Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

উপ নির্বাচন ও কিছু মিলে যাওয়া অঙ্ক
শান্তনু দত্তগুপ্ত

দ্রবণকে ব্যাখ্যা করতে গেলে তিনটি ধরন পাওয়া যায়—অসমপৃক্ত, সম্পৃক্ত, আর অতিপৃক্ত। নিছক স্কুলজীবনের বৈজ্ঞানিক শিক্ষা। কিন্তু অবলীলায় একে দৈনন্দিন জীবন, সমাজ এবং রাজনীতিতে চালিয়ে দেওয়া যায়। অতিপৃক্ত শব্দটিকে জীবনের সঙ্গে খাপ খাওয়ালে বলা যেতেই পারে, জল গলার উপর উঠে গিয়েছে। আর গণতন্ত্রে যখন জল গলার উপর উঠে যায়, প্রতিবাদ আছড়ে পড়ে তখনই। কোনও সময় বিক্ষোভ-আন্দোলনে। আবার কখনও ভোটযন্ত্রে। নরেন্দ্র মোদির শাসনকাল যে অতিপৃক্ত স্তরে পৌঁছে গিয়েছে, তার আঁচ লোকসভা ভোটের ফলেই দেখা গিয়েছে। আগুনটা বোঝা গেল দেশের ১৩টি আসনে উপ নির্বাচনের ফল প্রকাশের পর। মহাজোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদের দখলে এসেছে ১০টি আসন। বিজেপির মাত্র দু’টি, আর নির্দল এক। উপ নির্বাচনকে রাজনীতির কারবারিরা খুব একটা গুরুত্ব দিতে চান না। তার প্রধান কারণ দু’টি—১) ভোটদানের হার অপেক্ষাকৃত কম হয়। কারণ, সাধারণ মানুষ এক্ষেত্রে আবার আঙুলে কালি লাগানো খুব একটা পছন্দ করে না। আবার ভোট কেন্দ্রে যাব? আবার লাইন দেব? এত কাজ ফেলে! এমন একটা মানসিকতা কাজ করেই। আর ২) উপ নির্বাচনে শাসকের পাল্লা সব সময়ই ভারী হয়। যাঁরা ভোট দেন, তাঁরা পরিবর্তনের আশায় থাকেন না। আর এই ধরনের ভোটে শাসকের দাপট স্বাভাবিকভাবেই বেশি থাকে। তারপরও এই ১৩টি উপ নির্বাচনের ফল গুরুত্বপূর্ণ কেন? কারণ, এই আসনগুলি অনেক সমীকরণ স্পষ্ট করে দিয়েছে... লোকসভা ভোটের পরও যা নিয়ে খানিক হলেও ধন্দ ছিল।
প্রথম সমীকরণ, ভোট প্রাপ্তির হার
গত দু’বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, সব বিরোধী যদি হাতে হাত মিলিয়ে লড়ে, তার প্রভাব ফলে পড়বেই। কোনওমতেই বিজেপি তথা এনডিএর প্রাপ্ত মোট ভোট বিরোধী জোটের থেকে বেশি হবে না। লোকসভার ফলে দেখা গিয়েছে, মহাজোট ‘ইন্ডিয়া’ সর্বত্র ঐক্যবদ্ধভাবে না লড়েও ৪০ শতাংশ ভোট পেয়েছে। আর এনডিএ ৪২ শতাংশের সামান্য বেশি। তখন অবশ্য বিরোধীদের হাত কামড়ানো ছাড়া কিছু করার ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা অন্ধের মতো মানলে এই অঙ্কটাই হয়তো উল্টো হয়ে যেত। উপ নির্বাচনের ফলই তার প্রমাণ। কারণ, ১৩ আসনে এনডিএ পেয়েছে ৪৬ শতাংশ ভোট, আর ইন্ডিয়া ৫১ শতাংশ। গুরুত্বপূর্ণ হল, দখলে থাকা বেশ কয়েকটি কেন্দ্রই এই দফায় হারিয়েছে বিজেপি। সাতটি রাজ্যের মধ্যে শুধু মধ্যপ্রদেশ এবারও মান বাঁচিয়েছে। আর সেইসঙ্গে পরিষ্কার করেছে একটি অঙ্ক—মধ্যপ্রদেশ বিজেপির জন্য আরও একটি গুজরাত হয়ে গিয়েছে। অর্থাৎ, সেফ স্টেট। সেফ সিট। কিন্তু দু’টি রাজ্যের ভরসায় গোটা দেশের উপর কি কর্তৃত্ব ফলানো যায়?
দ্বিতীয় সমীকরণ, বাংলা সত্যিই দূরঅস্ত
ইস্যু না থাক, প্রচার কম ছিল না। সন্দেশখালি, নিয়োগ দুর্নীতি, সিএএ—ঢাক পিটেছে প্রচুর। কিন্তু ভোটের কাজে আসেনি। তার প্রমাণ, উপ নির্বাচনে বিজেপির তিনটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে রয়েছে রায়গঞ্জও। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম দিনাজপুরের কেন্দ্রটি দখলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি বাংলার মানুষকে বোঝাতে পেরেছেন, পরিষেবার কোনও বিকল্প হয় না। রাজনীতি যতদিন থাকবে, ততদিন কাদা ছোড়াছুড়িও থাকবে। কিন্তু ভোটারকে বিচার করতে হবে, কোন পার্টি বা কোন সরকার তাদের দৈনন্দিন পরিষেবা নিশ্চিত করছে। ভোট হবে তারই উপর। প্রতিষ্ঠান বিরোধিতা বলে কি তাহলে কিছুই নেই? সেটাও আছে। তবে বাংলায় তা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেনি। এই রাজ্যে একমাত্র সামাজিক প্রকল্পের সৌজন্যে মানুষের হাতে টাকার জোগানের অভাব নেই। প্রান্তিক শ্রেণির মানুষ না খেতে পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় না। এই বাংলাতেই মুখ্যমন্ত্রী জনসমক্ষে তাঁর দলের নেতা-মন্ত্রীদের ধমক দিতে পারেন। বলতে পারেন, মানুষকে পরিষেবা দিতে টালবাহানা করলে বা টাকা খেলে ছুড়ে ফেলে দেব। উপ নির্বাচনেও ৪-০ ফল মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পেরেছেন কারণ মানুষ বুঝেছে, ধর্মের নামে রাজনীতি ও বিভাজনে পেট চলবে না। তাতে সমাজের গায়ে কয়েকটা কালো দাগই পড়বে। আর এমন দাগ দামি ডিটারজেন্ট দিয়ে ঘষেও ওঠানো সম্ভব নয়। তাই ২০১৮ সালের পর প্রত্যেক ভোটে গেরুয়া ব্রিগেডের প্রাপ্ত ভোটের হার কমছে। তৃণমূলের ভোট কিন্তু কমেনি! বরং বেড়েছে। তাহলে কাদের ভোটব্যাঙ্কে বিজেপির রমরমা? এবারের উপ নির্বাচন আরও একবার সমীকরণটা স্পষ্ট করে দিল। বামের ভোট রামের সমীকরণ। 
তৃতীয় সমীকরণ, ধর্মের নামে আর ভোট নয়
অযোধ্যা হারিয়েছিল। বারাণসী স্বয়ং প্রধানমন্ত্রীর জয়ের ব্যবধান দেড় লক্ষে নামিয়ে এনেছে। আর উপ নির্বাচনে বদ্রীনাথও দেখিয়ে দিল, হিন্দুত্বে বিজেপির কপিরাইট নেই। সবটা ধাপ্পা। অথচ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার পর থেকেই হিন্দুত্ব রাজনীতিতে পুরোপুরি ঢুকে পড়েছিলেন নরেন্দ্র মোদি। কংগ্রেস ক্ষমতায় এলে আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে, আপনাদের জমি কেড়ে মুসলিমদের দিয়ে দেবে... এই ধরনের মন্তব্য আকছার শোনা গিয়েছে তাঁর গলায়। তারপরও অবশ্য নির্বাচন কমিশন নরেন্দ্র মোদির প্রচার ব্যান করেনি। তিনি বহাল তবিয়তে বিভাজনের সাঁকো নেড়ে গিয়েছেন। বিরোধীরা এখন কটাক্ষ করছে, তারই ফল মিলছে। মানুষ বুঝে গিয়েছে, ধর্ম ধরে ঝুলে থাকলে মোদিজির ভোট বাড়তে পারে। কিন্তু চাকরি মিলবে না। মূল্যবৃদ্ধিও নিয়ন্ত্রণে আসবে না। তাহলে উপায় কী? সংস্কার এবং ২৫ বার্ষিকী পরিকল্পনার বাণীবর্ষণ ভুলে জনসেবায় নামতে হবে। অর্থাৎ, জনমুখী প্রকল্প। জনমুখী বাজেট। ১৪০ কোটি জনসংখ্যাকে সংস্কার বোঝানো, কিংবা সচেতন করা সম্ভব নয়। আপনি আজ না খেয়ে থাকুন, ২৫ বছর পর আপনার সন্তান অনেক খেতে পারবে—এই যুক্তি দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষ মানবে কেন? আর এই আদর্শবাদী প্রতিশ্রুতিতে তো এখন আর উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণিই বিশ্বাসী নয়। সৌজন্যে কোভিড ও লকডাউন। ওই দুটো বছর আমাদের শিখিয়েছে, বাঁচতে হবে এখনই। কাল মহামারীতে সব উজাড় হয়ে যেতে পারে। তাই সমাজের মাঝের আর শেষের চাকার হাতে টাকার জোগান যত কমেছে, তারা ততই অসহিষ্ণু হয়েছে। বাড়ির অশান্তি, মূল্যবৃদ্ধি, চাকরি হারানোর জ্বালা তারা মাইক নিয়ে প্রচার করতে পারে না। কিন্তু সেই আগুন উগরে দেওয়ার জন্য একটা মাধ্যম তো চাই! সেটাই হল ইভিএম। 
চতুর্থ সমীকরণ, কংগ্রেসের পুনরুত্থান
নরেন্দ্র মোদি প্রায় খরচের খাতায় ফেলে দিয়েছিলেন কংগ্রেসকে। গত ১০ বছরে রাহুল গান্ধী ছিলেন তাঁর কাছে নিত্য খোরাক। সংসদের অন্দরে হোক বা বাইরে, রাহুলকে নিয়ে কথা বলতে গেলে বিশেষ আমোদ হতো মোদিজির। এবারও ভোটের আগে বলেছিলেন, চব্বিশের ভোটের পর কংগ্রেসকে গ্যালারিতে বসতে হবে। জনমত অন্য কথা বলল। কংগ্রেস কিন্তু রীতিমতো বেগ দিয়েছে গেরুয়া শিবিরকে। এবং এখনও দিচ্ছে। চলতি উপ নির্বাচনের ফলেও চারটি আসন জিতেছে তারা। উত্তরাখণ্ড ও হিমাচল—প্রত্যেক রাজ্যে দু’টি করে। অর্থাৎ হিসেবটা পরিষ্কার, হিন্দি বলয়ে বিজেপির আধিপত্যে সরাসরি ভাগ বসিয়ে দিয়েছে কংগ্রেস। এর কৃতিত্ব কি রাহুল গান্ধীর? তা কিন্তু পুরোটা নয়। এর বেশিটাই বিরোধী জোটের। এক ছাতার তলাই দাঁড়িয়ে লড়াইয়ের। আর কিছুটা প্রিয়াঙ্কা গান্ধীর। মানুষ এই একজনকে এবার বিশ্বাস করেছে। মনে করেছে, 
এঁকে ভরসা করা যায়। তাই রাহুল গান্ধী তথা কংগ্রেস যত বেশি এই শর্ত দুটো মনে রাখেন, ততই মঙ্গল। এনডিএ সরকার কতদিন টিকবে? আস্থাভোট হবে কি না, এসব প্রশ্ন এখন অপ্রাসঙ্গিক। কিন্তু একটা বিষয় নিশ্চিত—ভারতের জাতীয় রাজনীতির পুরো সমীকরণটাই এখন দাঁড়িয়ে আছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কুশীলবদের উপর। রাহুল গান্ধীর উপর। বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে বিরাট কোহলি কিন্তু নরেন্দ্র মোদির সামনেই বলেছিলেন, ‘অহঙ্কার প্রত্যেককে সাফল্য থেকে দূরে ঠেলে দেয়।’ তাঁর এই মন্তব্যটা শুধু ক্রিকেট নয়, রাজনীতি থেকে অর্থনীতি—সর্বত্র প্রযোজ্য। ২৪০ আসনে থমকে যাওয়ার পর আশা করা যায় নরেন্দ্র মোদি এই সারসত্যটা বুঝে গিয়েছেন। আর না বুঝলে? মনে করিয়ে দেওয়ার লোক কাছেপিঠেই অপেক্ষা করছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে পাশে দাঁড় করিয়ে যোগী আদিত্যনাথও কিন্তু বলেছেন, ‘অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহঙ্কারই আমাদের ডুবিয়েছে।’ তাই মোদিজি, মুষল হইতে সাবধান।
16th  July, 2024
‘বেগমপাড়া’ এক অবৈধ স্বর্গরাজ্য!
মৃণালকান্তি দাস

টরন্টোর পাশে লেক অন্টারিওর তীরের এক ছোট্ট শহর। মিসিসাগা। বছর দশেক আগে শহরের একটি বড় কন্ডোমিনিয়াম (বহুতল ভবন) হঠাৎ করেই কানাডার সংবাদমাধ্যমের নজরে আসে। সেই কন্ডোমিনিয়ামে মূলত থাকেন দক্ষিণ এশিয়া থেকে যাওয়া বহু অভিবাসী পরিবার। বিশদ

প্যারিসের ওলিম্পিক্স ভিলেজ যেন পাশ্চাত্যের বস্তি
সন্দীপন বিশ্বাস

ওলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ক্রীড়াবিদদের চমকে দেওয়া পারফরমেন্স, টান টান লড়াই, রেকর্ড ভাঙার অদম্য ইচ্ছা, পদক জয়ের জন্য নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা— এসব দেখে মনে হয় ওলিম্পিক গেমস সত্যিই গ্রেটেস্ট শো অন আর্থ। বিশদ

21st  August, 2024
জাস্টিস ফর আর জি কর
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি অভয়ার আসল নাম জানেন? তার হাতের লেখা কেমন ছিল? কিংবা তার ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর? মৃত্যুর পর কেমন দেখতে হয়েছিল তাকে? হয়তো জানেন। সৌজন্যে? সোশ্যাল মিডিয়া। অথচ, এমন কোনওটাই আপনার-আমার জানার কথা ছিল না। বিশদ

20th  August, 2024
সেবি: মাধবীর পদত্যাগ ও নতুন তদন্ত জরুরি
পি চিদম্বরম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উদ্ঘাটিত কাহিনির প্রতি বাণিজ্যিক এবং অর্থনৈতিক দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করেছে। 
বিশদ

19th  August, 2024
রাজনীতি থামিয়ে দ্রুত বিচার চাই
হিমাংশু সিংহ

আর জি কর হাসপাতালে যা ঘটেছে তা বাঙালির কাছে লজ্জার। মানবতার এমন পরাজয়ে মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের সবার। শিউরে উঠেছে বিবেক। রবীন্দ্রনাথের বাংলায় মানুষ কি দিনদিন পশু হয়ে যাচ্ছে? অল্পবয়সি এক ডাক্তারের এমন মর্মান্তিক পরিণতি আমাদের যত্নে লালন করা বাঙালি অস্মিতাকেই সজোরে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে যাবতীয় বোধ, বুদ্ধি, অনুভূতি। বিশদ

18th  August, 2024
এবার নতুন চক্রান্ত: বাঙালি খেদাও
তন্ময় মল্লিক

আর জি করের ঘটনায় উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে বাংলা। ন্যায়বিচারের দাবিতে শুধু চিকিৎসকরাই নন, গোটা রাজ্য এককাট্টা। অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা  বেরিয়ে আসবে সিবিআই তদন্তে। বিশদ

17th  August, 2024
শুধুই এক টুকরো ত্রিবর্ণের আবেগ?
মৃণালকান্তি দাস

তিষশাস্ত্রবিদরা বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটা নাকি শুভ নয়! তাই ১৪ তারিখ রাত এগারোটা বাজার আগেই দিল্লিতে গণপরিষদের সভা বসেছিল। বিশদ

15th  August, 2024
নতুন ছবি, ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুরা!
হারাধন চৌধুরী

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস। রাত পোহালেই স্বাধীনতা দিবস ভারতের। ৭৭ বছর আগে এক ভারত পৃথগন্ন হয়ে এই দুটি তারিখে নতুন রাষ্ট্রিক পরিচয় গ্রহণ করেছিল। আর এই দিনদুটির মাঝখানে দোলাচলেই ছিল সাবেক ‘পূর্ব পাকিস্তান’। বিশদ

14th  August, 2024
কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায়
শান্তনু দত্তগুপ্ত

নির্ভয়াকে মনে আছে আমাদের? সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী। বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে। দোষের মধ্যে, রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেবারও এসেছিল।
বিশদ

13th  August, 2024
গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল।
বিশদ

12th  August, 2024
‘মৌলবাদী’ বাংলাদেশ বড় বিপদ পশ্চিমবঙ্গের কাছে
হিমাংশু সিংহ

ভুলটা কার? শুধুই হাসিনার? নাকি মাত্র সাত মাস আগে সেদেশের নির্বাচনে একতরফা জয়ের পর শাসক আওয়ামি লিগের দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে প্রতিবেশী ভারতের গোয়েন্দা ব্যর্থতাও ওতপ্রোতভাবে জড়িত! প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিদেশের মাটিতে সম্ভ্রম জাগানো ‘র’ তাহলে কী করছিল, বিন্দুবিসর্গও টের পায়নি?
বিশদ

11th  August, 2024
এটা কি অন্নদাতাদের সম্মান, না অপমান!
তন্ময় মল্লিক

‘লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান।’ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি-অর্থনীতিবিদদের সম্মেলনে এই মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা বলার কারণ? দেশের কৃষকরা যে তাঁর আমলেই সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেটা বিশ্ববাসীকে বোঝানো। বিশদ

10th  August, 2024
একনজরে
ঘাটাল ব্লকের একের পর এক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অব্যাহত। এবার বীরসিংহ সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূল তাদের জয় সুনিশ্চিত করতে চলেছে।  ...

বুধবার পেভার ব্লকের রাস্তার কাজকে ঘিরে দু’পক্ষের গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে। ঘটনায় জখম হয়েছেন অন্তত তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের চিকিৎসার ...

করোনা-পরবর্তীকালে রাজ্যে আবাসন শিল্পকে চাঙ্গা রাখতে একাধিক উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর ঘোষণা করে যে, ক্রেতারা স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় পাবেন। সার্কেল রেটে ...

ছাত্র আন্দোলনের জেরে রাজনৈতিক পালাবাদল ঘটেছে বাংলাদেশে। এবার অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশেই ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার উপক্রম। আন্দোলনকারী ছাত্রদের দাবির মুখে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা শুরু হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও ব্যবসাদি কর্মে অর্থাগম বেশি হবে। লেখাপড়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে গতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মাদ্রাজ (চেন্নাই) দিবস, ভারত
১৬৪২: ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু
১৬৩৯: মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৮১৮: ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর মৃত্যু
১৯১১: গায়ক দেবব্রত বিশ্বাসের জন্ম
১৯১৫: অভিনেতা শম্ভু মিত্রের জন্ম
১৯৩২ : বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে
১৯৫৫: রাজনীতিক ও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জীবীর জন্ম
১৯৮৯: নেপচুন গ্রহে প্রথম বলয় দেখা গেল
২০০০: বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক  অরুণ মিত্রর মৃত্যু
২০০৫: রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা ও সংগীত-নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী  অমিতা সেনের (আশ্রমকন্যা) মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৯ টাকা ৮৪.৭৩ টাকা
পাউন্ড ১০৭.৪৯ টাকা ১১১.০২ টাকা
ইউরো ৯১.৬৬ টাকা ৯৪.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া ২১/৮ দিবা ১/৪৭। উত্তরভাদ্রপদ নক্ষত্র ৪১/৫৫ রাত্রি ১০/৬। সূর্যোদয় ৫/১৯/৩৫, সূর্যাস্ত ৫/৫৯/২৫। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৯ গতে ১/৪ মধ্যে।    
৫ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া সন্ধ্যা ৫/৫০। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। কালবেলা ২/৫২ গতে ৬/৩ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে। 
১৭ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

21-08-2024 - 11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

21-08-2024 - 10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

21-08-2024 - 10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

21-08-2024 - 10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

21-08-2024 - 10:02:32 PM

এনসিপি প্রধান শারদ পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার

21-08-2024 - 09:32:44 PM