Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

গদাইচরে এখনও আটকে শতাধিক

সংবাদদাতা, মানিকচক: তিনদিন আগে প্রশাসন উদ্ধার করে বাঁধে থাকার ব্যবস্থা করলেও পর্যাপ্ত ত্রাণ এবং খাবার না পেয়ে জলবন্দি বাড়িতে ফিরে যেতে বাধ্য হলেন দুর্গতরা। ভূতনির গদাইচরে আটকে থাকা শতাধিক বাসিন্দা এখন দুর্ভোগের জন্য প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন। যদিও প্রশাসনের দাবি, গদাইচরের বাসিন্দাদের অভিযোগ ভিত্তিহীন। পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছিল দুর্গতদের।
স্থানীয় বাসিন্দা গঙ্গারাম মাহাতো বলেন, বাঁধের উপর থাকার ব্যবস্থা করলেও খাবার, পানীয় জল বা শৌচাগারের ব্যবস্থা করেনি প্রশাসন। আমরা দু’দিন সেখানে না খেয়ে থাকার পর বাধ্য হয়ে গদাইচরে ফিরে এসেছি। সবাই জলের মধ্যেই বাঁশের মাচা করে থাকছি। নদীতে মাছ ধরে খেয়ে দিন কাটছে আমাদের।
গদাইচরে প্রায় ৪০০ পরিবারের বাস। প্রতি বছরই গঙ্গা নদীর জল বাড়লে বনভাসি অবস্থা হয় তাঁদের। ব্যতিক্রম হয়নি এবছরও। কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি হওয়ায় এলাকা ডুবেছে। বিপদ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন বাঁধে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ১৫ দিন আগে তাঁদের বেশকিছু ত্রিপল ও খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তবে পরবর্তীতে গঙ্গার জল বাড়তেই বাধ্য হয়ে উঁচু বাঁশের মাচায় ত্রিপল টাঙিয়ে পরিবার নিয়ে বাস করতে শুরু করেন অনেকে। এর মধ্যে খাদ্য সঙ্কট দেখা দেওয়ায় গত রবিবার ব্লক প্রশাসনের নির্দেশমতো গদাইচরের বাসিন্দাদের উদ্ধার করে কেশরপুর বাঁধে নিয়ে আসার জন্য নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দল। সঙ্গে ছিলেন ব্লক প্রশাসন, পুলিস আধিকারিকরা। এছাড়া মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলও ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন। সেখানে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয় বাঁধের ওপর তাঁদের থাকা এবং খাবারের ব্যবস্থা করা হবে। এই আশ্বাসেই শতাধিক পরিবার চলে যায় বাঁধের উপর।
এবিষয়ে পঞ্চায়েত সদস্য সঞ্জীব মাহাতোর মন্তব্য, ব্লক প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ত্রাণ আমরা পাইনি। আমাদের উদ্ধার করে বাঁধে নিয়ে গেলেও খাবার দেওয়া হয়নি। পরে হিরানন্দপুর পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে এলাকাবাসীর জন্য খিচুড়ির ব্যবস্থা করেছিলাম। সেটুকুই দেওয়া হয়েছিল। তারপর আর কিছু পাইনি। গ্রামবাসীরা উপায় না দেখে নিজের গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী বলেন, গদাইচরের দুর্গতদের প্রায় ছ’শো ত্রিপল দেওয়া হয়েছে। ১০ কুইন্টাল চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে সমস্ত পরিবারকে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করে সুরক্ষিত জায়গা বাঁধে রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে দু’দিন থাকার পর অজানা কারণে ফিরে যান বাসিন্দারা। আমরা তাঁদের ফিরে আসার অনুরোধ জানিয়েছি।  না এলে গ্রামে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে।  বাড়ি জলমগ্ন। তাই মাচাতেই আশ্রয়। - নিজস্ব চিত্র। 

22nd  August, 2024
চাকরির পরীক্ষার ‘যুদ্ধ’ সামলে প্রতিমা গড়ছেন কৌশিক ও রাজ

একজন স্নাতকোত্তর, অন্যজন স্নাতক। চাকরির পরীক্ষায় বসেছেন। কিন্তু, সাফল্য মেলেনি। তবে হার মানেননি তাঁরা। সেই ‘যুদ্ধ’ জয়ের প্রস্তুতি সামলে নেমে পড়েছেন প্রতিমা গড়তে।  তাঁদের মনে উঁকি দেয় শিল্পীসত্ত্বা। সেই টানে এবারের দুর্গাপুজোর প্রতিমা গড়ছেন পুরাতন মালদহের দুই তরুণ মৃৎশিল্পী রাজ পাল এবং কৌশিক পাল। 
বিশদ

এখনও চা বাগানের বোনাস নিষ্পত্তি হয়নি, চিন্তায় ডুয়ার্সের হাট ব্যবসায়ীরা

ডুয়ার্সের চা বাগানের হাটগুলির ব্যবসায়ীরা অধীর আগ্রহে চা শ্রমিকদের পুজোর বোনাসের দিকে তাকিয়ে থাকেন। কারণ বোনাসের টাকা হাতে এলেই চা বলয়ের হাটগুলিতে শ্রমিকদের পুজোর কেনাকাটার ধুম পড়ে যায়। হাসি ফোটে বাগানের হাটগুলির ব্যবসায়ীদের মুখে।
বিশদ

এসএফ রোডে ফুড কর্নারের আবেদন জমা নেওয়া শেষ, রবিবার হবে লটারি

বুধবার বন্ধ হল শিলিগুড়ি পুরসভার স্ট্রিট ফুড কর্নারের অনলাইন আবেদন। চলতি মাসের ১৫ তারিখ রবিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের রবীন্দ্রমঞ্চে জনসমক্ষে করা হবে লটারি। লটারির মাধ্যেমেই বেছে নেওয়া হবে ফুড কর্নারের দোকানের মালিকদের নাম।  বিশদ

প্রতারণার অভিযোগ

অনলাইনে আসবাবপত্র বিক্রি করতে গিয়ে প্রতারিত হলেন অবসরপ্রাপ্ত এক বিমা কর্মচারী। শিলিগুড়ি শহরের সেভক রোড এলাকায় ওই ব্যক্তির বাড়ি। তিনি বলেন, কয়েকদিন আগে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি টিভি টেবিল বিক্রির বিজ্ঞাপন দিই। বিশদ

কুমোরটুলি নেই আলিপুরদুয়ার শহরে, আক্ষেপ মৃৎশিল্পীদের

কুমোরটুলি নেই। রাস্তার পাশেই প্রতিমা তৈরি করতে হয়। রাস্তার পাশে রেখে প্রতিমা বিক্রি করতে হয়। কখনও যানবাহনের ধাক্কা লেগে প্রতিমা ক্ষতিগ্রস্তও হয়। বৃষ্টি নামলে তড়িঘড়ি পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয় প্রতিমা। নতুন প্রজন্মের প্রতিমা শিল্পীদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থাও নেই। বিশদ

রুজিরুটির টানে পরিবার ছেড়ে শিলিগুড়িতে নদীয়ার মৃৎশিল্পীরা

স্টুডিওতেই সংসার। নাওয়া-খাওয়া। দুপুরে ও রাতে কোনওদিন আলু সেদ্ধ, ভাত। আবার কোনওদিন ডাল, ডিম, মাছ কিংবা মাংস। আর মাচায় রাত্রিযাপন। এভাবেই দু’মাস ধরে শিলিগুড়ির কুমোরটুলিতে রয়েছেন নদীয়ার মৃৎশিল্পীরা। খড় কাটা থেকে মাটি ছানা, কাঠামো থেকে প্রতিমা গড়া সবটাই করছেন। তাঁরা বলেন, সাড়ে তিন মাসের সফর। পেটের টানেই পরিবার ছেড়ে এখানে এসেছি। খারাপ লাগলেও কিছু করার নেই। কারণ এটাই আমাদের মরশুম। 
বিশদ

চাঁচলে অজানা রোগে শুকিয়ে যাচ্ছে বেগুন গাছ, ক্ষতির মুখে কৃষকরা

অজানা রোগে শুকিয়ে যাচ্ছে বেগুন গাছ। রোগ নির্ণয় করতে পারেনি উদ্যানপালন দপ্তর। যার জেরে হতাশা তৈরি হয়েছে চাষিদের মধ্যে। অনেকে জমি থেকে বেগুন গাছ উপড়ে ফেলেছেন। ক্ষতির মুখে পড়ে এখন কপাল চাপড়াচ্ছেন চাষিরা। দিঘাবসতপুরের চাষি জাহাঙ্গীর আলমের কথায়, এলাকার অনেক জমিতে অজানা রোগের আক্রমণ দেখা গিয়েছে। বেগুন গাছে কী রোগ রয়েছে সংশ্লিষ্ট দপ্তরও বলতে পারছে না। আমার ১০ কাঠা জমির ফসল সব শেষ। বিশদ

এসডব্লুএম প্রজেক্ট নিয়ে বিক্ষোভ, কাজ না করেই ফিরে এল পুরসভা

সরকারি জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সীমানা প্রাচীরের বোর্ড লাগাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হল পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলারদের। যাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ফালাকাটার ৩ নম্বর ওয়ার্ডের খলিসামারিতে উত্তেজনা ছড়ায়।
বিশদ

রাস্তায় স্ত্রীর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা, ছিনতাই মোবাইল

রাস্তায় স্ত্রীকে তাঁরই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের দেবীনগর পীরস্থান মোড় এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে আক্রান্ত সোমা বিশ্বাস রায়গঞ্জ থানায় স্বামী জয়দেব সরকারের নামে অভিযোগ দায়ের করেছেন।
বিশদ

‘ফাঁকিবাজ’ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে এমজেএন

এমজেএন মেডিক্যাল কলেজে ‘ফাঁকিবাজ’ চিকিৎসকদের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। তাঁদের বিরুদ্ধে এবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ রীতিমতো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ঘেটে গত দু’মাসে কোন চিকিৎসক কতদিন উপস্থিত ছিলেন তার তালিকা প্রস্তুত করেছে। 
বিশদ

বরাদ্দ হলেও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি, ক্ষোভ জমছে পুরবাসীর

পুরসভার দাবি, ভাঙা রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে। পুরসভার নিজস্ব ফান্ড থেকেই এই অর্থ বরাদ্দ হয়েছে। হয়েছে কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডারও। পুজো দোরগোড়ায়। তাহলে বেহাল রাস্তা সংস্কার হচ্ছে না কেন?
বিশদ

ফর্মে স্বাক্ষর দিতে রাজাডাঙায় বুলু

চার পড়ুয়ার ফর্মে স্বাক্ষর করতে রাজাডাঙায় এলেন মন্ত্রী বুলু চিক বড়াইক। ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চার কলেজ পড়ুয়ার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের আবেদনের জন্য স্থানীয় বিধায়কের সাক্ষর প্রয়োজন ছিল। বিশদ

শীতলকুচিতে নদী থেকে বালি চুরির অভিযোগ

শীতলকুচি ব্লকের লালবাজার পঞ্চায়েতের দেবনাথ পাড়ায় গিরিধারি নদী থেকে বালি চুরির অভিযোগ উঠেছে। বুধবার শীতলকুচি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পালিয়ে যায় ট্রাক্টর ও আর্থমুভার।
বিশদ

৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত দু’জন

নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক সপ্তাহে দু’জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উত্তর রথখোলার এক মহিলা আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। আরএক বাসিন্দা দক্ষিণ স্টেশন পাড়ার। তিনিও চিকিৎসাধীন। বিশদ

Pages: 12345

একনজরে
লজ্জা। বিশ্বাস করুন, আনোয়ার ইস্যুতে ফেডারেশনের রায় শোনার পর প্রাক্তন ফুটবলার হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ফুটবলারের স্বার্থ দেখা সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তব্য। অথচ তার উল্টো পথেই হাঁটছে তারা। ফুটবল হাউস রাজনীতির আখড়া। জাতীয় দল নিয়ে ন্যূনতম পরিকল্পনাও নেই। ...

পুজো অনুদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুজো কমিটিগুলি চেক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই জমা দিতে শুরু করেছে। পাশাপাশি বুকিং শুরু হয়ে গিয়েছে ঢাকি থেকে মাইক, আলোকসজ্জার। পুজোর যাবতীয় খুঁটিনাটি বুকিং এখনই না সেরে ফেললে পরে সমস্যায় পড়তে হবে, বুঝতে পারছেন ...

শেষবার উপত্যকায় বিধানসভা নির্বাচনের সময়ে তাঁর বয়স ছিল ১৪ বছর। মাঝের এই সময়ে ভূস্বর্গের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। এম-টেকের ছাত্র ভাট ইরফান আহমেদের ...

ডেঙ্গুর আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত প্রায় তিন লক্ষ জায়গায় এখনও সমস্যা মেটানো বাকি! অর্থাৎ, বহু জায়গায় ডেঙ্গুর মশার দৌরাত্ম্য বৃদ্ধির মোকাবিলায় উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে
বিশ্ব মনোসংযোগ দিবস
১৫০১: বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন মাইকেল এঞ্জেলো
১৬০৯: অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী, স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক নামে
১৭৮০: বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়
১৭৮৮: নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৮৯৪: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্ম
১৯০৪: সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম
১৯১০: কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন
১৯২৯: ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন
১৯১২: রাজনীতিক ফিরোজ গান্ধীর জন্ম
১৯১৩: মার্কিন দৌড়বীর জেসি ওয়েন্সের জন্ম
১৯৩১: বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসুর জন্ম
১৯৫৯: চাঁদে নামল রাশিয়ার মহাকাশযান লুনিক-২
১৯৬৯: বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম
১৯৭১: সুরকার জয়কিষেনের মৃত্যু
১৯৭৩: ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র জন্ম
১৯৮৯: জার্মান ফুটবলার থমাস মুলারের জন্ম
২০১৪:  প্রণোদিত প্রজননের জনক ডঃ হীরালাল চৌধুরীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৪ টাকা ৮৪.৮৮ টাকা
পাউন্ড ১০৮.২৩ টাকা ১১১.৭৮ টাকা
ইউরো ৯১.১৫ টাকা ৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪। নবমী ৪৫/১০ রাত্রি ১১/৩৩। মূলা নক্ষত্র ৪১/৮ রাত্রি ৯/৫৩। সূর্যোদয় ৫/২৫/৫৯, সূর্যাস্ত ৫/৩৯/৫৩। অমৃতযোগ রাত্রি ১১/৪৪ গতে ৩/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১০/১৯ গতে ১২/৪৬ মধ্যে। বারবেলা ২/৩৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১/২ মধ্যে। 
২৬ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪। নবমী সন্ধ্যা ৬/১৮। মূলা নক্ষত্র সন্ধ্যা ৬/৯। সূর্যোদয় ৫/২৫, সূর্যাস্ত ৫/৪৩। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৩৮ গতে ৫/৪৩ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১/২ মধ্যে। 
৮ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আলোচনার মাধ্যমে সমাধান বের হবে বলেই আমরা আশাবাদী: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

07:55:00 PM

আজ আলোচনা হওয়া দরকার ছিল: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

07:54:00 PM

আমরা চেয়ারের জন্য আলোচনা করতে আসিনি: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

07:54:00 PM

বিষয়টি নিয়ে আমরা খুবই হতাশ: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

07:54:00 PM

লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি কেন তা জানায়নি প্রশাসন: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

07:53:00 PM

আমরা খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

07:52:00 PM