সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আলিপুরদুয়ারের শামুতলা রোডের নোনাই পাড়, আলিপুরদুয়ার হাটখোলার দুর্গাবাড়ি রোড, নিউ টাউন, প্যারালাল রোড, দমনপুর ও জংশনে আছে বেশ কয়েকটি বড়মাপের প্রতিমা তৈরির কারখানা। জায়গার অভাবে ব্যস্ত রাস্তার পাশেই কাঠামো রেখে প্রতিমার গড়েন মৃৎশিল্পীরা। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁরা প্রতিমা গড়েন বলে জানান। তাঁদের দাবি, প্রশাসনের কাছে বহুবার আর্জি জানিয়েও কুমোরটুলির জায়গা মেলেনি। শহরে ৫০-৬০টি মৃৎশিল্পী পরিবার কষ্ট করেই প্রতিমা বানিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। শহরের মৃৎশিল্পীরা সরব হয়েছেন নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিমা তৈরিতে স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারিভাবে কর্মশালা না হওয়ায়। নোনাইপাড়ে জেলা মৃৎশিল্পী সমিতির সম্পাদক ৬৯ বছরের গোপাল পালের প্রতিমা তৈরির নিজস্ব কারখানা আছে। গোপালবাবু বলেন, আমার হয়তো নিজস্ব কারখানা আছে। কিন্তু, সেই সুবিধা তো সকলের নেই। বাড়িতে জায়গা না থাকায় অনেকেই রাস্তার পাশেই কাঠামো রেখে প্রতিমা তৈরি করছেন। কুমোরটুলি থাকলে সুবিধা হতো সেই মৃৎশিল্পীদের। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কুমোরটুলির জন্য শহরে আজও জায়গা মিলল না।
মৃৎশিল্পীরা জানান, সৌরভ চক্রবর্তী বিধায়ক থাকার সময় কুমোরটুলির জন্য একবার একটি জায়গা চিহ্নিত করা হয়েছিল। কিন্তু, সেই জায়গাটি পছন্দ হয়নি। তারপর প্রশাসনের তরফে এনিয়ে আর কোনও উদ্যোগ চোখে পড়েনি। শহরের মৃৎশিল্পে আরও সঙ্কট ঘনিয়ে আসছে আগের মতো আর নিম্নঅসম থেকে প্রতিমার বরাত না আসায়। গোপালবাবু বলেন, কয়েক বছর ধরে নিম্ন অসম থেকে আর প্রতিমার বরাত আসছে না। ফলে আমরা আরও বেশি করে সঙ্কটে পড়েছি। (প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।-নিজস্ব চিত্র)