সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন, জেলায় ট্রাক মালিক ও ড্রাইভাররা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা জানি, এতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু আমরাও দীর্ঘদিন দিন ধরে সমস্যায় আছি। আমাদের সমস্যার সমাধান না হলে লাগাতার আন্দোলনে নামা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর জেলায় কয়েক হাজার ট্রাক, লরি রয়েছে। জেলায় একাধিক কলকারখানা থাকায় বিভিন্ন জিনিস আমদানি ও রপ্তানি হয়ে থাকে। এছাড়া জেলায় চাষের পরিমাণও অনেকটাই বেড়েছে। এরফলে পুজোর আগে ভিন রাজ্যেও সব্জির রপ্তানি করা হয়। কিন্তু ট্রাক ধর্মঘট হওয়ায় বেশ বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের কর্তা দের দাবি, পরিবহণ ক্ষেত্রে পুলিস, ডাকবাবু, পার্টি ও সিভিক ভলান্টিয়াররা বিভিন্নভাবে হেনস্তা করে। প্রতিবাদ করলে অনলাইনে কেস দেওয়া হয়। পাশাপাশি অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণ ভাবে ওভারলোড বন্ধ করতে হবে। এছাড়া অবিলম্বে বেসরকারি ওয়েব্রিজগুলি থেকে টাকা আদায় বন্ধ করতে হবে। কারণ আন্ডারলোড গাড়ি থেকে ২৩৬ টাকা করে নেওয়া হয়। অপরদিকে ১৫ বছরের গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা ২০ বছর করতে হবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্রিজে সমস্ত রকম যান চলাচলের ব্যবস্থা অবিলম্বে করতে হবে।
এক ট্রাক ড্রাইভার বলেন, রাস্তায় বেরলে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। অল্প ভুল হলেই বিপুল পরিমাণে টাকার কেস দেওয়া হয়। এরফলে অনেকেই ট্রাক ব্যবসা বন্ধ করে দিচ্ছে। অন্যান্য রাজ্যে এই সমস্যা অনেকটাই কম। এদিন ১০ হাজারের বেশি ট্রাক রাস্তায় নামেনি।
এদিন মেদিনীপুর শহরের ব্যবসায়ী প্রতিম হালদার বলেন, জামাকাপড়ের ব্যবসা করি। ট্রাকের উপর খুবই নির্ভর করতে হয়। ট্রাক ধর্মঘটের জেরে সমস্যা হল।