সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
রণদীপ সিং সুরজেওয়ালা এখন রাজস্থান থেকে কংগ্রেসের রাজ্যসভার এমপি। তাই তিনি ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে গেলে সংসদের উচ্চকক্ষে দলের আসন কমে যাবে। কারণ, রাজস্থানে এখন বিজেপির শাসন। তারাই পেয়ে যাবে ওই ছেড়ে যাওয়া আসনটি। তাই সুরজেওয়ালাকে বোঝানো হয়েছে তাঁর পুত্রকে টিকিট দেওয়া হবে। ফলে তিনি যেন হরিয়ানা জয়ে কোনওভাবে বাধা হয়ে দাঁড়ান। একইভাবে সেলজাকে বলা হয়েছে, সদ্য লোকসভা জিতেছেন। এখনই বিধানসভায় টিকিট দেওয়া সম্ভব নয়।
কংগ্রেস হাইকমান্ড সেই মতো রাজ্যের দাপুটে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুডাকে সামনে রেখেই লড়াইয়ে নামছে। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় ভোট। হরিয়ানায় গতবার (২০১৯ সালে) ৩১ টি জিতেছিল কংগ্রেস। বিজেপি ৪০। ফলে ফারাক তেমন ছিল না। এবার এখনও পর্যন্ত কংগ্রেস ৪০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। নির্বাচনী প্রচারও শুরু হয়ে গিয়েছে প্রদেশস্তরে। শীঘ্র নামবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে। যাবেন প্রিয়াঙ্কা গান্ধীও।
হরিয়ানা হারলে চলবে না বলেই দলকে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটিই প্রথম কোনও রাজ্যের ভোট, যেখানে লড়াই কংগ্রেস বনাম বিজেপির। তাই লোকসভার মতোই মোদিকে ধাক্কা দিতে মরিয়া কংগ্রেস। বিজেপিকে হারিয়ে ১০ বছর পর ফের হরিয়ানায় সরকারে ফিরতে ঝাঁপাচ্ছে দল। হাইকমান্ডের বার্তা, কোনওভাবেই রাজস্থানের মতো প্রায় জেতা ম্যাচ হারা চলবে না।