Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মতুয়া ভোটের লোভেই কি শান্তনুর সাত খুন মাফ!
তন্ময় মল্লিক

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব বা নরেন্দ্র মোদির সরকার কি কোনও ব্যবস্থা নেবে? দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার এক মাসের মধ্যেই কেন এই প্রশ্ন? কারণ তাঁর বিরুদ্ধে উঠেছে গোমাংস পাচারে মদতের গুরুতর অভিযোগ। সীমান্তরক্ষী বাহিনীর কর্তাকে তাঁর লেখা সুপারিশপত্র নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক জলঘোলা হচ্ছে। শান্তনুবাবু যে চিঠিটি দিয়েছেন, সেটি অনেকের মতে গোমাংস পাচারের ‘পারমিট’। এতে সঙ্ঘঘনিষ্ঠ বিজেপি নেতারা শান্তনুবাবুর উপর বেজায় চটেছেন। তাঁরা একটা হেস্তনেস্ত চাইছেন। কিন্তু তাতে লাভ হবে না। আরএসএস যতই চাপ সৃষ্টি করুক না কেন দিল্লি বিজেপি কোনও ব্যবস্থা নেওয়ার সাহস পাবে না। শান্তনুবাবু যতদিন মতুয়াদের ‘গুরুঠাকুর’ ইমেজটা বজায় রাখতে পারবেন, ততদিন সাত খুন মাফ! 
গোমাংস কাণ্ডে একটা বিষয়ে শান্তনু ঠাকুরকে সাবাশি দিতেই হবে। তিনি গোরুর মাংস নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়ার কথা অস্বীকার করেননি। তিনি একবারও বলেননি, ওই চিঠি তাঁর নয়, অথবা বদনাম করার জন্য কেউ তাঁর লেটারহেড ব্যবহার করেছে। তবে, যে চিঠি বিএসএফ অফিসারের কাছে থাকার কথা তা বাইরে এল কী করে, সেই প্রশ্ন তিনি তুলেছেন।
কেন্দ্রীয় জাহাজ ও বন্দর রাষ্ট্রমন্ত্রীর এই প্রশ্ন তোলার মধ্যে কোনও অন্যায় নেই। বরং সেটাই তো স্বাভাবিক। তিনি কেন্দ্রীয় মন্ত্রী। গোমাংস সীমান্ত পার করার সুপারিশ করেছেন কেন্দ্রীয় এজেন্সির কর্তার কাছে, যা একেবারেই ঘরের ভিতরের ব্যাপার। কিন্তু সেই চিঠি পৌঁছে গিয়েছে ‘বর্তমান’-এর হাতে। ঘরের ‘কেচ্ছা’ বাইরে বেরলে গোঁসা তো একটু হবেই।
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী? তিনি অশোকস্তম্ভ দেওয়া মন্ত্রীর লেটারহেডে বিএসএফ কর্তাকে একটি চিঠি দিয়েছেন। তাতে লেখা হয়েছে, স্বরূপনগরের হাকিমপুরের বাসিন্দা জিয়ারুল গাজি তিন কেজি গোরুর মাংস নিয়ে যাবেন। বিএসএফ যেন গোমাংস নিয়ে যেতে তাঁকে বাধা না দেয়। একজন কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের চিঠি পাওয়ার পর তাঁকে আটকানোর সাহস বিএসএফের কোনও জওয়ানের বা অফিসারের থাকবে কি? চিঠির জোরেই ‘ইধারকা মাল উধার’ হয়ে যায়। শান্তনুবাবু নিজমুখে স্বীকার করেছেন, এই ধরনের চিঠি তিনি দিয়েই থাকেন।
তবে, যে জিয়ারুল গাজিকে কেন্দ্রীয় মন্ত্রী এই চিঠি দিয়েছেন, তিনি কিন্তু মারাত্মক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিএসএফের নাকাচেকিং থেকে বাঁচার জন্য তাঁরা এই ধরনের ‘পারমিট’ মন্ত্রীর ঘনিষ্ঠদের কাছ থেকে নেন। আর তারজন্য দিতে হয় ‘প্রণামী’। অভিযোগ সত্যি হলে মানতেই হবে, এটা ‘পরিকল্পিত পাচারে’র অঙ্গ। বাড়ির প্রয়োজনে মালপত্র নিয়ে যাওয়ার জন্য নিয়মিত কেউ টাকা দিয়ে ‘পারমিট’ কিনতে যাবে না। জিয়ারুল গাজির কথায় আরও একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, সীমান্তে পাচারের কৌশল কি বদলে গিয়েছে!
শান্তনুবাবুর ‘পারমিট’ চিঠি নিয়ে হইচই হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি নড়েচড়ে বসেছে। শুরু করেছে তদন্ত। বিএসএফের কাছ থেকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। এই চিঠি যে শান্তনুবাবু দিয়েছেন, সেটা তিনি নিজেই ‘অন ক্যামেরা’ স্বীকার করেছেন। ফলে তদন্ত চিঠির সত্যতা যাচাই নিয়ে নয়। সেক্ষেত্রে তদন্তে বাকি থাকে একটাই বিষয়, শান্তনু ঠাকুরের মুখে কালি লেপার সাহসটা দেখাল কে? উদ্দেশ্য, ঘরশত্রু বিভীষণকে খুঁজে বের করা।
ইধারকা মাল উধার করার ‘পারমিট’ দেওয়া, নাগরিকত্বের কথা বলে মতুয়া কার্ড দেওয়ার মতো কাজগুলি শান্তনু ঠাকুরের কাছে জলভাত। নাগরিকত্ব আইন চালু হওয়ার আগে তিনি দাবি করেছিলেন, মতুয়া কার্ড করলেই নাগরিকত্ব পাওয়া যাবে। তাঁর সেই ঘোষণায় অনেকে মতুয়া কার্ড নেওয়ার জন্য ঠাকুরবাড়িতে লাইন দিয়েছিলেন। তখন টাকার বিনিময়ে মতুয়া কার্ড বিক্রির অভিযোগও উঠেছিল। তবে কার্ড নিতে অনাগ্রহী মতুয়াদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এই বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘তৃণমূল কংগ্রেসের লোকজনকে নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ দেখাব।’ ভাবা যায়?
শান্তনু ঠাকুরের কথাবার্তায় ও কাজে বহু বিতর্ক হয়েছে। কিন্তু দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী, সতর্ক করার সাহস দেখায়নি। অবশ্য এবার তাঁকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সঙ্গে বিজেপির মতাদর্শগত সংঘাত চরম। বিজেপির তাবড় তাবড় নেতা গো-সেবাকে পুণ্য অর্জনের পথ বলেই মনে করেন। অথচ সেই দলের মন্ত্রীই দিচ্ছেন গোরুর মাংস পাচারের পারমিট!  
কে গোরুর মাংস খাবেন, কে খাবেন না, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। সে ব্যাপারে কাউকে বাধ্য করা বা তা থেকে বিরত করলে সেটা হবে তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ। তা সত্ত্বেও এই ভারতবর্ষের বুকে কখনও ফ্রিজে গো-মাংস রাখার কারণে, কখনওবা গোরুর মাংস নিয়ে যাওয়ার ‘অপরাধে’ নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে। এই জাতীয় প্রতিটি ঘটনার পিছনে থাকে বিজেপির মদত অথবা উগ্র হিন্দুবাদীদের উস্কানি। 
এহেন বিজেপি দলের কেন্দ্রীয় মন্ত্রী গোরুর মাংস নির্বিঘ্নে সীমান্ত পার করিয়ে দেওয়ার সুপারিশ করেছেন। তা সত্ত্বেও শান্তনুবাবুর বিরুদ্ধে টুঁ শব্দ করেনি বিজেপি নেতৃত্ব। তবে, ক্ষোভে ফুঁসছে আরএসএস। তাদের বক্তব্য, গোরু আমাদের ‘দ্বিতীয় মা’। মাতৃদুগ্ধ ছাড়া একজন শিশু বড় হয় গোরুর দুধ খেয়ে। সন্তান প্রসবের সময় মা মারা গেলে শিশুর জীবন বাঁচায় গোরুর দুধ। তাই গোরু আমাদের কাছে ‘গোমাতা’। আমরা হিন্দুরা গোরুকে দেবতাজ্ঞানে পুজো করি। সেই গোরুর মাংস সীমান্তে নাকাচেকিংয়ে না আটকানোর সুপারিশ করেছেন বিজেপির মন্ত্রী। শান্তনুবাবু যদি চাল, ডাল, এমনকী কাশির সিরাপ ছেড়ে দেওয়ার সুপারিশ করতেন তাহলেও আমাদের বলার একটা জায়গা থাকত। আমরা বলতে পারতাম, কাঁটাতারের ওপারে বসবাসকারী পরিবারের জরুরি প্রয়োজনে তিনি এই সুপারিশ করেছেন। কিন্তু গোমাংসের ‘পারমিট’ দেওয়ার পক্ষে আমরা কী সাফাই দেব?
বি঩জেপি এবার আড়াইশো টপকাতে না পারায় নরেন্দ্র মোদি ও অমিত শাহরা বেশ চাপে রয়েছেন। একদিকে শরিকি চাপ, অন্যদিকে সরকারের উপর আরএসএস-এর প্রভাব বৃদ্ধির চেষ্টা। গেরুয়া শিবিরের খবর, গোরুর মাংসের পারমিট ইস্যুতেও আরএসএস চেপে ধরতে চাইছে। কিন্তু তাতেও খুব একটা সুবিধে হবে না। কারণ অভিজ্ঞতা বলছে, দিল্লি বিজেপি বারেবারে শান্তনু ঠাকুরের চাপের কাছেই নতি স্বীকার করেছে। সে দাদা সুব্রত ঠাকুরের বিধানসভার টিকিটই হোক বা নাগরিকত্ব ইস্যু। 
কেন্দ্রীয় সরকার পাঁচ বছর আগে সিএএ আইন করলেও তা কার্যকর করার জায়গায় ছিল না। কিন্তু শান্তনু ঠাকুর এক কর্মিসভায় ঘোষণা করে দিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে। দিল্লির বিজেপি নেতারা মুখে যত আসনই দাবি করুন না কেন, বাংলায় যে দলের অবস্থা ভালো নয়, সেটা তাঁরা জানতেন। তার উপর শান্তনু ঠাকুর বেঁকে বসলে আম ও ছালা দু’-ই যেত। তাই কোনও প্রস্তুতি ছাড়াই কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি সিএএ চালু করে দিয়েছে। এর পরিণতি কী হবে, এদেশে আসা সকল মতুয়া নাগরিকত্ব পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু নামকা ওয়াস্তে সিএএ লাগু করিয়ে শান্তনু ঠাকুর ভোটটা করিয়ে নিয়েছেন।
এরাজ্যে ১২জন সাংসদের মধ্যে কে কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাবেন, তা নিয়ে বিজেপিতে জোর চর্চা ছিল। লক্ষ্যে পৌঁছনোর জন্য তদ্বিরে খামতি ছিল না। সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতার নিরিখে বঙ্গ বিজেপিতে সৌমিত্র খাঁয়ের ধারেকাছে কেউ নেই। একবার বিধায়ক, তিনবারের সাংসদ। মন্ত্রিত্ব না পেলে তিনি বেসুরো হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। অথচ প্রথম থেকেই মন্ত্রিত্ব নিয়ে নিশ্চিন্তে ছিলেন শান্তনু ঠাকুর। কারণ তিনি হরিচাঁদ ঠাকুরের উত্তরাধিকারী। গেরুয়া শিবিরের বিশ্বাস, তাঁর জন্যই মতুয়া প্রভাবিত আসনে ভালো ফল করে বিজেপি। এই মিথ যতদিন বজায় থাকবে ততদিন তাঁর কেশাগ্র স্পর্শ করার সাহস বিজেপির কারও হবে না। উল্টে নরেন্দ্র মোদির মাগ্গিগন্ডার সংসারে তাঁর তোয়াজ বাড়বে। তাই শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ হয়েও গোরুর মাংস ‘পাচারে’র পারমিটে সই করেন নির্দ্বিধায়। আর সে-কথা বলেনও বুক ফুলিয়েই।
13th  July, 2024
‘বেগমপাড়া’ এক অবৈধ স্বর্গরাজ্য!
মৃণালকান্তি দাস

টরন্টোর পাশে লেক অন্টারিওর তীরের এক ছোট্ট শহর। মিসিসাগা। বছর দশেক আগে শহরের একটি বড় কন্ডোমিনিয়াম (বহুতল ভবন) হঠাৎ করেই কানাডার সংবাদমাধ্যমের নজরে আসে। সেই কন্ডোমিনিয়ামে মূলত থাকেন দক্ষিণ এশিয়া থেকে যাওয়া বহু অভিবাসী পরিবার। বিশদ

প্যারিসের ওলিম্পিক্স ভিলেজ যেন পাশ্চাত্যের বস্তি
সন্দীপন বিশ্বাস

ওলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ক্রীড়াবিদদের চমকে দেওয়া পারফরমেন্স, টান টান লড়াই, রেকর্ড ভাঙার অদম্য ইচ্ছা, পদক জয়ের জন্য নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা— এসব দেখে মনে হয় ওলিম্পিক গেমস সত্যিই গ্রেটেস্ট শো অন আর্থ। বিশদ

21st  August, 2024
জাস্টিস ফর আর জি কর
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি অভয়ার আসল নাম জানেন? তার হাতের লেখা কেমন ছিল? কিংবা তার ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর? মৃত্যুর পর কেমন দেখতে হয়েছিল তাকে? হয়তো জানেন। সৌজন্যে? সোশ্যাল মিডিয়া। অথচ, এমন কোনওটাই আপনার-আমার জানার কথা ছিল না। বিশদ

20th  August, 2024
সেবি: মাধবীর পদত্যাগ ও নতুন তদন্ত জরুরি
পি চিদম্বরম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উদ্ঘাটিত কাহিনির প্রতি বাণিজ্যিক এবং অর্থনৈতিক দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করেছে। 
বিশদ

19th  August, 2024
রাজনীতি থামিয়ে দ্রুত বিচার চাই
হিমাংশু সিংহ

আর জি কর হাসপাতালে যা ঘটেছে তা বাঙালির কাছে লজ্জার। মানবতার এমন পরাজয়ে মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের সবার। শিউরে উঠেছে বিবেক। রবীন্দ্রনাথের বাংলায় মানুষ কি দিনদিন পশু হয়ে যাচ্ছে? অল্পবয়সি এক ডাক্তারের এমন মর্মান্তিক পরিণতি আমাদের যত্নে লালন করা বাঙালি অস্মিতাকেই সজোরে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে যাবতীয় বোধ, বুদ্ধি, অনুভূতি। বিশদ

18th  August, 2024
এবার নতুন চক্রান্ত: বাঙালি খেদাও
তন্ময় মল্লিক

আর জি করের ঘটনায় উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে বাংলা। ন্যায়বিচারের দাবিতে শুধু চিকিৎসকরাই নন, গোটা রাজ্য এককাট্টা। অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা  বেরিয়ে আসবে সিবিআই তদন্তে। বিশদ

17th  August, 2024
শুধুই এক টুকরো ত্রিবর্ণের আবেগ?
মৃণালকান্তি দাস

তিষশাস্ত্রবিদরা বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটা নাকি শুভ নয়! তাই ১৪ তারিখ রাত এগারোটা বাজার আগেই দিল্লিতে গণপরিষদের সভা বসেছিল। বিশদ

15th  August, 2024
নতুন ছবি, ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুরা!
হারাধন চৌধুরী

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস। রাত পোহালেই স্বাধীনতা দিবস ভারতের। ৭৭ বছর আগে এক ভারত পৃথগন্ন হয়ে এই দুটি তারিখে নতুন রাষ্ট্রিক পরিচয় গ্রহণ করেছিল। আর এই দিনদুটির মাঝখানে দোলাচলেই ছিল সাবেক ‘পূর্ব পাকিস্তান’। বিশদ

14th  August, 2024
কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায়
শান্তনু দত্তগুপ্ত

নির্ভয়াকে মনে আছে আমাদের? সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী। বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে। দোষের মধ্যে, রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেবারও এসেছিল।
বিশদ

13th  August, 2024
গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল।
বিশদ

12th  August, 2024
‘মৌলবাদী’ বাংলাদেশ বড় বিপদ পশ্চিমবঙ্গের কাছে
হিমাংশু সিংহ

ভুলটা কার? শুধুই হাসিনার? নাকি মাত্র সাত মাস আগে সেদেশের নির্বাচনে একতরফা জয়ের পর শাসক আওয়ামি লিগের দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে প্রতিবেশী ভারতের গোয়েন্দা ব্যর্থতাও ওতপ্রোতভাবে জড়িত! প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিদেশের মাটিতে সম্ভ্রম জাগানো ‘র’ তাহলে কী করছিল, বিন্দুবিসর্গও টের পায়নি?
বিশদ

11th  August, 2024
এটা কি অন্নদাতাদের সম্মান, না অপমান!
তন্ময় মল্লিক

‘লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান।’ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি-অর্থনীতিবিদদের সম্মেলনে এই মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা বলার কারণ? দেশের কৃষকরা যে তাঁর আমলেই সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেটা বিশ্ববাসীকে বোঝানো। বিশদ

10th  August, 2024
একনজরে
ঘাটাল ব্লকের একের পর এক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অব্যাহত। এবার বীরসিংহ সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূল তাদের জয় সুনিশ্চিত করতে চলেছে।  ...

করোনা-পরবর্তীকালে রাজ্যে আবাসন শিল্পকে চাঙ্গা রাখতে একাধিক উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর ঘোষণা করে যে, ক্রেতারা স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় পাবেন। সার্কেল রেটে ...

পরিস্থিতির কোনও পরিবর্তন হল না বুধবারও।  একাধিক দাবিতে আন্দোলনকারীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কল্যাণীর বটলিং প্লান্টের গেটে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার প্লান্টের গেটের সামনে বিজেপি বিধায়কের উপস্থিতিতে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটর ও ডিলারদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। ...

বুধবার পেভার ব্লকের রাস্তার কাজকে ঘিরে দু’পক্ষের গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে। ঘটনায় জখম হয়েছেন অন্তত তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের চিকিৎসার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও ব্যবসাদি কর্মে অর্থাগম বেশি হবে। লেখাপড়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে গতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মাদ্রাজ (চেন্নাই) দিবস, ভারত
১৬৪২: ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু
১৬৩৯: মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৮১৮: ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর মৃত্যু
১৯১১: গায়ক দেবব্রত বিশ্বাসের জন্ম
১৯১৫: অভিনেতা শম্ভু মিত্রের জন্ম
১৯৩২ : বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে
১৯৫৫: রাজনীতিক ও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জীবীর জন্ম
১৯৮৯: নেপচুন গ্রহে প্রথম বলয় দেখা গেল
২০০০: বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক  অরুণ মিত্রর মৃত্যু
২০০৫: রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা ও সংগীত-নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী  অমিতা সেনের (আশ্রমকন্যা) মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৯ টাকা ৮৪.৭৩ টাকা
পাউন্ড ১০৭.৪৯ টাকা ১১১.০২ টাকা
ইউরো ৯১.৬৬ টাকা ৯৪.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া ২১/৮ দিবা ১/৪৭। উত্তরভাদ্রপদ নক্ষত্র ৪১/৫৫ রাত্রি ১০/৬। সূর্যোদয় ৫/১৯/৩৫, সূর্যাস্ত ৫/৫৯/২৫। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৯ গতে ১/৪ মধ্যে।    
৫ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪। তৃতীয়া সন্ধ্যা ৫/৫০। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। কালবেলা ২/৫২ গতে ৬/৩ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে। 
১৭ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

21-08-2024 - 11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

21-08-2024 - 10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

21-08-2024 - 10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

21-08-2024 - 10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

21-08-2024 - 10:02:32 PM

এনসিপি প্রধান শারদ পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার

21-08-2024 - 09:32:44 PM