সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
ত্রান লে ক্যুয়েন নামক এক বাসিন্দার কথায়, ‘গত ৩০ বছরে এত ভয়ানক বন্যা দেখিনি। একরাতের মধ্যে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। আতঙ্কে সারারাত ঘুমোতে পারিনি।’ লাল নদীর তীরেই বাড়ি এনগুয়েন ভ্যান হুংয়ের। তিনি বলেন, ‘আমার বাড়ি এখন কার্যত নদীর অংশে পরিণত হয়েছে।’ প্রশাসন বন্যা সতর্কতা জারির পরই মঙ্গলবার শহরের এক দাতব্য সংস্থা ‘ব্লু ড্রাগন চিলড্রেনস ফাউন্ডেশন’ তাদের অফিস খালি করতে বাধ্য হয়েছে। ইয়াগি হ্যানয়ের পূর্বে উপকূলীয় রপ্তানি-ভিত্তিক শিল্পকেন্দ্রগুলিও ঝড়ের ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই শিল্পতালুকে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে স্যামস্যাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানির কারখানাও রয়েছে। বন্যার জেরে সমস্ত কারখানাতেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।