’ 
তাল কেটে দিতে সরকার পক্ষের খেলাটি শুরু হয় তার অব্যবহিত পরই। স্পিকার আচমকা জরুরি অবস্থা প্রসঙ্গ পাঠ করতে শুরু করেন। তৎক্ষণাৎ সমস্বরে প্রতিবাদ জানান বিরোধীরা। তাঁরা প্রশ্ন তোলেন, স্পিকার নির্বাচনের মতো একটি শুভদিনে এমন প্রসঙ্গ কেন? কিন্তু ওম বিড়লা তাতে কান না দিয়ে একই গতিতে পড়ে গেলেন, ‘‘কংগ্রেসের তানাশাহি দেশকে সেসময় বরবাদ করে দিয়েছিল। ইন্দিরা গান্ধী বিরোধী নেতাদের জেলে ভরে দেশটাকেই জেলখানা বানিয়ে ছেড়েছিলেন! … ওটা ছিল অন্যায়কাল।’’ 
বিরোধী পক্ষে ফাটল ধরাবার এমন মোক্ষম মওকা মোদিবাবু ছাড়েন কী করে! জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘জরুরি অবস্থার দিনগুলিতে নির্যাতনের শিকার নাগরিকদের সম্মানে উঠে দাঁড়িয়ে নীরবতা, একটি সুন্দর সহবত। জরুরি অবস্থা ৫০ বছর আগের একটি ঘটনা হলেও বর্তমান প্রজন্মেরও তা জানা দরকার। সংবিধানকে পদদলিত করার, জনমত স্তব্ধ করে দেওয়ার এবং প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলার নিকৃষ্টতম দৃষ্টান্ত তখনই তৈরি হয়।’’ 
বিশেষ অধিবেশনেই দিশেহারা দেখা গিয়েছে বিজেপি তথা এনডিএ’কে। মুখরক্ষার বস্তুত কিছুই যে সরকারের হাতে নেই তা বোঝা যায়, অর্ধশতকের পুরনো ঘটনার প্রাসঙ্গিকতা ফেরাবার মরিয়া চেষ্টায়। বিষয়টিকে কেবল সংসদ বিতর্কের গণ্ডিতে বেঁধে রেখেই আর স্বস্তি বোধ করছেন না সঙ্ঘানুগামীগণ। ১২ জুলাই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল, এখন থেকে ২৫ জুন পালিত হবে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে। ওই নির্দেশিকা পোস্টসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ লেখেন, ‘‘১৯৭৫-এর ২৫ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারিসহ গণতন্ত্রের আত্মাকে গলা টিপে হত্যা করেন। অসংখ্য নির্দোষ মানুষকে জেলে ভরা হয়। স্তব্ধ করে দেওয়া হয় সংবাদমাধ্যমকে। তাই সরকার প্রতিবছর ‘সংবিধান হত্যা দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেসময়ে অমানবিক কষ্টের শিকার জনগণের উদ্দেশে উৎসর্গ করা হবে দিনটি।’’ একই পথে হেঁটেছেন প্রধানমন্ত্রীও। এক্স-এ তাঁরও অনুরূপ ‘অমরবাণী’ পড়েছি আমরা। 
বিজেপি এবং সরকারের এই চরম ভণ্ডামি নিয়ে কংগ্রেসের তরফে পাল্টা আক্রমণও অবশ্য অব্যাহত রয়েছে। দলের মুখপাত্র জয়রাম রমেশ লিখেছেন, ‘‘খবরের শিরোনামে আসার জন্যই নন-বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর এটি আর-একটি ভণ্ডামি। একদশক যাবৎ তিনিই অলিখিত জরুরি অবস্থা চালিয়ে এসেছেন। ৪ জুন ভারতের মানুষ তাঁকে ব্যক্তিগত এবং রাজনৈতিক ও অনৈতিক ‘পরাজয়’ উপহার দিয়েছে। দিনটি ইতিহাসে ‘মোদিমুক্তি দিবস’ হিসেবে লেখা থাকবে।’’ প্রধানমন্ত্রীর পাশাপাশি বিজেপি ও সঙ্ঘকে আক্রমণ শানিয়ে জয়রাম যথার্থই লেখেন, ‘‘প্রধানমন্ত্রী ভারতের সংবিধান এবং তার নীতি, মূল্যবোধ ও প্রতিষ্ঠানগুলিকে নিয়মিত আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রীর আদর্শগত পরিবার ১৯৪৯-এ সংবিধান মানতে চায়নি, কারণ তা মনুস্মৃতি থেকে অনুপ্রাণিত নয়।’’ পরে নোটবাতিল প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘এখন থেকে প্রতিবছর ৮ নভেম্বর ‘জীবিকা হত্যা দিবস’ হিসেবে পালিত হবে এবং দ্রুত জারি হবে তার নির্দেশিকা।’  
১৩ জুলাই তীব্র আক্রমণ শানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। এক্স মারফত তাঁর দাবি, ‘‘যাঁরা সংবিধান বিরোধী ও সংবিধানকে মুছে ফেলার কথা বলেন, এই ধরনের নেতিবাচক রাজনীতি তাঁদেরই মানায়। ঐতিহাসিক লড়াইয়ের পর ভারতের জনগণ স্বাধীনতা ও সংবিধান অর্জন করেছে। যাঁরা সংবিধান তৈরি করেছেন এবং তাতে আস্থা রাখেন, তাঁরাই রক্ষা করবেন সংবিধানকে।’’ একইভাবে বিজেপির তীব্র সমালোচনা করেছেন এনসিপি (শারদ) মুখপাত্র ক্লায়েড ক্রাস্তো, ‘‘লোকসভায় এবার ৪০০ আসন পেলে হয়তো ‘সংবিধান বদলি দিবস’ পালন করত বিজেপি! ওদের পরিকল্পনাটি সফল হয়নি বলেই ‘সংবিধান হত্যা দিবস’ পালনের কথা বলেছে।’’ 
ইমারজেন্সি চাপিয়ে দেওয়ার ভুল, ইন্দিরা নিজেই পরে বুঝতে পেরেছিলেন। তাঁর ‘বিশ্বস্ত’ আইনি পরামর্শদাতার চাল তিনি ধরতে পারেননি। এজন্য অনুশোচনাও করেছিলেন তিনি। তবু পাঁচদশকের সেই শুকনো পাঁকে জলসিঞ্চন কী মতলবে? বৃহত্তম গণতন্ত্রের প্রতি শাসকের দায়বদ্ধতার একদশকের রেকর্ড তো ভয়াবহ! তার বিরুদ্ধে ভোটযন্ত্রে গণধিক্কার কি জন্মভূমির কথাই মনে পড়াচ্ছে পদ্মকে? 
অনন্ত প্রতীক্ষা
ভারতের গণতন্ত্র যতদিন না ‘কোয়ালিটি’ অর্জন করে, অনুমান হয় যে, কাচের ঘরের দিকে ঢিল ছোড়াছুড়ির এই খেলা চলতেই থাকবে। তবে এইভাবে সংবিধান রক্ষা পাওয়ার কোনও সুযোগ ও সম্ভাবনা নেই। দেশ ও দেশবাসীকে রক্ষা করাই হল সংবিধানের মূল বার্তা। দেশ থেকে ক্ষুধা নির্মূলকরণ, সবার জন্য সুশিক্ষা, সুস্বাস্থ্য, স্বাস্থ্যকর গৃহ, উপযুক্ত চাকরি বা কাজ এবং বৈষম্যহীন সমাজই হল ভারতের চাহিদা। সাতাত্তর বছরেও এর সবগুলিই অধরা। ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ’—এই ছবিটা বদলে ফেলার ব্যাপারে কোন কোন রাজনৈতিক দল আন্তরিক? হাত তুলুক তারা প্রকাশ্যে এবং বাজে তরজা ছেড়ে অঙ্গীকার মতো কাজটিও করুক। তবেই দেশে প্রকৃত গণতন্ত্র এবং সুখ শান্তির সুস্থায়ী আবহ ফিরবে। আমরা অপেক্ষা করে থাকব, সেই দিনটির জন্যই—নশ্বর দেহে যারা পারব না, দেহান্তরেই!
17th  July, 2024
বড় ধাক্কা খেতে চলেছেন নরেন্দ্র মোদি
হিমাংশু সিংহ

হিসেব কিছুতেই মিলছে না প্রধানমন্ত্রীর। তৃতীয়বার শপথ নেওয়া ইস্তক কী দেশে, কী বিদেশে। যত মিলছে না, ততই পাল্লা দিয়ে বাড়ছে টেনশন ও সঙ্কট। সেই কারণেই উৎসব মরশুম শুরুর আগে নরেন্দ্র মোদির রাতের ঘুম উধাও। দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট। বিশদ

প্রতিবাদ যেন ‘শোকের উৎসব’ না হয়
তন্ময় মল্লিক

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই চলছে আন্দোলন। বিচারের দাবিতে আন্দোলনে শামিল সর্বস্তরের মানুষ। এমনকী অভয়ার বাবা, মাও। পৈশাচিক ঘটনার দ্রুত বিচার চাইছে বাংলা। জাস্টিস দেওয়ার দায়িত্ব এখন সিবিআইয়ের। বিশদ

07th  September, 2024
দুই সমাজের দূরত্ব কমুক
সমৃদ্ধ দত্ত

সমাজে দুটি শ্রেণি আছে। একটি অংশের পরিবারে নবজাতক অথবা বালক বালিকাদের নাম আজও দেওয়া হয় চাঁপা, জবা, শেফালি, বকুল, কনক, মালতী, লতিকা, রতন, সনাতন, বিজয়, অমল, কানাই, কাশীনাথ, শম্ভুচন্দ্র, নিবারণ, উত্তম, সুবল...ইত্যাদি। বিশদ

06th  September, 2024
ধর্ম আগে, নাকি দেশ? জানে না বাংলাদেশ
মৃণালকান্তি দাস

ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ পলিসি ডিসকোর্সের (বিপিডি)’ ব্যানারে। ১ সেপ্টেম্বর সেই আলোচনা সভার শিরোনাম ছিল ‘পিলখানা হত্যাকাণ্ড: হাসিনা ও ভারতের ষড়যন্ত্র’। তবে এই শিরোনামের উপর আলোচনা হয়েছে সামান্যই। বিশদ

05th  September, 2024
নীতিহীন সমাজে নৈতিকতার আস্ফালন
সন্দীপন বিশ্বাস

একটি মেয়ে আত্মহত্যা করেছে। তার পাশে একটি ডায়েরি পাওয়া যায়।  সেই কেসের তদন্তে পদ্মপুকুর থানা থেকে আসেন সাব ইনসপেক্টর তিনকড়ি হালদার। চন্দ্রমাধব সেনের অভিজাত পরিবারের কেউ কেউ অসহায় মেয়েটির আত্মহত্যার ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত কি না, তারই তদন্তে এসেছেন তিনকড়ি। বিশদ

04th  September, 2024
পুজোয় গরিবের পেটে লাথি মারাটা জাস্টিস তো?
শান্তনু দত্তগুপ্ত

আশ্বিন এলেই বিমল বাদ্যকর ঢাকটাকে নামিয়ে ঝেড়েঝুড়ে রোদে দিয়ে রাখেন। সবার আগে বেশ কিছুক্ষণ ওটির গায়ে হাত বোলান। ঠিক সন্তানের মতো। আগে এই ঢাকই যে ছিল তাঁর অন্নদাতা। সময় বদলেছে। পুজোর কয়েকটা দিন বাদে ঢাক মাচার উপরই বেঁধে রাখা থাকে। বিশদ

03rd  September, 2024
পেনশন নিয়ে দোলাচলে কেন্দ্র, রাজ্য, দল
পি চিদম্বরম

পেনশনের প্রশ্নে, কেন্দ্রের শাসক দলসহ সমস্ত রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রীরা মহা ফ্যাসাদে পড়েছেন।  ভারতের একটি নির্দিষ্ট বয়সের সকল নাগরিক পেনশন পান না। একজন নাগরিকের জন্য পেনশন প্রদানের নিশ্চয়তা দেয় ভারতে এমন কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প নেই।
বিশদ

02nd  September, 2024
বিচার ছেড়ে লাশের রাজনীতি কি অভয়ার প্রাপ্য!
হিমাংশু সিংহ

শুরু থেকেই যে আশঙ্কাটা করছিলাম তাই সত্যি হল। এখন খুন হওয়া চিকিৎসকের বাবা-মাও বোধকরি একমাত্র কন্যার মৃত্যু নিয়ে এই রাজনীতিতে অনুতপ্ত। কারণ একটাই, তাঁদের বিচারের দাবি পথ হারিয়েছে রাজনীতির কর্দমাক্ত কানাগলিতে। লাঠি, আগুন আর অশান্তির ত্র্যহস্পর্শে। বিশদ

01st  September, 2024
‘জাস্টিস চাই’ দাবির আড়ালে...
তন্ময় মল্লিক

‘নেমে গেলেই তো হল না। সবাই নামছে তো। আমরা আছি। নেমে কেওস না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ যদি ভাবে এটার সুযোগ নেবে, সুযোগ নিতে পারে।’ কথাগুলি অরিজিৎ সিংয়ের। প্রসঙ্গ আর জি কর। বিশদ

31st  August, 2024
প্রতিবাদের আগুনে এবার নিজেকেও বদলান
সমৃদ্ধ দত্ত

কোনও একটি ঘটনার প্রেক্ষিতে পারিপার্শ্বিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করলে জানতে পারি সকলেই শুভবুদ্ধিসম্পন্ন।  প্রত্যেকেই ন্যায়বিচারের পক্ষে। প্রত্যেক নারী পুরুষ সৎ। সকলেই নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ যোগ্য এবং প্রশংসিত। বিশদ

30th  August, 2024
আমাদের আরও ‘অ্যানিম্যাল’ চাই!
মৃণালকান্তি দাস

সম্প্রতি সাংবাদিক গীতা পাণ্ডের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিবিসিতে। যেখানে লেখিকা প্রশ্ন তুলেছিলেন, বলিউডের সিনেমা আজও কেন ‘পুরুষতান্ত্রিক’। তিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস বা টিআইএসএস-এর একটি গবেষণা তুলে এনেছিলেন। বিশদ

29th  August, 2024
ডাঃ করের সঙ্গে স্বপ্নভঙ্গ বহু দাতার, কৃতীরও
হারাধন চৌধুরী

জন্মদিন আসে, জন্মদিন যায়। কিন্তু তা মনে রেখে পালিত হয় খুব কম জনের। স্বামীজি, রবীন্দ্রনাথ, গান্ধীজি, নেতাজি, নেহেরু, রাধাকৃষ্ণাণ-সহ হাতেগোনা কয়েকজনকেই আমরা সশ্রদ্ধায় স্মরণ করি। কিন্তু স্মরণীয় মনীষীর সংখ্যা আরও অনেক বেশি। বিশদ

28th  August, 2024
একনজরে
নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অন্তত ২০০ জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধাতালিকায় স্থান পায়নি। অথচ ...

রাতের বেলা দামোসের ধারে চলছিল আড্ডা। এমন সময় হঠাৎ আগমন কয়েকজন দুষ্কৃতীর। কিছু বোঝার আগেই এলোপাথাড়ি চলল তিন রাউন্ড গুলি। তাতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে জখম হলেন এক তৃণমূল কর্মী ...

আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়ছে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মুখোমুখি মোহন বাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। দেশের সেরা টুর্নামেন্টের আগে কতটা তৈরি অংশগ্রহণকারী ১৩টি দল। কোচেরা কী বলছেন, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে কাদের দিকে— ...

সম্প্রতি ইউক্রেনের একাধিক শহরে লাগাতার হামলা চালিয়েছে রাশিয়া। এবার পুতিনের দেশকে তার মোক্ষম জবাব দিল জেলেনস্কি বাহিনী। রুশ অধিকৃত খারকিভ অঞ্চলে আকাশ পথে হানায় আগুন ঝরাল ইউক্রেন। সৌজন্যে ‘ড্রাগন ড্রোন’। যা নিমেষের মধ্যে গাছপালা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৮৮৬: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়
১৯২৬: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্ম
১৯৩৩: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জন্ম
১৯৩৯:  হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা  স্বামী অভেদানন্দর  মৃত্যু
১৯৫৬: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম
২০২২: দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি
২০২২: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৩২ টাকা ১১১.৮৭ টাকা
ইউরো ৯১.২৫ টাকা ৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী ৩৬/৫ রাত্রি ৭/৫৯। স্বাতী নক্ষত্র ২৫/১৫ দিবা ৩/৩১। সূর্যোদয় ৫/২৪/৫১, সূর্যাস্ত ৫/৪৩/৪৯। অমৃতযোগ প্রাতঃ ৬/১৪ গতে ৯/৩০ মধ্যে। রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/১৪ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ১/৩৬ মধ্যে। রাত্রি ৬/২৯ গতে ৭/১৬ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ১০/১ গতে ১/৫ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে। 
২২ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী দিবা ৩/৫৫। স্বাতী নক্ষত্র দিবা ১/৭। সূর্যোদয় ৫/২৪, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৬/১৩ গতে ৯/৩০ মধ্যে এবং রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৩ মধ্যে ও ১২/৪৭ গতে ১/৩৭ মধ্যে এবং রাত্রি ৬/৩০ গতে ৭/১৬ মধ্যে ও ১১/৫৭ গতে ৩/৪ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে।
৪ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তুহিনকান্ত পান্ডেকে অর্থসচিবের পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার

07-09-2024 - 11:47:15 PM

মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

07-09-2024 - 11:21:33 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে সস্ত্রীক হাজির অভিনেতা সঞ্জয় দত্ত

07-09-2024 - 11:20:18 PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে দেখা করলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি

07-09-2024 - 11:18:42 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেতা সলমন খান

07-09-2024 - 11:15:13 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেত্রী মাধুরি দীক্ষিত

07-09-2024 - 10:44:53 PM