Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বাজেটের আগে মোদি মস্কোয় কেন?
হিমাংশু সিংহ

কথায় কথায় বলেন, নেহরু যুগের সব খারাপ। সেই কারণে দেরি না করে দ্রুত কংগ্রেস জমানার যাবতীয় নিশান মুছে ফেলাই যে তাঁর অগ্রাধিকার, তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন। অথচ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার একমাসের মধ্যে নেহরু-ইন্দিরা যুগের বিদেশ নীতির পদাঙ্ক অনুসরণ করেই হইচই ফেলে দিলেন তিনি, নরেন্দ্র মোদি। দিল্লির সরকারের বিদেশ নীতির এই নয়া চালে আমেরিকা চটল, ভ্রু কোঁচকাল ন্যাটোর সদস্য দেশগুলি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পাল্টা তোপ দাগল। ভারত কি সত্যি যুদ্ধর শেষ দেখতে চায়, নাকি সবটাই কুমিরের কান্না? সমালোচনা হল বিস্তর। তবু কোনও কিছুতেই আমল না দিয়ে সেই রাশিয়ায় গিয়েই সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দি অ্যাপসল’ নিয়ে এলেন নরেন্দ্র মোদি। স্বৈরতন্ত্রী পুতিন যখন মোদিজিকে ওই বিরল সম্মান দিচ্ছেন, তখন ইউক্রেনের শিশু হাসপাতালে নতুন করে হত্যালীলা চালিয়েছে মস্কো। মারণ ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারিয়েছে শিশু ও মহিলারা। নিহত ও জখমের সংখ্যা দুশো ছাড়িয়ে। দীর্ঘ আড়াই বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে হার না মানা ইউক্রেনের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি কটাক্ষ করে বলছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানের সঙ্গে যুদ্ধবাজ খুনির কোলাকুলি দেখছে বিশ্ব। বিশ্ব মানবতার পক্ষে এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে? মোদিজি মুখে বলছেন, ভারত বিশ্বকে যুদ্ধ দেয়নি, উপহার দিয়েছে বুদ্ধ ও তাঁর শান্তির বাণী। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে নেতার এই অমৃতবাণী কি স্রেফ কথার কথা, আড়ালে কায়েমি স্বার্থরক্ষাই পাখির চোখ!
একথা অস্বীকার করার উপায় নেই, দশবছর আগে সরকারে এসে আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের অতিরিক্ত ঢলাঢলি বিশ্ব রাজনীতিতে ক্ষমতার নয়া অক্ষরেখার জন্ম দেয়। কার্যত সেই সুযোগটাই খুঁজছিল বেজিং। নয়াদিল্লির অত্যধিক মার্কিন প্রীতিই রাশিয়া, চীন ও পাকিস্তানকে কাছাকাছি এনে রাতারাতি দিল্লির রক্তচাপ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে অভ্যন্তরীণ মার্কিন রাজনীতিতে দৃষ্টিকটুভাবে ভারতের প্রধানমন্ত্রী এতটাই জড়িয়ে পড়েছিলেন যে আগাম টেক্সাসে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয় পর্যন্ত ঘোষণা করে দেন, কার্যত বিজয় উৎসবে মেতে ওঠেন! কিন্তু ট্রাম্পকে হারিয়ে বাইডেন জিতে এলে মোদিজির নজিরবিহীন পদক্ষেপ দিল্লিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দেয়। আর এই মুহূর্তে মোদির বন্ধু ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রহর গুনছে আমেরিকা। ভারত এখন কী করবে?
একথা বলতে অসুবিধা নেই, অনেক খাতির যত্ন করেও চীনের স্বৈরতান্ত্রিক প্রধান জি জিনপিংকে তাঁবে রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। এবং এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া হীনবল পাকিস্তান ক্রমাগত তাল ঠুকছে মূলত চীনের সক্রিয় মদতেই। অরুণাচল প্রদেশ ও লাদাখ ঘিরে চীনের সাম্প্রতিক অতিসক্রিয়তা ও লাল ফৌজের দাপাদাপি ১৯৬২ সালের স্মৃতিকেই মনে করাচ্ছে। দিল্লি খুব ভালো করেই জানে, মোদি জমানায় নয়াদিল্লির অত্যধিক মার্কিন প্রীতিই এর জন্য দায়ী। সঙ্গে পুতিনের অসন্তোষ যুক্ত হলে পরিস্থিতি মোটেই খুব সুখকর হবে না। ৬২ বছর আগের চীনা আগ্রাসনের পুনরাবৃত্তি হলে সঙ্ঘ পরিবার ও মোদিজির পক্ষে তা সহ্য করা খুব সহজ হবে না।
সেই অঙ্কেই চীনকে ঠেকাতে মস্কোর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে, নেহরু জমানার ‘রুশ ভারত ভাই ভাই’ তত্ত্বে ফিরতে চাইছে ভারত সরকার। গুরুত্বপূর্ণ সাধারণ বাজেট পেশের দু’সপ্তাহ আগে কেন তিনি হঠাৎ মস্কোয় ছুটে গেলেন যুদ্ধবাজ ঠান্ডা চোখের খুনি পুতিনের কাছে? সেই প্রশ্নের উত্তর খোঁজা চলছে। শুধু খেতাব আর সম্মান কোনওমতেই কারণ হতে পারে না। আসল কারণ রাশিয়া থেকে সস্তায় অশোধিত তেল কেনার পরিমাণ ও পরিধিকে আরও বৃদ্ধি করা এবং বৈদেশিক বাণিজ্যকে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া। এই মুহূর্তে দু’দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৬৭ বিলিয়ন ডলারের আশপাশে। ২০৩০ সালের মধ্যে তা ১০০ বিলিয়ন ডলার হলে ষোলোআনা লাভ দিল্লিরই। সেজন্যই ন’টি চুক্তি করেছে দিল্লি ও মস্কো। তেল, বৈদেশিক বাণিজ্য এবং অস্ত্র কেনা, রুশ-ভারত সম্পর্কের এই তিন পিলারই আমেরিকার মাথাব্যথার কারণ। ওয়াশিংটনের আপত্তি উড়িয়ে রাশিয়ার থেকে অশোধিত তেলই নয়, আধুনিক অস্ত্রশস্ত্র কেনাকাটাতেও এগিয়েছে দিল্লি। এই অস্ত্র সম্ভারের মধ্যে রয়েছে, আধুনিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র মোকাবিলা সিস্টেম, একে ২০৩ রাইফেল এবং যুদ্ধ সরঞ্জাম। ভুললে চলবে না, এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা আমদানির ৪৫ শতাংশ আসছে পুতিনের দেশ থেকেই। ইরাক, সৌদি আরবকে পিছনে ফেলে তেল আমদানিও সবচেয়ে বেশি মস্কো থেকেই। কখন থেকে? যেদিন থেকে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে সেইদিন থেকে। তার চেয়েও বড় কথা সস্তায়। এর সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি না বাড়ানো গেলে বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হলে অর্থনীতির বিপদ। সেই জন্যই মস্কো ছুটে যাওয়া।
এমনিতে ভারতীয় অর্থনীতির অবস্থা যে মোটেই ভালো জায়গায় নেই, তা পরখ করতে পোড়খাওয়া অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। রিজার্ভ ব্যাঙ্ক যতই মোদিজির সাফল্যের বেলুন ওড়ানোয় মন দিক এবং বছরে অলীক ৪ কোটি চাকরির পরিসংখ্যান সামনে এনে শাসকের পিঠ চাপড়ানোয় ব্যস্ত হয়ে পড়ুক, বাস্তবে সরকার যে চাকরি দিতে ব্যর্থ, তা এদেশে অজানা নয় কারও। দশ লক্ষ সরকারি পদ ফাঁকা! তা পূরণ করার সদিচ্ছা যে ‘মঙ্গলসূত্র’ বাঁচানো বিজেপি সরকারের নেই, এই সারসত্যটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে রাস্তার গরিব ফেরিওয়ালা—সবাই এতদিনে জেনে ফেলেছেন। অথচ, বেকারত্ব যত বাড়বে মঙ্গলসূত্র কেন, ঘটিবাটিটাও যে বাঁচবে না, তা ধুরন্ধর শাসককে ভোটার ভোলানো কোটি টাকা খরচের জনসভায় মনে করিয়ে দেবে কে? চারবছর আগের কোভিড ধাক্কা এখনও মাত্র আটআনা কেটেছে। বাকি আটআনা কবে কাটবে তার কোনও ইঙ্গিত কেউ দিতে পারবে কি? নোট বাতিলের পর ছোট ও মাঝারি শিল্পের কোমর সেই যে ভেঙেছে জোড়া  লাগেনি আজও। রেকর্ড বেকারত্বের সঙ্গে মূল্যবৃদ্ধির জোড়া আঘাতে আম নাগরিকের নুন আনতে পান্তা ফুরনোর জোগাড়। দাম, বিশেষত খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা যে প্রায় অসম্ভব হয়ে উঠছে তা স্বীকার করে নিয়েছে দেশের সর্বোচ্চ বণিকসভা থেকে শীর্ষ নীতি নির্ধারকরাও। এই অবস্থায় মধ্যবিত্তের সঞ্চয় মার খাচ্ছে। চাহিদা কম থাকায় মার খাচ্ছে গড় উৎপাদন সূচকও। ক্ষমতায় এসেই  মোদিজি ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেনে ঝাঁপিয়েছিলেন। আর জোর দিয়েছিলেন স্টার্ট আপে যুব সম্প্রদায়কে উৎসাহিত করার কাজে। কিন্তু একটার পর একটা গালভরা নামই দেওয়া হয়েছে, স্বপ্ন ফেরি হয়েছে বিস্তর, আখেরে বাস্তবে মেলেনি কিছুই। বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক আকাশকুসুম স্বপ্ন দেখানো হলেও গত দু’বছরে তা ক্রমাগত থমকে গিয়েছে। ধাক্কা খেয়েছে সরকারি সংস্থার বিলগ্নিকরণ অভিযানও।
বরং এই সঙ্কটের মধ্যেও আশার কথা একটাই। অশোধিত তেল আমদানির পরিমাণ বাড়লেও মস্কো সুলভে তা সরবরাহ করায় দেশের খরচ (অয়েল ইমপোর্ট) কিছুটা কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে সেই ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে। এই খাতে আমদানি বিলে এ পর্যন্ত সাশ্রয় হয়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা আড়াই লক্ষ কোটি টাকারও বেশি। অঙ্কটা মোটেই হেলাফেলার নয়। যুদ্ধ শুরু হতেই রাশিয়ার তেল কেনায় ন্যাটোর নিষেধাজ্ঞা ভারত সরকার মানেনি। যুদ্ধ থামানোর কথা বলেও সরাসরি সংঘাতে জড়ায়নি। আমেরিকা ও ন্যাটো সহযোগীরা ক্ষুব্ধ হলেও ভারতের বিদেশনীতির এটাই চ্যালেঞ্জ।
মুখে ‘যুদ্ধ করে করবি কী তা বল?’ কিন্তু আখেরে মস্কোর সস্তার তেলই ভারতীয় অর্থনীতির জিয়নকাঠি। তেলের দাম বাড়লে দিল্লির গদিও যে টলোমলো, তা জোট সরকারের প্রধানমন্ত্রীর অজানা নয়।
14th  July, 2024
‘বেগমপাড়া’ এক অবৈধ স্বর্গরাজ্য!
মৃণালকান্তি দাস

টরন্টোর পাশে লেক অন্টারিওর তীরের এক ছোট্ট শহর। মিসিসাগা। বছর দশেক আগে শহরের একটি বড় কন্ডোমিনিয়াম (বহুতল ভবন) হঠাৎ করেই কানাডার সংবাদমাধ্যমের নজরে আসে। সেই কন্ডোমিনিয়ামে মূলত থাকেন দক্ষিণ এশিয়া থেকে যাওয়া বহু অভিবাসী পরিবার। বিশদ

প্যারিসের ওলিম্পিক্স ভিলেজ যেন পাশ্চাত্যের বস্তি
সন্দীপন বিশ্বাস

ওলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ক্রীড়াবিদদের চমকে দেওয়া পারফরমেন্স, টান টান লড়াই, রেকর্ড ভাঙার অদম্য ইচ্ছা, পদক জয়ের জন্য নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা— এসব দেখে মনে হয় ওলিম্পিক গেমস সত্যিই গ্রেটেস্ট শো অন আর্থ। বিশদ

21st  August, 2024
জাস্টিস ফর আর জি কর
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি অভয়ার আসল নাম জানেন? তার হাতের লেখা কেমন ছিল? কিংবা তার ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর? মৃত্যুর পর কেমন দেখতে হয়েছিল তাকে? হয়তো জানেন। সৌজন্যে? সোশ্যাল মিডিয়া। অথচ, এমন কোনওটাই আপনার-আমার জানার কথা ছিল না। বিশদ

20th  August, 2024
সেবি: মাধবীর পদত্যাগ ও নতুন তদন্ত জরুরি
পি চিদম্বরম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উদ্ঘাটিত কাহিনির প্রতি বাণিজ্যিক এবং অর্থনৈতিক দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করেছে। 
বিশদ

19th  August, 2024
রাজনীতি থামিয়ে দ্রুত বিচার চাই
হিমাংশু সিংহ

আর জি কর হাসপাতালে যা ঘটেছে তা বাঙালির কাছে লজ্জার। মানবতার এমন পরাজয়ে মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের সবার। শিউরে উঠেছে বিবেক। রবীন্দ্রনাথের বাংলায় মানুষ কি দিনদিন পশু হয়ে যাচ্ছে? অল্পবয়সি এক ডাক্তারের এমন মর্মান্তিক পরিণতি আমাদের যত্নে লালন করা বাঙালি অস্মিতাকেই সজোরে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে যাবতীয় বোধ, বুদ্ধি, অনুভূতি। বিশদ

18th  August, 2024
এবার নতুন চক্রান্ত: বাঙালি খেদাও
তন্ময় মল্লিক

আর জি করের ঘটনায় উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে বাংলা। ন্যায়বিচারের দাবিতে শুধু চিকিৎসকরাই নন, গোটা রাজ্য এককাট্টা। অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা  বেরিয়ে আসবে সিবিআই তদন্তে। বিশদ

17th  August, 2024
শুধুই এক টুকরো ত্রিবর্ণের আবেগ?
মৃণালকান্তি দাস

তিষশাস্ত্রবিদরা বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটা নাকি শুভ নয়! তাই ১৪ তারিখ রাত এগারোটা বাজার আগেই দিল্লিতে গণপরিষদের সভা বসেছিল। বিশদ

15th  August, 2024
নতুন ছবি, ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুরা!
হারাধন চৌধুরী

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস। রাত পোহালেই স্বাধীনতা দিবস ভারতের। ৭৭ বছর আগে এক ভারত পৃথগন্ন হয়ে এই দুটি তারিখে নতুন রাষ্ট্রিক পরিচয় গ্রহণ করেছিল। আর এই দিনদুটির মাঝখানে দোলাচলেই ছিল সাবেক ‘পূর্ব পাকিস্তান’। বিশদ

14th  August, 2024
কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায়
শান্তনু দত্তগুপ্ত

নির্ভয়াকে মনে আছে আমাদের? সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী। বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে। দোষের মধ্যে, রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেবারও এসেছিল।
বিশদ

13th  August, 2024
গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল।
বিশদ

12th  August, 2024
‘মৌলবাদী’ বাংলাদেশ বড় বিপদ পশ্চিমবঙ্গের কাছে
হিমাংশু সিংহ

ভুলটা কার? শুধুই হাসিনার? নাকি মাত্র সাত মাস আগে সেদেশের নির্বাচনে একতরফা জয়ের পর শাসক আওয়ামি লিগের দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে প্রতিবেশী ভারতের গোয়েন্দা ব্যর্থতাও ওতপ্রোতভাবে জড়িত! প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিদেশের মাটিতে সম্ভ্রম জাগানো ‘র’ তাহলে কী করছিল, বিন্দুবিসর্গও টের পায়নি?
বিশদ

11th  August, 2024
এটা কি অন্নদাতাদের সম্মান, না অপমান!
তন্ময় মল্লিক

‘লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান।’ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি-অর্থনীতিবিদদের সম্মেলনে এই মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা বলার কারণ? দেশের কৃষকরা যে তাঁর আমলেই সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেটা বিশ্ববাসীকে বোঝানো। বিশদ

10th  August, 2024
একনজরে
বুধবার পেভার ব্লকের রাস্তার কাজকে ঘিরে দু’পক্ষের গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে। ঘটনায় জখম হয়েছেন অন্তত তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের চিকিৎসার ...

আজ বৃহস্পতিবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বৈঠক করছেন কৃষিমন্ত্রী। ...

মার্কিন ডলারের সাপেক্ষে ভারতের অর্থনীতি ১২ শতাংশ হারে বৃদ্ধি পেতে হবে। তাহলে ২০৪৭ সালের মধ্যে এদেশের অর্থনীতি ৫৫ লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছনো সম্ভব। ...

পরিস্থিতির কোনও পরিবর্তন হল না বুধবারও।  একাধিক দাবিতে আন্দোলনকারীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কল্যাণীর বটলিং প্লান্টের গেটে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার প্লান্টের গেটের সামনে বিজেপি বিধায়কের উপস্থিতিতে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটর ও ডিলারদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও ব্যবসাদি কর্মে অর্থাগম বেশি হবে। লেখাপড়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে গতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মাদ্রাজ (চেন্নাই) দিবস, ভারত
১৬৪২: ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু
১৬৩৯: মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৮১৮: ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর মৃত্যু
১৯১১: গায়ক দেবব্রত বিশ্বাসের জন্ম
১৯১৫: অভিনেতা শম্ভু মিত্রের জন্ম
১৯৩২ : বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে
১৯৫৫: রাজনীতিক ও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জীবীর জন্ম
১৯৮৯: নেপচুন গ্রহে প্রথম বলয় দেখা গেল
২০০০: বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক  অরুণ মিত্রর মৃত্যু
২০০৫: রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা ও সংগীত-নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী  অমিতা সেনের (আশ্রমকন্যা) মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৯ টাকা ৮৪.৭৩ টাকা
পাউন্ড ১০৭.৪৯ টাকা ১১১.০২ টাকা
ইউরো ৯১.৬৬ টাকা ৯৪.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া ২১/৮ দিবা ১/৪৭। উত্তরভাদ্রপদ নক্ষত্র ৪১/৫৫ রাত্রি ১০/৬। সূর্যোদয় ৫/১৯/৩৫, সূর্যাস্ত ৫/৫৯/২৫। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৯ গতে ১/৪ মধ্যে।    
৫ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া সন্ধ্যা ৫/৫০। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। কালবেলা ২/৫২ গতে ৬/৩ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে। 
১৭ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

21-08-2024 - 11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

21-08-2024 - 10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

21-08-2024 - 10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

21-08-2024 - 10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

21-08-2024 - 10:02:32 PM

এনসিপি প্রধান শারদ পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার

21-08-2024 - 09:32:44 PM